SEO friendly ব্লগ পোস্টের ৪র্থ পর্বে আজকে আমরা শিখার চেষ্টা করবো ব্লগ সাইটে স্কিমা মার্ক আপ schema markup in blogspot site এর মাধ্যমে আমাদের ব্লগ পোস্টকে এসইও করার সঠিক নিয়ম। আমরা যখন গুগল ব্লগস্পট বা অন্য সিএমএস এ পোস্ট করে থাকি, তখণ কিন্ত গুগল আমাদের উচিত গুগকে আমাদের পোস্টের সম্পর্কে সম্পূর্ণ একটা ধারণা দেওয়া। সাইটে পাবলিস করা পোস্টটি কী ক্যাটাগরির বা কোন টাইপের। আর সেটি আমরা গুগলকে বুঝাতে পারি স্কিমা মার্ক আপের মাধ্যমে। সাইটে যখন পোস্ট দিবো, তখন যদি টুলস এর মাধ্যমে আলাদাভাবে আমরা ব্লগস্পট এর জন্য স্কিমা জেনারেট blog post schema করে ফেলি, তাহলে গুগলের বুঝতে সহজ হয় পাশাপাশি আমাদের পোস্টটাকে খুব তাড়াতাড়ি রেংকও দেয়। এবং কি প্রায় সময় দেখা যায়, অনেক সময় ফিচার স্নিফেটে রেজাল্ট চলে আসে।
মূলত যখন আমরা আমাদের পোস্টে স্কিমা মার্কআপ সেট Post schema set করি বা ব্যবহার করি, তখন গুগল আমাদের ব্লগ পোস্টকে অন্য সাইটের পোস্ট থেকে বেশি প্রাইরোটি দিবে। কেননা, গুগল বট খুব সহজেই বুঝে যাবে এই আর্টিকেলটি মূলত কোন ক্যাটাগরির। সুতরাং পোস্ট ইনডেক্স হওয়ার পর, যখন গুগলে কেউ সেই ক্যাটাগরির র্যালিভেন্ট কীওয়ার্ড দিয়ে সার্চ দিবে, তখন গুগল সর্বপ্রথম আমাদের ব্লগ পোস্টকে দেখাবে এবং সাথে সাথে রেংকও হয়ে যাবে।
সুতরাং, চলেন দেখি কীভাবে আমরা আমাদের গুগল ব্লগস্পোট সাইটের পোস্টে স্কিমা মার্কআপ সেটাপ বা অ্যাড করতে পারি।
Most popular Website in Bangladesh
গুগল ব্লগস্পট সাইটের পোস্টে স্কিমা মার্ক আপ অ্র্যাড করা নিয়ম – Way of Blogspot schema markup code add
- নিয়ম অনুসারে প্রথমে আমাদের ব্লগ পোস্টটি সঠিকভাবে এসইও ফ্রেন্ডলি করতে হবে।
- আমাদের ঠিক করতে হবে, ব্লগ পোস্টটি কোন ক্যাটাগরির। যদি জব ক্যাটাগরির হয়, তাহলে জব স্কিমা করতে হবে। যদি আর্টিকেল টাইপের হয়,তাহলে আর্টিকেল স্কিমা করতে হবে। যদি FAQ বা প্রশ্নউত্তর টাইপের হয়, তাহলে FAQ স্কিমা করতে হবে। সে হিসেবে আমাদের পোস্ট অনুযায়ী স্কিমা কোন ধরনের হবে তা ঠিক করতে হবে।
- স্কিমা ক্যাটাগরির ঠিক করার পর এবার আমাদের স্কিমা কোড জেনারেট করতে হবে।
- স্কিমা কোড জেনারেটের জন্য গুগলের নিজস্ব একটি টুলস আছে। এখানে ক্লিক করে চলে যান।
- এছাড়াও আরো অনেক রকম টুলস আছে, যেগুলোর মাধ্যমে আপনি স্কিমা কোড জেনারেট করতে পারবেন। তবে আমি অবশ্যই এই টুলসটি পছন্দ করি।
- গুগল সবসময় আমাদের বলে জেসন এলডি JSON LD Code কে সাজেস্ট করে। তাই আমাদেরও জেসন এলডি কোড জেনারেট করতে হবে।
- টুলসে যাওয়ার পর প্রথমে আমাদের আর্টিকেল টাইপটি সিলেক্ট করতে হবে।
- এরপর নিচের ধারাবাহিক স্টেপগুলো ফিলআপ করতে হবে। এইক্ষেত্রে অবশ্যই সঠিক তথ্য দিতে হবে।
- সব তথ্য দিয়ে ঘরগুলো ফিলআপ করার পর ডানদিকে দেখুন একটি জেসন এলডি কোড জেনারেট হয়েছে।
- এখান থেকে সম্পূর্ণ কোডটি কপি করে নিন।
- কপি করার পর এবার স্কিমা কোডটিকে একবার টেস্ট করে দেখুন। এতে করে স্কিমা কোডে কোনো রকম ইরর থাকলে অবশ্যই তা ফিক্সড করতে হবে।
- ফিক্সড করার পর এবার আমাদের ওয়েবসাইটের মেইন পোস্টে চলে যেতে হবে।
- পোস্টের ফ্যানেলে দেখুন, বাম দিকের উপরে একটি ড্রপ ডাউন সাইন আছে। এটাতে ক্লিক করুন।
- এখান থেকে HTML সিলেক্ট করুন।
- এবার দেখুন পুরো পোস্টটি HTML কোডে পরিণত হয়ে গেছে।
- এখানে থেকে আপনি ইচ্ছানুযায়ী যেকোনো জায়গায় পেস্ট করে দিন।
- জেসন এলডি কোডের স্ক্রিপ্ট পোস্টের যেকোনো জায়গায় বসিয়ে দিলেই হবে।
- কেননা গুগল জেসন এলডি কোডকে বেশি প্রিপারড করে।
- এবার উপরের ডানদিকে দেখুন, Update লেখা আছে বা Post লেখা আছে। এখানে ক্লিক করুন।
- ব্যাস, কাজ শেষ। স্কিমা মার্ক আপ কোড আপনার ব্লগ পোস্টে সেট হয়ে গেলো।
উপরের নিয়ম অনুযায়ী আপনি আপনার ব্লগস্পোট সাইটের ব্লগ পোস্টে সহজেই স্কিমা মার্ক আপ কোড অ্যাড করতে পারবেন। স্কিমা কোড অ্যাড schema code add করার ফলে আপনার ওয়েবসাইটের পোস্ট বা আর্টিকেলটি সহজেই গুগলের কাছে পরিচিত লাভ করবে এবং গুগলও বুঝতে পারেবে আপনার পোসটি কী রিলেটেড। তাই প্রতিটি পোস্টে চেষ্টা করবো স্কিমা ব্যবহার করতে।
ব্লগ পোস্টে ইমেইজ এসইও করুন
লাখ টাকা ইনকামের জন্য ব্রগ সাইট তৈরি করুন
জ্বি, অবশ্যই। আপনার ইচ্ছানুযায়ী একই সাইটে আপনি একাধিক স্কিমা কোড ব্যবহার করতে পারবেন।
এইক্ষেত্রেও সেইম উত্তর। অবশ্যই আপনি একই পোস্টে একাধিক স্কিমা ব্যবহার করতে পারবেন। এতে কোনো রকম সমস্যা হবে না। তবে অবশ্যই দেখে টেস্ট করে নেবেন, যাতে স্কিমা কোডে কোনো রকম ইরর না থাকে।
আপনার ইচ্ছা। তবে গুগল সবচেয়ে বেশি প্রাইরোটি দেয় জেসন এলডি কোডকে। তাই এসইও স্পেশালিস্টগণ জেসন এলডি কোডের মাধ্যমে তৈরিকৃত কোডকে প্রধান্য বেশি দেয়।