সফলতার দোয়া অথবা Dua for Success সম্পর্কে জানার পূর্বে একটি প্রশ্নের উত্তর দিন, সেটি হলো সফলতা বলতে কি বোঝায়? সফলতার সংজ্ঞাটি ক্ষেত্র ভেদে ভেরি করে। সাধারণত ধর্মীয় দিক থেকে সফলতাকে আমরা দুইভাগে ভাগ করতে পারি। একটি হলো দুনিয়াবী সফলতা এবং অন্যটি হলো আখিরাতের সফলতা। তবে একজন মুমিন মুসলিমের উচিত উভয় ক্ষেত্রেই সফলতার জন্য দোয়া করা। ( স্বামীকে যে কথাটি বললে স্ত্রী জাহান্নামী হবে তা জেনে নিন )
যাইহোক মূল আলোচনায় প্রবেশ করা যাক। আমরা সবাই সর্ব ক্ষেত্রে হতে চাই সফল একজন ব্যক্তি। আর সেই ধারাবাহিকতায় প্রত্যেকদিন-রাত এক করে পরিশ্রম সহ নানা রকম কর্ম করে থাকি। কিন্তু পরিশেষে কি ঘটে? অবশ্যই সেটা মোটামোটি সবারই জানা। তাহলে কি ব্যাখ্যা করবেন চেষ্টা করা সেই ব্যর্থ মানুষদের প্রতি? আমরা যারা মুসলিম রয়েছি, অবশ্যই আমাদের অলস থাকা উচিত নয়। আল্লাহ তা’আলার উপর তাওয়াকুল করে পরিশ্রম চালিয়ে যেতে হবে। আমাদের মধ্যে অনেকে রয়েছে, যারা সফলতার চাবি কাঠি সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান রাখার পরও জীবনে সফল হতে পারে না। এখানে সফল হতে হলে আপনাকে অবশ্যই মহান আল্লাহ তা’আলা যে সকল পথে চলার প্রতি আদেশ ও নিষেধ করেছেন, সেগুলোকে মান্য করতে হবে। তাহলে আমরা দুনিয়া ও আখিরাতে অতি সহজেই সফল হতে পারবো।
আচ্ছা একটি উদাহরণ দেওয়ার মাধ্যমে সফলতা পাওয়ার ব্যাখ্যা করা যাক এবং এরপরই আপনাদেরকে সফলতার দোয়াটি জানাবো এবং কিভাবে দোয়াটি পড়তে হবে এবং এর সম্পর্কিত আমলগুলো বিস্তারিত আলোচনা করা হবে।
ধরুণ একজন শিক্ষার্থী পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির মাধ্যমে উত্তীর্ণ হওয়ার জন্য দিন কে রাত বানিয়ে পড়ালেখা করছে। এবং তাঁর বিপরীতে অন্য আরেকজন শিক্ষার্থী একই পড়া পড়ছে। প্রথম শিক্ষার্থী দিনে ১৬ ঘণ্টা পড়া-লেখা করছে। ঠিক একাইভাবে অন্য শিক্ষার্থীও ১৬ ঘণ্টা পড়া-লেখা করছে। তবে এদের দুজনের মাঝে মাত্র একটি পার্থক্য রয়েছে। একজন শুধু পড়ালেখাই করছে কিন্তু দ্ধিতীয়জন পড়া-লেখার পাশাপাশি কোরআন তিলাওয়াত, জিকির, তাসবীহ পাঠ ও নিয়মিত সালাতের মাধ্যমে আল্লাহর নিকট পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য দোয়া করছে। এখন আপনার নিকট আমাদের একটি প্রশ্ন, এখানে উল্লেখিত এই দুই শিক্ষার্থীর মাঝে কোন শিক্ষার্থী সহজেই পরীক্ষায় উত্তীর্ণ হবে? অবশ্যই উত্তরটি হবে দ্ধিতীয়জন। ( আরো জানুন ইসলামিক ছোট ছোট কার্যকারী দোয়া সম্পর্কে )
ঠিক একইভাবে আল্লাহ তা’আলা আমাদের জীবনের সফলতার ক্ষেত্রে একই জিনিস চান। সে চায় তাঁর বান্দা যেন, তাঁর নিকট বেশি বেশি চায় দোয়ার মাধ্যমে।
জীবনে সফল হতে হলে সব কিছু আল্লাহ তা’আলার দেখানো পথে চলতে হবে এবং একইভাবে আল্লাহ তা’আলার শেখানো ভাষায় তাঁর নিকট দোয়া করতে হবে, প্রার্থনা করতে হবে।
সফলতার দোয়া
হাদীস শরীফ থেকে প্রিয় নবী করিম (দঃ) এর একটি মাসনুন দোয়া আপনাদের শোনানোর চেষ্টা করবো। যে দোয়াটি আমাদরে প্রিয় নবী করিম (দঃ) পাঠ করতেন। ইনশাল্লাহ, যদি কোনো ব্যক্তি দিনের শুরুতে কিংবা কোনো একটি বিশেষ কাজের শুরুতে অথবা কোনো একটি কাজের জন্য বাহির হওয়ার সময় এই দোয়াটি পড়ে, তাহলে মহান আল্লাহ তা’আলা তাঁর মনের সকল মকসদ পূরণ করবে। জীবনের সকল ইচ্ছা পূরণ হবে।
মনের ইচ্ছা পূরণের সেই দোয়াটি হলো-
” আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন ইলমিন লা এয়ানফাউ। ওয়ামিন কালবিন লা এয়াখশাউ। ওয়ামিন নাফসিন লা তাশবাউ।ওয়ামিন দাওয়াতিন লা ইউছতাজাবু লাহা। “
যার বাংলা অর্থ হলো- “হে আল্লাহ আমি এমন জ্ঞান থেকে আশ্রয় চাই যা উপকার দেয়না। এমন অন্তর থেকে আশ্রয় চাই যে অন্তর বিনয়ী হয়না। এমন মন থেকে আশ্রয় চাই যে মন পরিতৃপ্ত হয়না। এমন দোয়া থেকে আশ্রয় চাই যে দোয়া কবুল হয়না। “
উপরোক্ত দোয়াটি যদি কোনো মুমিন ব্যক্তি ইমানের সহিত প্রতিদিন পড়ে, তাহলে ইনশাআল্লাহ, খুব তাড়াতাড়ি আল্লাহ তা’আলা তার মনের ইচ্ছা পূরণ করে দিবে।
সফল হতে হলে প্রত্যেককেই মহান আল্লাহর দেখানো পথে যেমন হাঁটতে হবে। তেমনি দুনিয়ার সব কাজে সফল হতে আল্লাহর কাছে তাঁরই শেখানো ভাষায় সাহায্য কামনা করতে হবে। তবেই দুনিয়ার সব সফলতা লাভে সফল হবে। পবিত্র কোরআনুল কারিমের এ আবেদনই মানুষকে সর্বোত্তম সফলতার পথে পরিচালিত করবে, যা বেশি বেশি পড়ার পাশাপাশি এর ওপর আমলও করতে হবে। তবেই মুমিন বান্দা সফলতা লাভে সফল হবে। আল্লাহ তায়ালা বলেন-
رَبِّ أَدْخِلْنِي مُدْخَلَ صِدْقٍ وَأَخْرِجْنِي مُخْرَجَ صِدْقٍ وَاجْعَل لِّي مِن لَّدُنكَ سُلْطَانًا نَّصِيرًا
উচ্চারণ : ‘রাব্বি আদখিলনি মুদখালা সিদকিও ওয়া আখরিঝনি মুখরাঝা সিদকিও ওয়াঝ্আললি মিল্লাদুংকা সুলত্বানান নাসিরা।’ (সূরা: বনি ইসাইল, আয়াত: আয়াত ৮০)।
যার বাংলা অর্থ হলো – ” হে আমার প্রভু! আপনি আমাকে সত্যরূপে প্রবেশ করান এবং আমাকে বের করুন সত্যরূপে। আমাকে আপনার কাছ থেকে রাষ্ট্রীয় সাহায্য দান করুন। “
আমাদের এই ছোট জীবনে সফলতা পেতে হলে বেশি বেশি এই আয়াত পড়ার পাশাপাশি এ আয়াতের বাস্তব আমলে নিজেদের সাজানোর বিকল্প নেই। তবেই কেবল সম্ভব হবে ব্যবসা-বাণিজ্য, চাকরি-বাকরিসহ যাবতীয় কাজকর্মে সফলতা লাভ করা।
মুসলিম শরীফের হাদীস হযরত জায়েদ বিন আরকাম (রাঃ) বয়ান করেন নবী করিম (দঃ) এই দোয়াটি পাঠ করতেন।
” وَعَنْ زَيْدِ بنِ أَرْقَم ، قَالَ: كَانَ رَسُولُ اللَّه ﷺ يقَولُ: اللهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ العَجْزِ وَالكَسَلِ، والبُخْلِ وَالهَرم، وعَذَاب الْقَبْر، اللَّهُمَّ آتِ نَفْسِي تَقْوَاهَا، وَزَكِّهَا أَنْتَ خَيرُ مَنْ زَكَّاهَا، أَنْتَ ولِيُّهَا وَموْلاَهَا، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عِلمٍ لا يَنْفَعُ، ومِنْ قَلْبٍ لاَ يخْشَعُ، وَمِنْ نَفْسٍ لاَ تَشبَعُ، ومِنْ دَعْوةٍ لا يُسْتجابُ لهَا رواهُ مُسْلِمٌ. “
যার উচ্চারণ হলো – “ আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল আজজি ওয়াল কাসালি, ওয়াল বুখলি ওয়াল হারাম, ওয়া আজাবিল কাবরি, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, ওয়া যাক্কিহা আনতা খাইরু মান যাক্কাহা, আনতা অলিয়্যূহা ওয়া মাওলাহা। আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন ইলমিন লা এয়ানফাউ। ওয়ামিন কালবিন লা এয়াখশাউ। ওয়ামিন নাফসিন লা তাশবাউ।ওয়ামিন দাওয়াতিন লা ইউছতাজাবু লাহা। “
যার বাংলা অর্থ হলো- “হে আল্লাহ! আমি আপনার কছে আশ্রয় চাই, অক্ষমতা, অলসতা, কাপুরষতা, কৃপণতা, বার্ধক্য এবং কবরের আযাব থেকে। হে আল্লাহ! আমার নফসে (অন্তর) তাকওয়া দান করুন এবং একে পরিশুদ্ধ করে দিন। আপনি একে সর্বোত্তম পরিশোধনকারী, আপনিই এর মালিক ও এর অভিবাবক। হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই অনুপকারী ইলম থেকে ও ভয় ভীতিহীন কলব থেকে; অতৃপ্ত নফস থেকে ও এমন দুআ থেকে যা কবুল হয় না।"
উপরোক্ত দোয়া গুলো হলো জীবনে সফলতা অর্জনের জন্য খুবই গুরুত্বপূর্ণ দোয়া। যদি কোনো মুসলিম ব্যক্তি ইমানের সহিক উপরোক্ত দোয়াগুলো পড়ে থাকে, তাহলে ইনশাআল্লাহ সে সফলতা অর্জন করতে সক্ষম হবে।
সফলতার দোয়া – Dua for success নিয়ে শেষ কথা
এই পৃথিবীটি হলো আমাদের জন্য ক্ষণস্থায়ী, আর মহান আল্লাহ তা’আলা আমাদেরকে এই সুন্দর পৃথিবীতে পাঠিয়েছেন শুধুমাত্র তাঁর ইবাদত করার জন্য। এখন কাজের মাধ্যমেও আমাদেরকে ইবাদত করতে হবে। এটা কিভাবে? এর জন্য অবশ্যই আপনাকে ইসলামিক নিয়ম-কানুন মান্য করে কাজ শুরু করতে হবে। এতে করে উক্ত কাজে সফলতা পাওয়ার সম্ভাবনা আরো বেড়ে যায়। ঠিক একইভাবে যখন আমরা কোনো একটি কাজ করতে যাবো, তখন আমাদেরকে উল্লেখিত দোয়াগুলো পড়ে বের হতে হবে এবং সর্বদা আল্লাহ তা’আলার উপর নির্ভর করতে হবে। কোনো কিছুতে হতাশ হওয়ার যাবে না। অলসতা দূর করতে হবে। আল্লাহর নিকট সাহায্য চাইতে হবে। আর এই বিষয়গুলোকে মাথায় রেখে এবং ইবাদত করে যদি কোনো কাজ করি, তাহলে ইনশাআল্লাহ জীবনে সফলতা পাওয়া সম্ভব। তাই সার্বিকভাবে বললে, আজকের আর্টিকেল তথা সফলতার দোয়া – Dua for success দ্ধারা আশা করি পাঠকগণ বেশ ভালোভাবে উপকৃত হতে পেরেছে। ( শ দিয়ে মেয়েদের নাম ও স দিয়ে মেয়েদের নাম জানুন )