নগদ মোবাইল ব্যাংকিং | Nagad offer | নগদ অফার ২০২১

নগদ মোবাইল ব্যাংকিং

দৈনন্দিন জীবনে আর্থিক লেন-দেনকে আরো সহজ-সরল এবং কম সময়ের মধ্যে করার জন্য বাংলাদেশ ডাক বিভাগের অধীনস্থ মোবাইল ব্যাংকিং সিস্টেম হলো নগদ। শুধু আর্থিক ব্যাংকিং লেনদেনের সাথেই নগদ মোবাইল ব্যাংকিং সীমাবদ্ধ নয়, একই সাথে এটি মোবাইল রিচার্জেরও সার্ভিস প্রদান করে থাকে।

নগদ মোবাইল ব্যাংকিং এর গঠন

নগদ মোবাইল ব্যাংকিং এর গঠন

নগদ মোবাইল ব্যাংকিং প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে সমাজ তথা দেশে মোবাইল ব্যাংকিং সিস্টেমে একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে এবং তারই ধারাবাহিকতায় নগদ মোবাইল ব্যাংকিং কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে। বর্তমান বাংলাদেশে নগদ ব্যাংকিং হলো একটি উদাহরণসরূপ যুগান্তকারী উদ্যোগ যা প্রশংসার জোর দাবী রাখে।

নগদ মোবাইল ব্যাংকিং সিস্টেমটি ১১ অক্টোবর ২০১৮ সালে সর্বপ্রথম বাংলাদেশে ইনিশিয়ালী তাদের কার্যক্রম চালু করে বাংলাদেশ ডাক বিভাগকর্তৃক অনুমোদন পেয়ে। বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা উদযাপনের মাধ্যমে অর্থাৎ ২০১৯ সালের ২৬ মার্চে নগদ মোবাইল ব্যাংকিং কার্যক্রম চালু হয়। বর্তমানে নগদ এর সদর দপ্তর হলো ঢাকার বনানী এলাকার কামাল আর্তাতুক এভিনিউতে।

নগদ মোবাইল ব্যাংকিং সিস্টেমের কার্যক্রম

নগদ হলো সাধারণত বাংলাদেশ ডাক বিভাগ, টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রাণালয়ের অধীনের বাংলাদেশ ডাক বিভাগের একটি ডিজিটাল মোবাইল ব্যাংকিং সিস্টেম যা ডিজিটাল পদ্ধতিতে মোবাইলের মাধ্যমে একজন নগদ গ্রাহক খুব সহজেই দেশের যেকোনো জায়গায় মূহর্তেই টাকা পাঠানো অথবা আর্থিক লেনদেন করতে পারে। নগদ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে একজন নগদ গ্রাহক মোবাইলের মাধ্যমে দেশের যেকোনো প্রান্তে খুব সহজে এবং সময় বাচিয়ে মূহর্তে টাকা বিনিময় করতে পারে অর্থাৎ দেশের যেকোনো জায়গায় যেকোনো মানুষের কাছে টাকা পাঠাতে পারে সেই সাথে টাকা গ্রহণ করতেও পারে। সংক্ষেপে বলতে গেলে একজন নগদ গ্রাহক খুব সহজে টাকা উত্তোলন, টাকা জমা রাখা, টাকা পাঠানো, মোবাইল রিচার্জ ইত্যাদি নগদ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে করতে পারে। পাশাপাশি নগদ ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে আর্থিক লেনদেনের মাধ্যমে বিল প্রদান করা যায় এবং দৈনিক পর্যায়ক্রমে নগদ কর্তৃপক্ষ আরো বেশি বেশি ফিচার যোগ করছে যা একজন নগদ গ্রাহককে আরো বেশি ইউজার ফ্রেন্ডলি করে তুলবে।

নগদ মোবাইল ব্যাংকিং এর সেবাসমূহ

নগদ ব্যাংকিং কর্তৃপক্ষ নগদ গ্রাহকদের জন্য প্রতিনিয়ত তাদের সেবার স্তর বৃদ্ধি করছে সেই সাথে সেবার মানেরও উন্নতি ঘটাচ্ছে। নগদ ২০২১ এর সেবাগুলোতে আছে

নগদ মোবাইল ব্যাংকিং
  • একজন গ্রাহক খুব সহজে নগদ একাউন্ট খোলা
  • নগদ গ্রাহক সহজে তাঁর একাউন্টে টাকা জমা রাখা বা নগদ ক্যাশইন করা
  • খুব সহজে দেশের যেকোনো প্রান্তে একজন নগদ গ্রাহক অন্যজন গ্রাহককে টাকা পাঠানো বা নগদ ক্যাশআউট করা
  • সহজে অন্যকে সেন্ড মানি করা
  • নিজ নগদ একাউন্ট থেকে টাকা উঠানো বা ক্যাশ আউট করা
  • গ্রাহক তার মোবাইলে বা যেকোনো নাম্বারে টাকা রিচার্জ করতে পারা
  • নগদ গ্রাহক যেকোনো মোবাইলে এয়ারটাইম ক্রয় করা
  • পণ্য ক্রয় বা বিক্রয়ের জন্য নগদ ব্যবহার
  • ব্যবসার কাজে টাকা লেনদেনের ক্ষেত্রে নগদ মোবাইল ব্যাংকিং ব্যবহার
  • সেবার বিনিময়ে টাকা দেওয়া দূরদুরান্তরে
  • নগদ ডোনেশন করা বিভিন্ন আর্থিক খাতে
  • নানা রকম বিল পরিশোধ করা যেমন বিদ্যুৎ বিল ইত্যাদি

নগদ মোবাইল ব্যাংকিং এর স্পেশাল কমন কিছু সেবা সমূহ

  • নগদ ক্যাশ ইন
  • নগদ সেন্ড মানি
  • নগদ ক্যাশ আউট
  • নগদ মোবাইল রিচার্জ
  • নগদ মুনাফা
  • নগদ বিল পে
  • নগদ ডোনেশান

Nagad offer 2021 – নগদ অফার

Nagad offer 2021 - নগদ অফার

নগদ কর্তৃপক্ষ ২০২১ এর শুরু থেকে অফার দেওয়া শুরু করেছে এখন পর্যন্ত তারা তাদের নগদ অফার সমূহ Nagad Offer অবহ্যত রেখেছে। তারই ধারাবাহিকতায় আমরা এখন নগদ মোবাইল ব্যাংকিং এর স্পেশান কিছু কমন সেবার উপর ভিত্তি করে নগদ অফারসময়হকে Nagad Offer Bangla 2021 ধাপে ধাপে বর্ণণা করবো।

সিরিয়াল বাই নগদ অফারগুলোকে নিম্নে বর্ণণা করা হলো

নগদ ক্যাশ ইন অফার

নগদ ক্যাশ ইন অফার

নগদ ক্যাশ ইন অফার বর্ণনা করার আগে নগদ ক্যাশ ইন সম্পর্কে সামান্য একটি ধারণা দেওয়া যাক:

ক্যাশ ইন হলো সাধারণত যেকোনো নগদ উদ্যোক্তা পয়েন্ট থেকে আপনার মোবাইলে টাকা প্রবেশ করা। অর্থাৎ কোনো এক নগদ কার্যক্রম চালানো উদ্যোক্তা পয়েন্ট থেকে আপনার মোবাইলে টাকা পাঠানো বা ক্যাশ ইন করানো। এককথায়, মূলত একটা এজেন্ট নগদ নাম্বার হতে নিজের নাম্বারে টাকা আনার প্রক্রিয়াই হলো নগদ ক্যাশ ইন। নগদ ক্যাশ ইন করার জন্য একজন নগদ গ্রাহককে যা করতে হবে,

  • প্রথমে যেকোনো একটা নগদ উদ্যোক্তা পয়েন্টে যেতে হবে
  • এরপর  নগদ উদ্যোক্তাকে আপনার মোবাইল নাম্বার এবং টাকার পরিমাণ বলতে হবে অথবা তাদের রেজিস্ট্রেশন খাতায় লিখে দিতে হবে
  • এখন আপনাকে আপনার জমাকৃত বা ক্যাশ ইন করা সেই টাকা নগদ উদ্যোক্তাকে দিতে হবে
  • সাথে সাথেই নগদ উদ্যোক্তা আপনার মোবাইলে নগদ ক্যাশ ইন করে দিবে।

নগদ ক্যাশ ইন অফারগুলো জানা যাক

নগদ ক্যাশ ইন অফারগুলোর মধ্যে অন্যতম হলো ”নগদ আসলে লাখপতি” অফার। এটি একটি নগদ কর্তৃপক্ষ কর্তৃক পাবলিস করা অফার যা ৬ মে প্রথম পাবলিস করা হয়েছে তাদের অফিশিয়ালী ওয়েবসাইটে। পরবর্তী দিক নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত এই নগদ ক্যাশ ইন অফারটি চলতে থাকবে।

নোট: নগদ একাউন্ট দেখার সঠিক নিয়ম

নগদ লাখপতি অফার

নগদ লাখপতি অফার

নগদ ক্যাশ ইন লাখপতি অফার এর জন্য প্রথমে আপনাকে একটি নগদে একাউন্ট তৈরি করতে হবে। একাউন্টে তৈরি করার ৭২ ঘন্টার মধ্যেই নগদ গ্রাহককে নগদ একাউন্টে যত টাকা সম্ভব ক্যাশ ইন করা এবং সেটা অবশ্যই একাউন্ট করার ৭২ ঘন্টার মধ্যেই।

নগদ ক্যাশ ইন করার পর এবার একজন নগদ গ্রাহকের কাজ হলো নগদ অফিশিয়াল ফেজবুকের ফেজে চলে যাওয়া এবং সেখানে দেখুন ভিজিটর পোস্ট অপশান টা রয়েছে । এবার সেখানে #নগদআসলেইলাখপতি নামে হ্যাশ ট্যাগ ব্যবহার করে একটি পোস্ট করে ফেলুন আপনার নগদ একাউন্টের অভিজ্ঞতার আলোকে।

নগদ ক্যাশ ইন অফার টা পেতে অবশ্যই আপনাকে এই হ্যাশট্যাগ অর্থাৎ #নগদআসলেইলাখপতি একটি পোস্ট করতে হবে।

এই হ্যাশট্যাগের পোস্টটি হবে মূলত কেন আপনার নগদ মোবাইল ব্যাংকিং ভালো লাগে বা এর সুবিধা ও অসুবিধাগুলো কী কী? এছাড়াও গ্রাহকদের জন্য নগদ কী আসলেই উপকারী নাকি অপকারী? মোটামোটি এই সম্পর্কে এই বিষয়গুলো নিয়ে যেকোনো একটি পোস্ট লিখা।

পোস্ট দেওয়ার পর আপনার কাজ শেষ। এবার বিজয়ীদের সিলেক্ট করা এবং তাদের নাম উল্লেখ করার  দায়িত্ব হচ্ছে নগদ কর্তৃপক্ষের। পোস্টকৃত নগদ গ্রাহকের যদি কপাল ভালো থাকে তাহলে  নগদ ক্যাশ ইন অফার টি পেয়ে যেতে পারে। ভাগ্য ভালো হলে পরবর্তী সিলেন্ট পর্বে আপনার নামটি উঠবে এবং আপনি জিতে যেতে পারেন নগদ লাখ টাকার অফারটি।

একজন নগদ গ্রাহকের কাছে নগদ ক্যাশ ইন অফার টি ছেড়ে দেওয়া কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। তাই নগদ ক্যাশ ইন অফার বিস্তারিত জেনে নগদ অফারটি গ্রহণ করুণ।

Read More  ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকা | খাবার রুটিন

বিশেষ দ্রষ্ট্রব্য: নগদ ক্যাশ ইন অফারটি ৬ জুন নগদ কর্তৃপক্ষ দ্ধারা চালু হয়েছে এবং পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত এই নগদ অফারটি যথারিতি চলবে।

নগদ সেন্ড মানি অফার

নগদ সেন্ড মানি অফার

নগদ সেন্ড মানি অফার সম্পর্কে জানার আগে নগদ সেন্ড মানি সম্পর্কে সামান্য একটি ধারণা নেওয়া যাক।

নগদ সেন্ড মানি হলো একটি নগদ একাউন্ট থেকে অন্য একটি নগদ একাউন্টে টাকা পাঠানো বা সেন্ড করা। নগদ সেন্ড মানি করার জন্য যা যা স্টেপগুলো ফলো করতে হবে, সেগুলো হলো,

  • প্রথমে আপনাকে *167# টাইপ করতে হবে হবে এবং ওকে করতে হবে
  • পরের ধাপ হলো যাকে টাকা সেন্ড মানি করতে চান বা পাঠাতে চান তার মোবাইল নাম্বারটি লিখুন
  • এবার টাকার পরিমাণ লিখুন
  • যেকোনো এক শব্দের রেফারেন্স লিখুন বা দিন
  • সেন্ড মানি বা নগদ লেনদেন সম্পূর্ণ করতে আপনার নগদের গোপন পিন নাম্বারটি দিন
  • এবার ওকে করুণ এবার লেনদেনটি সম্পূর্ণ করুণ

সেন্ড মানি সফল হলে উভয় একটি কনফার্মেশন মেসেজ পাবেন।

নগদ সেন্ড মানি অফার সম্পর্কে নগদ কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো রকম ঘোষণা দেয়নি। তবে অতি তাড়াতাড়ি নগদ সেন্ড মানি অফার সম্পর্কে কোনো একটি ঘোষণা আসবে বলে অনেকে ধারণা করছে। যদি নগদ কর্তৃপক্ষ কোনো রকম নগদ সেন্ড মানি অফার সম্পর্কে কোনো রকম ঘোষণা দেয় তাহলে আপডেট পোস্টটি এই সাইটে অর্থাৎ Banglatip.com এ পেয়ে যাবেন।

নগদ ক্যাশ আউট অফার

নগদ ক্যাশ আউট অফার

বাংলাদেশের সবচেয়ে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ দেয় একমাত্র নগদ মোবাইল ব্যাংকিং সিস্টেম। অত্যধিক কম খরচে নগদ গ্রাহক পাচ্ছে ক্যাশ আউট সুবিধা সাথে থাকছে নগদ ক্যাশ আউট অফার।

একজন নগদ গ্রাহক নগদ অ্যাপস এর মাধ্যমে যেকোনো সময় এবং যেকোনো জায়গায় প্রতি হাজারে ৯.৯৯ টাকায় ক্যাশ আউট করতে পারবে এবং ইউএসএসডি-তে বা *167# টাইপে যেকোনো মোবাইল নাম্বারে ক্যাশ আউট করতে পারবেন মাত্র ১২.৯৯ টাকায় যা অন্য মোবাইল ব্যাংকিং এর চেয়ে অনেক কম। আর এটি যেকোনো নাম্বারে এবং যেকোনো টাকার পরিমাণ হোক তা আনুপাতিক হারে চার্জ কাটবে।

তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে প্রতিবার ক্যাশ আউট করতে হলে সরকারি ভ্যাট যোগ হবে। যদি নগদ ক্যাশ আউট –এ সরকারি ভ্যাট সহ যোগ করি তাহলে প্রতি হাজারে ক্যাশ আউটে খরচ পড়বে যথাক্রমে ১১.৪৯ টাকা এবং ১৪.৯৪ টাকা করে। অর্থাৎ নগদ অ্যাপস এর মাধ্যমে ক্যাশ আউট করলে সরকারি ভ্যাট সহ ১১.৪৯ টাকা হবে এবং অ্যাপস ছাড়া *167# টাইপে নগদ ক্যাশ আউট করলে সরকারি খরচসহ সেটা হবে ১৪.৯৪ টাকা মাত্র।

নোট:

  • সরকারি ভ্যাট প্রযোজ্য
  • অ্যাপস এ প্রতি হাজারে মোট ১১.৪৯ টাকা প্রয্যেজ্য
  • অ্যাপস ছাড়া প্রতি হাজারে মোট ১৪.৯৪ টাকা প্রযোজ্য

নগদ ক্যাশ আউট করার স্টেপগুলো

  • নগদ গ্রাহকের স্থানীয় যেকোনো একটা নগদ উদ্যেক্তার কাছে যান
  • আপনার নগদ অ্যাপস-এ লগ-ইন করুন অথবা *১৬৭# ডায়াল করুন
  • এখন ক্যাশ আউট (Cash Out) অপশানটি সিলেক্ট করুন
  • এখন টাইপ করুন from uddekta
  • যদি অ্যান্ডয়েড ফোন ব্যবহার করেন এবং সেই সাথে নগদ অ্যাপস তাহলে QR code টি স্ক্যান করুন অথবা উদ্যোক্তার নগদ মোবাইল নাম্বারটি টাইপ করুণ
  • এখন আপনার ক্যাশ আউট করার পরিমাণ টি দিয়ে দিন
  • এবার আপনার নগদ একাউন্টের গোপন পিন নাম্বারটি টাইপ করুণ
  • সর্বশেষ সেন্ড করুন
  • সব শেষ হওয়ার পর নগদ অফিস তেকে কনফার্ম একটি মেসেজ পাবেন

নগদ ক্যাশ আউট অফার

নগদ কর্তৃপক্ষ এখন পর্যন্ত অফিশিয়াল ভাবে কোনো রকম নগদ ক্যাশ আউট অফার দেয় নি। তবে অতি তাড়াতাড়ি নগদ সেন্ড মানি অফার সম্পর্কে কোনো একটি ঘোষণা আসবে বলে অনেকে ধারণা করছে। যদি নগদ কর্তৃপক্ষ কোনো রকম নগদ সেন্ড মানি অফার সম্পর্কে কোনো রকম ঘোষণা দেয় তাহলে আপডেট পোস্টটি এই সাইটে অর্থাৎ Banglatip.com এ পেয়ে যাবেন।

নগদ মোবাইল রিচার্জ অফার

নগদ মোবাইল রিচার্জ অফার

একজন নগদ গ্রাহক নিজেই তার মোবাইল নাম্বারে তার একাউন্ট থেকে মোবাইলে টাকা রিচার্জ করতে পারে। আমরা নগদ মোবাইল রিচার্জ অফার সম্পর্কে জানার আগে চলুন জানা যাক কীভাবে নগদ থেকে একজন নগদ গ্রাহক তার মোবাইলে টাকা রিচার্জ করবে।

নগদে মোবাইল রিচার্জ করার পদ্ধতি

  • প্রথমে নগদ গ্রাহককে মোবাইল মেনু ওপেন করতে হবে
  • এরপর মোবাইল রিচার্জ অপশানে যান
  • এখন আপনার মোবাইল নাম্বারটি দিন
  • তারপর  রিচার্জের পরিমাণটি দিন
  • এখন আপনার গোপন পিনটি দিন
  • সর্বশেষ ওকে করুণ এবং সফল রিচার্জ সম্পূর্ণ করুন

নগদ মোবাইল রিচার্জ ক্যাশব্যাক অফারগুলো – Nagad recharge Cashback offer

নগদ কর্তৃপক্ষ দ্ধারা নগদ মোবাইল রিচার্জগুলো ধারাবাহিক ভাবে উল্লেখ করা হলো – Nagad recharge Cashback offer

  • নগদ রিচার্জে বাংলালিংক-এ আনলিমিটেড নগদ ক্যাশব্যাক অফার
  • নগদ রিচার্জে রবিতে আনলিমিটেড নগদ ক্যাশব্যাক অফার
  • নগদ রিচার্জে এয়ারটেল-এ নগদ আনলিমিটেড ক্যাশব্যাক অফার

সুতরাং ৩টি স্তরে দেখলেন নগদ মোবাইল রিচার্জ ক্যাশ ব্যাক অফার বা Nagad Cashback offer. এমতোবস্থায় যদি আমরা চাই Nagad Cashback offer গুলো নিতে, তাহলে নিম্নের স্পেপগুলো অনুসরণ করা অত্যন্ত জরুরী।

নগদ রিচার্জে বাংলালিংক-এ আনলিমিটেড নগদ ক্যাশব্যাক অফার

ক্যাশব্যাক অফার শুনলেই মনে হয় একটু বেশি বেশি অফার। তেমনি নগদও সেই বেশি বেশি অফার অর্থাৎ নগদ ক্যাশ ব্যাক অফার টি নিয়ে এসেছে। বাংলালিংক এর আনলিমিটেড নগদ ক্যাশব্যাক অফারগুলো ছবির মাধ্যমে দেখানো হলো

নগদ মোবাইল ব্যাংকিং

বাংলালিংক-এ নগদ ক্যাশব্যাক অফারের শর্ত

  • ক্যাম্পেইন চলাকালিন সময়ে নগদ গ্রাহক একাধিকবার নগদ ক্যাশব্যাক অফারটি নিতে পারবে
  • যে নাম্বারে নগদ একাউন্ট খুলেছে সেই নাম্বারেই অফারটি পাবে নগদ গ্রাহক
  • ১৮ মে থেকে ৩১ মে পর্যন্ত বাংলালিংক-এ নগদের এই ক্যাশব্যাক অফারটি চলবে

নগদ রিচার্জে রবিতে আনলিমিটেড নগদ ক্যাশব্যাক অফার – Robi Nagad Recharge Offer

রবিতে নগদ ইনস্টেন্ট ক্যাশব্যাক অফারটি আকর্ষণীয়। কেননা নগদ একাউন্ট থেকে যদি কোনো নগদ গ্রাহক ৫০ টাকার উপরে নিদির্ষ্ট পরিমাণ টাকা মোবাইলে রিচার্জ করে তাহলে সেই গ্রাহক ইনস্টেন্ট পেয়ে যাবে ১০% নগদ ক্যাশ ব্যাক অফার। নিম্নে ছবির মাধ্যমে নগদ রিচার্জ রবিতে আনলিমিটেড নগদ ক্যাশব্যাক অফারগুলো দেখানো হলো – Robi Nagad Recharge Offer

নগদ মোবাইল ব্যাংকিং
নগদ মোবাইল ব্যাংকিং
নগদ মোবাইল ব্যাংকিং

রবি-তে নগদ ক্যাশ ব্যাক অফারের শর্ত

  • নগদ গ্রাহক অবশ্যই প্রতিদিন সকাল ১০ থেকে বিকাল ৫টার আগ পর্যন্ত সময়ের মধ্যে নগদের মাধ্যমে ভোক্তভোগীর মোবাইলে টাকা রিচার্জ করতে হবে
  • নগদ ক্যাম্পেইন চলাকালীন সময়ে উক্ত অফারগুলো নিতে হবে
  • ১৬মে থেকে ২৫ মে পর্যন্ত অফারগুলো অ্যাক্টিব থাকবে
  • যে নাম্বারে নগদ একাউন্ট খুলেছে সেই নাম্বারেই অফারটি পাবে নগদ গ্রাহক
Read More  বিকাশ রেফার অফার ২০২১ | রেফার করলেই ১০০ টাকা

নগদ রিচার্জে এয়ারটেলে আনলিমিটেড নগদ ক্যাশব্যাক অফার

একজন এয়ারটেল নগদ গ্রাহকের বর্তমান সময়টা হচ্ছে অবিরত নগদের সাথে কানেক্ট থাকা এবং সেই সাথে এয়ারটেলের অফারগুলো উপভোগ করা। কেননা নগদ একাউন্ট থেকে যদি কোনো নগদ গ্রাহক ৫০ টাকার উপরে নিদির্ষ্ট পরিমাণ টাকা মোবাইলে রিচার্জ করে তাহলে সেই গ্রাহক ইনস্টেন্ট পেয়ে যাবে ১০% নগদ ক্যাশ ব্যাক অফার। ছবির মাধ্যমে বর্তমানে চলমান এয়ারটেলের নগদ অফারগুলো দেখানো হলো

নগদ মোবাইল ব্যাংকিং
নগদ মোবাইল ব্যাংকিং
নগদ মোবাইল ব্যাংকিং

এয়ারটেলে নগদ ক্যাশ ব্যাক অফারের শর্ত

  • নগদ গ্রাহক অবশ্যই প্রতিদিন সকাল ১০ থেকে বিকাল ৫টার আগ পর্যন্ত সময়ের মধ্যে নগদের মাধ্যমে ভোক্তভোগীর মোবাইলে টাকা রিচার্জ করতে হবে
  • নগদ ক্যাম্পেইন চলাকালীন সময়ে উক্ত অফারগুলো নিতে হবে
  • ১৬মে থেকে ২৫ মে পর্যন্ত অফারগুলো অ্যাক্টিব থাকবে
  • যে নাম্বারে নগদ একাউন্ট খুলেছে সেই নাম্বারেই অফারটি পাবে নগদ গ্রাহক

নগদ মুনাফা

একজন নগদ গ্রাহক যদি ইচ্ছা করে তাহলে সে তার নগদ একাউন্টের মাধ্যমে নগদ মুনাফা ভোগ করতে পারে। নগদ কর্তৃপক্ষ নগদ একাউন্টের মাধ্যমে মুনাফা ভোগের সুযোগ করে দিয়েছে। এর জন্য একজন নগদ গ্রাহককে কিছুই করতে হবে না, শুধু নগদ গ্রাহকের একাউন্টে যথেষ্ট পরিমাণ টাকা জমা রাখলেই নগদ কর্তৃপক্ষ তাদের সূত্র অনুযায়ী নগদ গ্রাহকে নিদির্ষ্ট সময়ের পরে মুনাফা দিয়ে দিবে। ছবির মাধ্যমে নগদ মুনাফার একটা ধারা দেখানো হলো

নগদ মোবাইল ব্যাংকিং

নগদ মুনাফা-র শর্তসমূহ

  • নগদ কর্তৃপক্ষ নগদ গ্রাহককে মাসিক ভিত্তিতে মুনাফা প্রদান করবে
  • মাস শেষে মুনাফা পাবে গ্রাহক
  • মুনাফার জন্য গ্রাহককে অবশ্যই নগদ একাউন্টটি চালু রাখতে হবে

নগদ বিল পে

নগদ বিল পে অপশানের মাধ্যমে একজন নগদ গ্রাহক যেকোনো সময় যে কোনো জায়গা থেকে বিল পে করতে পারবে। এখন থেকে একজন নগদ গ্রাহক বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট ইত্যাদি র বিল পে করতে পারবে। আর এ সুযোগটি নগদ কর্তৃপক্ষ তাদের গ্রাহকদের জন্য উম্মুক্ত করে দিয়েছে। একজন নগদ গ্রাহক নগদ বিল পে অপশানটি ব্যবহার করে যে যে সার্ভিসটি উপভোগ করতে পারবে তার একটি ধারা দেওয়া হলো ছবির মাধ্যমে,

নগদ মোবাইল ব্যাংকিং
নগদ মোবাইল ব্যাংকিং
নগদ মোবাইল ব্যাংকিং

নগদ বিল পে করার পদ্ধতি

  • প্রথমে নগদে প্রবেশ করুণ *167# দিয়ে অথবা নগদ অ্যাপসের মাধ্যমে
  • নগদ হোম স্ক্রিন থেকে নগদ বিল পে অপশানটি সিলেক্ট করুণ
  • বিলার প্রতিষ্ঠানের নামটি নির্বাচন করুণ
  • টার্গেটেড একাউন্ট নাম্বারটি টাইপ করুণ
  • প্রয়োজনীয় তথ্য টাইপ করুণ
  • এবার রিচার্জের পরিমাণটি নিশ্চিত করুণ
  • নগদে বিল পে করতে নগদের গোপন নাম্বারটি টাইপ করুণ
  • সর্বশেষ, সফলভাবে বিল পে করার জন্য ওকে করুণ

নগদ ডোনেশান

বর্তামানে নগদ ডোনেশান অপশানটি খুবই জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ। ফিলিস্তিন ইস্যুতে নগদ ডোনেশান টি খুবই কাজের। বাংলাদেশের অধিকাংশ মানুষেই ফিলিস্থিনীদের সাহায্য করতে চায় কিন্তু উপযোক্ত কোনো মাধ্যম না থাকায় তারা ডোনেশান করতে পারছে না। এমতোবস্থায় নগদ কর্তৃপক্ষ আহত এবং দূর্যোগসম্পূর্ণ ফিলিস্থিনীদের সাহায্যের জন্য নগদ ডোনেশানে বাংলাদেশে অবস্থিত ফিলিস্থিনী এম্বাসীর মোবাইল নাম্বারটি যোগ করেছে। এতে করে যারা ফিলিস্থিনীদের সাহায্য করতে চায় তারা খুব সহজে তাদের ডোনেশানটি করতে পারবে।

নগদ ডোনেশান করার পদ্ধতি

  • প্রথমে আপনি নগদ অ্যাপস-এ প্রবেশ করুণ
  • এরপর অনেকগুলো অপশান আছে, এর মধ্যে নগদ ডোনেশান বা Nogod Donation  অপশানটি সিলেক্ট করুণ
  • এরপর দেখুন ফিলিস্থিন এম্বাসীর নামে একটা মোবাইল নাম্বার আছে এবং এতে ক্লিক করুণ
  • এখন আপনি আপনার ডোনেশান করার টাকার পরিমাণ লিখুন
  • এবার আপনি আপনার নগদ মোবাইল ব্যাংকিং এর গোপন পিন নাম্বারটি দিন
  • এবার ওকে করুণ এবং নগদ ডোনেশানটি সফল করুণ

Nagad Evaly Offer – নগদ ইভ্যালি অফার

এবার নগদ গ্রাহকদের সুযোগ সুবিধা উপরের আরো এক পর্যায়ে নিয়ে গেল নগদ কর্তৃপক্ষ। একজন ইভ্যালি কাস্টমার খুব সহজে নগদের মাধ্যমে তার টোটাল টাকা  পে করতে পারবে। এই অফারটি নগদ তাদের অফিশিয়ালি ভাবে নগদ ইভ্যালি অফার নামে অবিহিত করেছেন।

Evaly থেকে পণ্য ক্রয়ের পর নগদ গ্রাহক তার একাউন্ট থেকেই ইভ্যালির টাকা পেমেন্ট করতে পারবে এবং এর মাধ্যমে নগদ গ্রাহক ইভ্যালি থেকে ১০% ‍( সর্বোচ্চ ২০০০ টাকা) ডিসকাউন্ট পাবেন। নগদ অফারটি চলাকালীন সময়ে গ্রাহক যতবার ইচ্ছা ততোবার এই ইভ্যালি অফারটি উপভোগ করতে পারবে।

Nagad Evaly অফারের শর্তবলি

  • অবশ্যই গ্রাহক অনলাইনে অর্থাৎ মার্চেন্টের নিজস্ব ওয়েবসাইট বা অ্যাপ ব্যাবহার করে ‘নগদ’ দ্বারা পেমেন্ট করতে হবে
  • নগদ গ্রাহকের একাউন্ট অবশ্যই সচল থাকতে হবে

Nagad Daraz Offer – নগদ দারাজ অফার

যদিও নগদ কর্তৃপক্ষ এখন পর্যন্ত তাদের ওয়েবসাইটে অফিশিয়ালি দারাজ অফার সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য বা ঘোষণা দেয়নি তবে অনেক গ্রাহকেই চাচ্ছেন যেন নগদ কর্তৃপক্ষ দারাজ অফারটি সচল করে। এতে করে Daraz সাইটে যেমন উপকৃত হবে সেই সাথে Nagad Offer টি পেলো গ্রাহক। যদি নগদ অফারটি চালু করে তবে অবশ্যই আমরা আমাদের এই banglatip ওয়েবসাইটে প্রকাশ করবো।

SWAP-এ ৩,০০০ টাকা পর্যন্ত বোনাস

ঘরের পুরোনো আসবাব সামগ্রী এখন খুব সহজে SWAP এর মাধ্যমে বিক্রি করে দিতে পারেন এবং সেই বিক্রয়কৃত টাকা নগদের মাধ্যমে নিলেই বিক্রিত পণ্যের উপর ৫% বা ৩০০০ টাকা পর্যন্ত সর্বোচ্চ বোনাস! এই অফারটি ’নগদ-Deal এ বেশি মিলে’ নামে অবিহিত করেছে।  তবে আপনার ঘরের পুরোনো পণ্যটির মূল্য নগদে নিতে হবে।

SWAP-এ ৩,০০০ টাকা পর্যন্ত বোনাস এর শর্তসমূহ

  • আপনার ঘরের পুরোনো পণ্যটি অবশ্যই SWAP এ বিক্রি করতে হবে
  • বিক্রয়টাকা নগদে নিতে হবে

নগদপেমেন্টে PriyoShop- ৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট

এই করোনা কালীন উভয় সংকট মূহর্তে আপনার প্রয়োজনীয় সকল পণ্য কিনতে পারেন Priyoshop এ। এবং পণ্য কেনার পর ওদের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে নগদে টাকা পে করলেই পাবেন অনলাইন কেনাকাটার ১০% বোনাস যা সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকবে।

নগদপেমেন্টে PriyoShop- ৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট এর শর্তসমূহ

  • অবশ্যই Priyoshop এর নিজস্ব ওয়েবসাইট থেকে পণ্য কিনতে হবে
  • পণ্য কেনার পর তাদের ওয়েবসাইটের মাধ্যমে নগদে পে করতে হবে

Dhamaka Shopping- ,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট

করোনা কালীন সময়ে ঈদের আনন্দকে দ্বিগুণ করতে নগদ নিয়ে এসেছে দামাকা সপিং অফার Nagad Damaka Shopping Offer. এর জন্য নগদ গ্রাহককে প্রথমে Damaka Shopping এর নিজস্ব ওয়েবসাইটে প্রবেশ করে কেনা-কাটা করতে হবে এবং নগদের মাধ্যমে টাকা পেমন্টে করতে হবে। টাকা পেমেন্টের সাথে সাথেই পেয়ে যাবেন ২০ ডিসকাউন্ট যা সর্বোচ্চ ২০০০ টাকা পর্যন্ত হয়ে থাকবে।

Dhamaka Shopping- ,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট এর শর্তসমূহ

  • গ্রাহককে অবশ্যই Damaka Shopping এর ওয়েবসাইটে কেনাকাটা করতে হবে
  • পেমেন্ট করতে হবে নগদের মাধ্যমে
Read More  নগদ মোবাইল ব্যাংকিং সঞ্চয় হার | নগদ মুনাফা বা ইন্টারেস্ট হার

Aladiner Prodip-এ কেনাকাটায় ৫,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট

করোনাকালীন সময়ে ঘরে থাকাকে নিশ্চিত করতে Aladiner Prodip নিয়ে এলো আকর্ষণীয় অফার। অনলাইনে তাদের নিজস্ব সাইট থেকে কেনা কাটার পর যদি নগদ গ্রাহক তাদের পেমেন্ট নগদের মাধ্যমে করে তাহলে সে গ্রাহক সাথে সাথেই পাবে ২৫% ডিসকাউন্ট অফার যা সর্বোচ্চ ৫০০০ টাকা হয়ে থাকবে।

Aladiner Prodip-এ কেনাকাটায় ৫,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট এর শর্তসমূহ-

·         গ্রাহককে Aladiner Prodip ওয়েবসাইট থেকে তাদের নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনা কাটা করতে হবে

·         কেনাকাটা শেষে তাদের ওয়েবসাইটের মাধ্যমে নগদে পেমেন্ট করতে হবে

ওয়াল্টন পণ্যে ১০% ডিসকাউন্ট

নগদ তার গ্রাহকদের সন্তষ্টির জন্য প্রতিনিয়ত নিয়ে আসে নানান রকম ডিসকাউন্ট অফার যা গ্রাহকদের জন্য পরিতিপ্তি নিয়ে আসে।  তারই ধারাবাহিকতায় এবার নগদ নিয়ে এলা ওয়াল্টন পণ্যে ডিসকাউন্ট অফার। কোনো গ্রাহক যদি ওয়াল্টন প্লাজা থেকে কোনো রকম পণ্য কিনে নগদের মাধ্যমে পেমেন্ট করে তাহলে সে পাবে ১০% ডিসকাউন্ট । ওয়াল্টন পণ্যে ১০% ডিসকাউন্ট অফার বা বোনাসটি পেতে পারে যেকোনো নগদ গ্রাহক।

ওয়াল্টন পণ্যে ১০% ‍ডিসকাউন্ট অফার বা বোনাসের শর্তসমূহ-

·         গ্রাহককে অবশ্যই ওয়াল্টন প্লাজা থেকে পণ্য কেনা কাটা করতে হবে

·         গ্রাহকে নগদে পেমেন্ট করতে হবে

কোভিব -১৯ টেস্ট পি শুধু মাত্র নগদে

করোনা সংকটে করোনাকে ভয় না পেয়ে আপনার প্রিয়জনদের নিরাপদে রাখা আপনার মূল লক্ষ্য। কিন্তু এই করোনার মাধ্যমে আপনি কীভাবে কম টাকায় করোনা টেস্ট করাবেন। এরই প্রেক্ষিতে নগদ কর্তৃপক্ষ বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের সহতায় নিয়ে এসেছে কম খরচে কোভিড-১৯ টেস্ট পি প্রদান। করোনা টেস্ট করে নগদ পে বিলের মাধ্যমে ১০০ টাকায় এখন করোনা টেস্ট করাতে পারবেন এবং বিদেশগামীদের জন্য এটা ১৫০০ টাকায় গ্রাহক টেস্ট সেন্টারে গিয়ে করোনা টেস্ট করতে পারবে।

‘নগদ’ অ্যাপ বা ইউএসএসডি দিয়ে আপনি কোভিড-১৯ টেস্ট ফি বিল পে করতে পারবে একজন নগদ গ্রাহক যে কোনো জায়গা থেকে।

নগদ আজকের অফার

নগদ কর্তৃপক্ষ গ্রাহকদের উপকৃত করার জন্য প্রতিনিয়ত তাদের সাইটে নগদ অফারগুলো আপডেট করে যাচ্ছে। নগদ আজকের অফারে যা যা আছে তার একটি সম্পূর্ণ চার্টের মাধ্যমে দেওয়া অসম্ভব কিন্তু তাদের অফিশিয়াল সাইটে প্রতিনিয়ত আপডেট করে যাচ্ছে। গ্রাহক যাতে কোনো ভাবেই অসুবিধা ফিল না করতে পারে সে প্রেক্ষিতেই নগদ কাজ করে যাচ্ছে। নগদ গ্রাহকদের বিভিন্ন উপায়ে নগদ সেবা দিয়ে যাচ্ছ।

উপরে অনেকগুলো নগদ অফার উল্লেখ করা হয়েছে কিন্তু আজকের অফারে কী আছে সেটা জানার জ্ন্য গ্রাহককে অবশ্যই ভিজিট করতে হবে নগদের নিজস্ব সাইটে। কোনো নগদ গ্রাহক যদি জানতে চায় আজকের নগদ অফার সমূহ তাহলে এই লিংকে ক্লিক করে জেনে নিন নগদে থাকা আজকের অফার।

নগদ একাউন্টের বর্তমান অফার

নগদ একাউন্টের বর্তমান অফার

মোবাইল আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে বর্তমানে বেশ কম্পিটিশন যাচ্ছে। বর্তমানে বাংলাদেশে থাকা মোবাইল ব্যাংকিং এর মধ্যে নগদ চাচ্ছে তাদের গ্রাহকদের বেশ ভালোভাবে উপকৃত করতে। তারই ধারাবাহিকতায় নগদ একাউন্টের বর্তমান অফার পূর্বের অফারগুলোর চেয়ে বেশ আকর্ষণীয় হচ্ছে। নগদ শুধু এখন তাদের বিশেষ কিছু ক্ষেত্রে আর্থিক লেনদেন সীমিত রাখে নাই। ক্রমশ বাড়াচ্ছে তাদের লেনদেনের খাত। যেমন পূর্বে ছিল শুধু মাত্র রিচার্জ এবং ক্যাশ-ইন ও ক্যাশ-আউটের মধ্যে সীমিত। কিন্তু কালের পরিক্রমায়, তা এখন দেশের সরকারী প্রতিষ্ঠানগুলোতেও লেনদেনের প্রসার ঘটেছে। এখন ঘরে থেকে বিল পে করতে পারবেন। সাথে নগদ একাউন্টে পেয়ে যাবেন সে অফার।

শুধুমাত্র যে বিল পে, তা নয়। এখন বিদুৎ বিল হতে গ্যাসের বিল পে করতে পারবেন নগদের মাধ্যমে সাথে সাথে পে করারপর নির্দিষ্ট একটি অফারও পেয়ে যাবেন। এছাড়াও রয়েছে পানির বিল পরিশোধ অফার, সাপ্লাই অফার ইত্যাদি জাতীয় বর্তমানে অফার। বর্তমানে সেন্ড মানি-তে নগদ বিশেষ অফার দিয়েছে। আরো দিয়েছে ক্যাশ-আউটে নতুন অফার। এভাবে বর্তমানে নগদ কর্তৃপক্ষ বেশ ভালো দুষ্টি দিয়েছে নগদ অফারের বিষয়গুলোতে। এগুলো সাধারণত নগদ গ্রাহক বেশ ভালভাবে উপকার পাবে এবং ব্যাংকিং পদ্ধতিটা আরো সহজ হবে। নগদের আপকামিং অফার রয়েছে অনেক। এগুলো বর্তমানে প্রায় পেন্ডিং অবস্থায় রয়েছে। এগুলো অ্যাক্টিব হলে নগদ গ্রাহকরা অফারের দিক দিয়ে বেশ ভালোভাবে উপকৃত হতে পারবে।

নগদ একাউন্ট খোলার পদ্ধতি

বর্তামান প্রেক্ষাপটে মোবাইল ব্যাংকিং এর নির্ভরশীলতা দিন দিন ক্রমেই বাড়ছে। সে প্রেক্ষিতে নগদ মোবাইল ব্যাংকিং ও এর বাহিরে নয়। অর্থাৎ মানষগণ এখন নগদ একাউন্ট খোলা এবং প্রয়োজনীয় লেনদেন করায় ব্যস্ত। কিন্তু তারপরও কিছু মানুষ আছে যারা নগদ একাউন্ট খোলাকে প্রচুর বিরক্তকর একটা ব্যাপার মনে করে। তাদের জন্যই এ পার্টটা! অর্থাৎ এখন জানবো নগদ একাউন্ট খোলার সম্পূর্ণ পদ্ধতি।

নোট: নগদ একাউন্ট খোলতে কোনো রকম এনআইডি বা অন্য কোনো ব্যাক্তি তথ্যের প্রয়োজন হয় না

নগদ একাউন্ট খোলার পদ্ধতি ধাপ বাই ধাপ দেওয়া হলো

  • প্রথমে *167# ডায়াল করতে হবে
  • এরপর দেখুন চার সংখ্যার পিন চাচ্ছে
  • আপনি সেখানে চার সংখ্যার পিন দিয়ে দিন এবং আবার ঐ চার সংখ্যার গোপন পিন দিয়ে কনফার্ম করুণ
  • এবার দেখুন আপনার মোবাইলে একটি এসএমএস এসেছে নগদ অফিস থেকে
  • ব্যাস, হয়ে গেলো। এবার নগদ একাউন্ট টি ব্যবহার করা শুরু করুন

নগদ একাউন্ট দেখার নিয়ম

দৈনন্দিন জীবনে একজন নগদ গ্রাহক প্রতিনিয়ত অর্থের লেনদেন করে থাকে। সে জন্য তাকে প্রায়ই নগদ একাউন্ট দেখতে হয় কিন্তু সে গ্রাহক যদি নগদ একাউন্ট দেখার নিয়ম না জানে তাহলে তো পুরো বিপাকে পড়ে যাবে। তাই আজকের এই পর্বে জানবো কীভাবে একজন নগদ গ্রাহক খুব সহজে নগদ একাউন্ট দেখতে পারে।

নগদ একাউন্ট দেখার নিয়ম বা পদ্ধতি

  • প্রথমে *167# ডায়াল করতে হবে
  • তারপর অপশান 7 অর্থাৎ My Nagad সিলেক্ট করতে হবে
  • এরপর অপশান 1 অর্থাৎ Balance Enquiry সিলেক্ট করতে হবে
  • এখন আপনার নগদ একাউন্টের গোপন পিন নাম্বারটি দিন
  • এবার দেখুন আপনার নগদ একাউন্টটি

আর এটাই হলো নগদ একাউন্ট দেখার সঠিক নিয়ম বা পদ্ধতি।

নগদ মোবাইল ব্যাংকিং দিন দিন আরো আপডেট হচ্ছে এবং তাদের সেবার মান দিন দিন আরো উন্নত হচ্ছে। নগদ মোবাইল ব্যাংকিং কর্তৃপক্ষ নগদ সেবার পাশাপাশি নগদ গ্রাহকদের জন্য নিয়ে আসছে আকর্ষণীয় সব নগদ অফার যা দ্ধারা নগদ গ্রাহক খুবই উপকৃত হচ্ছে। নগদ মোবাইল ব্যাংকিং এর আজকের পর্বে আমাদের উপরের সংক্ষিপ্ত আলোচনাটিই ছিল। বিস্তারিত নগদ সম্পর্কে জানানোর জন্য Bangaltip.com প্রতিনিয়ত নগদ সম্পর্কিত পোস্ট আসবে যেমনভাবে বিকাশ অফারগুলো দেখানো হচ্ছে।

নগদ মোবাইল ব্যাংকিং সম্পর্কে আরো জানতে দেখুন

Leave a Comment