হ দিয়ে ছেলেদের ইসলামিক নাম এর তালিকা অর্থসহ

হ দিয়ে ছেলেদের ইসলামিক নাম এর তালিকা

আপনার ছেলে সন্তানের নাম যদি হ বর্ণ দিয়ে রাখতে চান অথবা হ বর্ণ দিয়ে কারো নামের অর্থ জানতে চান, তাহলে হ দিয়ে ছেলেদের ইসলামিক নাম এর আজকের আর্টিকেলটি আপনার জন্য। সদ্য জন্ম হওয়া ছেলে সন্তানের জন্য একটি নাম চয়েজ করা তাঁর গার্ডিয়ানদের জন্য প্রথম দায়িত্ব। নাম রাখার এমন মূহর্তে ছেলে সন্তানের অধিকাংশ গার্ডিয়ান তথা মা-বাবা হিমশিম খেতে হয়। তারা অনেকে তাদের সন্তানের নামটি তাড়াহুড়ো করতে গিয়ে একটি নন-ইসলামিক নাম রেখে ফেলে। আবার অনেকে এর উল্টো করে। অর্থাৎ নামটি ইসলামিক রাখে ঠিকই বাট সেই নামের অর্থের দিকে কোনো রকম গুরুত্ব না দেওয়ায় নামের অর্থটি মোটেও ইতিবাচক হয় নি। তাই তাদের দিক বিবেচনা করে প্রতিনিয়ত আমরা এ সাইটে বিভিন্ন রকম বাংলা বর্ণ দিয়ে তৈরি হওয়া ছেলে ও মেয়ে সন্তানের জন্য যুগউপযোগী ইসলামিক নাম পোস্ট করে যাচ্ছি।

আমাদের বর্তমান অধিকাংশ গার্ডিয়ান তার সন্তানের নামের দিকটিকে বেশ খামখেয়ালি ভাবে দেখে। তাই মাঝে মাঝে দেখা যায় যে, অনেক মুসলিম ঘরের ছেলে মেয়ের নামগুলো মনে হয় নন ইসলামিক। কেননা তাদের গার্ডিয়ানগুলোর অধিকাংশ অংশই এ কাজটি না বোঝে করেছে। আবার অনেক ছেলেদের নাম শুনলেই বোঝা যায় যে, সেই নামের অর্থটি নেতিবাচক। এই ক্ষেত্রেও সেইম ঘটনা ঘটেছে। কারণ অনেকে না বোঝে তাদের ছেলের জন্য একটি ইসলামিক নাম রাখে কিন্তু এটা তারা বোঝে না যে সেই নামটির অর্থ কী অথবা সেটি কী অর্থবহন করছে। এমতোবস্থায় তাদের একটু স্বত্ত্বির জন্য আমাদের এই ধারাবাহিক নামের পোস্টগুলো। এখানে হ দিয়ে সবগুলো নামই হলো ছেলেদের ইসলামিক নাম এবং একই সাথে সবগুলো নাম ইতিবাচক অর্থবহন করে। সুতরাং আপনি যদি আপনার ছেলের জন্য হ বর্ণ দিয়ে একটি ইসলামিক নাম রাখতে চান, তাহলে এখনে উল্লেখিত লিস্ট থেকে যেকোনো একটি পিক করতে পারেন।

বিশেষ দ্রষ্টব্য: পাঠকদের পড়ার সুবিধার্থে এবং শ্রুতিমধুর দেখতে  ৩০টা নামের পর-পর হ দিয়ে ইসলামিক নামের একটা সংক্ষিপ্ত ব্রেক এবং এভাবে  ৪-৫টি ব্রেকের মাধ্যমে  হ  দিয়ে ছেলেদের মোট ১২০+টি ইসলামিক নামের তালিকা উল্লেখ করা হলো।

হ দিয়ে ছেলেদের ইসলামিক নাম

হ দিয়ে ছেলেদের ইসলামিক নাম

হ দিয়ে আপনার ছেলেদের ইসলামিক নাম রাখতে চাইলে নিম্নে উল্লেখিত নামের লিস্ট থেকে যেকোনো একটি নাম চয়েজ করুন। এখানে প্রায় ১২০টির উপর ছেলেদের নাম রয়েছে যেগুলোর সবগুলোই ইসলামিক নাম এবং একই সাথে নামগুলোর অর্থ হলো ইতিবাচক। তাই আপনি যদি সত্যিকার অর্থেই আপনার ছেলের জন্য  হ দিয়ে তৈরি হওয়া একটি নাম চয়েজ করতে চান, তাহলে এখান থেকে কোনো রকম সংকোচ ছাড়াই যেকোনো একটি নাম চয়েজ করুন।

  • হামিদ মুত্তাকি  = Hamid Muttaki =  প্রশংসাকারী সংযমশীল
  • হামিদ মুবাররাত  = Hamid Mubarrat =  প্রশংসাকারী ধার্মিক
  • হামিদ মাহতাব  = Hamid Mahtab =  প্রশংসাকারী চাঁদ
  • হামিদ বশীর  = Hamid Bashir =  প্রশংসাকারী সুসংবাদ বহনকারী
  • হামিদ বখতিয়ার  = Hamid Bokhtiar =  প্রশংসাকারী সৌভাগ্যবান
  • হামিদ আনিস = Hamid Anis =   প্রশংসাকারী বন্ধু
  • হামিদ আমের  = Hamid Amer =  প্রশংসাকারী শাসক
  • হাসিন আহবাব  = Hasin Ahbab =  সুন্দর বন্ধু
  • হাসিন আবরার  = Hasin Abrar =  সুন্দর ন্যায়বান
  • হামিদ জাকের  = Hamid Jaker =  প্রশংসাকারী কৃতজ্ঞ
  • হামিদ ইয়াসির  = Hamid Yasir =  প্রশংসাকারী ধনবান
  • হামিদ তাজওয়ার  = Hamid Tajowar =  প্রশংসাকারী রাজা
  • হামিদ আহবাব  = Hamid Ahbab =  প্রশংসাকারী বন্ধু
  • হামিদ আবরার  = Hamid Abrar =  প্রশংসাকারী ন্যায়বান
  • হামিদ জাকের  = Hamid Jaker =  প্রশংসাকারী কৃতজ্ঞ
  • হাসান জামাল  = Hasan jamal =  উত্তম সৌন্দর্য
  • হামি জাফর  = Hami Jafor =  রক্ষাকারী বিজয়
  • হামিদ শাহরিয়ার  = Hamid Shariar =  প্রশংসাকারী রাজা
  • হামিদ রইস  = Hamid Rais =  প্রশংসাকারী ভদ্র ব্যক্তি
  • হাসিন রাইহান  = Hasin Raihan =  সুন্দর সুগন্ধি ফুল
  • হাদিদ সিপার  = Hadid Shipar =  লৌহ বর্ম
  • হামি লায়েস  = Hami Layes =  রক্ষাকারী সিংহ
  • হামি লুকমান  = Hami Lukman =  রক্ষাকারী জ্ঞানী ব্যক্তি
  • হামি খলিল  = Hami Khalil =  রক্ষকারী বন্ধু
  • হামি আলমাস  = Hami Almas =  রক্ষাকারী হীরা
  • হামি আসেফ  = Hami Asef =  রক্ষাকারী যোগ্য ব্যক্তি
  • হামি আশহাব  = Hami Ashab =  রক্ষাকারী বীর
  • হামি আসাদ  = Hami Asad =  রক্ষাকারী সিংহ
  • হামি আনজুম  = Hami Anjum =  রক্ষাকারী তারা
  • হামি আখতার  = Hami Akhtar =  রক্ষাকারী তারা
Read More  আধুনিক মিষ্টি মেয়ের নামের তালিকা | ডিজিটাল সুন্দর নাম অর্থসহ

হ দিয়ে ছেলেদের ইসলামিক নাম এর প্রায় ৩০+ নাম পড়া শেষ। এতোটুকু পড়ার মাধ্যমে অনেকে ছেলেদের ইসলামিক নাম সম্পর্কে বিশেষ করে হ দিয়ে তৈরি হওয়া ইসলামিক নামগুলো সম্পর্কে মোটামোটি একটা ধারণা পেয়েছে। তাই যারা এখনো বোঝতে পারেননি যে নাম সিলেক্ট করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে প্রধান্য দিতে হবে, তারা দয়া করে আমাদের পূর্বের পোস্টটি একবার পড়ে আসুন। পাশাপাশি আজকের এ হ দিয়ে ছেলেদের ইসলামিক নাম এর পোস্টটিও পড়ুন। আশা করি এখান থেকে ই বোঝে যাবেন যে একটি যথার্থ নাম সিলেক্ট করতে আমাদেরকে কোন বিষয়গুলোর প্রতি নজর দিতে হবে।

  • হামি আজবাল  = Hami Ajbal =  রক্ষাকারী পাহাড়
  • হামিদ আসেফ  = Hamid Asef =  প্রশংসাকারী যোগ্যব্যক্তি
  • হামিদ আশহাব  = Hamid Ashab =  প্রশংসাকারী বীর
  • হামিদ আজিজ  = Hamid Ajij =  প্রশংসাকারী ক্ষমতাসীন
  • হামিদ আবিদ  = Hamid Abid =  প্রশংসাকরী এবাদতকারী
  • হাসিন মুহিব  = Hasin Mubin =  সুন্দর প্রেমিক
  • হাসিন মাহতাব  = Hasin Mahtab =  সুন্দর চাঁদ
  • হাসিন ইশরাক  = Hasin Israk =  সুন্দর সকাল
  • হাসিন হামিদ  = Hasin Hamid =  সুন্দর প্রশংসাকার
  • হাসিন আলমাস  = Hasin Almas =  সুন্দর হীরা
  • হাসিন আনজুম  = Hasin Anjum =  সুন্দর তারা
  • হাসিন আরমান  = Hasin Arman =  সুন্দর ইচ্ছা
  • হাসিন আজহার  = Hasin Ajhar =  সুন্দর অতি স্বচ্ছ
  • হামি সোহবাত  = Hami Sohbat =  রক্ষাকারী সঙ্গ
  • হামি নাদিম  = Hami Nadim =  রক্ষাকারী সঙ্গী
  • হামি নকীব  = Hami Nakib =  রক্ষাকারী নেতা
  • হামি মোসলেহ  = Hami Moshleh =  রক্ষাকারী সংস্কারক
  • হামি মুশফিক  = Hami Musfique =  রক্ষাকারী দয়ালু
  • হামি আহবাব  = Hami Ahbab =  রক্ষাকারী বন্ধু
  • হামি আবসার  = Hami Absar =  রক্ষাকারী দৃষ্টি
  • হামি আবরার  = Hami Abrar =  রক্ষাকারী ন্যায়বান
  • হাসিন আখলাক  = Hasin Akhlak =  সুন্দর চারিত্রিক গুণাবলি
  • হাসিন শাদাব = Hasin Shdab =  সুন্দর সবুজ
  • হাসিন শাহাদ  = Hasin Sahad =  সুন্দর মধু
  • হাসিন মেসবাহ  = Hasin Mesbah =  সুন্দর প্রদীপ
  • হাসিন আখইয়ার  = Hasin Akhyear =  সুন্দর চমৎকার মানুষ
  • হাসিন আখজার  = Hasin Akhjar =  সুন্দুর সবুজ বর্ণ
  • হাসিন আজমল  = Hasin Ajmol =  সুন্দর নিখুঁত
  • হাসিন আহমার  = Hasin Ahmar =  সুন্দর লাল বর্ণ
  • হাসিন আহমদ  = Hasin Ahmod =  সুন্দর অতি প্রশংসনীয়

হ দিয়ে ছেলেদের ইসলামিক নামের প্রায় অর্ধেক অংশে চলে আসলাম। প্রায় ৬০টির উপর ছেলেদের ইসলামিক নাম পড়েছেন। ইতিমধ্যে আশা করি এখানের অনেকগুলো নাম থেকে যেকোনো একটি চয়েজ করতে পেরেছেন। যদি এখনো কোনো একটি ইসলামিক নাম চয়েজ করতে না পেরে থাকেন, তাহলে পুনরায় পোস্টটি পড়ুন। অথবা নিম্নে আরো অনেকগুলো নাম রয়েছে। সেখানের নামগুলো পড়া চালিয়ে যান। তবে একটি কথা বলে রাখা ভালো যে এখানে থাকা প্রতিটি নামই বাঁচাইকৃত এবং সবগুলো নাম ছেলেদের জন্য ইসলামিক। আবার একই সাথে সবগুলো নামের রয়েছে ইতিবাচক অর্থ। সুতরাং কোনো রকম সংকোচন ছাড়াই এখান থেকে যেকোনো একটি নাম পিক করতে পারেন।

  • হাবিব = Habib =  প্রিয়
  • হাতিম  = Hatim – অর্থ – অনিবার্য,
  • ​হাছিল  = Hasil  = অর্জিত,
  • হাজ্জাজ  =  Hajjaj  = প্রমাণকারী
  • হাতেম  = = বিচারক
  • হাফিজ  = Hafiz  = রক্ষক
  • হাফিজ  = Hafiz  = হেফাজতকারী,
  • হাফ্স  =  Hafs  = সিংহ
  • হাফিদ  = Hafid  = খাদেম,
  • হান্না  = Hanna  = মেহেদি
  • হান্নান  = Hannan  = দয়ালু,
  • হানুন  = Hanun  = সহানুভূতিশীল,
  • হানান  = Hanan  = অনুগ্রহ,
  • হাদীছ = Hadis  = কথা, বাণী,
  • হাবীব  = Habib  = প্রিয়তম,
  • হাইবত  = Haibat  = ভয়-ভীতি,
  • হাকাম  = Hakam  = বিচারক
  • হামেদ  = প্রশংসনীয়
  • হায়াত  = জীবন, প্রাণ
  • হায়দার  = Haider  = সিংহ
  • হামিদুর  = Hamidur  = দয়াময়
  • হামযাহ্  = Hamza  = শক্তিমান
  • হামীম  = Hamim  = অন্তরঙ্গ বন্ধু
  • ​হাকিম  = Hakim  = আদেশকারী,
  • হাকীম  =  Hakim  = বিচক্ষণ,
  • ​হাদিব  =  Hadib  = মায়াময়,
  • হাদী  =  Hadi  = উটচালক,
  • হারিস  = Haris  = প্রহরী,
  • হারিস  = Harith  = কৃষক
  • হাযেম  = Hazem  = দৃঢ়সংকল্লপ
Read More  রাইসা নামের অর্থ কি ? Raisa নামের বাংলা, আরবি, ইংরেজী অর্থ কি

পোস্টের প্রায় শেষ অবস্থায় চলে আসছি। তবুও আরো অনেকগুলো হ দিয়ে ছেলেদের মুসলিম নাম রয়েছে। যেগুলো এখনো পড়া হয় নি। সুতরাং পোস্টটি স্কিপ না করে পুনরায় পড়া চালিয়ে যান। এখানের নামগুলো ইসলামিক এবং ইতিবাচক অর্থবহ। সুতরাং আধুনিক গার্ডিয়ান যারা আছে, যাদের সন্তানের নাম সিলেক্টের ক্ষেত্রে নানা রকম প্রতিবান্ধকতায় পড়তে হয়, তাদের জন্য আজকের আর্টিকেলটি হতে পারে সারপ্রাইজ সরূপ। তাই আপনি যদি সিউর হোন যে আপনার ছেলে সন্তানের জন্য নামটি রাখবেন হ দিয়ে, তাহলে দয়া করে পুরো পোস্টটি পড়ুন। আশা করা যায়, এখানের সবগুলো নাম থেকে যেকোনো একটি নাম পিক করতে পারবেন।

  • হাযির  = সতর্ক, সচেতন
  • হাযিক  = অভিজ্ঞ
  • হামীস  = Hamis  = উতসাহী,
  • হামুল  = Hamul = ধৈর্যশীল
  • হায়দার  = Haydar = সিংহ, শক্তিশালী
  • হামিদুর   = Hamidur = দয়াময় 
  • হামযাহ্  = Hamjah = শক্তিমান
  • হামীম  = Hamim = অন্তরঙ্গ বন্ধু 
  • হামীস  = Hamis = উতসাহী, সাহসী 
  • হামুল  = Hamul = ধৈর্যশীল, ভদ্র 
  • হামীদুল্লাহ =Hamidullah = আল্লাহর প্রশংসিত বান্দা
  • হাইবত = Haibat  = ভয়-ভীতি, ত্রাস
  • হাকাম = ssHakam  = বিচারক
  • হাকিম  =  Hakim  =  আদেশকারী,  বিচারক
  • হাকীম  = Hakim  = বিচক্ষণ, দার্শনিক
  • হাবীব  = Habib  = বন্ধু, প্রিয়তম, প্রেমিক
  • হারিস  = Haris = প্রহরী, অভিভাবক
  • হারিস  = Haris = কৃষক 
  • হাযেম  = Hajem  = দৃঢ়সংকল্লপ, বিচক্ষণ 
  • হাছিল  =  Hasil  = অর্জিত, প্রাপ্ত, ফসল, ফল
  • হাজ্জাজ  = Hajjaj  = প্রমাণকারী
  • হাতেম  = Hatem = বিচারক, বিক্ষাতো দানবীর

H – হ দিয়ে ছেলেদের ইসলামিক নামের এটি হলো একদম লাস্ট ব্রেক। আশা করা যায়, ইতিমধ্যে অনেকেই এখানে হ বর্ণ দিয়ে থাকা নামগুলো থেকে যেকোনো একটি নাম সিলেক্ট করতে পেরেছেন। যদি এখনো কোনো নাম সিলেক্ট করতে না পেরে থাকেন, তাহলে নিম্নে থাকা নামগুলো অনুসরণ করুন। পাশাপাশি পুনরায় পোস্টটি প্রথম থেকে পড়ার চেষ্টা করুন। এখানে উল্লেখিত প্রতিটি নাম হলো বাঁচাইকৃত। সুতরাং পরিশেষে বলা যায় যে, আজকের আর্টিকেল থেকে আপনি আপনার  ছেলে সন্তানের জন্য যেকোনো একটি হ বর্ণ দিয়ে তৈরি হওয়া নাম চয়েজ করতে সক্ষম হয়েছেন। যদি এখনো কোনো নাম চয়েজ করতে না পেরে থাকেন, তাহলে দয়া করে পুনরায় সম্পূর্ণ পোস্টটি আবার আরেকবার পড়ুন। তবে অবশ্যই মনোযোগ সহকারে পড়তে হবে। এখানে উল্লেখিত প্রতিটি নামই হলো ইসলামিক নাম এবং একই সাথে সেই নামগুলোর অর্থ হলো ইতিবাচক। সুতরাং কোনো রকম সংকোচ না রেখেই এখান থেকে আপনার ছেলের জন্য হ দিয়ে ছেলেদের ইসলামিক নাম পিক করতে পারেন।

  • হাফিজ  = Hafiz  = রক্ষক
  • হাফিজ  =  Hafiz  = হেফাজতকারী, সংরক্ষিত 
  • হাফ্স  = Hafs  = সিংহ
  • হাফিদ  =  Hafid  = খাদেম, দ্রুতগামী
  • হান্না = Hanna  = মেহেদি 
  • হান্নান  = Hannan = দয়ালু, সহানুভূতিশীল
  • হাযির  = Hajir = সতর্ক, সচেতন 
  • হাযিক  = Hajik = অভিজ্ঞ
  • হামেদ  = Hamed = প্রশংসনীয় 
  • হায়াত  = Hayat = জীবন, প্রাণ 
  • হাদিব  = Hadib  = মায়াময়, সহানুভূতিশীল 
  • হাদী  = Hadi  = উটচালক, কাফেলার নেতা
  • হাতিম  = Hatim  = অনিবার্য,  বিক্ষাতো দাতা

ইতিমধ্যে আপনারা হ দিয়ে ছেলেদের ইসলামিক নাম এর সম্পূর্ণ লিস্টটি পড়েছেন। আশা করি হ দিয়ে তৈরি হওয়া নাম সম্পর্কে বেশ ভালো একটি ধারণা পেয়েছেন। এখন আপনারা এখান থেকে যেকোনো একটি নাম পছন্দ করতে পারেন। অনেকেই হয়তো ইতিমধ্যে এখান থেকে যেকোনো একটি নাম চয়েজ করেছেন। আবার অনেকে হয়তো এখনো একটি নামও পছন্দ করতে পারেন নি। দ্বিতীয় পক্ষের জন্য বলছি যে, আপনারা আরেকবার গুরুত্বসহকারে এবং খুবই মনোযোগ সহকারে পোস্টটি পড়ুন। এখানে যে নামগুলো রয়েছে সবগুলো ছেলেদের আধুনিক নাম এবং ইসলামিক। একই সাথে নামগুলোর বাহ্যিক অর্থও ইতিবাচক। তাই কোনো রকম কার্পণতা না রেখে আরেকবার পোস্টটি পড়ুন এবং হ দিয়ে সুন্দর একটি ছেলের নাম সিলেক্ট করুন।

Read More  S - স দিয়ে মেয়েদের ইসলামিক নাম এর তালিকা 2021

হ দিয়ে ছেলেদের ইসলামিক নামের অর্থসহ

হ দিয়ে ছেলেদের ইসলামিক নামের অর্থসহ

যখন H হ দিয়ে ছেলেদের ইসলামিক নাম খুঁজবেন, তখন অবশ্যই একটি জিনিসকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। আর সেটি হলো নামের অর্থ কী! বর্তমানের অনেক মা-বাবা আছে তাদের মেয়ে কিংবা ছেলে সন্তানের জন্য যখন নাম রাখা হয় বা সিলেক্ট করা হয় তখন তারা পশ্চিমা সংস্কৃতিকে বেশি ফলো করে। তখন তারা তাদের সন্তানের নাম রাখার ক্ষেত্রে অনেকগুলো ভুল করে থাকে। প্রথমমত মুসলিম হওয়া সত্ত্বেও তারা তাদের ছেলের জন্য ইসলামিক নাম না রেখে নন-মুসলিম একটি নাম রাখে। দ্ধিতীয়ত, তারা যখন নামটি সিলেক্ট করে, তখন সেই নামের অর্থের দিকে গুরুত্ব দেয় না। এতে করে দেখা যায় প্রায় সবাই তাদের সন্তানের জন্য একটি নন ইসলামিক নাম চয়েজ করে এবং একই সাথে সে নামের অর্থটি নেতিবাচক কোনো অর্থকে ইঙ্গিত করে। যেমন অনেকগুলো নাম রয়েছে, যে নামগুলো আল্লাহর সাথে শিরক অর্থে ব্যবহৃত হয়। সেইসব নামগুলোকে সবসময় একজন মা-বাবা হিসেবে এবয়োড করতে হবে। স্বাভাবিক অবস্থায় কোনো মা-বাবাই চায় না যে তার সন্তানের নামটি নন ইসলামিক নাম হোক এবং সেই নামটি শিরক এর সাথে সম্পর্কিত থাকুক। তাই আজকের পোস্টে সেই দিকটিকে বার বার ইঙ্গিত দিয়ে বোঝানো হয়েছে। মূল ফোকাসটা ছিলই নামের অর্থের দিকে। যদিও জানি না কতজন মোট তা অনুধাবন করতে পেরেছে। এ ছোট্ট ভুলগুলো আমাদের কে বড় ভুল তথা শিরকের দিকে নিয়ে যায়। তাই আপনাদের কে সতর্ক করতে এখানে উল্লেখিত হ দিয়ে ছেলেদের সমস্ত নামগুলোই হলো ইসলামিক এবং নামগুলো ইতিবাচক অর্থ বহন করে। সুতরাং এখান থেকে যেকোনো একটি নাম চয়েজ করতে পারেন।

হ দিয়ে ছেলে শিশুদের ইসলামিক নাম

হ দিয়ে ছেলে শিশুদের ইসলামিক নাম

বাংলা বর্ণ মালায় প্রায় সবগুলো বর্ণ দিয়েই ছেলেদের ইসলামিক নাম রয়েছে। যেমন আজকের পোস্টটি হলো হ দিয়ে ছেলেদের ইসলামিক নাম। ইন্টারনেটে যথেষ্ট পরিমাণ হ দিয়ে ছেলে শিশুদের ইসলামিক নাম রয়েছে। আপনার কাজ হলো সেখান থেকে খুঁজে খুঁজে সে নামগুলো বের করা এবং পরিবারের নতুন সদস্যদের জন্য রাখা। কিন্তু বিশাল এই ইন্টারনেটের ডাটার মধ্যে কীভাবে এতোগুলো নাম খুঁজে বের করবেন তা নিয়ে অনেকে চিন্তা করেন। তাদের সুবিধার্থেই প্রতিনিয়ত আমরা ছেলে ও মেয়েদের বিভিন্ন বর্ণ দিয়ে তৈরি হওয়া নামগুলো প্রকাশ করে যাচ্ছি। ইতিমধ্যে আমরা অনেকগুলো নাম প্রকাশ করেছি যেমন রাফি নামের অর্থ সহ র দিয়ে ছেলেদের ইসলামিক নাম, জ দিয়ে ছেলেদের ইসলামিক নাম, শ দিয়ে ছেলেদের ইসলামিক নাম, স দিয়ে ছেলেদের ইসলামিক নাম, ম দিয়ে ছেলেদের আধুনিক নাম, ন দিয়ে ছেলেদের নাম সহ ইত্যাদি আরো অনেক বর্ণ দিয়ে ছেলেদের নামে আর্টিকেল প্রকাশ করা হয়েছে। আজকে যেমন হ দিয়ে ছেলেদের নাম প্রকাশ করেছি ঠিক একই ভাবে ছেলেদের আধুনিক নামগুলো প্রতিনিয়ত প্রকাশ করছি। যদি আপনি আপনার ছেলের জন্য হ দিয়ে ইসলামিক নাম খুঁজে থাকেন, তাহলে আজকের পোস্ট থেকে যেকোনো একটি নাম সিলেক্ট করে ফাইনাল করতে পারেন।

হ দিয়ে ছেলেদের ইসলামিক নাম সম্পর্কে আরো জানতে

Leave a Comment