স দিয়ে ছেলেদের ইসলামিক নামের তালিকা | ছেলে শিশুর ইসলামিক নাম

স দিয়ে ছেলেদের ইসলামিক নামের তালিকা

মুসলিম পরিবারে জম্ম নেওয়া ছেলেদের মুসলিম নাম রাখা স্বাভাবিক একটা বিষয়। তারই প্রেক্ষিতে আজকের আর্টিকেলে নির্দিষ্টভাবে স দিয়ে ছেলেদের ইসলামিক নামের তালিকা দেওয়ার চেষ্টা করবো। ইসালামিক বিষয়ে সচেতন মা-বাবারা তাদের সদ্য জন্ম নেওয়া ছেলে শিশুদের নাম স দিয়ে রাখার জন্য সার্চ ইঞ্জিনে প্রতিনিয়ত হাজার হাজার সার্চ দিয়ে থাকেন। তবে অনেকে বর্তমানে থাকা রেজাল্টগুলোতে স দিয়ে ছেলেদের ইসলামিক নাম না পেয়ে ইন্টারনেটের অন্য সোর্চগুলোতে খুঁজতে বাধ্য হয়। আবার কেউবা জানতে চায় ছেলেদের ইসলামিক নাম অর্থসহ যেমন ম দিয়ে ছেলেদের ইসলামিক নামের অর্থসহ, শ দিয়ে ছেলেদের ইসলামিক নাম, ন দিয়ে ছেলেদের ইসলামিক নাম সহ ইত্যাদি। তাই পাঠকদের সুবিধার্থে এবং মুসলিম পিতা-মাতাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে ছেলে শিশুর ইসলামিক নাম নিয়ে আজকের পুরো আর্টিকেল এবং এখানে শুধু স দিয়ে থাকা ইসলামিক নামগুলো উল্লেখ করা হবে। চলুন জানা যাক ইসলামিক নামগুলো-

বিশেষ দ্রষ্টব্য: পাঠকদের পড়ার সুবিধার্থে এবং শ্রুতিমধুর দেখতে  ২৫টা নামের পর-পর স দিয়ে ইসলামিক নামের একটা সংক্ষিপ্ত ব্রেক এবং এভাবে ৪টি ব্রেকের মাধ্যমে স দিয়ে ছেলেদের মোট ১৩০টি ইসলামিক নামের তালিকা উল্লেখ করা হলো।

আলোচনা শুরু করার আগে বলে রাখা ভালো যে, বর্তমানে অধিকাংশ মা-বাবা তাদের সন্তানের জন্য আধুনিক নাম রাখতে গিয়ে ভিন্নার্থ একটি নন-ইসলামিক নাম রেখে ফেলে। এখানে যদি এমন কোনো গার্ডিয়ান থেকে থাকেন, যে ছেলে সন্তানের জন্য স দিয়ে ছেলে শিশুর জন্য ভালো ও সুন্দর একটি ইসলামিক নাম খুঁজেছেন, তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য বেশ ফলপ্রসু হবে। এখানে উল্লেখিত প্রতিটি নাম হলো ছেলেদের জন্য । সবগুলো নাম S-স দিয়ে তৈরি হওয়া নাম। আবার সবগুলো নাম হলো ইসলামিক নাম। তাই একটি স দিয়ে ছেলেদের জন্য ভালো ও বাঁচাইকৃত অনেকগুলো ইসলামিক নাম নিয়ে একটি লিস্ট নিম্নে দেওয়া হলো।

S-স দিয়ে ছেলে শিশুর ইসলামিক নাম – S-স দিয়ে ছেলেদের ইসলামিক নামের তালিকা দেওয়া হলো:

  • সাইফ = ‍Sayif = তরবারি/তরবারী।
  • সফী = Shafi = ঘনিষ্ঠ বন্ধু বা দোস্ত।
  • সরফরাজ = Shorforaz = অভিজাত অথবা সম্মানিত।
  • সবুজ = Sobuj = শ্যামল।
  • সরোয়ার = Sarwar = প্রধান বা নেতা।
  • সাইয়েদ = Sayid = নেতা অথবা কর্তা।
  • সাখাওয়াত = Shakhawat = দানশীলতা/উদারতা।
  • সারিম শাদমান = ‍Sharim Shadman = স্বাস্থ্যবান।
  • সাকীব = Shakib = উজ্জ্বল।
  • সদরুদ্দীন = Sodroddin = দ্বীনের জ্ঞাত।
  • সিরাজুল ইসলাম = Shirajul Islam = ইসলামের বিশিষ্ট ব্যক্তি।
  • সিরাজুল হক = Shirajul Haque = প্রকৃত আলোকবর্তিকা।
  • সামছুদ্দীন = Shamsuddin = দ্বীনের উচ্চতর।
  • সফিকুল হক = Shofiqule Haque = প্রকৃত গোলম।
  • সাদিক = Sadiq = সত্যবান।
  • সাদিকুল হক = Sadiqul Haque = যথার্থ প্রিয়।
  • সাদ্দাম হোসাইন = Saddam Hossain = সুন্দর বন্ধু।
  • সাদেকুর রহমান = Sadikur Rahman = দয়াময়ের সত্য বানী।
  • সাজিদ = Shajid = সিজদাকারী।
  • সামীর = Samir = উপকারী বা ভালো সঙ্গী।
  • সাহিল = Shahil = উপকূল অথবা নদীর তীর।
  • সারিম = Sharim = সাহসী বা তীক্ষ্ম।
  • সালমান = Salman = নিরাপদ বা আধ্যত্মিক নাম।
  • সফিয়ান = Sofiyan = দ্রুত চলমান অথবা হালকা।
  • সাদ = Sad = অভিনন্দন বা শুভকামনা।

স দিয়ে উপরোক্ত ছেলেদের ইসলামিক নামগুলো অনেক গুণসম্পন্ন এবং এখান থেকে ছেলে শিশুদের জন্য ইসলামিক নামগুলো খুঁজে বের করতে খু্বই সহজ হবে। এখানে উল্লেখিত প্রতিটি নামই হলো স দিয়ে ছেলেদের জন্য ভালো ইতিবাচক অর্থবহ ইসলামিক নাম। তাই যদি আপনি আপনার ছেলে শিশুর জন্য স বর্ণ দিয়ে ইসলামিক একটি নাম খুঁজে থাকেন, তাহলে পুরো আর্টিকেলটি পড়ুন। চলুন তাহলে স দিয়ে ছেলেদের পরের নামগুলো জানা যাক।

  • সায়ান = Sayan = মূল্যবান বা যোগ্য।
  • সিরাজ = Shiraj = প্রদীপ বা বাতি।
  • সেলিম = Selim = নিরাপদ বা অক্ষত।
  • সুজন = Shujon = জ্ঞানী।
  • সুবহান = Subhan = প্রশংসা বা গুণগান।
  • সুমন = Sumon = উত্তম মানের অধিকারী।
  • সুলতান = Sultan = রাজা।
  • সৈয়দ = Saiwod = নেতা।
  • সোহাগ = Shohag = আদর বা মায়া করা।
  • সোহেল = Shohel = শুকতারা।
  • সৌরভ = Sourov = সুবাস বা ভালো গন্ধ।
  • সুল্লাম = Sullam = সুস্থ্য।
  • সাম্মাক = Sammak = ধাপ বা মই।
  • সুলায়মান = Sulayman = অভিবাদন।
  • সামা আন = Shamaan = রাতের গল্পকারী।
  • সালামাত = Salamat = সরলতা।
  • সিকান্দার = Shikandar = দ্রুতগামী।
  • সাউদ = Sawod = শুভ।
  • সাদূন = Sadun = সৌভাগ্যবান।
  • সায়ীদ = Sayid = ভাগ্যবান।
  • সাফারাত = Shafarat = অতিভাগ্যবান।
  • সুফিয়ান = Sofiyan = দূতাবাস।
  •  সুয়াদি = Suyadi = সুখী।
  • সূ আদ = Suahd = প্রভাব।
  • সুরুব = Shorub = দানশীল।

স দিয়ে শিশু ছেলেদের ইসলামিক নামের তালিকার ২য় ব্রেক। বিরক্তবোধ না করে ইসলামিক নামের তালিকাটা পড়ে ফেলুন। এখানে উল্লেখিত S বা স বর্ণ দিয়ে তৈরি হওয়া সবগুলো নামই হলো ইসলামিক নাম এবং মুসলিম ছেলেদের জন্য। তাই কেউ যদি তাঁর আদরের ছেলে সন্তানের জন্য মুসলিম এবং অর্থবহ একটি নাম রাখতে চান, তাহলে মনোযোগ সহকারে সম্পূর্ণ পোস্টটি পড়ুন। তাহলে দেরি কেন? চট জলদি পড়ে ফেলুন স দিয়ে ছেলেদের ইসলামিক নামগুলো।

  • সাখী = Shakhi = প্রদীপ বা বাতি।
  • সামাআন = ‍Shamaan = রাতের গল্পকারী।
  • সাইয়িদ = Saiyid = নক্ষ।
  • সানা = Sana = বর্শার ফলা।
  • সুহায়ন = Suyaon = আলো।
  • সুমবুল = Sumbul = আল্লাহর নাম।
  • সামী = Sami = একাধিক শ্রবনেন্দ্রিয়।
  • সামেত = Samyet = পুণ্যবান।
  • সাইফ = Saif = সর্দার বা নেতা।
  • সাবের = Saber = তরবারী।
  • সালেহ = Saleh= সত্যবাদী।
  • সাবীহ = Sabiah = সকাল।
  • সাবুর = Sahbur = উজ্জ্বল।
  • সাযেম = Sajem = সঠিক।
  • সিবাহ = Sibah = ধৈর্যশীল।
  • সাদাকাত = Sadakat = রং বা গুণ।
  • সাফওয়ান =Safoan = পাক-পবিত্র।
  • সদূক = Saduk = বন্ধু ।
  • সদর = Sador = সত্যবাদিতা।
  • সকদার =Sokdar = ছো বা ক্ষুদ্র।
  • সমসাম = Somsom = খাঁটি।
  • সুহাইব =Suhaib = আধ্যাত্মিক সাধনা।
  • সুফী = Sufi = প্রভাব।
  • সগীর = Sagir = নবীর এক সাহাবীর নাম।
  • সওলাব = Sawlab = যিনি মুখাপেক্ষী নন।

ক্রমান্বায়ে ২টি ব্রেক শেষ করে আরেকটি ব্রেকে এসেছি। আশা করা যায় এখন পর্যন্ত স দিয়ে ছেলেদের অনেক নাম নাম জানলাম। আমাদের লিস্টে আরো অনেক স – S দিয়ে ছেলে শিশুর ইসলামিক নাম রয়েছে। ধীরে ধীরে এবং পর্যক্রমে এগুলো জানার চেষ্টা করবো। ইতিমধ্যে প্রায় অনেকগুলো ইসলামিক নাম পড়েছেন, সবগুলো নামই মূলত স দিয়ে তৈরি। তবে এখানে এতো ছেলেদের নাম তবে সবগুলো নামই হলো ইসলামিক। তাই যদি স দিয়ে ছেলেদের জন্য ইসলামিক এবং অর্থবহ একটি নাম রাখতে চান,তাহলে দয়া করে পোস্টের বাকি অংশটুকু পড়ুন।

  • সফওয়াত = Safwat = খাঁটি গুণাবলী।
  • সিদ্দীক = Siddik = নবীর সাহাবীর নাম।
  • সালাহ = Salah = বীর পুরুষ।
  • সালার = Shalar = সততা।
  • সিবাগাতুল্লাহ = shibagatullah = নেতা।
  • সাইফুল ইসলাম = Saiful Islam = গুণা।
  • সাখাওয়াত হোসাইন = Shakhauat Hossain = ইসলামের তরবারী।
  • সাউদুল হক = Sawdul Haque = পবিত্র আল্লাহ।
  •  সফি-উদ্দিন = Safi-Uddin = সত্যবাদী।
  • সাদেক হোসাইন = Sadek Hossain = পুণ্যবাদী।
  • সালেহ আহম্মেদ = Saleh Ahammad = দ্বীনের গুণ।
  • সাবিহুদ্দিন = Sabichuddin = দীনের কেন্দ্রস্থল।
  • সদরুদ্দিন = Sadoruddin = সত্যবাদী।
  • সিদ্দিকুর রহিম = Siddikur Rahim = প্রশংসিত।
  • সিদ্দিকুর রহমান = Siddikur Rahman = সত্যবাদী।
  • সারওয়ার হুসাইন = Sarwar Hossain = সৌভাগ্যবান সত্য।
  • সালিমুল্লাহ = Salimullah = সর্দার।
  • সাইফুর রহমান = Saifur Rahman = আল্লাহর নিরাপত্তা।
  • সুহাইল আহমদ = Suhail Ahmmad = করুণাময়ের তরবারি।
  • সালিক = Salik = উদার।
  • সাতি = Shati = উচ্চ।
  • সামে = Shame = নিরাপদ।
  • সাদাকাত = Shadakat = রং।
  • সদর = Shador = অত্যন্ত সত্যবাদিতা।
  • সামীম = = চরিত্রবান।
  • সাব্বীর = Sabbir = প্রশংসিত সাহায্যকারী।

স দিয়ে ছেলেদের ইসলামিক নামের লাস্ট ব্রেকে চলে আসলাম। তবে এই পার্টই শেষ না। বাই সিরিয়াল ছেলেদের ইসলামিক নাম আসবে এবং সেই সাথে মেয়েদেরও। পড়তে পড়তে প্রায় এটিই হলো আমাদের লাস্ট স্টেপ, যেখানে আমরা স বর্ণ দিয়ে তৈরি হওয়া ছেলেদের ইসলামিক নামগুলো সম্পর্কে জেনেছি। যাইহোক চলুন লাস্ট পার্টের ইসলামিক নামগুলো পড়ে নেই।

  • সালিম শাদমান = Shalim Shadman = স্বাস্থ্যবান।
  • সাইম = Sayeem = রোযাদার।
  • সওলাত = Saolat = যিনি কারো মুখাপেক্ষী নন।
  • সিনদীদ = Sindid = প্রবাহমান।
  • সালার = Shalar = ধর্মপরায়নতা।
  • সিফাত = Shifat = অধিনায়ক।
  • সাদাকাত = Shadakat = গুণ।
  • সুবহী = Subhie = সুন্দর।
  • সায়ের = Sayer = নীরবতা পালনকারী।
  • সামেত = Samet = পুণ্যবান।
  • সুহায়ন = Suhaon = আলো।
  • সালিম = Salim = শান্তি।
  • সায়াদাত = Shayadat = সুগন্ধি বৃক্ষ।
  • সালিক = Salik = উদার।
  • সাবীন = Shabin = প্রাধান্য।
  • সাবকাত = Sabakat = অগ্রগামী।
  • সাকী = Shaki = নিরব।
  • সাবিহ =Shabihh = পৌত্র।
  • সিবত = Sibot = বংশ ধারণ করা।
  • সদুক = Shduk = বন্ধু।
  • সাবীহ = Shabihh = সকাল।
  • সুল্লাম = Sullam = সুস্থ্য।
  • সালামাত = Salamat = আধিতপত্য।
  • সাদ = shad = সৌভাগ্য।
  • সামে = shame = নিরাপদ।
  • সামী = shami = শ্রবণকারী।
  • সুহায়ল = Shuhal = মামৃদদ।
  • সাদীদ = Shadid = সরল।
  • সসীম = Shsim = উচ্চমর্যদা সম্পন্ন।
  • সাবাত = Shabat = নেতা।

এই ছিল আজকের আর্টিকেলে আমাদের স বর্ণ দিয়ে তৈরি হওয়া ইসলামিক নামের তালিকা। এখানে প্রায় অনেকগুলো S বা স বর্ণ দিয়ে তৈরি হওয়া ছেলেদের জন্য ইসলামিক নাম সম্পর্কে আইডিয়া নিলাম। এভাবে যদি আমরা প্রতিটা সন্তানের নাম রাখার ক্ষেত্রে একটু চিন্তা ও ভাবনা করে নাম রাখি তাহলে ইনশাআল্লাহ আমাদের ছেলেদের নাম হবে ইসলামিক ও অর্থবহ। আশা করি এখান থেকে মুসলিম মা বাবারা তাদের ছেলে শিশুর ইসলামিক নাম বাঁচাই করবে এবং তা তাদের কে খ্যাতি দিয়ে দিবে। এখানে থেকে যেকোনো একটি ছেলেদের মুসলিম নাম চয়েজ করা সম্ভব। সুতরাং উপরে দেওয়া ছেলেদের ইসলামিক নাম থেকে আপনার সন্তারনের জন্য একটি বা একাধিক নাম পছন্দ করুন।

নারীদের দিয়ে বিজ্ঞাপন হলো জাহান্নামী ফাঁদ

স দিয়ে ছেলেদের ইসলামিক নামের অর্থসহ

ছেলেদের ইসলামিক নাম অর্থসহ

ছেলে বা মেয়েদের ইসলামিক নামই খুব অর্থবহ হয় এবং তাৎপর্যপূর্ণ হয়। আল্লাহ তা’আলা প্রত্যেকটি বাবা এবং মা-কে সে দায়িত্ব দিয়েছেন যে, যেন তাদের সন্তানের নাম খুব সুন্দর ও শ্রুতিমধুর নামে অখ্যায়িত করে। এখন বর্তমান সময়ে মুসলিম অধিকাংশ মানুষদের নামে এমন বৈচিত্র্য এসেছে যে, নাম শুনে প্রায়ই বুঝা যায় না যে তার ধর্মীয় পরিচয়টা কী। যেমন আকাশ-বাতাস, ফুল ফলের নাম এবং কী নিজে থেকে অস্বচ্ছ একটি নাম তৈরি করে টাইটেলে দিয়ে দেওয়া নতুন কিছু নয়। এসব থেকে আমাদের মুসলিমরা বিরত থাকতে হবে। সন্তানেদের নাম থাকবে ইসলামিক উপায় । শুধু স দিয়ে ছেলেদের ইসলামিক নাম নয়, সব রকম বর্ণ দিয়ে তৈরি হওয়া ইসলামিক নামই গুরুত্বপূর্ণ অর্থ বহন করে পাশাপাশি ধর্মীয় পরিচয়টা ফুটিয়ে তলে এছাড়াও রয়েছে নামের উপর বিশেষ আমল যা ব্যর্থ হয় না। তাই ছেলে সন্তানেদের নাম রাখার ক্ষেত্রে যদি কোনো রকম হিমশিম খেতে না হয়, তার প্রেক্ষিত্রেই উপরোক্ত স-দিয়ে ছেলেদের ইসলামিক নামের তালিকাটা দেওয়া হয়েছে।

স-দিয়ে ছেলে শিশুদের ইসলামিক নাম রাখা

স দিয়ে ছেলে শিশুর ইসলামিক নাম

ছেলে শিশুদের নাম এমন একটি রাখতে হবে যেন শুনতে শ্রুতিমধুর লাগে এবং পাশাপাশি ইসলামিক একটা ভালো অর্থ বহন করে। আমাদের অনেকেই ইসলামিক নাম জানি কিন্তু ইসলামিক নামের অর্থ জানি না। সেক্ষেত্রে উপরের সম্পূর্ণ তালিকাটা প্রথমে দেখতে হবে এবং নামের অর্থ জেনে শুনে বুঝে নিজ ছেলে সন্তানের ইসলামিক নাম রাখতে হবে। স দিয়ে ছেলেদের ইসলামিক অনেক নাম রয়েছে যেগুলো নেগেটিভ অর্থ বহন করে যা শুনতে বরকত ময় নয়, তাই ছেলেদের ইসলামিক নামের তালিকা থেকে এসব অবরকতময় নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। আশা করা যায় উপরের লিস্ট বা তালিকা থেকে ছেলেদের জন্য অর্থ সহ একটি ইসলামিক নাম সিলেক্ট করে নিবেন।

ছেলেদের পাশাপাশি মেয়েদেরও ইসলামিক নামগুলো পড়তে ও জানতে প্রতিনিয়ত আমাদের সাইট ভিজিট করুন। পাশাপাশি স দিয়ে ছেলেদের নামের তালিকাটা কয়েকবার রিভিশন দিয়ে নেন। ছেলেদের নাম রাখতে গিয়ে হিমশিম খাওয়া থেকে রক্ষা পাওয়া যাবে। সুতরাং মনে-প্রাণে ইসলামিক থিংকিং যেমনটি নামগুলোর শিক্ষা এবং অর্থ বোঝার এবং অনুধাবন করার চেষ্টা করুন।

মহিলার হাত খরচ দিন , রাফি নামের অর্থ জানুন

স দিয়ে ছেলেদের ইসলামিক নামের তালিকা সম্পর্কে আরো জানতে দেখুন

Leave a Comment