জিরার ১০টি উপকারিতা ও পুষ্টিগুণ জানুন

জিরার উপকারিতা

স্বাস্থ্যগত জিরার উপকারিতা এবং রান্নার স্বাদ ও ঘ্রাণ বাড়াতে মশলা হিসেবে জিরা প্রাচীনকাল হতেই রান্নার কাজে ব্যবহৃত হয়ে আসছে। দীর্ঘদিন ধরে তরকারিতে ব্যবহৃত হয়ে আসছে জিরা। শুধু তরকারির ঘ্রাণ কিংবা স্বাদ বাড়াতে নয়, জিরাতে আছে বহুমুখী স্বাস্থ্য উপকারিতা। প্রাচীনকাল হতে বিভিন্ন রকম রোগ সারাতে প্রাকৃতিক ঔষধ হিসেবে জিরা ব্যবহার হয়ে আসছে।

 বিভিন্ন রকম পেটের পীড়া, ত্বক, চুলের যত্নে জিরা বেশ উপকারি একটি মশলা।

জিরার পুষ্টিগুণ

জিরার পুষ্টিগুণ

কিছু কিছু গবেষণায় দেখা গেছে যে, জিরায় মধ্যে আমাদের স্বাস্থ্য রক্ষার্থে কিছু গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। জিরাতে আছে আয়রণ, ভিটামিন,

 অ্যান্টি কার্সিনোজেনিক প্রপাটিজ, মিনারেল, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ইত্যাদি উপাদান।

ছোলার স্বাস্থ্য উপকারিতাগুলো

এছাড়াও আমাদের শরীরের জন্য উপকারি উপাদান হিসেবে ফ্যাটি এসিডও রয়েছে। প্রতি শতগ্রাম জিরাতে প্রায় ৩৭০-৩৮০ ক্যালরি থাকে। এতে রয়েছে যথেষ্ট পরিমাণ ফ্যাট, পটাশিয়াম, সোডিয়াম। উক্ত উপাদানগুলো বিভিন্ন ধরনের রোগ নিরাময় ও স্বাস্থ্যগতভাবে সুস্থ্য রাখতে ভালো ভূমিকা রাখে।

এসব পুষ্টিগুণ শরীরের রোগ প্রতিরোধ বৃদ্ধির পাশাপাশি আমাদেরকে বাহ্যিকভাবে সুন্দর করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন চুলের যত্নেও জিরা বেশ উপকারক একটি মশলা বা প্রাকৃতিক উপাদান। এছাড়াও ত্বকের উজ্জ্বলতা ও ত্বকের যত্নে জিরা বেশ পরিচিত একটি উপাদান। সার্বিকভাবে বিবেচনা করলে জিরাকে প্রাকৃতিক গুণ সম্পন্ন একটি ভেজশ ঔষধ হিসেবে বিবেচনা করা যায়। এর মশলাযুক্ত গুণ ও স্বাস্থ্য সুরক্ষিত করার গুণ বেশ ইন্টারয়েস্টিং একটা ব্যাপার। চলুন এখন জানা যাক জিরার উপকারিতাগুলো কী কী-

জিরার উপকারিতাগুলো

জিরার উপকারিতাগুলো

নানা রকম পুষ্টিগুণ সহ জিরাতে রয়েছে রান্নার সুঘ্রাণি টেস্ট। এছাড়াও শরীরের বিভিন্ন রোগকে প্রশমিত বা হ্রাস করার জন্য জিরার উপকারিতা রয়েছে ব্যাপক। তেমনি এখন আমরা এমন কিছু জিরার ‍স্বাস্থ্যগুণাগুণ বা উপকারিতা সম্পর্কে জানবো যা হয়তো অনেকেরই পূর্বে অজানা ছিল। চলুন জানা যাক জিরার উপকারিতাগুলো-

লিভার Liver ভালো রাখে জিরা

আমাদের লিভার ভালো রাখতে হলে লিভারের ভেতর হতে ক্ষতিকর টক্সিন পদার্থ বের করে দিতে হবে। কেউ যদি নিয়মিত জিরা পানিতে ভিজিয়ে জিরার পানি খেয়ে থাকে, তাহলে জিরার পানি শরীরে ডায়াজেস্টিভ এনজাইমের পরিমাণ বাড়ায়। ফলে লিভারের ভেতরে থাকা ক্ষতিকর টক্সিন পদার্থগুলো শরীর থেকে বের হয়ে যায়। যার ফলে লিভার তার কার্যক্ষমতা পুনরায় ফিরে পায় এবং লিভার ভালো থাকে।

লিচুর উপকারিতা

জিরা ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে নিয়ে আসে

আমাদের শরীরে যখন ইলোকট্রোলাইট এবং পটাশিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে না থাকে তখন কিন্তু আমাদের ব্লাড প্রেসারও নিয়ন্ত্রণে থাকে না। আপনি যদি প্রতিদিন সকালে ভোর বেরা একগ্লাস করে জিরা পানি নিয়মিত খান, তাহলে শরীরের ইলোকট্রোলাইট এবং পটাশিয়ামের মাত্রা বেশ নিয়ন্ত্রণে চলে আসবে। ফলে এমনিতেই ব্লাড প্রেসার লো হতে বা কমতে শুরু করবে। সুতরাং ব্লাড প্রেসার কমাতে প্রতিদিন সকালে একগ্লাস জিরা পানি খাওয়ার চেষ্টা করুন।

Read More  ডায়াবেটিস রোগীর ব্যায়াম | ব্যায়ামের মাধ্যমে ডায়াবেটিস কমান

জিরা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে

জিরাতে রয়েছে যতসামান্য অ্যান্টি অক্সিডেন্ট এবং প্রচুর পরিমাণে আয়রণ। জিরা খাওয়ার পর আমাদের শরীরে আয়রণের ঘাটতি পূরণ হয়। আয়রণ শরীরের প্রবেশের পর আমাদের রক্তে লোহিত কণিকা বৃদ্ধি করে। ফলাফলসরূপ আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। জিরা খাওয়ার পর পূর্বের চেয়ে প্রচুর পরিমাণে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে করে অন্য যেকোনো রোগ-বালাইকে সহজেই গ্রাস করে ফেলতে পারে।

শরীরে শক্তি উৎপন্ন করে

শরীরের ক্লান্তি দূর করতে জিরা বেশ উপকারক একটি মশলা এবং প্রাকৃতিক উপাদান। জিরার মধ্যে থাকা উপাদানগুলো শরীরের মধ্যে এনার্জি বৃদ্ধি পায়। এতে করে আমাদের শরীরের মধ্যে থাকা অলসতা এবং ক্লান্তি ভাব খুব সহজেই দূর হয়।

হজম শক্তি বাড়াতে জিরা

আমাদের অনেকেরই বদ-হজম জাতীয় রোগটা আছে। তাদের শরীরের দূষিত গ্যাস উৎপন্ন হওয়ার মাধ্যমে বদ হজমের সৃষ্টি হয়। আপনার যদি এই জাতীয় সমস্যা থাকে তাহলে আজ থেকেই জিরা খাওয়া শুরু করুণ। কীভাবে খাবেন? প্রতিদিন সকালবেলা এক গ্লাস পানিতে পরিমত জিরা ভিজিয়ে রাখুন এবং সকাল বেলা সেই জিরা পানি খেয়ে ফেলুন। এভাবে নিয়মিত পান করুন। এতে করে আপনার বদ-হজম দূর হবে এবং হজম শক্তি বৃদ্ধি পাবে।

জিরা ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে

জিরাতে আছে পটাশিয়াম, ক্যালসিয়াম, সেলোনিয়াম, কপার এবং ম্যাঙ্গানিজ। প্রতিদিন  যখন আমরা খাবারের সাথে জিরা পানি পান করি, তখন উক্ত উপাদানগুলো আমাদের ত্বকের ভেতরে থাকা ক্ষতিকর টক্সিনগুলো বের করে দেয়। টক্সিন জাতীয় পদার্থগুলো বের হয়ে যাওয়ার ফলে ত্বকের মধ্যে টান টান ভাব চলে আসে এবং পূর্বের চেয়ে ত্বকের সৌন্দর্য অধিকাংশ ক্ষেত্রেই বৃদ্ধি পায়। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে জিরা খুবই উপকারি।

ওজন নিয়ন্ত্রণে জিরা

ওজন নিয়ন্ত্রণ করতে জিরা বেশ উপকারি একটি মশলা এবং প্রাকৃতিক ঔষধ। জিরা থাকে প্রচুর পরিমাণে ফাইবার। ফাইবার আমাদের দেহে প্রবেশের পর শরীরের মেটাবলিজম রেট বাড়িয়ে দেয়। এতে করে খাদ্য খুব দ্রুত হজম হতে শুরু করে। পাকস্থলিতে হজম ঠিক মতো হলে স্বাস্থ্য বাড়ার কোনো রকম আশঙ্কা থাকে না স্বাভাবিকভাবে। এছাড়াও ফাইবার খাবারকে পেটে অনেকক্ষণ ধরে রাখে। ফলে বার বার খাওয়ার ইচ্ছা জাগে না। এতে করে স্বাস্থ্য বৃদ্ধি হয় না এবং ওজন নিয়ন্ত্রণে থাকে।

কোষ্ঠকাঠিন্য দূর করতে জিরার

জিরাতে থাকা ফাইবার খাদ্য হজমে বেশ উপকারক একটি পদার্থ। মূলত কোষ্ঠকাঠিন্য হয় হজমে সমস্যা থাকার কারণে। কিন্তু ‍জিরা খাওয়ার মাধ্যমে আমরা শরীরের ফাইবারের ঘাটতি দূর করতে পারি। এবং ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে। তাই প্রতিদিন খাদ্য তালিকায় জিরা রাখতে হবে।

Read More  পায়ের মাংসপেশিতে টান লাগলে করণীয় (What to do if the leg muscles are tight)

চুলকে সুন্দর করে

দূষিত পরিবেশে কিংবা অনিয়ন্ত্রিত পরিবেশে আমাদের চুলের অবস্থা খুবই বাজে রকম একটা অবস্থা হয়। এমতোবস্থায় চুল রক্ষার্থে আমরা নানা রকম পদ্ধতি অবলম্বন করে থাকি। কিন্তু আশানুরূপ কোনো রকম ফলাফল পাই না। তবে আমরা জিরা থেকে এই উপকারটি পেতে পারি। প্রথমে জিরাকে স্বভাবে পাউডার করে নিতে হবে। এরপর ১চা চামচ জিরার পাউডারের সাথে একটি ডিম মিক্স করতে হবে। এবার মিশ্রণটিকে ভালোভাবে চুলে লাগিয়ে ফেলুন। এভাবে সপ্তাহে ১-২বার করুণ। এবার চুলগুলো ধুয়ে ফেলুন। এবং এখন দেখুন চুল গুলো পূর্বের চেয়ে অনেক স্মার্ট এবং সিল্কি ভাবে চলে আসছে। এভাবে চুলের কাটকে ফটিয়ে তোলা যায়।

জিরা অনিদ্রা দূর করে

মেলাটনিন নামক হরমোনের কারণে আমাদের মধ্যে ঘুমের অনুভূতি হয়। যখনই আমাদের মস্তিষ্কে মেলাটনিন ক্ষরণ বন্ধ হয়ে যায় বা বন্ধ হয়ে যাওয়ার প্রবণতা চলে আসে বা বান্ধকতা হয়, তখন আমাদের প্রতিদিনের ঘুমে বিঘ্নতা ঘটে। আমাদের মধ্যে এমন অনেকেই আছে যাদের রাতের বেলা ঠিক মতো ঘুম আসে না। তাদের ক্ষেত্রে একটি বিশেষ পরামর্শ হলো প্রতিদিন রাতে ঘুমানোর কয়েক ঘন্টা পূর্বে একটি কলার সাথে জিরার পাউডার মিক্স করে খেয়ে ফেলুন। এতে করে এগুলো মস্তিষ্কে মেলাটনিন ক্ষরণ করতে সহায়তা করে। ফলে  কয়েক ঘন্টা বা মিনিটের মধ্যে ঘুম চলে আসে। তাই যারা দীর্ঘদিন ধরে অনিদ্রা জনিত রোগে ভুগছেন, তাদের জন্য সলিউশন হচ্ছে জিরার সাথে কলা মিক্স করে খাওয়া।

এইগুলো ছিল জিরার উপকারিতা। এগুলো ছাড়াও আরো অনেক রকম জিরার উপকারিতা রয়েছে। এখানে উল্লেখযোগ্য কিছু উপকারিতা উল্লেখ করা হয়েছে। নিয়মিত জিরা খাওয়ার মাধ্যমে উপরোক্ত সুবিধাগুলো পাওয়া সম্ভব।

জিরা চা এর উপকারিতা

স্বাভাবিকভাবে আমরা সকলেই মোটামোটি চা খেয়ে থাকি। কিন্তু একজন স্বাস্থ্য সচেতন মানুষ অবশ্যই চাইবে চা-য়ে ভিন্নতা নিয়ে আসতে। বর্তমানে অনেক প্রকারের চা পাওয়া যায়। তবে মশলা হিসেবে জিরার চা সম্পর্কে অনেকেই জানি না। জিরার চায়ের উপকারিতা অনেক। জিরা চা এর ‍উপকারিতাগুলো হলো-

  • ওজন হ্রাসে সহায়তা করে
  • কোষ্ঠকাঠিন্য দূর করে
  • শরীরের শক্তি উৎপন্ন করে

উপরোক্ত ৩টি উপকার ছাড়াও জিরার চায়ে রয়েছে এরকম শত উপকারিতা। তবে সরাসরি জিরা দিয়ে চা না বানিয়ে জিরার পাউডার দিয়ে চা তৈরি করলে বেশি উপকারিতা পাওয়া সম্ভব।

শাহী জিরার উপকারিতা

শাহী জিরার উপকারিতা

ইউরোনে উৎপন্ন হওয়া সুগন্ধময় মশলা হলো শাহী জিরা। রান্নাতে স্বাদ বাড়াতে অনেকে আলু তরকারি, বাঁধাকপি, ফুলকপি বা মাংসের সাথে শাহী জিরা ব্যবহার করে থাকে। তবে শুধু রান্নার স্বাদই না, পাশাপাশি রয়েছে এর আরো স্বাস্থ্য উপকারিতা। নানা রকম স্বাস্থ্য উপকারিতা থাকায় বরাবর শাহী জিরা প্রাকৃতিক ঔষধ হিসেবে ব্যবহার হয়ে আসছে। শাহী জিরার কিছু উপকারিতা হলো-

Read More  কিভাবে স্মার্ট হওয়া যায় | স্মার্ট হওয়ার ৮টি উপায়

এই ৪টি উপকারিতা ছাড়াও রয়েছে আরো কয়েকখানি উপকারিতা। তবে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হলো অর্গানিক ভাবে শাহী জিরা চাষ করায় আমরা সম্পূর্ণ বিশুদ্ধ অবস্থায় পেতে পারি। কোনো রকম সন্দেহ ছাড়াই শাহী জিরা স্বাস্থ্যগত উপকারিতার জন্য ব্যবহার করতে পারি।

জিরা চিবিয়ে খাওয়ার উপকারিতা

জিরা চিবিয়ে খাওয়ার মাধ্যমে বেশ অনেকগুলো উপকারিতা পেতে পারি। এর মধ্যে কয়েকটি উপকারিতা হলো-

  • দাঁত পরিষ্কার হতে সহায়তা করে থাকে
  • অতিরিক্ত ফাইবার পাওয়া যায়
  • ফাইবার বেশি থাকায় হজমে সহায়তা করে

উক্ত সুবিধাগুলো ছাড়াও আরো অনেক রকম উপকারিতা রয়েছে চিবিয়ে জিরা খাওয়ার মাধ্যমে যা আমরা পেতে পারি।

গোটা জিরা খাওয়ার উপকারিতা

অন্য সব জিরার মতো গোটা জিরারও রয়েছে বেশ অনেকগুলো উপকারিতা। বাংলাদেশে যদিও গোটা জিরা পাওয়া যায়, তবে অনেকেই এর সাথে অপরিচিত। কিন্তু উপকারিতার দিক দিয়ে এটি অনেক এগিয়ে অন্য সব জিরার চেয়ে। গোটা জিরার খাওয়ার কিছু উপকারিতা হলো-

  • ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে থাকে
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে
  • গর্ভবর্তী মহিলাদের জন্য গোটা জিরা খুবই উপকারি
  • চুলকে সুন্দর রাখে
  • হজমে সহায়তা করে

উপরোক্ত এই কয়েকটি গোটা জিরার উপকারিতা ছাড়াও আরো অনেক উপকারিতা রয়েছে। এসব উপকারিতা পেতে নিয়মিত জিরা খাওয়ার অভ্যাস গড়তে হবে।

জিরার অপকারিতা বা ক্ষতিকর দিক

জিরার অপকারিতা

অপকারিতা হিসেবে জিরার খুব কম কিছুই আছে। আমরা জানি সব কিছুরই আলাদা আলাদা অপকারিতা রয়েছে। তেমনি কেউ যদি অতিরিক্ত জিরা খেয়ে থাকে তার ক্ষেত্রেও কিছু ক্ষতিকর লক্ষণ দেখা দিতে পারে। তার মধ্যে জিরার কিছু অপকারিতা হলো-

অতিরিক্ত জিরা খেলে পাতলা-পায়খানা হওয়ার সম্ভাবনা থাকে

বেশি জিরা খাওয়ার ফলে পেটে ব্যথা হতে পারে

পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে দেহে খারাপ প্রভাব পড়তে পারে

উপরোক্ত যথসামান্য কিছু ক্ষতিকারক দিক ছাড়া এমনিতে জিরার কোনো অপকারিতা নেই।

সুতরাং বিস্তর আলোচনার পরে বোঝাই যাচ্ছে যে আমাদের স্বাস্থ্য রক্ষার্থে জিরা বেশ উপকারক একটি মশলা এবং প্রাকৃতিক ঔষধও বটে। তবে উপরোক্ত এসব উপকারিতা পেতে হলে আমাদের নিয়মিত জিরা খেতে হবে।

কিডনি ভালো রাখুন

জিরার উপকারিতা সম্পর্কে আরো জানতে দেখুন

Leave a Comment