Off Page এবং on page SEO কী? | SEO Bangla Tutorial

Off Page এবং on page SEO কী?

Search Engine Optimization বা SEO শিখলে আপনি ইন্টারেনেটের জাবতীয় খুটিনাটি শিখতে পারবেন। মার্কেটের trend graph বুঝতে পারবেন। তাই SEO-এর কাজ না করলেও আগে SEOএর কাজ শিখে নিন। তখন আপনাকে internet, freelancer or upwork মার্কেটপ্লেসে কেউ বোকা বানাতে পারবে না।

Off Page এবং on page SEO কী

মূলত অন-পেজ এসইও On Page SEO হলো একটি ওয়েবসাইটের ব্যাকন্ডে/ভিতরে ঘটা সকল এসইও রিলেটেড কাজ আর অব-পেজ এসইও Off Page SEO হলো ওয়েবসাইটের বাহিরে সংঘঠিত কাজ। মূলত এটাই হলো Off Page এন্ড On Page SEO

আজকের Off Page এবং on page SEO কী পর্বটি সঠিকভাবে বোঝার জন্য গত SEO Bangla Tutorial পর্বটি পড়ে আসার অনুরোধ রহিল। যেহেতু আমরা বৈধ অর্থাৎ হোয়াইট হ্যাট এসইও নিয়ে আলোচনা করবো সুতরাং সে সম্পর্কে প্রথমে একটু ধারণা নেওয়া যাক।

হোয়াইট হ্যাট এসইও White Hat SEO কী বা কাকে বলে?

হোয়াইট হ্যাট এসইও White Hat SEO দ্ধারা সে সকল এসইও এর কাজকে বোঝায়, যেগুলো সার্চ ইঞ্জিন গুগল দ্ধারা বৈধ এবং কোনো রকম অবৈধ প্রন্থা অবলম্বণ করা হয় না। সেগুলোকেই হোয়াইট হ্যাট এসইও White Hat SEO বলে।

white hat SEO এর ২টি পদ্ধতি

  • On Page SEO
  • Off Page SEO

On Page SEO এবং Off Page SEO

On Page SEO এবং Off Page SEO

এসইও ইন্ড্রাস্ট্রিতে দুই ধরনের SEO এর ভেল্যু অনেক মূল্যবান। একটি ওয়েব সাইটকে রেংক করাতে এই দুই ধরনের এসইওর প্রয়োজন। যেমন আমরা যখন আমাদের সাইটে প্রতিনিয়ত পোস্ট দিয়ে যাবো তখন আমাদের অন পেজ এসইও এর প্রয়োজন। আবার যখন পোস্ট দেওয়া এনাফ পরিমাণ হয়ে যায়, তখন আমাদের সাইটের জন্য দরকার অব পেজ এসইও এর। মূলত এভাবেই On Page SEO এবং Off Page SEO এর কাজ করতে হয় প্রত্যেকটা ওয়েবসাইটে। তাহলে আলোচনা না বাড়িয়ে চলুন জানা যাক On Page SEO এবং Off Page SEO সম্পর্কে।

Read More  ছাত্রদের জন্য অনলাইনে আয়

On Page SEO

On Page SEO

On Page SEO বলতে Web Page কে Search Engine এ ভালো রেজাল্ট পাওয়ার জন্য Web Page এর ভিতরে যে সকল Optimization করা হয় তাকে আমরা On Page SEO বলে থাকি। কিছুটা details বলতে গেলে আমরা আমাদের Website এ অনেক কিছু  Upload করে থাকি। যেমন Videos, Audios , Article, Image, pdf ইত্যাদি-ইত্যাদি। এই সকল বিষয়গুলোকে Search Engine এর উপযোগী করে তোলাকে আমরা On Page SEO বলতে পারি।

আমরা আমাদের Web page-এ সাধারণত বিভিন্ন tag, Backlink, সুন্দর title ইত্যাদির মাধ্যমে On Page SEO করে থাকি।

আমার অভিজ্ঞতা থেকে দেখেছি On Page SEO নিয়ে অনেকে দ্ধিধা-দন্ধে থাকেন। আর বিশেষ করে নতুনদের কথা না বললেই নয়। আবার অনেক SEO শিখতে চাইলেও Technical Terms and condition বেশি থাকার কারণে On Page SEO থেকে বেরিয়ে যায়। তবে জনপ্রিয় কিছু CMS সম্পর্কে  যদি  ভালো একটু idea থাকে তাহলে On Page SEO করাটা খুবই সহজ।

OK, চলুন এখন জানি On Page SEO করতে হলে আপনার Website এর Web Page কী কী করতে হবে।

এক নজরে On Page SEO এর বিষয়বস্তু জানা যাক। On Page SEO এর বিরাট একটি রুট মেপ বা চেকলিস্ট রয়েছে। লার্নারদের জ্ঞাতে এখানে একটি On Page SEO এর চেক লিস্ট দেওয়া হলো। চলুন তাহলে জানা যাক On Page SEO এর চেক লিস্ট সম্পর্কে। On Page SEO এর চেক লিস্ট হলো-

On Page Optimization:

  • Post Title
  • Post Metatitle
  • Post Tag
  • Heading
  • Sub-heading
  • Proper Article
  • Image Optimization
  • URL Slug
  • Anchor text
  • Internal link
  • External Link
  • Feature Image
  • Post Related Excerpt
  • Video Embed
  • Social Button/Share Button
  • Keyword Density
  • Use LSI Keyword
  • Use Table of Content
  • Schema
  • Post Category
  • Page Speed Optimization
  • Focus keyphrase
  • Use Bullets Point
  • Sitemap.XML
  • Robots.txt
  • Webmaster tools
  • Mobile Friendly/Responsive Design
Read More  ফ্রিল্যান্সিং শিখতে চাই | কিভাবে শিখবেন আউটসোর্সিং

তো এই ছিল আমাদের On Page SEO এর সকল বিষয়বস্তু। উপরের Indicate করা বিষয়বস্তুগুলো মূলত On Page SEO এর ক্ষেত্রে বাধ্যতামূলক করতে হবে প্রতিটি পোস্টে। এই সব বিষয়গুলো প্রতিটি Post করার সময় ভালোভাবে নজর রাখতে হবে। না হয় On Page SEO সম্পূর্ণভাবে Complete হবে না। আর এসব যদি আপনি আপনার প্রতিটি ফেজে Implement করতে পারেন তাহলে On Page SEO কাজ এখানেই শেষ। এবার আপনি Off Page SEO এর ক্ষেত্রে মনোযোগ দিতে পারেন। ।আপনাদের SEO শিখার আগ্রহের উপর depend করে ধারাবাহিকভাবে Indicate করা বিষয়গুলো নিয়ে Post করে যাবো।

Off Page SEO

Off Page SEO

Search Engine রেজাল্টে নিজের সাইটের ভালো Ranking পাওয়ার জন্য Website এর বাহিরে যে সকল কাজ করা হয়, তাকে Off Page SEO বলে। Internet জগতে  Some Popular Site আছে Link Submit করার মাধ্যমে Off Page SEO  করা হয়।

তো Off Page SEO কেন এতো গুরুত্বপূর্ণ?

Search Engine এর Algorithm প্রতিনিয়ত পরিবর্তন হয়। তবে Off Page SEO এর কাজগুলো খুব বেশি পরিবর্তন হওয়ার সুযোগ নেই। চলুন এখন জানা যাক Off Page SEO কিছু পার্ট।

Off Page SEO এর একটি চেক লিস্ট রয়েছে। অর্থাৎ Off Page SEO তে কী কী করতে হয় তার একটি চেক লিস্ট সম্পর্কে জানা যাক। Off Page SEO এর চেক লিস্ট হলো-

Off Page Optimization:

  • Forum posting
  • Article Submission
  • Directory Submission
  • Document Submission
  • Web 2.0 Submission
  • Profile Link Creation
  • PDF File Submission
  • Local Listing
  • Quora Backlink
  • Blog comment
  • Photo Sharing
  • Slide Share
  • Rss Submission
  • Info graphic Submission
  • Guest Posting
  • Video submission
  • Social Bookmarking
  • Social Share
  • Edu. Backlink
  • Gov. Backlink
  • Local citation
  • Advance link building

আপনি যদি উপরের উল্লেখ করা Off Page SEO এর বিষয়গুলো মনোযোগ দিয়ে আপনার সাইটে বাস্তবায়ন করতে পারেন, তাহলে আপনি Sure থাকতে পারেন আপনার সাইট SERPs এর প্রথমে আসবেই।

Read More  মোটা হওয়ার খাদ্য তালিকা

সুতরাং বুঝতেই পারছেন একটি Site কে Rank করাতে Off Page SEO এর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। মূলত Search Engine এর কাজের Algorithm এর উপর ভিত্তি করেই SEO Specialist –রা Off Page SEO এবং On Page SEO এর বিষয়বস্তুগুলো নির্ধারণ করে থাকে। যা আমরা পূর্বের পোস্ট Bangla Search Engine এ আলোচনা করে ছিলাম।

On Page SEO এবং Off Page SEO সম্পর্কে আরো জানতে

Leave a Comment