ফ দিয়ে ছেলেদের ইসলামিক নাম এর তালিকা অর্থসহ

ফ দিয়ে ছেলেদের ইসলামিক নাম এর তালিকা

ফ দিয়ে ছেলেদের ইসলামিক নাম অসংখ্যক। কিন্তু সেটা হতে হবে ইসলামিক এবং ইতিবাচক অর্থবহ! এভাবে ব্যাপারটা অনেকের কাছে খুব জটিল মনে হয়। আর তাদের সুবিধার্থেই আজকের সম্পূর্ণ আর্টিকেলটি হলো জ বর্ণ দিয়ে তৈরি হওয়া ছেলেদের ইসলামিক নাম এর একটি বিশাল বড় তালিকা। এখানে উল্লেখিত প্রতিটি নাম হলো ছেলেদের জন্য ইসলামিক নাম এবং একই সাথে সে নামগুলো ভালো অর্থ বহন করে। বর্তমানে সবচেয়ে বড় একটি জটিল কাজ হলো সন্তানের গার্ডিয়ানদের জন্য, সেটা হলো ইসলামিক সুন্দর ও আকর্ষণীয় একটি অর্থবহ নাম সিলেক্ট করা।

আধুনিক সমাজ ব্যবস্থায় বর্তমানের প্রায় অধিকাংশ বাবা-মা পশ্চিমা সংস্কৃতি দ্ধারা বেশ ভালো ভাবে উপকৃত হচ্ছে। এটা বোঝার জন্য তাদের সন্তানের নামের দিকে তাকালেই স্পষ্ট হয়ে যাবে বিষয়টা। তাদের অধিকাংশ এই নামগুলো রাখে না বোঝে আবার কেউ বা মনে করে সে নামগুলো ইসলামিক নাম। তবে এখানে কেউই ইচ্ছাকৃত ভাবে চায় না যে, তাদের ছেলে সন্তানের নামটি একটি নন ইসলামিক নাম হোক একই সাথে নেতিবাচক অর্থবহন করুক। নন ইসলামিক নামের অধিকাংশগুলোই শিরক টাইপের নাম। সে নামগুলো অন্য ধর্মাবম্বীদের জন্য পারফেক্ট তবে একজন মুসলিম হিসেবে  সে কখনোই চাইবে না তার ছেলে সন্তানের নামটি একটি নন ইসলামিক নাম হোক। পাশাপাশি সে এটাও চাবে না যে তার ছেলের ইসলামিক নামটির অর্থ নেতিবাচক হোক। তাই আজকের এই আর্টিকেলে আমরা নিয়ে এসেছি প্রায় ২০০+ ফ দিয়ে ছেলেদের জন্য ইসলামিক নাম। এই নামগুলো থেকে একজন গার্ডিয়ান তার ছেলের জন্য খুব সহজেই একটি ভালো ইসলামিক নাম চয়েজ করতে পারবে। তাই আপনি যদি মনোযোগ সহকারে সম্পূর্ণ পোস্টটি পড়েন, তাহলে অবশ্যই আজকের পোস্টটি থেকে আপনার ছেলের জন্য ভালো একটি নাম সিলেক্ট করতে সক্ষম হবেন।

বিশেষ দ্রষ্টব্য: পাঠকদের পড়ার সুবিধার্থে এবং শ্রুতিমধুর দেখতে  ৫০টা নামের পর-পর ফ দিয়ে ইসলামিক নামের একটা সংক্ষিপ্ত ব্রেক এবং এভাবে  ৪-৫টি ব্রেকের মাধ্যমে  ফ  দিয়ে ছেলেদের মোট ২২০+টি ইসলামিক নামের তালিকা উল্লেখ করা হলো।

ফ দিয়ে ছেলেদের ইসলামিক নাম

ফ দিয়ে ছেলেদের ইসলামিক নাম

ইন্টারনেটে ফ দিয়ে ছেলেদের ইসলামিক নামের অনেক ডাটা রয়েছে। কিন্তু সেগুলো থেকে অর্থাৎ এই বিশাল ডাটা থেকে নির্দিষ্টভাবে ছেলেদের জন্য ফ দিয়ে ইসলামিক নাম খুঁজে বের করা বেশ একটি জটিল কাজ বটে। কিন্তু কেমন হয় যদি কেউ আপনার সামনে বিশাল একটি ডাটা শিট থেকে আপনার ছেলে সন্তানের জন্য ফ দিয়ে ছেলেদের বাঁচাইকৃত ইসলামিক নাম এর লিস্টটি এনে দেয়। অবশ্যই ব্যাপারটি অনেক ইন্টারেস্টিং হবে। ঠিক একই ভাবে আমরা আজকে এই কাজটিই করেছি। আপনার ছেলে সন্তানের জন্য বাঁচাই করে প্রায় ২২০ টির উপর ইসলামিক নাম ছেলেদের জন্য উপস্থাপন করেছি। এখানে উল্লেখিত প্রতিটি নাম ইসলামিক এবং এগুলো অর্থের দিক দিয়ে ইতিবাচক। তাই কোনো রকম সংকোচ ছাড়াই এখান থেকে আপনি যেকোনো একটি নাম চয়েজ করতে পারেন আপনার ছেলের জন্য। তাহলে এবার কথা না বাড়িয়ে চলুন আর্চিকেলটি পড়া শুরু করি। ফ দিয়ে ছেলেদের ইসলামিক নাম এর তালিকা হলো-

  • ফায়েয = Fayej = সফলকাম
  • ফাদেল (ফাজিল) = Fadel = বিদ্বান, জ্ঞানী
  • ফরহাতুল হাসান = Farhatul Hasan = সুন্দর উৎস
  • ফারহান তানভীর = Farhan Tanvir = প্রফুল্ল আলোকিত
  • ফারহান তাজওয়া = Farhan Tajowa = প্রফুল্ল রাজা
  • ফারহান সাদিক = Farhan Sadik = প্রফুল্ল সত্যবান
  • ফারহান রফিক = Farhan Rofiq = প্রফুল্ল বন্ধু
  • ফারহান নাদিম = Farhan Nadim = প্রফুল্ল সঙ্গী
  • ফালাহ = Falah =  সফল
  • ফারহান মাশুক = Farhan Masuk = প্রফুল্ল প্রেমাস্পদ
  • ফারহান মনসুর = Fahran Monsur = প্রফুল্ল বিজয়ী
  • ফারহান মাহতাব = Farhan Mahtab = প্রফুল্ল চাঁদ
  • ফারহান লতিফ = Farhan Latif = প্রফুল্ল পবিত্র
  • ফারহান লাবিব = Farhan Labib = প্রফুল্ল বুদ্ধিমান
  • ফারহান খলিল = Farhan Kholil = প্রফুল্ল বন্ধু
  • ফারহান ইশরাক = Farhan Israk = প্রফুল্ল সকাল
  • ফারহান ইহসাস = Farhan Ihsas = প্রফুল্ল অনুভূতি
  • ফারহান হাসিন = Farhan Hasin = প্রফুল্ল সুন্দর
  • ফারহান ফুয়াদ = Farhan Fuyad = প্রফুল্ল অন্তর
  • ফারহান বাসিম = Farhan Basim = প্রফুল্ল হাস্যোজ্ব্যল
  • ফারহান আতেফ = Farhan Atef = প্রফুল্ল দয়ালু
  • ফারহান আখতার = Farhan Akhtar = প্রফুল্ল নেতা
  • ফাহাদ = Fahad =  সিংহ
  • ফাতেহ = Fateh = বিজয়ী
  • ফাতহ = Fath = বিজয়
  • ফাখের = Fakher = গর্ব্বোধকারী, উন্নতমানের
  • ফারেগ = Fareg = অবসর
  • ফারহান = Farhan = প্রফুল্ল
  • ফাওয়ায = Fawyaj = অত্যন্ত কামিয়াব
  • ফাত্তাহ = Fatta = কৃতকার্য, উপকারি
  • ফিদা = Fida = উৎসর্গ
  • ফারহাত = Farhat =  আনন্দ, উল্লাস
  • ফুরকান = Furkan =   সত্য মিথ্যার পার্থক্যকারী
  • ফখর = Fokhor =   গর্ভ
  • ফেরদাউস = Ferdous =   উদ্যান,। শ্রেষ্ঠ বেহেশত
  • ফরীদ = Forid =   অনুপম
  • ফাসাহাত = Fasahat =   বিশুদ্ধ ভাষণ, বাক চাতুর্থ
  • ফাসীহ = Fasih =   বিশুদ্ধভাষী, বাকপটু
  • ফাদল (ফযলু) = Fadol =   অনুগ্রহ
  • ফাতীন = Fatin =   বুদ্ধিমান, সুচতুর
  • ফুদায়ল (ফুদায়ল) = Fudayal =   সাহাবীর নাম, জ্ঞানী
  • ফুরাদ = Furad =   অতুলনীয় , অন্যান্য
  • ফারুক = Faruk = সত্য-মিথ্যার পাথর্ক্য কারী হযরত
  • ফারহান মুহিব = Farhan Muhib = প্রফুল্ল প্রেমিক
  • ফারহান মাসুদ = Farhan Masud = প্রফুল্ল সৌভাগ্যবান
  • ফারহান আনজুম = Farhan Anjum = প্রফুল্ল তারা
  • ফারহান আনিস = Farhan Anis = প্রফুল্ল বন্ধু
  • ফাওক = Fawok =   উর্ধ্ব
  • ফাইদ (ফায়েয) = Faid =  শ্রেত, উচ্ছ্বাস, বান
Read More  যে আমল কখনো ব্যর্থ হবে না

ইন্টারনেটে ফ দিয়ে ছেলেদের ইসলামিক নামের যেন এক সমোহার । তবে এতো এতো নাম থেকে আপনার কাঙ্খিত নামগুলো খুঁজে পেতে অবশ্যই আপনাকে কিছুটা হলেও বেগ পেতে হবে। সে সুবাধে আপনাদের জটিলতাকে কিছুটা লাঘব করতে আজকের এ পোস্টটি। এখানে উল্লেখিত প্রায় প্রতিটি নামই হলো ইসলামিক। এবং এখানে উল্লেথিত সবগুলো নাম থেকে যেকোনো একটি নাম সিলেক্ট করতে পারেন আপনার ছেলে সন্তানের জন্য। যদি আপনি আপনার ছেলের জন্য ফ দিয়ে ইসলামিক নাম রাখতে চান, তাহলে আজকের পোস্টটি ভালোভাবে এবং মনোযোগ সহকারে পড়ুন। আশা করি আজকের এই উক্ত পোস্ট থেকেই আপনার ছেলের জন্য ভালো এবং অর্থবহ একটি ইসলামিক নাম সিলেক্ট করতে পারবেন।

  • ফুয়ুদ (ফুয়ুয) = Foyud = স্রোতধারা, আনুকম্পার ধারা
  • ফিরোজ = Firoj = সমৃদ্ধশীল
  • ফাতিক = Fatik = বীর পুরুষ
  • ফাখীম = Fakhim = মর্যাদা সম্মান মহৎব্যক্তি
  • ফাহীম ফায়সাল               = Fahim Faysal = বুদ্ধিমান বিচারক
  • ফাতীন ইশরাক্ব = Fatib Ishrak =  তীক্ষ্ম বুদ্ধিমান সুন্দর
  • ফাতিক দিলীর = Fatik Dilir = সুন্দর সকাল
  • ফিরোজ মাহমুদ = Firoz Mahmud =  বীরপুরুষ সাহসী
  • ফাহীম আনীস = Fahim Anis =  সমৃদ্ধিশালী প্রশংসিত
  • ফাতীন আনজুম = Fatin Anjum =  করুনাময়ের দয়া
  • ফাহীম আনীস  = Fahim Anis =  প্রফুল্ল আলোকিফারহান আমের = Farhan Amer = প্রফুল্ল শাসক
  • ফারহান আলমাস = Farhan Almas = প্রফুল্ল হীরা
  • ফারহান আখইয়ার = Farhan Akhaiar = প্রফুল্ল চমৎকারমানুষ
  • ফারহান আবসার = Farhan Absar = প্রফুল্ল তারা
  • ফাহীম হাবিব = Fahim Habib =  তীক্ষ্ম বুদ্ধিমান বন্ধু
  • ফুয়াদ হাসান = Fuhad Hasan =  সুন্দর মন, অন্তর
  • ফারহান মাসুক = Farhan Masuk =  প্রফুল্ল প্রেমাস্পদ
  • ফাহীম মুর্শিদ = Fahim Murshid =  বুদ্ধিমান পথ প্রদর্শক
  • ফাহীম শাহরিয়া = Fahim Sahriya =  বুদ্ধিমান রাজা
  • ফখরুল ইসলাম                = Fakhrul Islam =  ইসলামের সম্মান, গৌরব
  • ফখরুল আবেদীন = Fakhrul Abedin =  এবাদত কারীদের গৌরব
  • ফরিদ আহমদ = Forid Ahmod = অতিপ্রশংসিত অনুপম
  • ফিরদাউসুল হক = Firdaousul Haq = সত্যবেহেশতের বাগান
  • ফাকীর = Fakir =   দরিদ্র, সূফী-সাধক
  • ফাকীহ = Fakih =   জ্ঞানী, ইসলামের উপর বুৎপত্তি লাভকারী
  • ফালীহ = Falih =  কামিয়াব
  • ফাউজ = Faowoj =   সফলতা
  • ফায়েজুল কবীর = Fayejul Kabir =  বুদ্ধিমান বন্ধু
  • ফাহীম আহমাদ  = Fahim Ahmad =  প্রফুল্ল তারা বুদ্ধিমান অতি প্রশংসাকারী
  • ফয়েজুর রহমান = Fayejur Rahman = করুণাময়ের দয়া
  • ফয়েজ আহমদ = Fayej Ahmod = অতিপ্রশংসিত করুণাময়ের দান
  • ফয়জুল্লাহ = Fayjullah = আল্লাহর দান বা প্রেরণা
  • ফখরুজ্জামান = Fkhrujjaman =  যুগের গৌরব
  • ফয়জুদ্দীন = Fayjuddin =  ধর্মের দান
  • ফয়জুল হক = Fayjul Haq = সত্যের অনুগ্রহ
  • ফারহাদ উল্লাহ = Farhad Ullah = আল্লাহর আশেক

ফ দিয়ে তৈরি হওয়া ছেলেদের ইসলামিক নামের দ্বিতীয় অংশের পড়া শেষ। ধারাবাহিক নিয়ম অনুযায়ী আশা করি বেশ অনেকগুলো নতুন নামের সাথে পরিচিত হয়েছেন আবার একই সাথে সেই নামগুলো থেকে কিছু কিছু নাম পছন্দ করতে পেরেছেন। আপনি যদি আপনার সন্তানের জন্য ফ দিয়ে ইসলামিক একটি নাম রাখতে চান, তাহলে পুরো পোস্টটি পড়ুন। এখান থেকে খুবই সুন্দর এবং অর্থবহ নাম বের করতে পারবেন। আর এখানে উল্লেখিত প্রায় প্রতিটি নাম হলো ইসলামিক পাশাপাশি ফ দিয়ে তৈরি হওয়া নামগুলোর প্রত্যেকটি ইতিবাচক অর্থবহন করে। সুতরাং কোনো রকম সংকোচন ছাড়াই এখান থেকে বেশ কয়েকটি অথবা যেকোনো ফ দিয়ে নাম সিলেক্ট করতে পারেন।

  • ফয়সাল আহমদ = Faysal Ahmod = প্রশংসিত বিচারক
  • ফাহিম মুনতাসির = Fahim Muntasir = বুদ্ধিমান বিজয়ী
  • ফাহিম মাশুক = Fahim Masuk = বুদ্ধিমান প্রেমাস্পদ
  • ফাহীম শাকীল = Fahim Shakil =  বুদ্ধিমান সুপুরুষ
  • ফায়জুল কবীর = Fayjul Kabir =  অধিক সম্পদ
  • ফিরোজ ওয়াদুদ = Firoj Wadud = সমৃদ্ধশালী বন্ধু
  • ফাহিম = Fahim = বুদ্ধিমান
  • ফায়সাল = Faysal = বিচারক
  • ফুয়াদ = Fuhad = অন্দর
  • ফহেত = Fohet = বিজয়ী
  • ফায়েক = Fayek = উত্তম
  • ফরিদ = Forid = অনুপম
  • ফসীহ = Fosih = বিশুদ্ধভাষী
  • ফজল = Fojol = অনুগ্রহ
  • ফাকীদ = Fakidh = অতুলনীয়
  • ফকিহ = Fokih = জ্ঞানী
  • ফুয়াদ = Fuyad = অন্তর
  • ফিরোজ  = Firoj = ওয়াদুদ            
  • ফিরোজ মুজিদ = Firoz Mojid = সমৃদ্ধিশালী আবিষ্কারক
  • ফিরোজ আতেফ = Firoj Atef = সমৃদ্ধিশালী দয়ালু
  • ফিরোজ আহমদ = Firoz Ahmod = দ্বীনের আলো
  • ফিরোজ আহবাব = Firoz Ahbab = সমৃদ্ধিশালী বন্ধু
  •  ফাহীম = Fahim = পন্ডিত,বুদ্ধিমান
  • ফারহাতুল হাসান = Farhatul Hasan = সুন্দর আনন্দ
  • ফাতিন শাদাব = Fatin Shadab = সুন্দর সবুজ
  • ফাতিন নূর = Fatin Nur = সুন্দর আলো
  • ফাতিন নেসার = Fatin Nesar = সুন্দর উৎসর্গ
  • ফাতিন মাহতাব  = Fatin Mahtab = সুন্দর চাঁদ
  • ফাতিন জালাল = Fatin Jalal = সুন্দর মহিমা
  • ফাতিন ইশতিয়াক = Fatin Ishtiyak = সুন্দর ইচ্ছা
  • ফাতিন ইশরাক = Fatin Ishrak = সুন্দর সকাল
  • ফাতিন ইলহাম = Fatin Elom = সুন্দর অনুভূতি
  • ফাতিন ইহসাস = Fatin ihsas = সুন্দর অনুভূতি
  • ফাতিন হাসনাত = Fatin Hasnat = সুন্দর গুনাবলী
  • ফাতিন ফুয়াদ = Fatin Fuhad = সুন্দর অন্তর
  • ফাতিন আনওয়ার = Fatin Anowar = সুন্দর জ্যোতির্মালা
  • ফাতিন আনজুম = Fatin Anjum = সুন্দর তারা
  • ফারুক আহমদ = Faruk Ahmod = অতিপ্রশংসিত পার্থক্যকারী
  • ফারুক হোসাইন = Faruk Hossain = পার্থক্যকারী সুন্দর
  • ফুরকানুল হক = Furkanul Haq = সত্য-মিথ্যার পার্থক্য নির্ণায়ক
  • ফয়েজ = Fayez = সম্পদ, স্বাধীনতা
  • ফাইয়াজ = Faiyaz = দাতা, দয়ালু
  • ফজলুল হক = Fajlul Haq = প্রকৃত আশ্রয়স্থল
  • ফয়জুল হাসান = Fayjul Hasan = সুন্দর চাঁদ
  • ফাততাহ  = Fattah = বড় বিজয়ী
  • ফাতিন ওয়াহাব = Fatin Owahab = সুন্দর সবুজ
  • ফারুক আহমেদ = Faruk Ahmaad = প্রশংসিত মাধ্যম
  • ফরীদুল হাসান = Foridul Hasan = সুন্দর ভদ্র
  • ফরিদ হামিদ = Forid Hamid = অনুপম প্রশংসাকারী
  • ফরীদ আহমদ = Forid Ahmod = প্রশংসিত বাদশাহ
Read More  রিজিক বৃদ্ধির দোয়া সম্পর্কে জেনে নিন

প্রায় অনেকগুলো ফ দিয়ে ছেলেদের ইসলামিক নাম পড়েছি। মোটামোটি ভালো একটা ধারণা পেয়েছি উক্ত নামগুলো থেকে। ফ দিয়ে এরকম হাজারো ছেলেদের নাম হয়। কিন্তু এতো নাম থেকে একটি প্রকৃতগতভাবে ইসলামিক নাম এবং ইতিবাচক অর্থবহ ইসলামিক নাম বের করা বেশ কঠিন ব্যাপার। আর এ কারণেই অনেকে না বোঝ নানা ধরনের নাম একজন মুসলিম ছেলের জন্য রেখে দেয়। পরোক্ষণে দেখা যায় যে, সেই নামটি হয়তো ইসলামিক ছিল না অর্থাৎ নামটি ছিল একটি নন ইসলামিক নাম। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে, সে যে নামটি চয়েজ করে রেখেছে সে নামটির অর্থ হলো নেতিবাচক। এমতোবস্থায় সে উভয় সংকটে পড়ে যায়। এমন পরিস্থিতি থেকে রেহাই পেতে আজকের আমাদের এই ফ দিয়ে ছেলেদের ইসলামিক নামের তালিকাটি। এখান থেকে এতোগুলো ইসলামিক নামগুলো থেকে যেকোনো একটি বেঁচে নিতে পারেন।

  • ফখরুল হাসান = Fokhrul Hasan = সুন্দর নেতা
  • ফখরুদ্দীন  = Fokhruddin = দ্বীনের ধ্রুবতারা
  • ফয়জুর রহমান = Fayjur Rahman = দয়াময়ের সম্মানী(ফযলু) অনুগ্রহ
  • ফজলুর রহমান = Fojlur Rahman = দয়াময়ের সত্যবাদ
  • ফয়জুল ইসলাম               = Foyjul Islam = ইসলামের মহত্ব
  • ফয়েজ = Foyez = সম্পদ
  • ফয়সাল = Foysal = বিচারক
  • ফাহিম আহমাদ = Fahim Ahmad = বুদ্ধিমান অতিপ্রশংসনীয়
  • ফাহিম শাকিল = Fahim Shakil = বুদ্ধিমান সুপুরুষ
  • ফাহিম শাহরিয়ার = Fahim Shariar = বুদ্ধিমান রাজা
  • ফাতিন আলমাস = Fatin Almas = সুন্দর হীরা
  • ফাতিন আখইয়ার = Fatin Akhyear = সুন্দর চমৎকারমানুষ
  • ফাতিন আজবাব = Fatin Ajbab = সুন্দর পাহাড়
  • ফাতিন আবরেশাম = Fatin Abresham = সুন্দর অন্তর
  • ফাতিন নেহাল = Fatin Nehal = সুন্দর চারাগাছ
  • ফাতিন মেসবাহ = Fatin Mesbah = সুন্দর প্রদীপ
  • ফাহিম মুরশেদ = Fahim Murshed = বুদ্ধিমান প্রথপ্রদর্শক
  • ফাহিম মোসলেহ = Fahim Mosleh = বুদ্ধিমান সংস্কারক
  • ফাহিম হাবিব = Fahim Habib = বুদ্ধিমান বন্ধু
  • ফাহিম ফুয়াদ = Fahim Fuyad = বুদ্ধিমান অন্তর
  • ফাহিম ফয়সাল = Fahim Foysal = বুদ্ধিমান বিচারক
  • ফাহিম আশহাব = Fahim Ashab = বুদ্ধিমান বীর
  • ফাহিম আসাদ = Fahim Asad = বুদ্ধিমান সিংহ
  • ফাহিম আনিস = Fahim Anis = বুদ্ধিমান নেতা
  • ফাহিম আজমল = Fahim Ajmol = বুদ্ধিমান অতিসুন্দর
  • ফাহিম আবরার = Fahim Abrar = বুদ্ধিমান ন্যায়বান
  • ফাহাদ = Fahad =  সিংহ
  • ফাসীহ   = Fasih = বিশুদ্ধভাষী , বাকপটু ফাদল 
  • ফাদিল   = Fadil = অনুগ্রহ ( ফযলু ) 
  • ফাতীন   = FAtin = বুদ্ধিমান , সুচতুর 
  • ফুদায়ল   = Fudayal = সাহাবীর নাম , জ্ঞানী
  • ফাহীম  =   Fahim =  বুদ্ধিমান

এটি হলো ফ দিয়ে ছেলেদের ইসলামিক নামের লাস্ট ব্রেক। ইতিমধ্যে আপনারা প্রায় ১৫০+ ফ দিয়ে তৈরি হওয়া ছেলেদের জন্য ইসলামিক নাম পড়েছেন। এখান থেকে নাম সম্পর্কে অনেক রকম ধারণাও পেয়েছেন। সুতরাং পরিশেষে বলা যায় যে, আজকের আর্টিকেল থেকে আপনি আপনার  ছেলে সন্তানের জন্য যেকোনো একটি ফ বর্ণ দিয়ে তৈরি হওয়া নাম চয়েজ করতে সক্ষম হয়েছেন। যদি এখনো কোনো নাম চয়েজ করতে না পেরে থাকেন, তাহলে দয়া করে পুনরায় সম্পূর্ণ পোস্টটি আবার আরেকবার পড়ুন। তবে অবশ্যই মনোযোগ সহকারে পড়তে হবে। এখানে উল্লেখিত প্রতিটি নামই হলো ইসলামিক নাম এবং একই সাথে সেই নামগুলোর অর্থ হলো ইতিবাচক। সুতরাং কোনো রকম সংকোচ না রেখেই এখান থেকে আপনার ছেলের জন্য ফ দিয়ে ছেলেদের ইসলামিক নাম পিক করতে পারেন।

  • ফায়সাল =  Faisal =  বিচারক 
  •  ফাইয়াজ =  Faiaz =  অনুগ্রহকারী , দানশীল 
  • ফাওয়ায  =  Fawaz  =   অত্যন্ত কামিয়াব 
  •  ফাত্তাহ  =  Fattah =  কৃতকার্য , উপকারি 
  • ফিদা  =  Fida  =  উৎসর্গ 
  • ফারহান  =  Farhan  =  প্রফুল্ল
  • ফখর   = Fokhor = গর্ভ উদ্যান , শ্রেষ্ঠ 
  • ফেরদাউস   = Ferdous = বেহেশত 
  • ফরীদ   = Forid = অনুপম 
  • ফাসাহাত   = Fasahat = বিশুদ্ধ ভাষণ , বাক চাতুর্থ 
  • ফুরাদ    = Furad = অতুলনীয় , অন্যান্য
  • ফায়েক  =   Faek  =  উচ্চ , উত্তম 
  • ফুয়াদ  =  Fuad  =  হৃদয় , অন্তর
  • ফাহাদ =   Fahad  =   সিংহ 
  • ফারহাত  =   Farhat =  আনন্দ , উল্লাস । 
  • ফুরকান =  Furkan   =  সত্য মিথ্যার পার্থক্যকারী
Read More  N - ন দিয়ে ছেলেদের ইসলামিক নাম বাংলা অর্থসহ 2021

এতোক্ষণ আপনারা ফ দিয়ে ছেলেদের ইসলামিক নাম এর লিস্ট বা তালিকাটি পড়লেন। আশা করি এখান থেকে বেশ ভালো কিছু টেকনিক শিখতে পারলেন যে কীভাবে একটি নাম চয়েজ করতে হবে বিশাল একটি ডাটা শিট থেকে। আর যেহেতু ইতিমধ্যে অনেক বড় একটি নামের তালিকা পড়েছেন, সুতরাং এটা ধরে নেওয়া যায় যে, আপনি এখান থেকে যেকোনো একটি জ বর্ণ দিয়ে ছেলেদের নাম চয়েজ করতে পেরেছেন। তবে যদি এখনো কোনো রকম নাম চয়েজ করতে না পেরে থাকেন, তাহলে দয়া করে মনোযোগ সহকারে পুনরায় পুরো পোস্টটি আবার পড়ুন। এতে করে একটি নাম চয়েজের ক্ষেত্রে কী কী দরকার তা বোঝতে পারবেন। এছাড়া ফ দিয়ে ছেলেদের ইসলামিক নাম এর তালিকা থেকে যেকোনো একটি নাম পছন্দ করে রাখতে পারেন অন্য কারো জন্য।

ফ দিয়ে ছেলেদের ইসলামিক নামের অর্থসহ

ফ দিয়ে ছেলেদের ইসলামিক নামের অর্থসহ

যখন ফ দিয়ে ছেলেদের ইসলামিক নাম খুঁজবেন, তখন অবশ্যই একটি জিনিসকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। আর সেটি হলো নামের অর্থ কী! বর্তমানের অনেক মা-বাবা আছে তাদের মেয়ে কিংবা ছেলে সন্তানের জন্য যখন নাম রাখা হয় বা সিলেক্ট করা হয় তখন তারা পশ্চিমা সংস্কৃতিকে বেশি ফলো করে। তখন তারা তাদের সন্তানের নাম রাখার ক্ষেত্রে অনেকগুলো ভুল করে থাকে। প্রথমমত মুসলিম হওয়া সত্ত্বেও তারা তাদের ছেলের জন্য ইসলামিক নাম না রেখে নন-মুসলিম একটি নাম রাখে। দ্ধিতীয়ত, তারা যখন নামটি সিলেক্ট করে, তখন সেই নামের অর্থের দিকে গুরুত্ব দেয় না। এতে করে দেখা যায় প্রায় সবাই তাদের সন্তানের জন্য একটি নন ইসলামিক নাম চয়েজ করে এবং একই সাথে সে নামের অর্থটি নেতিবাচক কোনো অর্থকে ইঙ্গিত করে। যেমন অনেকগুলো নাম রয়েছে, যে নামগুলো আল্লাহর সাথে শিরক অর্থে ব্যবহৃত হয়। সেইসব নামগুলোকে সবসময় একজন মা-বাবা হিসেবে এবয়োড করতে হবে। কোনো মা-বাবাই চায় না যে তার সন্তানের নামটি নন ইসলামিক নাম হোক এবং সেই নামটি শিরক এর সাথে সম্পর্কিত থাকুক। তাই আজকের পোস্টে সেই দিকটিকে বার বার ইঙ্গিত দিয়ে বোঝানো হয়েছে। মূল ফোকাসটা ছিলই নামের অর্থের দিকে। যদিও জানি না কতজন মোট তা অনুধাবন করতে পেরেছে। এ ছোট্ট ভুলগুলো আমাদের কে বড় ভুল তথা শিরকের দিকে নিয়ে যায়। তাই আপনাদের কে সতর্ক করতে এখানে উল্লেখিত ফ দিয়ে ছেলেদের সমস্ত নামগুলোই হলো ইসলামিক এবং নামগুলো ইতিবাচক অর্থ বহন করে। সুতরাং এখান থেকে ফ দিয়ে যেকোনো একটি নাম চয়েজ করতে পারেন।

ফ দিয়ে ছেলে শিশুদের ইসলামিক নাম

ফ দিয়ে ছেলে শিশুদের ইসলামিক নাম

বাংলা বর্ণ মালায় প্রায় সবগুলো বর্ণ দিয়েই ছেলেদের ইসলামিক নাম রয়েছে। যেমন আজকের পোস্টটি হলো ফ দিয়ে ছেলেদের ইসলামিক নাম। ইন্টারনেটে যথেষ্ট পরিমাণ ফ দিয়ে ছেলে শিশুদের ইসলামিক নাম রয়েছে। আপনার কাজ হলো সেখান থেকে খুঁজে খুঁজে সে নামগুলো বের করা এবং পরিবারের নতুন সদস্যদের জন্য রাখা। কিন্তু বিশাল এই ইন্টারনেটের ডাটার মধ্যে কীভাবে এতোগুলো নাম খুঁজে বের করবেন তা নিয়ে অনেকে চিন্তা করেন। তাদের সুবিধার্থেই প্রতিনিয়ত আমরা ছেলে ও মেয়েদের বিভিন্ন বর্ণ দিয়ে তৈরি হওয়া নামগুলো প্রকাশ করে যাচ্ছি। ইতিমধ্যে আমরা অনেকগুলো নাম প্রকাশ করেছি যেমন রাফি নামের অর্থ সহ , হ দিয়ে ছেলেদের ইসলামিক নাম, জ দিয়ে ছেলেদের ইসলামিক নামের তালিকা, র দিয়ে ছেলেদের ইসলামিক নাম, শ দিয়ে ছেলেদের ইসলামিক নাম, স দিয়ে ছেলেদের ইসলামিক নাম, ম দিয়ে ছেলেদের আধুনিক নাম, ন দিয়ে ছেলেদের নাম সহ ইত্যাদি আরো অনেক বর্ণ দিয়ে ছেলেদের নামে আর্টিকেল প্রকাশ করা হয়েছে। আজকে যেমন ফ দিয়ে ছেলেদের নাম প্রকাশ করেছি ঠিক একই ভাবে ছেলেদের আধুনিক নামগুলো প্রতিনিয়ত প্রকাশ করছি। যদি আপনি আপনার ছেলের জন্য ফ দিয়ে ইসলামিক নাম খুঁজে থাকেন, তাহলে আজকের পোস্ট থেকে যেকোনো একটি নাম সিলেক্ট করে ফাইনাল করতে পারেন।

ফ দিয়ে ছেলেদের ইসলামিক নাম সম্পর্কে আরো জানতে

Leave a Comment