বাংলা নাম অর্থাৎ বাংলাদেশের ছেলে-মেয়েদের নাম রাখার ক্ষেত্রে আমরা ইন্টারনেটে থাকা সমস্ত নাম থেকে বাংলাদেশের বাংলা নামগুলোকেই বেশি প্রাধান্য দিয়ে থাকি। যেহেতু আমরা সবাই বাংলাদেশী, তাই জন্মগত ভাবেই আমরা চাই আমাদের নাম সহ সন্তানের নামটিও যেন দেশীয় একটা সংস্কৃতির সাথে তাল মিলিয়ে রাখতে পারি। বাংলাদেশে যেসকল নাম প্রচলিত রয়েছে তার সবগুলোই আমাদের মানুষদের মধ্যে প্রাচীন কাল হতেই প্রচলিত। এখানে সংখ্যাঘরিষ্ঠদের দিকে নজর রেখে আজকের আর্টিকেলে দেওয়া হয়েছে বেশ কিছু ছেলে ও মেয়েদের জন্য বাংলা নাম। পুরো আর্টিকেলটি পড়ার মাধ্যমে আশা করি সংখ্যা ঘরিষ্ঠদের দিক থেকে বাংলা নাম সম্পর্কে ভালো একটা ধারণা পেয়ে যাবেন।
অনলাইনে অহোরোহ বাংলা নাম – Bangla Name রয়েছে। এর কিছু হলো বাংলা ডিকশেনারী থেকে আসা আবার কিছু এসেছে সেই প্রাচীন কাল থেকেই বংশ পরম্পরায়। আমাদের বাংলাদেশের প্রতিটি সমাজে প্রচলিত রয়েছে বেশ কিছু বাংলা নাম, আর তারই ধারাবাহিকতায় অনেকগুলো বাংলা নাম আমাদের মধ্যে স্থায়ী হয়ে আছে।
ছেলে-মেয়েদের বাংলা নাম এর তালিকা পড়ার পাশাপাশি ছেলে ও মেয়েদের আনকমন নাম, ছেলে মেয়েদের ডিজিটাল সুন্দর নাম, ল দিয়ে ছেলেদের ইসলামিক নাম সহ ব দিয়ে ছেলেদের ইসলামিক নাম, স দিয়ে ছেলেদের ইসলামিক নাম, ম দিয়ে ছেলেদের ইসলামিক নাম, জ দিয়ে ছেলেদের ইসলামিক নাম, শ দিয়ে ছেলেদের ইসলামিক নাম, হ দিয়ে ছেলেদের ইসলামিক নাম, ফ দিয়ে ছেলেদের ইসলামিক নাম সহ বাংলায় সকল ধরনের বর্ণ দিয়ে তৈরিকৃত ছেলে-মেয়েদের নামগুলো পড়ুন। হাসান নামের অর্থ কি, মোহাম্মদ নামের অর্থ কি, জান্নাত নামের অর্থ কি, রাইসা নামের অর্থ কি সহ রাফি নামের অর্থ কি , সুমাইয়া নামের অর্থ কি সমন্নিত আর্টিকেল তিনটি পড়তে পারেন। এছাড়াও পড়তে পারেন সাহাবীদের নামগুলো এবং জানতে পারেন নবীদের নামের তালিকা সহ নবীর স্ত্রী কেন ১১ জন।
বাংলা নাম হলো জাতীগতভাবে আমাদের গর্ভের একটি বিষয়। যুগে যুগে আমাদের পূর্ব পুরুষরা এই নামগুলোকে লালন-পালন করে আসছে। আর বর্তমানে তার দায়িত্ব আমাদের ঘাঁড়ে এসে পড়ছে। সুতরাং যেহেতু এটি একটি বংশপরাম্পারিয় জিনিস, তাই বাংলা নাম আমাদের মধ্যে লালন-পালন করতে হবে সঠিক উপায়ে। চলুন বেশ কিছু বাংলা নাম জানা যাক।
বাংলা নাম – Bangla Name
একজন সাধারণ মানুষ ইন্টারনেট সার্চ করলে অনেক টাইপের বাংলা নাম পাবে। এখন বাংলা নামের কতগুলো ক্যাটাগরি রয়েছে। যেমন এর মধ্যে একটি হলো ধর্মীয় দিক থেকে বাংলা নাম। এখন প্রশ্ন আসতে পারে যে, বাংলা নামটি কি?
বাংলা নাম Bangla Name হলো এমন কিছু নাম যেগুলো প্রাচীন কাল হতে বাংলাদেশের ব্যবহৃত শব্দ ভান্ডারে যোগ হয়ে আছে, পাশাপাশি ছেলে-মেয়েদের নাম রাখার ক্ষেত্রে সেগুলো বরাবর ব্যবহার হয়ে আসছে। মূলত সে নামগুলোই হলো বাংলা নাম।
আজকের পোস্টের আর্টিকেলে আমরা এমন কিছু বাংলা নাম নিয়ে জানবো যেগুলো বরাবর বাংলাদেশে সেই প্রাচীন থেকেই ব্যবহার হয়ে আসছে পাশাপাশি সেই নামগুলো বেশ জনপ্রিয় নাম এবং একই সাথে সংখ্যাঘরিষ্ঠদের জন্য সে নামগুলো বিশেষ করে প্রযোজ্য। আর্টিকেলের পুরো অংশের পার্টকে ২টি ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো হলো-
ছেলেদের জন্য বাংলা নাম
মেয়েদের জন্য বাংলা নাম
এই দুই ক্যাটাগরির উপর ডিপেন্ড করেই আজকের বাংলা নাম এর তালিকার সম্পূর্ণ পোস্টটি লিখা। সুতরাং বাংলা নাম সম্পর্কে বিস্তারিত জানতে এবং একই সাথে সন্তানের জন্য একটি সুন্দর বাংলা নাম সিলেক্ট করতে পুরো আর্টিকেলেটি মনোযোগ সহকারে পড়ুন।
ছেলেদের বাংলা নাম – Boys Bangla name
বাংলা নামের পার্টটি যেহেতু ২টি ভাগে ভাগ করা হয়েছে, সেহেতু এটি অর্থাৎ ছেলেদের বাংলা নাম এর পার্টটি হলো প্রথম পার্ট। এই ভাগে আমরা এমন কিছু ছেলেদের জন্য বাংলা নাম নিয়ে কথা বলবো, যেগুলো বেশ জনপ্রিয় নাম দেশের সংখ্যাঘরিষ্ঠদের জন্য। আবার সে নামগুলো ছেলেদের জন্য বেশ প্রযোজ্য নাম। ছেলে অথবা মেয়ে উভয়ের জন্য যখন একটি নাম নির্বাচন করতে যাবেন, তখন দুইটি বিষয়ের উপর দৃঢ় নজর রাখবেন। একটি হলো নামের অর্থের দিকে এবং অন্যটি হলো আপনি যে ধর্মাবলম্বী, সে ধর্মের সাথে সেই পছন্দকৃত নামটি খাপ খায় কি-না। যদি খাপ না খায়, তাহলে তৎক্ষণাৎ সে নামগুলো এগিয়ে চলতে হবে। আর নামের অর্থটি হলো, নামের অর্থটি কোনো ভাবেই নেতিবাচক হতে পারবে না। অবশ্যই নামের অর্থটি ইতিবাচক হতে হবে। মূলত এই কয়েকটা স্ট্রং জিনিস মাথায় রেখে একটি সুন্দর বাংলা নাম চয়েজ করতে পারবেন। এখন চলুন বাংলাদেশের ছেলেদের জন্য বেশ কিছু বাংলা নাম Bangla nam নিয়ে একটি তালিকা তৈরি করা হলো। সে বাংলা নাম এর তালিকাটি হলো-
- জাহীদ = Jahid = সন্ন্যাসী।
- হান্নান = Hannan = অতি দয়ালু।
- আবছার = Abcar = দূষ্টি।
- ইব্রাহীম = Ebrahim = একজন নবীর নাম।
- আজমাল = Ajmal = অতি সুন্দর।
- ইহসান = Ihsan = উপকার করা।
- আহরার = Ahrar = স্বাধীন
- ইমতিয়াজ = Eimtiaz = পরিচিতি
- সাকীফ = Sakife = সুসভ্য
- জওয়াদ = Jawyad = দানশীল/ দাতা
- খফীফ = Khafif = হালকা
- দাইয়ান = Dawyan = বিচারক
- যাকী = Jaki = মেধাবি
- রাহাত = Rahat = সুখ
- রাফাত = Rafat = অনুগ্রহ
- রাহমান = Rahman = করুণাময়।
- রাহিম = Rahiim = দয়ালু।
- সাদিক = Sadik = সত্যবান।
- সাদ্দাম হুসাইন = Saddam Hoassain = সুন্দর বন্ধু
- সাদেকুর রহমান = Sadekur Rahman = দয়াময়ের সত্যবাদী
- সাদিকুল হক = Sadikul Haq = যথার্থ প্রিয়
- সাদিক = Sadik = সত্যবান
- সফিকুল হক = Safiqul Haq = প্রকৃত গোলাম
- রাজ্জাক = Rajjak = রিজিকদাতা।
- সালাম = Salam = শান্তি।
- হাফিজ = Hafiz = হিফাজতকারী।
- গফুর = Gafur = ক্ষমাশীল।
- জাব্বার = Jabbar = মহাশক্তিশালী।
- আলিম = Alim = মহাজ্ঞানী।
- নাসের = Naser = সাহায্যকারী।
- মুজিব = Mujib = কবুলকারী।
- সামিহ = Samih = ক্ষমাকারী
- সালিক = Salik = সাধক
- সাবাহ = Sabah = সকাল
- সফওয়াত = Sofowat = খাঁটি/ মহান
- তাউস = Tawsh = ময়ুর
- ফুয়াদ = Fuyad = অন্তর
- ফাইয়ায = Faiyaj = অনুগ্রহকারি
- কাসসাম = Kassam = বন্টনকারী
- কাওকাব = Kawkab = নক্ষত্র
- মুরতাহ = Murtah = সুখী/ আরাম আয়েশী
- লতিফ = Latif = মেহেরবান।
- হামিদ = Hamid = মহা প্রশংসাভাজন।
- কাসিম = Kasim = বণ্টনকারী।
- আমিন = Amin = বিশ্বস্ত
- মুমিন = Mumin = বিশ্বাসী।
- তাহের = Taher = পবিত্র।
- আলিম = Alim = জ্ঞানী।
- রাহীম = Rahim = দয়ালু।
- সালাহ = Salah = সৎ।
- সাদিক = Sadik = সত্যবান।
- সাদ্দাম হুসাইন = Saddam Hoassain = সুন্দর বন্ধু
- সাদেকুর রহমান = Sadekur Rahman = দয়াময়ের সত্যবাদী
- সাদিকুল হক = Sadikul Haq = যথার্থ প্রিয়
- সাদিক = Sadik = সত্যবান
- সফিকুল হক = Safiqul Haq = প্রকৃত গোলাম
- সামছুদ্দীন = Samsuddin = দ্বীনের উচ্চতর
- সদরুদ্দীন = Sodruddin = দ্বীনের জ্ঞাত
- সিরাজ = Siraj = প্রদীপ
- সিরাজুল হক = Sirajul Haq = প্রকৃত আলোকবর্তিকা
- সিরাজুল ইসলাম = Shirajul Islam = ইসলামের বিশিষ্ট ব্যক্তি
- শাকীল = Shakil = সুপুরুষ।
- শফিক = Shofiq = দয়ালু।
- সালাম = Salam = নিরাপত্তা।
- ইদ্রীস = Edris = শিক্ষায় ব্যস্ত ব্যক্তি।
- ইকবাল = Iqbal = উন্নতি।
- আলতাফ = Altaf = দয়ালু।
- ইলিয়াছ = Elias = একজন নবীর নাম।
- আমানাত = Amanat= গচ্ছিত ধন।
- তারিক = Tarik = নক্ষত্রের নাম।
- তানভীর = Tanvir = আলোকিত।
- ওয়াহীদ = Wahid = অদ্বিতীয়।
- শফিক = Safiq = দয়ালু।
- সাকীব = Sakib = উজ্জল।
- তাসলীম = Taslim = নক্ষত্রের নাম।
- তানভীর = Tanvir = আলোকিত।
- জাহীদ = Jahid = সন্ন্যাসী।
- আজমাল = Ajmal = অতি সুন্দর।
- আদম = Adom = মাটির সৃষ্টি।
- উসামা = Usama = বাঘ।
- আলতাফ = Altaf = দয়ালু।
- আমান = Aman = নিরাপদ।
- আমির = Amir = নেতা।
- আনিস = Anis = আনন্দিত।
- মুজাহিদ = Mujahid = ধর্মযোদ্ধা
- মুবারক = Mubarak = শুভ
- মুনেম = Munem = দয়ালু
- মামুন = Mamun = সুরক্ষিত
- নিয়ায = Niyaj = প্রার্থনা,
- নাফিস = Nafij = উত্তম,
- নাঈম = Nayeem = স্বাচ্ছন্দ্য,
- রফিক = Rafiq = বন্ধু,
- এনায়েত = Anayet = অনুগ্রহ,
- এরফান = Erpan = প্রজ্ঞা,
- ওয়াকার = Wakar = সম্মান,
- ওয়ালীদ = Walid = শিশু
- কাদের = Kader = সক্ষম
- শাকিব = Shakib = উজ্জ্বল,দ্বীপ্ত,
মূলত এটিই ছিল ছেলেদের ক্ষেত্রে বাংলা নাম এর তালিকা। এখান থেকে আপনি আপনার ছেলে সন্তানের জন্য যেকোনো ভালো বাংলা একটি নাম সিলেক্ট করতে পারেন। প্রতিটি বাংলা নামই হলো বাঁচাইকৃত নাম এবং সে নামগুলো কোনো রকম সংকোচন ছাড়াই আপনার ছেলে সন্তানে জন্য উক্ত বাংলা নামের থেকে যেকোনো একটি নাম পিক করতে পারেন।
মেয়েদের বাংলা নাম – Girls Bangla Name
মেয়েদের বাংলা নামের ক্ষেত্রে বিষয়টি খুবই সেনসেটিভ একটি বিষয়। এখানে এমন কোন নাম অ্যাড করা যাবে না, যেগুলো ব্যাঙ্গাত্বক মূলক। তবে যেহেতু বাংলাদেশে একটি সংখ্যা ঘরিষ্ঠ গোষ্ঠীর বসবাস রয়েছে, সেহেতু তাদের সুবিধার্থে মেয়েদের জন্য তুলে ধরা প্রতিটি বাংলা নাম হলো সেই সংখ্যাঘরিষ্ঠদের জন্য বেশ হেল্পফুল। ধারাবাহিকভাবে অন্য গোষ্ঠীদের নামগুলোও আমাদের বাংলাটিপ-স সাইটে অ্যাড করা হচ্ছে। সুতরাং বাংলা নামগুলোর অন্য সংস্করণ পড়তে চাইলে দয়া করে আমাদের অন্য পোস্টগুলো পড়ে আসুন।
যাইহোক মূল আলোচনায় আসা যাক, এখানে উল্লেখিত প্রতিটি নামিই হলো মেয়েদের জন্য যথোপযুক্ত বাংলা নাম। এবং এই নামগুলো থেকে একজন সদ্য জন্ম নেওয়া মেয়ে শিশুর জন্য নাম সিলেক্ট করতে পারবেন। এখানে উল্লেখিত প্রতিটি নামই হলো মেয়েদের জন্য ইসলামিক বাংলা নাম। সুতরাং আপনি মেয়েদের জন্য একটি বাংলা নাম চয়েজ করতে পুরো পোস্টটি পড়ুন। আশা কর এখান থেকে সুন্দর একটি বাংলা নাম চয়েজ করতে পারবেন। চলুন জানা যাক নামগুলো-
- তাবাসসুম = Tabassum = মুসকি হাসি
- তাসনিয়া = Tasnia = প্রশংসিত
- তাহসীনা = Tahsina = উত্তম
- তাহিয়্যাহ = Taiyah = শুভেচ্ছা
- তোহফা = Tohfa = উপহার
- তাখমীনা = Takhmina = অনুমান
- তাযকিয়া = Tajkia = পবিত্রতা
- তাসলিমা = Taslima = সর্ম্পণ
- তাসমিয়া = Tasmia = নামকরণ
- তাসনীম = Tasnim = বেহেশতের ঝর্ণা
- তাসফিয়া = Tasfia = পবিত্রতা
- তাসকীনা = Taskina = সান্ত্বনা
- দীবা = Diba = সোনালী
- বিলকিস = Bilkis = রাণী
- আনিকা = Anika = রুপসী
- তাবিয়া = Tabia = অনুগত
- তাসমীম = Tasmim = দৃঢ়তা
- তাশবীহ = Tashbih = উপমা
- তাকিয়া = Takia = চরিত্র
- তাকমিলা = Taklima = পরিপূর্ণ
- তামান্না = Tamanna = ইচ্ছা
- তামজীদা = Tamjida = মহিমা কীর্তন
- আফরা = Afra =সাদা
- সাইয়ারা = Saiyara =তারকা
- আফিয়া = Afia = পুণ্যবতী
- মাহমুদা = Mahmuda = প্রশংসিতা
- রায়হানা = Rayhana = সুগন্ধি ফুল
- হাসিনা = Hasina =সুন্দরি
- হাবীবা = Habiba =প্রিয়া
- ফারিহা = Faria = সুখি
- দীবা = Diba = সোনালী
- বিলকিস = Bilkis = রাণী
- আনিকা =Anika = রুপসী
- তাবিয়া = Tabia = অনুগত
- তাবাসসুম = Tabassum = মুসকি হাসি
- তাসনিয়া = Tasnia = প্রশংসিত
- তাহসীনা = Tahsina = উত্তম
- তাহিয়্যাহ = Taiyah = শুভেচ্ছা
- তোহফা = Tohfa = উপহার
- তাখমীনা = Takhmina = অনুমান
- তাযকিয়া = Tajkiya = পবিত্রতা
- তাসলিমা = Taslima = সর্ম্পণ
- তাসমিয়া = Tasmia = নামকরণ
- তাসনীম = Tasnim = বেহেশতের ঝর্ণা
- তাসফিয়া = Tasfiya = পবিত্রতা
- শামিখা = Shamikha = সুন্দরী
- শারিকা = Sahriqa = দৃঢ় / উচ্চ / উন্নত / মহিরূপ
- শাম্মা = Shamma = উজ্জল, মেয়েদের আনকমন নামের তালিকা।
- শায়মা = Shayma = সুন্দর
- শীমাহ = ইংরেজী – Shimah = রাসূল (সাঃ) এর দুধ বোন
প্রায় ৫০টি মেয়েদের জন্য বাংলা নাম পড়েছেন। এখান থেকেও নাম সিলেক্ট করা যায়। এখানে উল্লেখিত সবগুলো বাংলা নাম থেকে যেকোনো একটি কোনো রকম সংকোচ ছাড়াই পিক করতে পারেন। প্রতিটি নামের অর্তবোধক ইতিবাচক অর্থ রয়েছে। তেমনি রয়েছে এর ইংরেজী বানান সহ। এখানে তুলে ধরা নামগুলোর বেশিরভাগই মেয়েদের বাংলা ইসলামিক নাম। তবে ডিজিটাল মেয়ের নামের তালিকা এগুলোকে সংযুক্ত করা মূল কারণ হলো এদের ইতিবাচক অর্থবোধক অর্থ এবং নামের দিক থেকে এগুলো মেয়েদের জন্য সুন্দর বাংলা নাম। তাই চলুন আর্টিকেলের পরের অংশটি পড়ি।
- শাফীকা = Shafiqa = সুপারিশ কারিনী
- শাকীলা = Shakila = স্নেহশীলা
- হানিয়া = Hania = সুখী, তৃপ্ত, খুশী
- হামীমা = Hamima = অন্তরঙ্গ বান্ধবী
- হাসানা = Hasana = সুন্দর, সুকর্ম
- হাবীবা = Habiba = প্রিয়, প্রিয়তমা, সাহাবীর নাম
- সালীমা = Salima = সুস্থ
- সারাফ ওয়াসিমা = Sharaf Owasima = গানরত সুন্দরী
- সায়ীদা = Saida = পুন্যবতী
- সাবিহা = Sabiha = রূপসী / দ্রুতগামি অশ্ব
- সাকেরা = Sakera = কৃতজ্ঞতা প্রকাশকারী, পাকিস্তানি মেয়ে শিশুর নাম
- সানজীদাহ = Sanjidah = বিবেচক
- সীমা / সিমা = Sima = কপাল, দুই অক্ষরের মেয়েদের আধুনিক নাম।
- সুবাহ = Subha = প্রভাত
- সুফিয়া = Sufia = আধ্যাত্মিক সাধনাকারী
- হুমাইরা = Humaira = অর্থ – লাল রঙের পাখি
- হাফেজা = Hafeza = সংরক্ষণকারিণী, কোরান হেফজকারিণী
- শামসিয়া = Shamsia = প্রদীপ
- শাহবা = Shaba = ছাতা
- শাহলা = Shahla = বাঘিনী
- তাসকীনা = Taskina = সান্ত্বনা
- তাসমীম = Tasmim = দৃঢ়তা
- তাশবীহ = Tashbih = উপমা
- তাকিয়া = Takia = শুদ্ধ চরিত্র
- তাকমিলা = Taklima = পরিপূর্ণ
- তামান্না = Tamanna = ইচ্ছা
- তামজীদা = Tamjida = মহিমা কীর্তন
- তাহযীব = Tahjib = সভ্যতা
- তাওবা = Tawba = অনুতাপ
- তানজীম = Tanjim = সুবিন্যস্ত
- তাহিরা = Tahira = পবিত্র
- তবিয়া = Tobia = প্রকৃতি
- তরিকা = Torika = রিতি-নীতি
- তাইয়্যিবা = Taiyiba = পবিত্র
- তহুরা = Tohura = পবিত্রা
- তুরফা = Turfa = বিরল বস্তু
- তাহামিনা = Tahamina = মূল্যবান
- তাহমিনা = Tahmina = বিরত থাকা
- তানমীর = Tanmir = ক্রোধ প্রকাশ করা
- ফরিদা = Forida = অনুপম
- ফাতেহা = Fateha = আরম্ভ
- ফাজেলা = Fajela = বিদুষী
- ফাতেমা = Fatema = নিষ্পাপ
- ফারাহ = Farah = আনন্দ
- ফারহানা = Farhana = আনন্দিতা
- ফারহাত = Farhat = আনন্দ
- ফেরদাউস = Ferdaus = বেহেশতের নাম
- ফসিহা = Fsiha = চারুবাক
- ফাওযীয়া = Fawjiya = বিজয়িনী
- রাশীদা = Rashida = বিদুষী
লেখার ধারাবাহিকতায় মেয়েদের বাংলা নাম এর লিস্টটাও শেষ। মেয়েদের অনেকগুলো বাংলা নাম এখানে উল্লেখ করা হয়েছে। যেহেতু পোস্টের লাস্ট অবধি চলে আসছেন, তাহলে আশা করি সম্পূর্ণ নামগুলো তে চোখ বোলিয়েছেন। যদি এটি হয়, তাহলে এবার থেকে নাম সিলেক্টের ক্ষেত্রে আপনাকে আর বেগ পেতে হবে না। কেননা এখানে উল্লেখিত প্রতিটি নামই হলো বাঁচাইকৃত মেয়েদের জন্য বাংলা নাম।
মেয়েদের আনকমন নাম জানার পাশাপাশি ছেলে ও মেয়েদের আধুনিক ইসলামিক নাম জানতে পড়ুন। ম দিয়ে মেয়েদের ইসলামিক নাম, আ দিয়ে মেয়েদের ইসলামিক নাম, শ দিয়ে মেয়েদের মেয়েদের ইসলামিক নাম, র দিয়ে মেয়েদের ইসলামিক নাম, স দিয়ে মেয়েদের ইসলামিক নাম, জ দিয়ে মেয়েদের ইসলামিক নাম, ই দিয়ে মেয়েদের ইসলামিক নাম সহ বাংলায় সকল ধরনের বর্ণ দিয়ে তৈরিকৃত ছেলে-মেয়েদের নামগুলো পড়ুন।
বাংলা নাম এর সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে থাকলে আশা করি এই আর্টিকেলে থেকেই যেকোনো একটি নাম সিলেক্ট করতে সক্ষম হবেন। এখানে ছেলে ও মেয়ে উভয়ের জন্য বেশ অনেক সংখ্যক বাংলা নাম এর একটি লম্বা শিট দেওয়া হয়েছে। যদি আপনি মনোযোগ সহকারে সম্পূর্ণ পোস্টটি পড়ে থাকেন, তাহলে আশা করি, এখান থেকে বেশ সুন্দর একটি বাংলা নাম সিলেক্ট করতে পারবেন। আর যদি এখনো কোনো নাম সিলেক্ট করতে না পেরে থাকেন, তাহলে দয়া করে পুনরায় পুরো পোস্টটি আরেকবার মনোযোগ সহকারে পড়ুন। আশা করি এর মধ্যেই একটি বাংলা নাম সিলেক্ট করে পিক করতে সক্ষম হবেন।