আ দিয়ে মেয়েদের ইসলামিক নাম বাংলা অর্থসহ 2021

আ দিয়ে মেয়েদের ইসলামিক নাম

মেয়ে শিশুদের নামের ক্ষেত্রে ভিন্নতা থাকবে এটাই স্বাভাবিক। ধর্মীয় স্পর্শকাতর বিষয় দিয়ে বিবেচনা করলে মুসলিম প্রত্যেকটি মেয়ের ইসলামিক নাম রাখার দায়িত্ব হচ্ছে তার বাবা-মায়ের। তাই তাদের সুবিধার্থে আজকে নিয়ে আসলাম আ দিয়ে মেয়েদের ইসলামিক নাম। মেয়ে সন্তানের একটি ভালো এবং ইসলামিক নাম রাখা প্রত্যেকটা বাবা মা-র কর্তব্য। আমাদের বর্তমান সময়ে অনেক মুসলিম ফ্যামিলি রয়েছে, যাদের সন্তানের নামগুলো ইসলাম বহির্ভূত। দ্বীনের পূর্ণাঙ্গ জ্ঞান না থাকায় সন্তানের নাম রাখার ক্ষেত্রে ইসলম বহির্ভূত ভিন্নতা নিয়ে আসে। আবার অনেকে আছে যারা তাদের সন্তানের নাম ইসলামিক ওযার্ড বা শব্দ দিয়েই রেখেছে, কিন্তু তাঁরা অর্থে দিকে নজর দেয় নি। ফলাফলসরূপ, ইসলামিক ওয়ার্ড হওয়া সর্ত্বেও নামগুলোর অর্থ দাড়ায় নেতিবাচক। যা মোটেও কাম্য নয় কোনো মা বাবার নিকট তাদের সন্তানের নাম সিলেক্টের ক্ষেত্রে। সদ্য জন্ম হওয়া মেয়ে শিশুর অবশ্যই নাম রাখতে হবে ইসলামিক একজন মুসলিম পরিবার হিসেবে। কিন্তু পাশাপাশি এটাও খেয়াল রাখতে হবে যে মেয়ের ইসলামিক নামের অর্থটা কী হচ্ছে। তাই এই ক্ষেত্রে আপনার তথা মা-বাবাদের কষ্ট কিছু লাঘব করতে আমরা দৈনিক পোস্ট দিয়ে যাচ্ছি নাম সক্রান্ত বিষয় নিয়ে। যেমন আজকের পোস্টটি হলো আ-দিয়ে মেয়েদের ইসলামিক নামের তালিকা বাংলা অর্থসহ। তেমনি পূর্বের পোস্ট গুলোও ছিল নাম নিয়ে। ছেলেদের স দিয়ে ইসলামিক নাম আবার ম দিয়ে ছেলেদের নাম পাশাপাশি শ দিয়ে ছেলেদের ইসলামিক নাম। শুধু ছেলে নয় মেয়েদের নামের ক্ষেত্রেও রয়েছে একাধিক পোস্ট। চাইলে স দিয়ে মেয়েদের ইসলামিক নামের তালিকার পোস্টটিও পড়ে আসতে পারেন।

কথা বেশি না বাড়িয়ে চলুন পড়া যাক আজকের মেয়েদের নামের তালিকা।

বিশেষ দ্রষ্টব্য: পাঠকদের পড়ার সুবিধার্থে এবং শ্রুতিমধুর দেখতে  ২৫টা নামের পর-পর আ  দিয়ে ইসলামিক নামের একটা সংক্ষিপ্ত ব্রেক এবং এভাবে  ৫টি ব্রেকের মাধ্যমে  A – আ  দিয়ে মেয়েদের মোট ২০০+টি ইসলামিক নামের তালিকা উল্লেখ করা হলো।

আ দিয়ে মেয়েদের ইসলামিক নাম এর তালিকা-

  • আজরা আদিলা = Ajra Adila = স্পষ্ট কুমারী ন্যায় বিচারক
  • আজরা আনতারা = Ajra Antara = স্পষ্ট কুমারী বীরাঙ্গনা মেয়ে
  • আজরা আফিয়া = Ajra Afia = স্পষ্ট কুমারী পুণ্যবতী
  • আজরা আসিমা = Ajra Asima = স্পষ্ট কুমারী সতী নারী
  • আজরা গালিবা = Ajra Galiba = স্পষ্ট কুমারী বিজয়ীনি
  • আজরা জামীলা = Ajra Jamila = স্পষ্ট কুমারী সুন্দরী
  • আজরা তাহিরা = Ajra Tahira = স্পষ্ট কুমারী সতী
  • আজরা ফাহমিদা = Ajra Fahmida = স্পষ্ট কুমারী বুদ্ধিমতী
  • আজরা বিলকিস = Ajra Bilkis =স্পষ্ট কুমারী রানী
  • আজরা মাবুবা = Ajra Mahbuba = স্পষ্ট কুমারী প্রিয়া
  • আজরা মায়মুনা = Ajra maymuna = স্পষ্ট কুমারী ভাগ্যবতী
  • আজরা মালিহা = Ajra Maliha = স্পষ্ট কুমারী নিষ্পাপ মেয়ে
  • আজরা মাসুদা = Ajra Masuda = স্পষ্ট কুমারী সৌভাগ্যবতী মেয়ে
  • আজরা মাহমুদা = Ajra Mahmuda = স্পষ্ট কুমারী প্রশংসিতা মেয়ে
  • আজরা মুকাররামা = Ajra Mukarrma = স্পষ্ট কুমারী সম্মানিত মেয়ে
  • আজরা মুমতাজ = Ajra Mumtaj = স্পষ্ট কুমারী মনোনীত মেয়ে
  •  আজরা রায়হানা = Ajra Rayhana = স্পষ্ট কুমারী সুগন্ধী ফুল মেয়ে
  • আজরা রাশীদা = Ajra Rashida = স্পষ্ট কুমারী বিদুষী
  • আজরা রুমালী = Ajra Rumali = স্পষ্ট কুমারী কবুতর
  • আজরা শাকিলা = Ajra Shakila = স্পষ্ট কুমারী সুরূপা
  • আজরা সাজিদা = Ajra Sujida = স্পষ্ট কুমারী ধার্মিক মেয়ে
  • আজরা সাদিকা = Ajra Sadika = কুমারী পুন্যবতী মেয়ে
  • আজরা সাদিয়া = Ajra Sadia =কুমারী সৌভাগ্যবতী নারী
  • আজরা সাবিহা = Ajra Sabia = কুমারী রূপসী মেয়ে
  • আজরা হামিদা = Ajra Hamida = কুমারী প্রশংসাকারিনী মেয়ে

এখান একটু থেমে পূর্বের পড়া নামগুলো থেকে যেকোনো একটি নাম চয়েজ করার চেষ্টা করুন। অন্যথায় আ দিয়ে মেয়েদের ইসলামিক নামের পরের অংশটি পড়া শুরু করতে পারেন। ইতিমধ্যে ২৫টা আ-দিয়ে মেয়েদের নাম পড়েছেন। বাকিগুলো পড়তে চেষ্টা করুন।

  • অনিন্দিতা = Anindita = অনেক সুন্দরী মেয়ে
  • আইদাহ = Aidah = কারো সাথে সাক্ষাৎকারিনী মেয়ে
  • আকলিমা = Aklima = নিজ দেশ
  •  আকিলা= Akila = অতি বুদ্ধিমতি
  • আক্তার = Akter = অনেক ভাগ্যবান
  • আছীর = Acir = কারো কাছে পছন্দনীয়
  • আজরা আকিলা = Ajra Akila = স্পষ্ট কুমারী বুদ্ধিমতী মেয়ে
  • আতকিয়া আজিজাহ = Atkia Ajija = অতি ধার্মিক সম্মানিত মেয়ে
  • আতকিয়া আয়মান = Atkia Ayman = ধার্মিক শুভ মেয়ে
  • আতকিয়া ফাইরুজ = Atkia Fairuj = ধার্মিক সমৃদ্ধিশালী মেয়ে
  • আতকিয়া ফাওজিয়া = Atkia Fawjia = ধার্মিক সফল মেয়ে
  • আতকিয়া ফাখেরা = Atkia Fakhera =ধার্মিক মর্যাদাবান মেয়ে
  • আতকিয়া ফান্নানা = Atkia Fannana = ধার্মিক শিল্পী মেয়ে
  • আতকিয়া ফাবলীহা = Atkia Fabliha =ধার্মিক অত্যন্ত ভাল মেয়ে
  • আতকিয়া ফারজানা = Atkia Farjana = ধার্মিক বিদূষী মেয়ে
  • আতকিয়া ফারিহা = Atkia Faria = ধার্মিক সুখী মেয়ে
  • আতকিয়া মায়মুনা = Atkia Maymuna = ধার্মিক ভাগ্যবতী মেয়ে
  • আতকিয়া মালিহা = Atkia Maliha = ধার্মিক রূপসী মেয়ে
  • আতকিয়া আয়েশা  = Atkia Aysha = ধার্মিক সমৃদ্ধিশালী মেয়ে
  • আতকিয়া আসিমা = Atkia Asima = ধার্মিক কুমারী মেয়ে
  • আতকিয়া গালিবা = Atkia Galiba =  ধার্মিক বিজয়ীনি মেয়ে
  • আতকিয়া জামিলা = Atkia Jamila = ধার্মিক রূপসী মেয়ে
  • আতকিয়া জালিলাহ = Atkia Jalilha = ধার্মিক মহতী মেয়ে
  • আতকিয়া ফাইজা = Atkia Fija  = ধার্মিক বিজয়ীনি মেয়ে
  • আতকিয়া মাসুমা = Atkia Masuma = ধার্মিক নিষ্পাপ মেয়ে
Read More  মহিলা সাহাবীর নাম | জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম

আ দিয়ে মেয়েদের ইসলামিক নামের দ্বিতীয় ব্রেক এটি। মেয়েদের নাম পড়ে যদি হাঁপিয়ে থাকেন, তাহলে একটু থেমে পুনরায় নামের তালিকাটি পড়ার চেষ্টা করুন। আশা করি আপনার সন্তান কিংবা কারো নামের অর্থ সহজেই জেনে যাবেন। যদি এখনো আপনার টার্গেটেড নাম না পেয়ে থাকেন অথবা অর্থ না জেনে থাকেন, তাহলে পোস্টের পরের র্অংশ কন্টেনিও করে যাওয়ার অনুরোধ রহিল।

  • আতকিয়া মাহমুদা = Atkia Mahmuda = ধার্মিক প্রশংসিতা মেয়ে
  • আতকিয়া মুকাররামা = Atkia Mukrama = ধার্মিক সম্মানিত মেয়ে
  •  আতকিয়া মুনাওয়ারা = Atkia Munawra = ধার্মিক দীপ্তিমান মেয়ে
  • আতকিয়া মুরশিদা = Atkia Murshida = ধার্মিক এবং প্রশংসিতা
  •  আতকিয়া মোমেনা = Atkia Momena = ধার্মিক বিশ্বাসী মেয়ে
  • আতকিয়া ফাহমিদা = Atkia Fahmida = ধার্মিক বুদ্ধিমতি মেয়ে
  • আতকিয়া বাশীরাহ = Atkia Bashira = ধার্মিক সুসংবাদদানকারীনী মেয়ে
  • আজরা আতিকা = Ajra Atika = স্পষ্ট কুমারী সুন্দরী
  • আজরা আতিয়া = Ajra Atiya = স্পষ্ট কুমারী দানশীল মেয়ে
  • আজরা আদিবা = Ajra Adia = স্পষ্ট কুমারী শিষ্টাচার মেয়ে
  • আজরা হোমায়রা = Ajra Homayra = কুমারী সুন্দরী মেয়ে
  • আজরা = Ajra = কুমারী আজরা মেয়ে
  • আতকিয়া বাসিমা = Atkia Basima = ধার্মিক হাস্যোজ্জ্বল মেয়ে
  • আতকিয়া আতিয়া = Atkia Atia = অতি ধার্মিক দানশীল মেয়ে
  • আতকিয়া আদিবা = Atkia Adiba = ধার্মিক শিষ্টাচারী মেয়ে
  • আতকিয়া বুশরা = Aatkia Busra = ধার্মিক শুভ নিদর্শন মেয়ে
  • আতকিয়া মাদেহা = Atkia Madeha = ধার্মিক প্রশংকারিনী মেয়ে
  • আতকিয়া আদিলা = Atkia Adila = ধার্মিক ন্যায় বিচারক মেয়ে
  • আতকিয়া আনজুম = Atkia Anjum = প্রচন্ড ধার্মিক তারা মেয়ে
  • আতকিয়া আনতারা = Atkia Antara = মেয়ে হিসেবে ধার্মিক বীরাঙ্গনা মেয়ে
  • আতকিয়া আনিকা = Atkia Anika = ধার্মিক রূপসী মেয়ে মেয়ে
  • আতকিয়া আনিসা = Atkia Anisa = অতি ধার্মিক কুমারী মেয়ে
  • আতকিয়া আবিদা = Atkia Abida = ধার্মিক ইবাদতকারিনী মেয়ে
  • আতকিয়া আমিনা = Atkia Amina = ধার্মিক বিশ্বাসী মেয়ে
  • আতকিয়া বিলকিস = Atkia Bilkis = ধার্মিক রানী মেয়ে

প্রায় ৭৫ টির উপর আ দিয়ে মেয়েদের নাম পড়া হয়ে গেল। একটু থেমে আবার পড়ার চেষ্টা করুন। আ দিয়ে মেয়েদের এই বিশাল নামের তালিকার প্রায় কিছুটা অংশ শেষ হলো। আশা করি আ দিয়ে মেয়েদের নামের অনেক কিছুই এখন আপনার ধারণায় আছে। আরো জানতে এবং কারো জন্য নাম চয়েজ করতে পোস্টের বাকি অংশ টার পড়া চালিয়ে যান।

  • করতে = Korty =  অতি দেখা যায় মেয়ে
  • আহি = Aahi =  যে নারীর মধ্যে একজন মহান নেতৃ হয়ে ওঠার গুণ থাকে
  • আঁচল = Acol =  শাড়ির কিনারার সবচেয়ে আকর্ষণীয় অংশটি
  • আরোহণী = Arohini =  সিঁড়ি, মই মেয়ে
  • আলো = Alo = অতি  আলোক
  • আনন্দময়ী = Anondomoyi =  অতি সুখে পরিপূর্ণ, আনন্দদায়িনী মেয়ে
  • আশিয়ানা = Ashaiyana = সুন্দর ঘর, বাড়ি
  • আরোহী  = Ahrohi = আরোহণকারী মেয়ে
  • আনিশা = Anisha = অতি  ভাল বন্ধু, অন্তরঙ্গ মেয়ে
  • আরুশি = Arushi = প্রথম প্রভাত, ভোর, জ্যোতি, উজ্জ্বল মেয়ে
  • আনন্দি = Anandi =  অতি আনন্দ, সফল, বিজয়িনী মেয়ে
  • আকাঙ্খা = Akhankha = অতি   ইচ্ছা, বাসনা
  • আরাধ্যা = Aroddho =  যিনি সকলের দ্বারা পূজিতা মেয়ে
  • আলোচিকা  = Alocika = যে নারী কোনও আলোচনা পরিচালনা করেন মেয়ে
  • আকাঙ্খিতা = Akhankhita = অতি  যে নারীকে আকাঙ্খা করা হয় মেয়ে
  • আদ্রিকা = Adrika = অতি  গগনচুম্বী সুউচ্চ গিরি শৃঙ্গের ন্যায় বৃহৎ
  • আদ্রিতা = Adrita = আরাধ্য
  • আভা = Aaba = অতি  দীপ্তি, ঔজ্জ্বল্য মেয়ে
  • আশাপূর্ণা = Ashapurna = র  আশার দ্বারা সম্পূর্ণা
  • আয়ুশি  = Auishi = সুদীর্ঘ জীবনের অধিকারিণী মেয়ে
  • আস্থা = Ashta = অতি  ভরসা, বিশ্বাস
  • আমিশা = Amisha = অতি  সুন্দর মেয়ে
  • আহেলী = Aheli = অতি  খাঁটি, বিশুদ্ধ মেয়ে
Read More  হ দিয়ে ছেলেদের ইসলামিক নাম এর তালিকা অর্থসহ

ক্রমাগতভাবে পোস্টের প্রায় অর্ধেক সংখ্যক মেয়েদের ইসলামিক নাম পড়া শেষ। আ দিয়ে নামের লিস্ট বা তালিকাটি অনেক বড় হয়ে থাকে। বাকি অংশটা পড়ে গেলে আশা করি ভালো একটি নাম চয়েজ করতে সক্ষম হবেন আপনার পরিবারের নতুন সদস্যের জন্য। তাই আ দিয়ে নামের তালিকার বাকি অংশটার পড়া চালিয়ে যান।

  • আদ্রা = Adra =  একটি নক্ষত্র মেয়ে
  • আপিঙ্গলা = Apingola =   কটা চোখ বিশিষ্ট নারী মেয়ে
  • আহ্লাদী = Ahaladi = অতি   আদুরে যে নারীর হৃদয়
  • আয়ুস্মতি = Ayusmita =  দীর্ঘ জীবিনী
  • আয়েশী = Ayeshi = অতি আমোদী মেয়ে
  • আশা = Asha = অতি  ভরসা, আকাঙ্খা
  • আকৃতি  = Akoti = আকার, চেহারা, রূপ,অবয়ব
  • আকর্ষিকা  = Akorshika = যার আকর্ষণ করার ক্ষমতা আছে মেয়ে
  • আলিয়া = Alia =  অতি উত্তম, সাধুবাদ মেয়ে
  • আল্পনা = Alpona =  নকশা
  • আখ্যায়িকা = Akhhaita =  কাহিনী, উপাখ্যান, গল্প মেয়ে
  • আনারকলি = Anarkoli = অতি  বেদানার ফুল মেয়ে
  • আদর্শিনী = Adorshoni =  অতি  মায়াবাদিনী, আদর্শবাদিনী
  • আয়তলোচনা = Ayatlucona = বৃহৎ চক্ষু বিশিষ্ট নারী মেয়ে
  • আমোদী = Amodi =  অতি  আমুদে, সুগন্ধযুক্তা মেয়ে
  • আদ্যা = Addra = দেবী দুর্গা, প্রথম শক্তি
  • আশমীনা = Ashmina =  ধন, সম্পত্তি, সমৃদ্ধিতে পরিপূর্ণা মেয়ে
  • আর্শদীপ = Arsdip =  অতি দুষ্টু মেয়ে মেয়ে
  • আমরুষা = Uamrush =  হঠাৎ
  • আহনা = Ahna =  অতি বিদ্যমান মেয়ে
  • আদ্বিকা = Addika =  বিশ্ব, অনন্যা মেয়ে
  • আলোকি = Aloki = অতি  উজ্জ্বল আলো মেয়ে

এখন পর্যন্ত অনেকগুলো আ দিয়ে তৈরি করা নাম পড়েছেন। আশা করি  এখান থেকে যেকোনো একটি নাম সিলেক্ট করতে সক্ষম হয়েছেন। যদি এখনো কোনো নাম চয়েজ করতে না পাড়েন, তাহলে দয়া করে পোস্টের বাকি অংশটির পড়া চালিয়ে যান। আশা করি ভালো এবং উত্তম একটি নাম সিলেক্ট করতে পারবেন।

  • আরিয়ানা = Ariyana = অতি  রূপালি, রৌপ্যবত মেয়ে
  • আয়েরা = Ayra = অতি  সম্মানীয় মেয়ে
  • আহিরা = Ahira =  উজ্জ্বল, দীপ্তিময়ী
  • আপ্তি = Ahpti =  পূর্ণতা, সিদ্ধি মেয়ে
  • আন্না = Ahnna =  করুণাময়ী, স্বাভাবিক মাধুর্যে পূর্ণা মেয়ে
  • আঁখি = Akhi = অতি  নয়ন বা চোখ মেয়ে মেয়ে
  • আনালিয়া = Analiya =  অতি স্প্যানিশ ভাষায় যার অর্থ হল দয়া মেয়ে
  • অ্যান্সি = Aenxi =  অতি সর্বাপেক্ষা সুন্দরী
  • আয়লা = Ayla = অতি পর্বত শীর্ষ মেয়ে
  • আদিতা = Adita =  মহাবিশ্বের উৎপত্তিস্থল
  • আধিরা = Adira = অতি  চন্দ্র মেয়ে
  • আশ্রমী = Ashromi =  আশ্রমে বাস করা নারী, মহিয়সী মেয়ে
  • আরাধনা = Aradona =  অতি উপাসনা মেয়ে
  • আমেয়া = Amena =  অতি বাঁধনহীনা, উদার মেয়ে
  • আহূতি = Aahuti =  আহ্বান মেয়ে
  • আমোদিনী  = Aahmodini = অতি  আনন্দদায়িনী
  • আলোলিকা = Alolika = অতি  আলোকবৃত্ত মেয়ে
  • আরশিয়া = Arshiya = পরী, স্বর্গে বসবাসকারী
  • আশাবরী = Ashabori = অতি   সঙ্গিতের একটি রাগিণী বিশেষ
  • আরশি = Arshi =  দর্পন, আয়না
  • আশমানী  = Ashamakhi = নীল রঙ মেয়ে
  • আলোকবর্তিকা = Alokbortita = আলোর প্রদীপ
  • আঙ্গুরলতা = Angurelota = আঙ্গুর গাছের লতা মেয়ে

এটি হলো আ দিয়ে মেয়েদের ইসলামিক নামের তালিকার লাস্ট ব্রেক। এখানে একটি থেমে পূর্বের নামগুলো সম্পর্কে সামান্য ভেবে নিন। যদি এখনো পোস্টটি থেকে মেয়ের জন্য আ দিয়ে নাম চয়েজ করতে না পেরে থাকেন তাহলে পোস্টের বাকি অংশটুকু পড়ুন। আশা করা যায় একটি ভালো অর্থবহ নাম পেয়ে যাবেন।

  • আদিতা = Adita
  • আইভি = Aibi =  সবুজ লতা
  • আলাইনা = Alaina =  অতি শিলার ন্যায় মৃদু মেয়ে
  • আলিজা = Alija =  অতি আনন্দদায়িনী
  • আলেকজিয়া = Alekjiya =  অতি রক্ষক, প্রতিবাদী মেয়ে
  • আনায়া = Anaya =  অতি সুরক্ষা, তত্ত্বাবধান মেয়ে
  • আলিশা = Alisha =  অতি সত্যবাদী, সৎ, ঈশ্বরের আশীবার্দধন্যা মেয়ে
  • আয়ানা = Ayana =  অনুধাবনকারিণী মেয়ে
  • আশরাফী = Ashrafi =  সম্মানিতা
  • আরিবা = Ahbira =  অতি সফল, বিজয়ী মেয়ে
  • আরিশা = Arisha =  ভালো কিছু সৃষ্টি করে যে
  • আতিয়া = Atia = অতি  দানকারিণী মেয়ে
  • আমীরা = Amira =  ধনবতী নারী মেয়ে
  • আশিকা = Ashika =  অতি প্রেয়সী
  • আফরিন = Afrin = অতি  মিত্রভাবাপন্না, বন্ধুসুলভ মেয়ে
  • আয়েশা = Aysha =  অতি স্বচ্ছল, সমৃদ্ধশালিনী মেয়ে
  • আফরোজ = Afroj = আগুন প্রজ্জ্বলনকারী, যা আলোকিত করে
  • আনিকা = Anika =  রূপসী মেয়ে
  • আফিফা = Afifa =  বিনয়ী, ধার্মিক, শুদ্ধ মেয়ে
  • আফিয়া = Afiya =  নিরাপদ, সুস্বাস্থ্যের অধিকারিণী
  • আবিদা = Abida = অতি উপাসক, ভক্ত মেয়ে
  • আরাত্রিকা = Aratrika =  অতি তুলসী গাছের নিচে দেওয়া সন্ধ্যাপ্রদীপ মেয়ে
  • আলিফা = Alifa =  অতি দয়াশীল, সহানুভূতিশীল
  • আলিশবা = Alishba =   নিষ্পাপ, মনোহর মেয়ে
  • আকবরী = Akbori =  আকবরের আমলের
  • আফসা = Afsha =  সুন্দর, নবী মুহাম্মদ সাঃ এর স্ত্রীর নাম
Read More  জুমার দিনের ১১ টি আমল

উপরোক্ত তালিকার নামগুলোই ছিল আ দিয়ে মেয়েদের ইসলামিক নামের তালিকার অন্তর্ভূক্ত। এখান থেকে আপনি আপনার সন্তান কিংবা পরিবার অথবা আত্মীয় এর জন্য আ দিয়ে মেয়েদের নাম খুজে বের করতে সক্ষম হবেন। আপনি যদি এখনোও কোনো নাম সিলেক্ট করতে না পেরে থাকেন, তাহলে দয়া করে পুনরায় পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আশা করি আ দিয়ে মেয়ের জন্য যেকোনো একটি নাম সিলেক্ট করতে পারবেন।

নারীদের হাত খরচ দিন নিয়মিত।

আ দিয়ে মেয়ে বাবুর ইসলামিক নাম এর অর্থ

আ দিয়ে মেয়ে বাবুর ইসলামিক নাম এর অর্থ

মুসলিম মেয়ে সন্তানের জন্য একটি নাম রেখে দিলেই হয় না। নামটা অর্থবহ হতে হয়। বর্তমান জেনারেশনে অনেক বাবা-মা আছে যারা আধুনিক সভ্যতার সাথে তাল মিলাতে গিয়ে হয়তো ইসলামিক নাম রাখা হতে তাদের সন্তানকে বঞ্চিত করছে না হয় ইসলাম বহির্ভূত অর্থবহ নাম চয়েজ করে থাকে। তাদের কর্ণপাতের জন্যই আমাদের এই নামের তালিকাটা। এখানে যেমন আ দিয়ে মেয়েদের নাম রয়েছে অনেক তেমনি প্রত্যেকটা নামের পাশের সেই নামের বাংলা অর্থটা কী তার একটি ধারণা দেওয়া হয়েছে। আশা করি যদি কোনো মা – বাবা এই সাইট থেকে তাদের মেয়ে সন্তানের জন্য কোনো একটি নাম সিলেক্ট করে তাহলে সঠিক নামটি সিলেক্ট করতে পারবে। নামের ক্ষেত্রে কিছু অর্থ রয়েছে। অনেক নামের অর্থ বাস্তব জীবনে নেতিবাচক প্রভাব ফেলে আবার অনেক নামের অর্থ এমনিতেই নেতিবাচক। এসব নাম পরিহার করে ইতিবাচক নামসমূহকে আমাদের সিলেক্ট করতে হবে। তাই যদি কেউ ইচ্ছা পোষণ করেন যে আপনাদের সন্তান বা আত্মীয় কারো নাম আ দিয়ে রাখবেন, তাহলে আপনি পোস্ট আবার একবার মনোযোগ সহকারে পড়ে আসুন। আশা করি পূর্ব থেকেই ভালো, ইসলামিক এবং অর্থবহ একটি নাম চয়েজ করে রাখতে পারবেন।

কিছু ভালো আমল শিখে নিন।

আ দিয়ে মেয়েদের ইসলামিক নামের তালিকা

আ দিয়ে মেয়েদের ইসলামিক নামের তালিকা

পাঠকদের সুবিধার্থে প্রতিনিয়ত আমরা এই বাংলা সাইটে ছেলে এবং মেয়েদের নামের তালিকাগুলো দিয়ে যাচ্ছি। ছেলেদের নামের তালিকা যেমন বিশাল একটি জায়গা দখল করে রেখেছে তেমনি মেয়েদের নামের তালিকাটিও এর ব্যতিক্রম নয়। তাই ছেলে ও মেয়ের নামের তালিকার ক্ষেত্রে বেশ কিছু ভিন্নতা এসেছি। প্রথমে সবগুলো নামকে ধর্মীয় দিক থেকে আলাদা করেছি । তারপর বিভিন্ন বর্ণ দিয়ে আলাদা করেছি। যেমন আজকের আর্টিকেল টি হলো মেয়েদের জন্য। আবার মেয়েদের জন্য হলেও এটি মুসলিম মেয়েদের ইসলামিক নাম। এখানেও আবার ভিন্নতা রয়েছে। মুসলিম মেয়েদের আ দিয়ে নাম। অর্থাৎ বর্ণ দিয়ে আলাদা করার চেষ্টা করেছি। মূলত নামের তালিকা একটি বিশদ আলোচনা। তাই নিয়ম অনুযায়ী আজকের আর্টিকেল টি আ দিয়ে মেয়েদের ইসলামিক নামের তালিকা নিয়ে আসলাম। আশাবাদী, সন্তানের নাম চয়েজের ক্ষেত্রে উক্ত নামের তালিকার সিটটি অনেক উপকারে আসবে।

আ দিয়ে মেয়েদের ইসলামিক নাম সম্পর্কে আরো জানতে

Leave a Comment