শ দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ 2021

শ দিয়ে মেয়েদের ইসলামিক নাম

মুসলিম ছেলে – মেয়েদের নাম রাখার ক্ষেত্রে বেশ কয়েকটি জিনিসের প্রতি লক্ষ্য রাখা উচিত। নাম ইসলামিক কি-না এবং সেই ইসলামিক নামটা ইতিবাচক বা ভালো অর্থ বহন করছে কি-না তা। সে প্রেক্ষিতে আজকে শ দিয়ে মেয়েদের ইসলামিক নাম এর একটি তালিকা নিয়ে আসলাম, যেখানে ইসলামিক নামের পাশাপাশি বাংলা অর্থ সহ ইংলিশ বানানও রয়েছে। স্বাভাবিকভাবে মুসলিম পরিবারে জন্ম নেওয়া মেয়ে সন্তানের নাম ইসলামিক নিয়ম-কানুন অনুযায়ী অর্থাৎ ‍মুসলিম নাম হবে, এটাই স্বাভাবিক এবং সিম্পল। তবে এখান বর্তমানে অনেক মুসলিম ফ্যামিলিতে লক্ষণীয় একটি বিষয় হলো, তাদের সন্তানের নাম রাখার ক্ষেত্রে তারা অনেক বেশি উদাসীন এবং শৌখিন। যা মোটেও কাম্য নয়। ধর্মীয় নামে যেমন বরকত রয়েছে তেমনি রয়েছে ধর্মীয় দিক দিয়ে মর্যাদাও।

আমাদের এই বাংলাটিপ-স সাইটে প্রতিনিয়ত ছেলে-মেয়েদের ইসলামিক নাম নিয়ে পোস্ট হচ্ছে। ইতিমধ্যে মেয়েদের ইসলামিক নাম নিয়ে প্রায় অনেকগুলো পোস্ট হয়েছে। পূর্ববর্তী পোস্টগুলো হলো র দিয়ে মেয়েদের ইসলামিক নাম এবং ম দিয়ে মেয়েদের ইসলামিক নামের তালিকা। পাশাপাশি আছে আ দিয়ে মেয়েদের ইসলামিক নামের তালিকা এবং স দিয়ে মেয়েদের ইসলামিক নামের তালিকা। তারই ধারাবাহিকতায় আজকের শ দিয়ে মেয়েদের ইসলামিক নামের পোস্টটি। এগুলোও একবার পড়ে আসতে পারেন।

ছেলেদের ক্ষেত্রে ন দিয়ে ছেলেদের ইসলামিক নামের তালিকা সহ শ দিয়ে ছেলেদের ইসলামিক নামের তালিকা। শুধু এগুলোই নয়, আরো আছে ম দিয়ে ছেলে সন্তানের ইসলামিক নাম এবং স দিয়ে ছেলেদের ইসলামিক নামের তালিকা সহ ইত্যাদি। আপনার ইচ্ছা অনুযায়ী পূর্ববর্তী ইসলামিক নামের পোস্টগুলো পড়ে আসতে পারেন।

বিশেষ দ্রষ্টব্য: পাঠকদের পড়ার সুবিধার্থে এবং শ্রুতিমধুর দেখতে  ২৫টা নামের পর-পর র  দিয়ে ইসলামিক নামের একটা সংক্ষিপ্ত ব্রেক এবং এভাবে  ৪টি ব্রেকের মাধ্যমে  S – শ  দিয়ে মেয়েদের মোট ১৩০+টি ইসলামিক নামের তালিকা উল্লেখ করা হলো।

শ দিয়ে মেয়েদের ইসলামিক নাম বাংলা অর্থসহ

  • শাফাত =  Shafat  = মুল
  • শারীফা খাতুন =  Sharifa Khatun  = ভদ্রসম্ভ্রান্ত মহিলা
  • শামীম আফরোজ  = Shamim Afroz =  সুগন্ধি যুক্ত
  • শিরিন আখতার  = Shirin Akhtar  = মিষ্টি / প্রিয় তারা
  • শারমীলা তাহিরা  = Sharmila tahira  = লজ্জাবতী পবিত্রা
  • শাহানা আনিকা  = Shahana aniqa  = রাজকুমারী রূপসী
  • শবনম  = Shobnom  = অশ্রুর ফোঁটা / পানি মেশানো
  • শামা  = Shama  = শিশির
  • শামসুন নাহার =  Shamsun Nahar =  দিনের সূর্য
  • শাকীলা হাসনা =  Shakila Hasna  = চমৎকার প্রেমিকা
  • শামলা  = Shamla =  পোশাক
  • শামিমা =  Shamima  = সুবাস
  • শায়েলা  = Shaila =  জ্বলন্ত মোমবাতি
  • শাহামা =  Shahama =  উদার
  • শাহিরা  = Shahira  = বিখ্যাত
  • শুজাইয়া =  Shujaia  = দৃঢ় সাহসিনী
  • শুমায়ছা =  Shumaisa  = সৌর
  • শাবানা =  Shabana  = মধ্য রাত্রি
  • শাজীয়া =  Shazia  = ভদ্র সম্ভ্রান্ত
  • শাফীকা =  Shafiqa =  স্নেহ  শীলা
  • শাহীদা =  Shahida  = সাক্ষী
  • শাহীরা  = Shahira  = প্রসিদ্ধ
  • শামা  = Shama =  প্রদীপ
  • শাহলা =  shahla =  সুন্দরী
  • শারিকা  = Shariqa  = উজ্জল
Read More  ল দিয়ে ছেলেদের ইসলামিক নাম এর তালিকা অর্থসহ

মেয়েদের ইসলামিক নামের তালিকার প্রথম ব্রেক এটি। শ দিয়ে মেয়েদের ইসলামিক নাম এর লম্বা একটি লিস্ট রয়েছে কিন্তু সেখান থেকে ভালো অর্থবহ এবং বরকত ময় কিছু নাম তুরে ধরা হয়েছে। মেয়ে সন্তানের জন্য শ দিয়ে নাম রাখতে চাইলে এখান থেকে যেকোনো একটি ইসলামিক নাম চয়েজ করতে পারবেন আশা করি।

  • শায়মা =  Shayma  = রাসূল স. এর দুধ বোন
  • শামশাদ = Shamshad =  একপ্রকার বৃক্ষ
  • শারমীলা তাহিরা  = Sharmila Tahira  = লজ্জাবতী পবিত্রা
  • শওকাতুন্নিসা  = Showkatunnisa =  মর্যাদা বান মহিলা
  • শাজ =  Shaz  = দুর্লভ
  • শাফকা =  Shafqa  = দয়া
  • শাবিনা  = Shabina  = রাত্রিকালীন
  • শাবিহা =  Shahbiha  = সাদৃশ্য
  • শিমাত =  Shimat  = ব্যর্থ ব্যক্তি
  • শীমাত  = Shimat  = অভ্যাস
  • শাকেরাহ =  Sakerah =  কৃতজ্ঞ
  • শারীবাত =  Sharibat =  গান করার বস্তু
  • শাহীদাহ =  Shahidah  = সাক্ষী
  • শানীন =  Shanin  = চোখের অশ্রু
  • শীফা =  Shifa  = আরোগ্য
  • শানিমুন  = Shanimun =  হিম পানি
  • শূহরাহ =  Shuhra  = বিশ্বখ্যাত
  • শাহানা  = Shahana  = রাজকুমারী
  • শাহ =  Shah  = বাদশাহ
  • শাহনাজ =  Shahnaj =  রাজগর্ব
  • শরাফাত =  Sharafat  = ভদ্রতা
  • শাকুরা  = Shakura =  অত্যন্ত কৃতজ্ঞ
  • শাহনাজ  = Shahnaj  = দুলহান
  • শায়েরাহ =  Shaerah  = মহিলা কবি
  • শিফফাত =  Shiffat  = নড়াচড়া

প্রায় ৫০টি শ দিয়ে মেয়েদের ইসলামিক নামের ২য় ব্রেক এটি। আপনি যদি উপরের উল্লেখিত নামের লিস্ট থেকে কন্যা সন্তানের জন্য এখনো কোনো রকম নাম চয়েজ করতে না পেরে থাকেন, তাহলে দয়া করে নিম্নোক্ত নামের লিস্টটি পড়তে থাকুন। আশা করি আপনার কন্যা সন্তান কিংবা ফ্যামিলির নতুন কন্যা সদস্যদের জন্য ভালো এবং অর্থবহ একটি নাম সিলেক্ট করতে পারবেন।

  • শারিফাতুন =  =  Sharifatun = অনেক ভদ্র মহিলা
  • শামীমাহ =  Shamimah =  অতি সুগন্ধি
  • শাহনুন =  Shahnun  = কাউকে হাকানো
  • শারমিলা  = Sharmila  = লজ্জাবতী, লজ্জা পাওয়া
  • শায়মা  = Shaima =  শরীরের যতি চিহ্ন
  • শাহবা  = Shahla  = বাঘিনী
  • শামিখা  = Shamikha  = দৃড়
  • শাহিদা আখতার  = Shahida Akhter  = উপস্থিত তারকা
  • শফীকুন্নিসা  = Shafikun Nisa  = অতি স্নেহশীল মহিলা
  • শিরিন আখতার =  Shirin Akhtar  = শিষ্টি
  • শাহানা আনিকা  = Shahana Anika =  রাজকুমারী রূপসী নারী
  • শাকিকা =  Shaqiqa  = সহোদরা
  • শাজনা  = Shajna  = শাখা বিশিষ্ট
  • শাবানী =  Shabani =  রক্তচোখা
  • শাবিবা  = Shabiba  = যৌবন
  • শামসী =  Shamsi  = সৌরময়ী
  • শামায়লা  = Shamila =  অনেক দক্ষ
  • শাম্মা  = Shamma  = অতি সুন্দর
  • শবনম =  Shobnom  = শিশির
  • শূহরাহ মুবাশশিরা  = Shuhrah Mubashshira =  বিশ্বখ্যাত সুসংবাদ
  • শামছিয়াত =  Shamsiyat =  ছাতা
  • শামসুন =  Shamsun  = সূর্য
  • শাফীয়াত =  Shafiat  = অতি সুপারিশ কারিণী
  • শারেফাহ =  Sharefah =  অতি আলো
  • শাহনা  = Shahna  = শত্রুতা করা

ইতিমধ্যে আমরা ৭৫টি শ দিয়ে মেয়েদের ইসলামিক নাম পড়েছি। এখান থেকে আমরা শ দিয়ে মেয়েদের ইসলামিক নাম সম্পর্কে অনেক কিছু জানলাম এবং মোটামোটি একটি সুস্পষ্ট ধারণাও ফেলাম। আশা করি এখান থেকে যেকোনো একটি নাম আপনার সন্তানের জন্য চয়েজ করতে সক্ষম হবেন।

  • শীয়া  = Shiah =  অনুসারী হওয়া
  • শাহনা  = Shahna =  রাজকুমারী
  • শামলাত =  Shamlat  = চাদর
  • শাফেয়াহ  = Shafeah  = মূল বা শিকড়
  • শামা  = Shama =  চেহারার অলংকার
  • শামীমা  = Shamima = গোলাপ ফুলের সুবাস
  • শাবানা  = Shabana  = উপস্থিত হওয়া
  • শূরফাত  = Shorefat  = অতি ভদ্র / সম্ভ্রান্ত
  • শার্মিলা  = Sharmila  = অতি মর্যাদা
  • শামিমা আরা বেগম  = Shamim Ara Begum  = সুগন্ধি যুক্ত মহিলা
  • শায়বা  = Shaiba  = অতি ভদ্র
  • শারমিন =  Sharmin  = অতি লাজুক
  • শাহিমা =  Shahima  = অতি জ্ঞানী
  • শুকরানা  = Shukrana  = কৃতজ্ঞতা প্রকাশ করা
  • শমা  = Shuma  = গর্বিতা
  • শুরাফা =  Shurafa  = অনেক ভদ্র মহিলা
  • শাকীলাহ  = Shakilahs = সুশ্রী
  • শাহিমুন =  Shahimun =  অতি কৃপণতা দেখানো
  • শাফাকাত  = Shafaqat =  অনুগ্রহ করা
  • শামিখা  = Shamikha  = অতি সুন্দরী
  • শারিকা  = Sahriqa  = দৃঢ় / উচ্চ / উন্নত / মহিরূপ
  • শাম্মা  = Shamma  = অতি উজ্জল
  • শায়মা  = Shayma  = অতি সুন্দর
  • শীমাহ  = Shimah  = রাসূল (সাঃ) এর দুধ বোন
  • শাকুরা  = Shakora  = সুশ্রী / প্রেমিকা
Read More  মহিলা সাহাবীর নাম | জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম

ম দিয়ে মেয়েদের ইসলামিক নামের লাস্ট ব্রেক এটি। ১০০টির নাম পড়া শেষ। শ দিয়ে মেয়েদের ইসলামিক নাম সম্পর্কে ভালো একটি ধারণা তৈরি হয়েছে আপনার মনে এবং স্মৃতিতে। আশা করা যায় আপনি এখান থেকে যেকোনো একটি ইসলামিক এবং ভালো ইতিবাচক অর্থবহ নাম সিলেক্ট করতে পেরেছেন। যদি এখনো চয়েজ করতে না পেরে থাকেন, তাহলে দয়া করে পুরো পোস্টটি ধৈর্য সহকারে পড়ুন। আশা করি উপকৃত হবেন।

  • শামসুন  = Shamsun  = অত্যন্ত কৃতজ্ঞ
  • শাহীদা  = Shahida  = সূর্য / রবি
  • শাহনাজ  = Shahnaj  = সাক্ষী
  • শাহীরা  = Shahira  = দুলহান
  • শিরীন  = Shirin  = প্রসিদ্ধ
  • শূরাফাত  = Sharafat  = লজ্জাবতী
  • শিফা  = Shifa  = ভদ্রতা / আভিজাত্য
  • শাফাকাত  = Shafaqat  = আরোধ্য
  • শাফীয়া  = Shafia  = অনুগ্রহ / স্নেহ / মমতা
  • শাফীকা  = Shafiqa  = সুপারিশ কারিনী
  • শাকীলা = Shakila  = স্নেহশীলা
  • শায়মা  = Shaima  = মিষ্টি / প্রিয়
  • শামা  = Shama  = শরীরের যতি চিহ্ন / উল্কা
  • শামসিয়া  = Shamsia  = প্রদীপ
  • শাহবা  = Shaba  = ছাতা
  • শাহলা  = Shahla  = বাঘিনী
  • শাহনাজ  = Shahanaj  = সাহসিনী
  • শূহরাহ  = Suhrah  = বিশ্বখ্যাতি
  • শাহানা  = Shahana  = সুগন্ধ
  • শাকেরা  = Shakira  = রাজ কুমারী
  • শায়েরা  = Shayera  = কৃতজ্ঞতা প্রকাশ কারিনী
  • শাফাত  = Shafat  = বুদ্ধিমতী / মহিলা কবি
  • শাহ  = Shah  = মূল / শিকড়
  • শাহিদা  = Shahida  = বাদশাহ
  • শাজীয়া  = Shazia  = রাত্রি মধ্যে
  • শারীফা  = Sharifa  = বাজগর্ব
  • শামশাদ = Shamshad  = নাকের অলংকার
  • শুহরাহ মুবাশ্বশিরা  = Shuhrah Mubash-shira  = এক প্রকার বৃক্ষ / বিশ্বখ্যাত সুসংবাদ
  • শারীফা খাতুন  = Sharifa khatun  = ভদ্রমহিলা / সম্ভ্রান্ত রমণী
  • শাফাকাত তাইয়্যিবা  = Shafakat taiyeba  = অনুগ্রহ পবিত্র
  • শামিম আরা বেগম  = Shamim ara begom  = সুগন্ধি যুক্ত মহিলা
  • শামীমা আফরোজ  = Shamima afruz  = সুগন্ধি যুক্ত আলোকময় সুন্দর
  • শওকাতুন্নিসা  = Showkatun Nisa  = মর্যাদাবান মহিলা
  • শানিমুন  = Shanimun  = মেজাজ / অভ্যাস
  • শানিন  = Shaneen  = ঠান্ডা পানি
  • শাহিদা আখতার  = Shahida Akhtar  = উপস্থিত তারকা
  • শামসুন নাহার  = Shamsun Nahar  = দিনের সূর্য
  • শফীকুন্নিসা  = Shafikun Nisa = স্নেহ শীলা মহিলা
  • শাকীল হাসনা  = Shakila hasna  = চমৎকার প্রমিকা

প্রায় ১৩০+ শ দিয়ে মেয়েদের ইসলামিক নাম পড়েছেন। ইতিমধ্যে শ দিয়ে মেয়েদের মুসলিম নাম সম্পর্কে ভালো একটি ধারণা পেয়েছেন। এখন আপনার জন্য তুলনামূলকভাবে খুব সহজ হবে এখান থেকে যেকোনো একটি নাম মেয়ে সন্তানের জন্য সিলেক্ট করতে। যদি এখনো কোনো রকম নাম চয়েজ করতে না পেরে থাকেন, তাহলে দয়া করে পুনরায় পুরো নামের লিস্ট বা তালিকাটি আবার পড়ুন। আশা করি ভালো এবঙ ইতিবাচক অর্থবহ একটি চমৎকার না পেয়ে যাবেন।

Read More  রাফি নামের অর্থ কি | Rafi নামের বাংলা, আরবি, ইংরেজী অর্থ কি

শ দিয়ে মেয়ে বাবুর ইসলামিক নামের অর্থ

শ দিয়ে মেয়ে বাবুর ইসলামিক নামের অর্থ

বর্তমান সন্তানের গার্ডিয়ানরা তাদের সন্তানের নাম রাখার ক্ষেত্রে বেশির ভাগ সময় আধুনিক যুগকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। একইভাবে তাদের পথ অনুসরণ করে এই চরম ভুলটি অধিকাংশ মুসলিম ভাই-বোনরাও করে থাকে। তাদের সন্তানের নামের অর্থ না বুঝে এলোমেলো অনেকগুলো নাম থেকে একটি পিক করে নেয়। কিন্তু একজন ‍মুসলিম হিসেবে প্রত্যোকটা মা-বাবার গুরু দায়িত্ব হলো সন্তানের নাম সংরক্ষণ করার আগে কয়েকটা দিক বিবেচনায় নেওয়া। যেমন প্রথমে মনে রাখতে হবে, যেহেতু মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে, সেহেতু তার নাম অবশ্যই একটি ইসলামিক নাম রাখতে হবে। একই সাথে সেই ইসলামিক নামটি ধর্মে কেমন প্রাধান্য পেয়েছে সে দিকটিও দেখতে হবে। লাস্ট, সেই নাম কী অর্থ বহন করছে তার দিকে নজর দিতে হবে। এরকম হাজারো ইসলামিক নাম আছে, যেগুলো নেতিবাচক অর্থ বহন করে থাকে আবার অনেক ইসলামিক নাম আছে যেগুলোর অর্থ খুবই ভালো এবং ইতিবাচক। সুতরাং নামের অর্থের দিকে অবশ্যই নজর রাখতে হবে যখন মেয়ে সন্তানের জন্য নাম পিক করবো।

শ দিয়ে মেয়েদের নামের তালিকা

শ দিয়ে মেয়েদের নামের তালিকা

শ দিয়ে মেয়েদের নামের এক বিশাল তালিকা রয়েছে। বড় রকমের তালিকা পড়তে যেমন বিরক্তকর তেমনি এসব বিশাল ডাটাবেস থেকে শ দিয়ে মেয়েদের  ইসলামিক নাম পছন্দ করাও বেশ কষ্টসাধ্য। তারই প্রেক্ষিতে আমাদের উক্ত আর্টিকেল তথা শ দিয়ে মেয়েদের ইসলামিক নামের তালিকা। এখান থেকে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী যেকোনো একটি মুসলিম নাম আপনার মেয়ে  অথবা পরিবারের কোনো কন্যা সন্তানের জন্য সিলেক্ট করতে পারেন।

উপরোক্ত সবগুলো শ দিয়ে মেয়েদের ইসলামিক নাম পড়ার পর আশা করি এখান থেকে যেকোনো একটি ইসলামিক নাম পছন্দ করতে সক্ষম হবেন। যদি এখনো কোনো রকম নাম চয়েজ করতে না পেরে থাকেন, তাহরে দয়া করে উক্ত তালিকা থেকে যেকোনো একটি ইসলামিক নাম পছন্দ করুন। অথবা পুনরায় আরেকবার পুরো নামের লিস্টটি পড়ুন। আশা করি এখান থেকে ভালো একটি ইসলামিক এবং ইতিবাচক অর্থবহ নাম চয়েজ করতে পারবেন।

শ দিয়ে মেয়েদের ইসলামিক নাম সম্পর্কে আরো জানতে-

Leave a Comment