চুলের যত্ন | চুলের যত্ন কীভাবে নিবেন | ১০টি উপায়

চুলের যত্ন

চুল বা Hair আমাদের শরীরের অন্যতম beauty + অঙ্গ। ধারাবাহিকতার আজকের পর্বে আমরা জানবো সঠিক উপায়ে চুলের যত্ন কীভাবে নিতে পারি।

চুল হলো ছেলে এবং মেয়ে উভয়ের জন্য সুন্দর্য বর্ধায়ক। প্রায় সকল মেয়ে-ছেলেই চায় তার মাথার চুলগুলো যত্নে থাকুক এবং চুলের যত্ন নেওয়া প্রত্যেকেরই উচিত। তবে পরিস্থিতি এবং সময় অনেকের হয়ে উঠে না। যে বিধায় চুলের যত্ন নিতে তাদের বেশ বেগ পেতে হয়। এমতোবস্থায় তাদের কষ্ট কিছুটা লাঘবে নিম্নে কয়েকটি উপায় দেখানো হয়েছে, যেগুলোর মাধ্যমে একজন মেয়ে খুব সহজেই তার চুলের যত্ন নিতে পারে। এখানে শুধু মেয়ে নয়, ছেলেদের জন্যও উক্ত উপায়গুলো বেশ কার্যকর। সুতরাং আলোচনা দীর্ঘায়িত না করে চলুন চলে যাই চুলের যন্ত্র নেওয়ার উপায়ের পর্ব তে। আশা করি বেশ ভালোভাবে উপকৃত হবেন।

চুলের যত্ন নেওয়ার ১০ ‍টি উপায়

চুলের যত্ন নেওয়ার ১০ টি উপায়

সাধারণত চুলের যত্ন নেওয়ার অনেকগুলো উপায় রয়েছে। তার মধ্যে এখানে কুঁজে খুঁজে মাত্র কয়েকটা পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে। এখানে উল্লেখিথ উপায়গুলো ছাড়াও আরো বেশ কয়েকভাবে আপনার চুলের যত্ন নিতে পারেন। তাই সুতরাং শুধু যে এখানে উল্লেখিত উপায়গুলোই সঠিক আর অন্য উপায়গুলো সঠিক নয়, তা কিন্তু নয়। তাহলে চলুন জানা যাক চুলের যত্ন নেওয়ার ১০টি উপায়।

  • চুলে কোনো রকম Chemical ব্যবহার করা যাবে না
  • চুলে Suitable তেল ব্যবহার করতে হবে
  • খুসকি ছাড়ানোর জন্য নখ বা Nail ব্যবহার করা যাবে না
  • শ্যাম্পু করার পর ভেজা চুলে বাহিরে যাওয়া যাবে না
  • শ্যাম্পু করার পর চুলে Conditioner ব্যবহার করতে হবে
  • চুলে কখনোই দই বা লেবু ব্যবহার করা যাবে না
  • মোটা দাঁতের চিরুনী ব্যবহার করা
  • শ্যাম্পু করার পর চুল ঝারা যাবে না
  • মাসে অন্তত ২বার চুলে স্পা করতে হবে
  • চুলে কোনোভাবেই সাবান ব্যবহার করা যাবে না
Read More  Health tips bangla book | ৫টি উপায়ে ওজন/ভুড়ি কমান

দৈনন্দিন জীবনে পুরুষ কিংবা মহিলা সবারই চুল বা hair দরকার। কারণ আমাদের fashionable এর জন্য চুলটা সবচেয়ে বেশি প্রয়োজন। কিন্তু অল্প বয়সে আমরা অনেক রকমের chemical ব্যবহার করায় অনেক সময় চুল পড়ে যায়।

এখন বিয়ষ হচ্ছে আমাদের চুলটাকে কীভাবে যত্নে রাখতে হবে?

চুলে Suitable তেল ব্যবহার করতে হবে

চুলের যত্ন

চুল যত্নে রাখার জন্য প্রথমত আমাদেরকে তেল বা Oil ব্যবহার করতে হবে। Olive Oil তেল বা Coconut Oil ইত্যাদি টাইপের তেল আমাদের use করতে হবে। অর্থাৎ যে তেলটা আমাদের চুলে Suit করবে। তবে Coconut Oil টাই সবচেয়ে ভালো। আর এই Coconut Oil টা আমাদের সপ্তাহে ২বার শ্যাম্পু করার ২ ঘন্টা আগে ব্যবহার করতে হবে।

ছেলে মেয়ের ত্বকের যত্ন নিন

খুসকি ছাড়ানোর জন্য নখ বা Nail ব্যবহার করা যাবে না

চুলের যত্ন

আর আমরা চুলে ব্যবহারের জন্য কখনোই Nail বা নখ ব্যবহার করবো না। Nail কখনো চুলে ব্যবহার করা উচিত নয়। ধরুণ, আপনার খুসকি হয়েছে। বড় বড় নখ দিয়ে Dandruff কে তোলার চেষ্টা করি, আর এটা করা উচিত নয়। এতে সেলের আরো Problem দেখা দেয়।

শ্যাম্পু করার পর চুলে Conditioner ব্যবহার করতে হবে

আমরা যখন শ্যাম্পু করবো তখন শ্যাম্পু করার অবশ্যই আগে সেটা হতে পারে ২ঘন্টা আগে বা এর আগের দিন রাত্রি বেলায় ভালো করে তেলটা ‍দিয়ে মেসাজ করতে হবে চুলে।

আমরা শ্যাম্পু করার পর অনেকে Conditioner ব্যবহার করি না। সব থেকে আমাদের জরুরি শ্যাম্পু করার পর Conditioner ব্যবহার করা। কারণ Conditioner ব্যবহারের ফলে আমাদের চুল Smooth থাকে।

চুলে কখনোই দই বা লেবু ব্যবহার করা যাবে না

শীত কিংবা গরমকালে আমাদের কারো খুবই বেশি খুসকি হয়। Dandruff মুক্ত করার জন্য অনেকে অনেক কিছু ব্যবহার করে। সেক্ষেত্রে স্টেকনিং চুলে আমরা দই বা লেবু এসব কিছু ইউজ করি। যা মোটেও ব্যবহার করা উচিত নয়। এইক্ষেত্রে খুসকি দূর করার জন্য আমাদের স্টেকনিং চুলের জন্য Dandruff Oil বা Dandruff শ্যাম্পু ব্যবহার করা অবশ্যই দরকার।

Read More  ডায়াবেটিস রোগীর পায়ের ক্ষত শুকানোর সর্বোত্তম উপায় (Best Ways to dry diabetic foot wounds)

মোটা দাঁতের চিরুনী ব্যবহার করা

চুলের যত্ন

চুলে কীভাবে আমরা চিরুনী ব্যবহার করবো এবং কী রকম চিরুনী ব্যবহার করা উচিত?

আমরা যদি সরু টাইটের চিরুনী use করি, তাহলে তা বন্ধ করতে হবে। এই রকম চিরুনী সব-সময় ব্যবহার করা যায় না বা ব্যবহার করা উচিত নয়।কারণ এই চিরুনী ব্যবহারের ফলে চুল আরো জট হয়, আরো চুল ছিড়ে যাওয়ার ভয় থাকে।

আমাদের চুলে ব্যবহারের জন্য সবসময় অবশ্যই মোটা দাঁতের ‍চিরুনী ব্যবহার করা উচিত। আর এই টাইপের  না হলেও কাঠের বা নিম কাঠের যে চিরুনীগুলো আছে, এগুলো ব্যবহার করা উচিত। তবে মোটা দাঁতের হতে হবে।

মেহেদির নতুন ডিজাইন

শ্যাম্পু করার পর চুল ঝারা যাবে না

আমরা শ্যাম্পু করার পর সাধারণত চুলকে ঝেরে একাকার করে ফেলি। এটা একদম উচিত নয়। চুলকে naturally রোদ বা আবহাওয়াতে শুকনো করাটা দরকার। কারণ, চুলকে যখন ঝারা হয় তখন চুলের ডগাগুলো ফেটে যায়। তাতে আরো বেশি Problem create হয়। আর এটা বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ কোনোভাবেই চুলকে ঝারা যাবে না।

শ্যাম্পু করার পর ভেজা চুলে বাহিরে যাওয়া যাবে না

চুলের যত্ন

আমরা সাধারণত চুলে শ্যাম্পু করার পর বাহিরে চলে যাই। এটা মোটেও ঠিক নয়। অর্থাৎ ভিজে চুলে বাহিরে যাওয়া উচিত নয। ভিজে চুলে বাহির হলে ধূলা-বালি, Pollution এইগুলো তাড়াতাড়ি ভিজে চুলে আবদ্ধ হয়ে যায়। এতে চুল আরো বেশি নোংরা হচ্ছে। সেক্ষেত্রে চুলকে একটু শোকনো করে বাহিরে বের হওয়া উচিত।

মাসে অন্তত ২বার চুলে স্পা করতে হবে

চুলে কোনো রকম Chemical ব্যবহার করা যাবে না

ক্যামিক্যাল শ্যাম্পু নাকি আয়ুর্বেদিক শ্যাম্পু আমাদের চুলের জন্য ভালো?

আমাদের চুলের ত্বক এবং DNA এর উপর ভিত্তি করে এই সিদ্ধান্তটা নিতে হবে। তবে আপনি একটা Experiment করতে পারেন।

Read More  নাকের পলিপাস দূর করার উপায় - সম্পূর্ণ ঘরোয়া উপায়

এর জন্য আপনাকে উভয় ব্যবহার করতে হবে এবং লক্ষ্য রাখতে হবে কোনটা আপনার চুলে ভালো performance করছে। যে শ্যাম্পুগুলোকে আমাদের চুলের জন্য ক্ষতিকর সেগুলোকে আমাদের Avoid করতে হবে।

চুলে কোনোভাবেই সাবান ব্যবহার করা যাবে না

ঘরোয়াভাবে ছেলেদের চুলের যত্নের ক্ষেত্রে অনেক সময় দেখা যায়, গায়ে সাবান ব্যবহার করতে করতে চুলেও সাবান ব্যবহার করে ফেলে। আর এটা হলো সবচেয়ে বড় ক্ষতিকর চুলের জন্য । সাবানের ক্ষতিকর ক্ষার আমাদের চুলের ত্বককে দূর্বল করে ফেলে। চুলে কখনো সাবান ব্যবহার করা যাবে না। অনেকে তাড়াহুড়ার মধ্যে এই কাজটি করে থাকে। এটা মোটেও ঠিক নয়। আজকে থেকে এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে

২০২১ সালের বিকাশ নতুন অফার জানতে ক্লিক করুণ।

ছেলেদের ব্রণ দূর করার উপায় পর্বটি পড়ে আসতে পারেন।

চুলের যত্নের আজকের আলোচনা মূলত এ পর্যন্তই। এখানে যে বেশ কয়েকটি নির্দিষ্টভাবে উপায়গুলো দেখানো হয়েছে, সেগুলো মান্য করার মাধ্যমে আপনিও আপনার চুলের যত্ন নিতে পারেন বেশ ভালো ভাবে। এখানে কোনো রকম ব্যয়বহুল কিংবা কঠিন কোনো উপায় দেখানো হয় নি। যেগুলো রয়েছে, সেগুলোর মাধ্যমে ছেলে ও মেয়ে উভয়ে অনায়াসে তাদের ভঙ্গুর কিংবা পাতলা অথবা কোকড়া চুলের যত্ন নিতে পারে।

চুলের যত্ন সম্পর্কে আরো জানতে

Leave a Comment