ট দিয়ে ছেলেদের ইসলামিক নাম

ট দিয়ে ছেলেদের ইসলামিক নাম

ট দিয়ে ছেলেদের ইসলামিক নাম লিখে অনেকেই ইন্টারনেট সার্চ করে থাকে তাদের সদ্য জন্ম নেওয়া ছেলে সন্তানের নাম রাখার ক্ষেত্রে বা আবার কেউ-বা তাঁর নামের অর্থ জানতে। প্রায় এরকম উদ্দেশ্য নিয়েই মূলত সবাই তাঁর নাম জানতে চায়। তাই আজকের আর্টিকেলে আমরা এমন সব ছেলেদের ইসলামিক নাম নিয়ে আলোচনা করবো, যেগুলো ট দিয়ে তৈরি হওয়া এবং আপনি আপনার ছেলে বাবুর জন্য ট দিয়ে উল্লেখিত ইসলামিক নামগুলো থেকে যেকোনো একটি নাম চয়েজ করে পিক করতে পারেন। মূলত এখানে যে যে নামগুলো থাকবে, তাঁর সবগুলোই হবে ইসলামিক নাম এবং সবগুলো নামই হবে ছেলেদের জন্য প্রযোজ্য। তাই যদি এমন কেউ থাকে, যে তাঁর ছেলে সন্তানের জন্য ভালো ও অর্থবহ একটি ইসলামিক নাম রাখতে চান, তাহলে সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে পারেন। আশা করি বেশ ভালোভাবে উপকৃত হবেন। ( বর্ণ দিয়ে আরো অনেকগুলো আর্টিকেল রয়েছে যেমন – ও দিয়ে ছেলেদের ইসলামিক নাম, ম দিয়ে ছেলেদের নাম, স দিয়ে ছেলেদের নাম, শ দিয়ে মেয়েদের নাম, ম দিয়ে মেয়েদের নাম, র দিয়ে মেয়েদের নাম সহ ইত্যাদি )

ট দিয়ে ছেলেদের ইসলামিক নামগুলো হলো-

  • টুরাইলাই =  Turalai
  • টুরান = Turan
  • টুরাব = Turab
  • টুলাইভ = Tulive
  • টুফেইল = Tufail
  • ট্রিফ = Trife
  • ট্রয়াল = Trail
  • টলাক = Tolak
  • টাওহিদ = Tawhid
  • টিরমিজি = Tirmiji
  • টিরাক = Tirak
  • টিবামি = Tibami
  • টাইবিট = Taibit
  • টাজিমুদ্দিন = Tajimuddin
  • টাজিম = Tajim
  • টাজাম = Tajam
  • টাছির = Tacir
  • টয়মোর = Toymor
  • টাওয়াব = Tawyab
  • টাওসিফ = Tawsife
  • টাওহিদ = Tawhid
  • টাছনিম = Tacnim

এখানে যেকয়েকটি ট দিয়ে ইসলামিক নাম ‍উল্লেখ করেছি,তাঁর সবগুলোই ইন্টারনেট থেকে অনেক খুঁজে বের করা। অর্থাৎ স্বাভাবিক অবস্থায় আপনি ইন্টারনেটে ট দিয়ে ছেলেদের ইসলামিক নামগুলো বের করতে অনেক হিমশিম খেতে হবে। তাও অনেক সাইটে ভুল তথ্য দিয়ে রেখেছে। তাই যতটুকু সম্ভব, এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

ট দিয়ে ছেলে বাবুর ইসলামিক নাম এর অর্থ

ট দিয়ে ছেলে বাবুর ইসলামিক নাম এর অর্থ

উক্ত বিষয়টি উল্লেখ না করলেই নয়। কেননা, আমরা যখন কেউ তাঁর সন্তানের জন্য নাম সিলেক্ট করতে চাই, তখন অধিকাংশ গার্ডিয়ান, ছেলে বাবুর নামের অর্থের দিকে একেবারেই লক্ষ্য করে না। একটি নাম ইসলামিক হলেই গ্রহণ করে নিতে হবে, তাঁর কোনো রকম তথ্য নেই। অবশ্যই আপনাকে নাম চয়েজের ক্ষেত্রে বিশেষ নিয়ম ফলো করতে হবে। যেমন নামটি ইসলামিক হলো কি না। নামের অর্থ কি, এরকম আরো অনেক কিছুকে নজরে রেখেই একটি সুন্দর ও অর্থবহ নাম রাখতে হবে। যেহেতু এই পর্বটি ট দিয়ে ছেলে বাবুর ইসলামিক নাম এর অর্থ সম্পর্কে, তাই অবশ্যই এখানে উল্লেখিত সবগুলো নাম থেকে যদি আপনি একটি বাচাই করেন, তবে পরোক্ষণে আপনি নামটিকে পুনরায় আরেকবার রিসার্চ করে নিবেন। দেখতে হবে ট দিয়ে ছেলে বাবুর নামটি ইসলামিক কি-না অথবা নামটির অর্থ ইতিবাচক কি-না। আরো দেখতে হবে নামটির সাথে শিরকের কোনো রকম যোগ সূত্র আছে কি-না। উপরোক্ত শর্তগুলোর যদি একটিও মিলে যায় বা ঐ সিলেক্টকৃত নামের সাথে মিল পাওয়া যায়, তাহলে কোনো রকম দ্ধিধাগ্রস্থতা ছাড়াই উক্ত নামটিকে ছেড়ে দিতে হবে এবং সম্পূর্ণ নতুন একটি ট দিয়ে ইসলামিক নাম আপনার ছেলে বাবুর জন্য রাখতে হবে। ( আরো জানুন নবীদের নাম, সাহাবীদের নাম, মহিলা সাহাবীদের নাম সম্পর্কে )

Read More  আয়ান নামের অর্থ কি ? Ayan নামের বাংলা, ইংরেজী ও আরবি অর্থ কি

ট দিয়ে ছেলে বাবুর ইসলামিক নাম এর তালিকা

যদিও আজকের পুরো পোস্টের প্রধান উদ্দেশ্য ছিল ট দিয়ে তৈরি হওয়া সকল প্রকার ছেলে বাবুর ইসলামিক নামগুলো তালিকা আকারে তুলে ধরা। কিন্তু নানা রকম আনুসাঙ্গিক কারণে এটা সম্ভব হয়ে  উঠে নি। অর্থাৎ পূর্বের পোস্ট বা আর্টিকেলে যেমন হিইজ একটি নামের তালিকা প্রকাশ করা হতো, এটাতে কিন্তু এমন ভাবে ট দিয়ে ইসলামিক নামের লিস্ট তৈরি করতে সক্ষম হয় নি। এর অন্যতম একটি কারণ হলো ভার্চুয়াল জগতে এর সম্পর্কে নগন্য পরিমাণ তথ্য থাকা। আশা করি, যখন পুনরায় তথ্য ভান্ডার বেশি হবে, তখন আমরা উক্ত আর্টিকেলটিকে পরিমার্জন করে দিবো। পরিশেষে বলা যায়, যারা ট দিয়ে তাদের ছেলের জন্য একটি সুন্দর ও ইসলামিক নাম রাখতে চান, তাঁরা উক্ত আর্টিকেল এবং Banglatip দ্ধারা বেশ ভালোভাবে উপকৃত হতে পেরেছেন।

ট দিয়ে ছেলেদের ইসলামিক নাম সম্পর্কে আরো জানতে

Leave a Comment