মুসলিম সংস্কৃতি তথা ইসলামিক নিয়মে প্রত্যেকটা মুসলাম মা-বাবাই চায় তার সন্তানের নাম ইসলাম ভিত্তিক হোক। মেয়েদের ক্ষেত্রে মহিলা সাহাবীদের নাম অনুসরণ এবং ছেলেদের জন্য পুরুষ সাহাবীদের নাম অনুসরণ করে অনেক ভালো ভালো ইসলামিক নাম বের করা যায়। আজকের মূল আলোচনা যেহেতু মুসলিম মহিলা সাহাবীর নাম নিয়ে তাই এখানে আলোচনার মূল বিষয়বস্তুই হলো মেয়ে সন্তানের জন্য নাম রাখার ক্ষেত্রে কীভাবে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম দ্ধারা আমরা উপকৃত হতে পারি।
এখন প্রশ্ন আসতে পারে যে, মহিলা সাহবী কারা? মহিলা সাহাবী কাকে বলে?
এর উত্তর প্রায়ই পুরুষ সাহাবীর নামের তালিকা পোস্টে দেওয়ার হয়েছে। তারপরও আজকের আর্টিকেলের ধারাবাহিকতায় আবারও দিলাম। মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) জীবিতকালে/জীবনকালে যেসকল মহিলারা ইসলাম গ্রহণ করেছে এবং একই সাথে পরিপূর্ণ ইমান সহিত ইসলাম পালন করেছে পাশাপাশি রাসূল (সাঃ) কে নিজ স্ব-চক্ষে দেখেছে, মূলত তাদেরকেই মহিলা সাহাবী বলে।
নিম্নে যদি আপনারা ভালোভাবে সাহাবীদের নামগুলো লক্ষ্য করেন, তাহলে একটা জিনিস ফাইন্ড-আউট করতে সক্ষম হবেন যে, সব মহিলা সাহাবীদের নামের শেষে ছেলেদের নাম যুক্ত আছে। এর কারণ কী? কেউ কী অনুমান করতে পারছেন? আচ্ছা ঠিক আছে। এক্ষেত্রে শুধু মহিলা সাহাবী নয়, সকল মুসলিম মেয়েদের উচিত এই ইসলামিক রুল অনুসরণ করা। রাসূল সাঃ এর যুগে মহিলাদের যে নাম ছিল তার শেষে তাদের পিতার নাম যোগ করে পরিচয় দিত। কিন্তু বর্তমানে ওয়েস্টার্ণ কালচার অনুসরণ করে অনেক আধুনিক কু-শিক্ষায় শিক্ষিত লোক বা মেয়েরা তাদের নামের শেষে স্বামীর নাম যোগ করে। যা সম্পূর্ণ ইসলাম পরিপন্থ কাজ। এখন বলতে পারেন, শুধু কী মহিলারাই তাদের নামের শেষে বাবার নাম যোগ করবে? না ! পুরুষ সাহাবীরাও তাদের নামের শেষে বাবার নাম যোগ করে পরিচয় দিতেন। যেমন – আয়েশা বিনতে আবু বকর সিদ্দীক ইত্যাদি। আমরা যদি আরেকটু লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে, মহানবী হাযরত মুহাম্মদ সাঃ এর কণ্যাগণেরাও তাদের স্বামীর নাম যোগ করে নাই। এবং কী হযরত মুহাম্মদ সাঃ এর স্ত্রী-গণ তাদের নামের শেষে আমাদের নবী মুহাম্মদ সাঃ এর নামও যোগ করে নাই। সুতরাং এর থেকে আমরা স্পষ্ট একটি ধারণা নিতে পারি যে, বিয়ে কিংবা এমনিতে চলাচলের সময় আমাদের পরিচয় দেওয়ার ক্ষেত্রে কিছু বিশেষ ক্ষেত্র ছাড়া নামের শেষে স্বামীর নাম যোগ করা ইসলাম শরীয়াহ্ বৈধ নয়।
এখন এতো নিয়ম-নীতির পরও বর্তমানে অনেকে ইসলাম শরীয়াহ এর পরিপন্থী হয়ে পশ্চিমা বা ওয়েস্টার্ণ কালচার অনুসরণ করে তাদের নামের শেষে স্বামীর নাম যোগ করে। এই ক্ষেত্রে ইবনে উমর রাঃ হতে বর্ণিত, রাসূল সাঃ বলেছেন,
যেই ব্যক্তি যেই সম্প্রদায়ের সাথে মিল বা সম্পর্ক রাখবে, তাদেরকে অনুসরণ-অনুকরণ করবে সে তাদের দলভুক্ত হবে। অর্থাৎ তার হাশর-নশর তাদের সাথে হবে। (আবু দাউদ শরীফ, মুসনাদে আহমদ শরীফ, মিশকাত শরীফ)
সুতরাং দুনিয়ার এই সামান্য কয়েকদিনের জন্য আখিরাতের বিস্তর জীবনের সুখের কথা না চিন্তা করা আধুনিক ভাই-বোনদের জন্য খুবই হতাশাকর একটি ব্যাপার। যদি কোনো মুসলিম বোন আখিরাতে খাদিজাতুল কোবরা, আয়েশা সিদ্দীকা – মতো সঙ্গ চায়, তাদের দলের অন্তর্ভুক্ত হতে চায়, তাহলে তারা যেন তাদের চালানো পথে চলে। প্রত্যেকটা মুসলিম যেন নবী-রাসূলগণের দেখানো পথে চলে ইমানি সহিত মৃত্যু বরণ করতে পারি, সে তৌফিক দান করুক আল্লাহ তা’আলা।
বিস্তার আলোচনা করা হয়ে গিয়েছে। চলুন এবার মহিলা সাহাবীদের নামগুলো জানা যাক। এখানে প্রথম অংশে তাদের নামের পূর্ণ অংশ অর্থাৎ পিতার নাম সহ আর দ্ধিতীয় অংশটা হলো পিতার নাম ছাড়া তাদের সংক্ষিপ্ত নাম। তাহলে চলুন জানা যাক।
বিশেষ দ্রষ্টব্য: পাঠকদের পড়ার সুবিধার্থে এবং শ্রুতিমধুর দেখতে ২৫টা নামের পর-পর মহিলা সাহাবীদের ইসলামিক নামের একটা সংক্ষিপ্ত ব্রেক এবং এভাবে ৪টি ব্রেকের মাধ্যমে সাহাবীদের ১০০+ ইসলামিক নামের তালিকা উল্লেখ করা হলো।
মহিলা সাহাবীর নাম
- হাবীবা বিনতে আবীফিয়ান (রাঃ) = Habiba Binty Abifin Ra = হাবীবা (রাঃ)
- হাফসা (উম্মুল মু’মেনীন)(রাঃ) = Hafsa ( Ummul mu’menin ) Ra = হাফসা (রাঃ)
- হাকীমা বিনতে গাইলান (রাঃ) = Hakima Binty Khailan Ra = হাকীমা (রাঃ)
- হালিমাতুস সা’দিয়া (রাঃ) = Halimatus sa’ Dia Ra = হালীমা (রাঃ)
- হামামা (মাওলাতে আবী বকর সিদ্দীক) = Hamama ( Mawlaty Abi Bokor Siddik) = হামামা (রাঃ)
- হামনা বিনতে জাহান (রাঃ) = Hamna Binty jahan Ra = হামনা (রাঃ)
- হাওয়া বিনতে ইয়াযীদ (রাঃ) = Hawaa Binty Yiayid RaS = হাওয়া (রাঃ)
- আরওয়া বিনতে আব্দুল মুত্তালাব (রাঃ) = Arowa Binty Abdul Muttalab Ra = আরওয়া (রাঃ)
- আসমা বিনতে আবী বকর সিদ্দীকা (রাঃ) = Asma Binty Abi Bokor Siddik Ra = আসমা (রাঃ)
- উমাইয়া বিনতে আন-নাজ্জার আন আনসারী = Umaiya Binty An-Najjar An Absari = উমাইয়া (রাঃ)
- তামাযুর বিনতে ‘আমের (রাঃ) = Tamajur Binty Amer Ra = তামাযুর (রাঃ)
- তামীমা বিনতে ওহহাব (রাঃ) = Tamima Binty Wohab Ra = তামীমা (রাঃ)
- সুবাইতা বিনতে যাহাক/দাহাক (রাঃ) = Subaita Binty Jahak/Dahak Ra = সুবাইতা (রাঃ)
- জামীলা বিনতে উমর ইবনুল খাত্তাব (রাঃ) = Jamila Binty Umor Ebnul Khattab Ra = জামীলা (রাঃ)
- জুমানা বিনতে আবী তালেব = Jumana Binty Abi taleb = জুমানা (রাঃ)
- জুওয়াই রিয়া (উম্মুল মু’মেনীন) (রাঃ) = Juyai Riya (Ummul mu’menin) Ra = জুওয়াইরিয়া (রাঃ)
- উনাইসাহ বিনতে আদী (রাঃ) = Unaisha Binty Adi Ra = উনাইসাহ (রাঃ)
- উম্মে আইমন (রাঃ) = Umme Aimon Ra = উম্মে আইমন (রাঃ)
- ফাতেমা বিনতে মালেক (রা) = Fatema Binty Malek Ra = ফাতেমা (রা)
- ফাতেমা বিনতে খাত্তাব (রা) = Fatema Binty Khattab Ra = ফাতেমা (রা)
- ফাতিমা বিনতে উমাইস (রাঃ) = Fatima Binty Umais Ra = ফাতিমা (রাঃ)
- রুকাইয়া বিনতে রাসূলুল্লাহ (সাঃ) = Rukaiya Binty Rasulollah Sa. = রুকাইয়া (রাঃ)
- রমলা বিনতে আবী সুফিয়ান (রাঃ) = Romla Binty Abi Sufian Ra = রমলা (রাঃ)
- রুমাইছা বিনতে উমর (রাঃ) = Rumaica Binty Umor Ra = রূমাইছা (রাঃ)
- রায়হানা, রাসূলুল্লাহ (সা)-এর স্ত্রী = RayHana, Rasulollah Sa’s wife = রায়হানা (রাঃ)
সাহাবীদের নামের তালিকা প্রথম ব্রেক এটি। ইতিমধ্যে অনেকগুলো মহিলা সাহাবীর নাম জেনে গেছেন। ধারাবাহিকভাবে আরো অনেকগুলো মহিলা সাহাবী সম্পর্কে জানার চেষ্টা করবো। এখানে একটু রেস্ট নিয়ে পুনরায় আবার নামগুলো পড়ার ট্রাই করেন। আপনি যদি নাম রাখার মানসিকতা নিয়ে আর্টিকেলটি পড়ে থাকেন, তাহলে আশা করি এখান থেকে ভালো অর্থময় একটি নাম বের করতে পারবেন। আর যদি জানার ইচ্ছায় আর্টিকেলটি পড়ে থাকেন, তাহলে আশা করি উল্লেখযোগ্য সাহাবীদের নাম জেনে যাবেন। সুতরাং পড়া চালিয়ে যান।
- রায়তা বিনতে হারেছ (রাঃ) = Rayta Binty Hares Ra = রায়তা (রাঃ)
- সাবীয়া বিনতে হারেছ (রাঃ) = Sabira Binty Hares Ra = সাবীয়া (রাঃ)
- উম্মে রুমান (রাঃ) = Umme Ruman Ra = উম্মে রুমান (রাঃ)
- সাখবারা বিনতে তামীম (রাঃ) = Sakhbara Binty Tamim Ra = সাখবারা (রাঃ)
- সুখাইলা বিনতে উবাইদা (রাঃ) = Sukhaila Binty Ubaida Ra = সুখাইলা (রাঃ)
- সায়ীদা বিনতে হারিছ (রাঃ) = Saida Binty Haris Ra = সায়ীদা (রাঃ)
- সালামা বিনতে মা’কাল আনসারীয় (রাঃ) = Salma Binty Ma’ Kal Ansario Ra = সালামা (রাঃ)
- উম্মে সুলাইম (রাঃ) = Umme Sulaim Ra = উম্মে সুলাইম (রাঃ)
- উম্মে উমারা (রাঃ) = Umme Umaira Ra = উম্মে উমারা (রাঃ)
- উম্মে আতিয়া (রাঃ) = Umme Atia Ra = উম্মে আতিয়া (রাঃ)
- আসমা বিনতে উমাইস (রাঃ) = Asma Binty Umais Ra = আসমা (রা)
- হিন্দ/হিন্দা বিনতে উৎবা (রাঃ) = Hind/Hinda Binty Utba Ra = হিন্দা (রাঃ)
- উম্মে ফজল (রাঃ) = Umme Fasol Ra = উম্মে ফজল (রাঃ)
- দুররা বিনতে আবী লাহাব = Durra Binty Abi Lahab = দুররা (রাঃ)
- শাফা বিনতে আওফ (রা) = Shifa Binty Awf Ra = শাফা (রাঃ)
- শারমায়া সা’দিয়া (রাসূলুল্লাহর (সা) দুধ বোন = Sarmaya’sa Dia (Rasullaar Sa maa) = শায়মারা (রাঃ)
- সাফীয়া (উম্মুল মু’মেনীন) (রাঃ) = Safia Ummul mu’ Menin Ra = সাফীয়া (রাঃ)
- খাওলা বিনতে আবদুল্লাহ আল আনসারী (রাঃ) = Khawla Binty Abdullah Al Ansari Ra = খাওলা (রাঃ)
- দুজাজা বিনতে আসমা বিন সালত = Dujaja Binty Asma Bin Salat = দুজাজা (রাঃ)
- কাবীরা বিনতে সুফিয়ান (রা) = Kabira Binty Sufian Ra = কাবীরা (রা)
- লুবাবা বিনতে হারেছ (রাঃ) = Lubaba Binty Hares Ra = লুবাবা (রা)
- লায়লা বিনতে হাকীম (রা) = Layla Binty Hakim Ra = লায়লা (রা)
- মরিয়ম বিনতে আইয়াস আনসারী = Morium Binty Aiyas Ansari = মরিয়ম (রা)
- সুমাইতা লাইছা (রাঃ) = Sumaita Laica Ra = সুমাইতা (রাঃ)
মুসলিম মহিলা সাহাবীর নাম
মুসলিম মহিলা সাহাবীর নাম একটি বা দু’টি নয়। রাসূল সাঃ জীবনকালে হাজার হাজার মহিলা ইসলামকে তাদের দ্ধীন মেনে নিয়ে মুসলিম হয়েছে। শুধু মুসলিম হওয়ার মধ্যেই তারা সীমাবদ্ধ ছিল না পাশাপাশি ইসলামিক সকল নিয়ম-কানুন অক্ষরে অক্ষরে অনুসরন করেছেন। যেমন তাদের নামের দিকে নজর দিলেই অধিকাংশ ধারণা পাওয়া যায় যে কতটা ইসলাম ভীরু ছিলেন তারা, আর কতটা দ্ধীন মান্য করতেন। আজকের আমাদের আধুনিক সমাজের তথাকথিত মহিলারা এবং পুরুষেরা ইসলাম থেকে অনেক দূরে সরে যাচ্ছে। বর্তমানে চলমান আধুনিক ছেলেদের নাম এবং মেয়েদের নাম পরিহার করতে হবে। আধুনিক মহিলারা অন্তত, মুসলিম মহিলা সাহাবীদের নাম এর লিস্ট থেকে একটা ধারাবাহিক শিক্ষা নিতে পারে। আমরা মুসলিম হিসেবে অবশ্যই চাই আমাদের আখিরাতের সঙ্গী যেন সাহাবীগণের মতো জান্নাতী মানুষগণ হয়। তাই নবী সাঃ এর হাদিস অনুযায় আমাদের অনুসরণের দিকটিকে আপডেট করতে হবে। বি-জাতীদের ফলো এখানেই বন্ধ করতে হবে। আমাদের মেয়েদের নামের ক্ষেত্রে মুসলিম মহিলা সাহাবীর নাম গুলো অনুসরণ করতে হবে।
- যুবায়া’ বিনতে হারেছা (রাঃ) = Jubaiya Binty Haresa Ra = যুবায়া (রাঃ)
- আতেকা বিনতে আব্দুল মুত্তালেব (রা) = Ayteka Binty Abdul Muttaleb Ra = আতেকা (রা)
- আলীয়াহ বিনতে খবইয়ান (রা) = Aliyah Binty Khobone Ra = আলীয়াহ (রা)
- রবীআ’হ বিনতে নযর আন-আনসারিয়াহ = Rabiya H Binty Najor An-Ansariya = রবীআহ (রাঃ)
- রযীনা (রাসূলুল্লাহর (সাঃ) খাদেমা (রাঃ) = Rajina (Rasulullah Sa. Khadema Ra = রযীনা (রাঃ)
- রূফাইদা আনসারিয়া আন আসলামীয়া (রাঃ) = Rufaida Ansariya An Aslamiya Ra = রূফাইদা (রাঃ)
- উম্মে হানী (রাঃ) = Umme Hani Ra = উম্মে হানী (রাঃ)
- বারীরাহ (মাওলাতে আয়েশা সিদ্দীকা (রাঃ) = Barira ( Mawlaty Aysha Shiddika Ra = বারীরাহ (রাঃ)
- বুসরা বিনতে সাফওয়ান কুরাইশী (রাঃ) = Busra Binty Safowan Quraishi Ra = বুসরা (রাঃ)
- খালেদা বিনতে আসওয়াদ = Khaleda Binty Asowad = খালেদা (রাঃ)
- খাদিজাতুল কোবরা (উম্মুল মু’মেনীন)(রাঃ) = Khadijatul Kobra ( Ummul Mu’mennin) Ra = খাদীজা (রাঃ)
- ইযযা বিনতে আবী সুফিয়ান (রা) = Ejja Binty Abi Sufian Ra = ইযযা (রা)
- উমায়রা বিনতে সাহল আনসারীয়া = Umaira Binty Sahol Ansariya = উমায়রা (রা)
- ফাখেতা (উম্মেহানী) বিনতে আবী = Fakheta ( Ummehani) BInty Abi = তালেব ফাখেতা (রা)
- ফাযেলা আনসারীয়া (রাঃ) = Fajela Ansariya Ra = ফাযেলা (রাঃ)
- খালীদাহ বিনতে কা’নাব = Khalida Binty Ka’nab = খালীদাহ (রাঃ)
- খানসায়া বিনতে খাদ্দাম আলি আনসারী (রাঃ = Khabsaya Binty Khaddam Ali Ansari Ra = খানসায়া (রাঃ)
- মালীকা বিনতে উয়াইমার (রাঃ) = Malika Binty Uyaimar Ra = মালিকা (রা)
- নাফীসা বিনতে উমাইয়া (রাঃ) = Nafisa Binty Umaiya Ra = নাফীসা (রা)
- খুযায়মা বিনতে জাহাম = Khujayma Binty Jaham = খুযায়মা (রাঃ)
- সুমাইয়া (আম্মার বিন তোইয়াসের এর মা) = Sumaiya ( Ammar Bin Tuiyas’s Mother) = সুমাইয়া (রাঃ)
- সানা বিনতে আসমা বিনতে সালত = Sana Binty Asma Binty Salot = সানা (রাঃ)
- সাহলা বিনতে সাহল (রাঃ) = Sahla Binty Sahol Ra = সাহলা (রাঃ)
- সীরীন (মারিয়া কিবতীয়ার বোন) = Shirin ( Maria Kibtiyar Bon ) = সীরীন (রাঃ)
- শিফা বিনতে আবদুল্লাহ (রাঃ) = Shifa Binty Abdullah Ra = শিফা (রাঃ)
- নাওলা বিনতে আসলাম (রাঃ) = Nawla Binty Aslam Ra = নাওলা (রা)
- হুযাইলা বিনতে হারেছ (রাঃ) = Hujaila Binty Hares Ra = হুযাইলা (রাঃ)
- সামুরা বিনতে কাইস আনসারীয়া = Samura Binty Kais Ansariya = সামরা (রাঃ)
- সালমা (রাসূলুল্লাহর (সা) = Salma ( Rasulollah’s Wife) = খাদেমা সালমা (রাঃ)
- ফারেয়া বিনতে আব্দুর রহমান (রাঃ) = Fareya Binty Abdur Rahman Ra = ফারেয়া (রাঃ)
মহিলা সাহাবীবর্গের নাম
মহিলা সাহাবীবর্গের নাম লেখে শেষ করা সম্ভব নয়। কেননা খুব নগন্য সংখ্যক মহিলা সাহাবী ছিল ব্যাপারটা এমন নয়! হাজার হাজার মহিলা সাহাবী রয়েছে। তাদের থেকে এখানে কিছু উল্লেখযোগ্য সাহাবীদের নাম দেওয়া হয়েছে। আশা করি কেউ যদি জানার ইচ্ছায় আর্টিকেলটি পড়ে থাকেন, তাহলে সাহাবীবর্গ সম্পর্কে ভালো একটি ধারণা পেয়ে যাবেন। আর যদি কেউ তার মেয়ের জন্য মুসলিম নাম খুঁজতে খুঁজতে এই আর্টিকেলটি পড়ে থাকেন, তাহলে এই ক্ষেত্রেও আশাবাদী যে, পুরো পোস্টটি পড়ার পর বেশ দারুণভাবে উপকৃত হবেন। সুতরাং মহিলা সাহাবীবর্গের নাম জানার জন্য স্কিপ না করে পুরো পোস্টটি পড়ুন। যদি প্রয়োজন বোধ করেন, তাহলে একবার সাহাবীদের সম্পূর্ণ নামের লিস্টটি পড়ার পর পুনরায় আবার পোস্টটি পড়ুন। আশা করি ভালো এবং অর্থবহ একটি ইসলামিক মহিলা সাহাবীদের নাম সিলেক্ট করতে সক্ষম হবেন।
- আজবাহ = Ajbah = মোহনীয়, আনন্দদায়ক
- বাঘুম = Bagum = নরম ও নারী কণ্ঠের এক
- বারাকাহ = Barakah = বরকত, দমন ও প্রাচুর্য
- বারাহারাহ = Baraharah = অতি পরহেজগার
- খুযায়মা বিনতে জাহাম = Kujayma Binty Jaham = খুযায়মা (রাঃ)
- বুশরাহ = Busrah = সুসংবাদ
- ফখিতা = Fkhita = তিনি যে অভিমানের সাথে চলেন
- ফারিয়াহ = Fariah = মালিক বিন সানান আল-আনসারীর মেয়ে
- হাবিবা = Habiba = অতি প্রিয়।
- হালিমা = Halima = অতি ভদ্র।
- জামিলা = Jamila = অতি সুন্দর।
- খাদিজা = Khadija = নবী মুহাম্মদের প্রথম স্ত্রী
- কুলসুম -কুলসুমের = Kulsum Kulsumer= নিবিড় মুখযুক্ত কেউ
- মারিয়া-মারিয়া = Mariya mariya = অতি তিক্ততার সমুদ্র
- সাফিয়াহ বিনতে হুয়ায়ে = Safiya Binty Cuyae = মুহাম্মদের অন্যতম স্ত্রী ছিলেন, অর্থ ‘খাঁটি
- সালমা = Salma = অতি শান্তি
- উনাইসাহ বিনতে আদী (রাঃ) = Unaisha Binty Adi Ra = উনাইসাহ (রাঃ)
- উম্মে আইমন (রাঃ) = Umme Aimon Ra = উম্মে আইমন (রাঃ)
- উম্মে ফজল (রাঃ) = Umme Fajol Ra = উম্মে ফজল (রাঃ)
- উম্মে রুমান (রাঃ) = Umme Ruman Ra = উম্মে রুমান (রাঃ)
- উম্মে সুলাইম (রাঃ) = Umme Sulaiman Ra = উম্মে সুলাইম (রাঃ)
- উম্মে উমারা (রাঃ) = Umme Umara Ra = উম্মে উমারা (রাঃ)
- বারজাহ:বারযাহ = Barjah Barjah = হাদীসের বর্ণনাকারী
- বুহাইয়াহ = Buhaiya = অতি সুন্দরী ও উজ্জ্বল
- হামনা বিনতে জাহান (রাঃ) = Hamna BInty jahan Ra = হামনা (রাঃ)
জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম
রাসূল সাঃ এর যুগে থাকা জান্নাতে সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম এর লিস্ট তৈরি করে শেষ করা যাবে না। উল্লেখযোগ্য যে, এখানে উল্লেখিত সকল মহিলা সাহাবীগণ কিন্তু জান্নাতের জন্য সুসংবাদ প্রাপ্ত। এরা সবাই জান্নাতী সাহাবী। তাই এটা চিন্তা করা কোনো কারণ নেই যে এই স্টেপের নিম্নে নামগুলোর মহিলা সাহাবীরা শুধু জান্নাতী আর বাকিগুলো নয়। এক কথায় সাহাবী বলতেই জান্নাতী। এরা সবাই সুপ্রাপ্ত এবং আল্লাহ তা’আলার পথে পরিচালিত ছিল। আল্লাহ তা’আলা তাদের সু-পথে পরিচালিত করেছেন এবং আল্টিমেটলি তারা সুসংবাদপ্রাপ্ত জান্নাতী মহিলা সাহাবী। সুতরাং এখানে উল্লেখিত যেকোনো একটি নাম আপনি চয়েজ করতে পারেন এবং আপনার প্রিয় কণ্যা সন্তানের ক্ষেত্রে তা ব্যবহার করতে পারেন। অবশ্যই মহিলারা তাদের জীবন দশায় এরকম জান্নাতী মহিলা সাহাবীদের অনুসরণ করতে হবে। আর তাহলেই আখিরাতে ও শেষ বিচার দিবসে আমাদের কে এসব সুসংবাদপ্রাপ্ত জান্নাতী মহিলা সাহাবীদের সাথে থাকার সৌভাগ্য জুটবে।
- হাওয়া বিনতে ইয়াযীদ (রাঃ) = Hawya Binty Eiyajid = হাওয়া (রাঃ)
- খালেদা বিনতে আসওয়াদ = Khaleda Binty Asowad = খালেদা (রাঃ)
- খাদিজাতুল কোবরা (উম্মুল মু’মেনীন)(রাঃ) = Khadijatul Kobra ( Ummul Mumenin Ra) =খাদীজ
- উম্মে আতিয়া (রাঃ) = Umme Atia Ra = উম্মে আতিয়া (রাঃ)
- জামীলা বিনতে উমর ইবনুল খাত্তাব (রাঃ) = jamila Binty Umor Ibnul Khattab Ra= জামীলা (রাঃ)
- জুমানা বিনতে আবী তালেব = Jumana Binty Abi Taleb= জুমানা (রাঃ
- জুওয়াই রিয়া (উম্মুল মু’মেনীন) (রাঃ) = Juyai Riya (Ummul Mu’menin ) Ra = জুওয়াইরিয়া (রাঃ)
- হাবীবা বিনতে আবীফিয়ান (রাঃ) = Habiba Bnty Abifian Ra= হাবীবা (রাঃ)
- হাফসা (উম্মুল মু’মেনীন)(রাঃ) = Hafsa (Ummul Mu’Menin) Ra = হাফসা (রাঃ)
- হাকীমা বিনতে গাইলান (রাঃ) = Hakima Binty Gailan Ra = হাকীমা (রাঃ)
- শিফা = Shifa = বেশি নিরাময়কারী
- জয়নব = Joynob = হযরত মুহাম্মদ (সা।) – এর কন্যা, নাতনী ,জয়নব এর অর্থ অতি ‘সৌন্দর্য,’
- আমরাহ: আমরাহ = Amrah Amrah = টুপি বা পাগড়ী
- আরওয়া বা আরওয়া = Arowa or Aroya = বেশি কৃপণতা এবং সৌন্দর্য
- আসমা = Asma = উন্নত, উচ্চ বা মহান ’ও হতে পারে
- আতিলাহ = Atilah = সুনামজাত বা সম্মানিত পরিবার থেকে আগত ব্যক্তি
- আতিকা/আতিকার = Atika = অতি সুন্দরী মহিলা
- আয়মান = Ayman = অতি ধার্মিক
- নুসায়বা = Nusaiba = অতি ভাল বংশের একটি
- আরওয়া বিনতে আব্দুল মুত্তালাব (রাঃ) = Arowa Binty Abdul Muttalab Ra = আরওয়া (রাঃ)
- আসমা বিনতে আবী বকর সিদ্দীকা (রাঃ) = Asma Binty Abi Bokor Siddika Ra = আসমা (রাঃ)
- উমাইয়া বিনতে আন-নাজ্জার আন আনসারী = Umaiya Binty An-Najjar an Ansari= উমাইয়া (রাঃ)
- হালিমাতুস সা’দিয়া (রাঃ) = Halimatus Sa’dia Ra = হালীমা (রাঃ)
- উম্মে হানী (রাঃ) = Umme Hani Ra = উম্মে হানী (রাঃ)
- বারীরাহ (মাওলাতে আয়েশা সিদ্দীকা (রাঃ) = Barira ( Mawlaty Ayesha Siddika Ra) = বারীরাহ (রাঃ)
- বুসরা বিনতে সাফওয়ান কুরাইশী (রাঃ) = Busra Binty Safowan Quriashi Ra= বুসরা (রাঃ)
- তামাযুর বিনতে ‘আমের (রাঃ) = Tamajur Binty Amer Ra = তামাযুর (রাঃ)
- তামীমা বিনতে ওহহাব (রাঃ) = Tamima Binty Owhab Ra = তামীমা (রাঃ)
- সুবাইতা বিনতে যাহাক/দাহাক (রাঃ) = Subaita Binty Jahak Dahak Ra= সুবাইতা (রাঃ)
- হামামা (মাওলাতে আবী বকর সিদ্দীক) = Hamama Mawlaty Abi Bokor Siddik = হামামা (রাঃ)
- খালীদাহ বিনতে কা’নাব = Khalidah Binty Ka’nab = খালীদাহ (রাঃ)
আজকের আর্টিকেলটি এই পর্যন্তই। আশা করি মহিল সাহাবীদের নাম সম্পর্কে সুস্পষ্ট একটি ভালো ধারণা পেয়েছেন। এখান থেকে আমাদের মুসলিম বোনদের শিক্ষা নেওয়া উচিত যে নাম চয়েজের ক্ষেত্রে কতটা ইপোর্ট দেওয়ার দরকার। আবার একই ভাবে শুধু ইসলামিক নাম হলেই সব কিছু হয় না, পাশাপাশি দেখতে হবে নামগুলো অর্থবহ কি-না। তাই এরই প্রেক্ষিতে আমাদের সাইটে প্রতিনিয়ত ছেলে ও মেয়েদের ইসলামিক নামের পোস্ট দেওয়া হচ্ছে। ইতিমধ্যে মেয়েদের ক্ষেত্রে অনেকগুলো পোস্ট দেওয়া হয়েছে যেমন- স দিয়ে মেয়ে বাবুর ইসলামিক নাম, আ দিয়ে মেয়েদের মুসলিম নাম, র দিয়ে মেয়েদের ইসলামিক নাম সহ আরো অনেক টাইপের মেয়েদের ইসলামিক নামের তালিকার পোস্ট দেওয়া হয়েছে। আবার একইভাবে ছেলেদের ইসলামিক নামেরও পোস্ট দেওয়া হয়েছে। যেমন – ম দিয়ে ছেলেদের ইসলামিক নাম, ন দিয়ে ছেলেদের মুসলিম নাম, শ দিয়ে ছেলেদের ইসলামিক নাম , স দিয়ে ছেলেদের নাম সহ ইত্যাদি আরো অনেক বর্ণ দিয়ে নামের পোস্ট দেওয়া হয়েছে।
এসব বিস্তর আলোচনার প্রেক্ষিতে আশা করা যায়, আজকের পোস্ট দ্ধারা ইসলামে মহিলা সাহাবীদের নাম জেনে সবাই বেশ ভালো ভাবে উপকৃত হবে এবং একই সাথে যদি কেউ তার মেয়ে সন্তানের নাম মহিলা সাহাবীদের অনুসরণে রাখতে চায়, তাহলে আরো ভালোভাবে উপকৃত হবে।