বিকাশের মাধ্যমে অফার নিশ্চিত করতে সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে নতুন বিকাশ অ্যাকাউন্ট চালু করা। নতুন বিকাশ অ্যাকাউন্ট চালু করলেই অফার নিশ্চিত। সাথে আরো অনেকগুলো অফার আছে যেগুলোর জন্য প্রযোজ্য তারাই যারা অনেকদিন বিকাশ অ্যাপস ব্যবহার করেন নি অথবা বিকাশ অ্যাপস-এ লগ-ইন করেননি।
নতুন বিকাশ একাউন্টে কী কী অফার আছে ২০২১?
আমরা যখন ইন্টারেনেট বিকাশ অফার সম্পর্কে জানতে চাই তখন অধিকাংশ সার্চ রেজাল্টগুলো আসে পুরোনো। সময়ের সাথে পোস্টগুলোকে আপডেট করা হয়নি।
কিন্তু আজকে নতুন বিকাশ একাউন্ট অফার ২০২১ সম্পর্কে ফূল ডিটিইলস জানবো এবং কোন কোন বিকাশ অফারগুলো আমাদের জন্য বর্তমানে বিদ্যমান তাও জানবো।
নতুন বিকাশ একাউন্ট অফার ২০২১
নোট: যারা ফেব্রুয়ারী ২০২১ এর পরে নতুন বিকাশ একাউন্ট খুলবেন তাদের জন্য নিম্নের অফারগুলো
- বিকাশ কর্তৃপক্ষ এখন আর পূর্বের ন্যায় ১৫০ টাকা নতুন একাউন্ট খুলা হিসেবে বোনাস দেয় না। সেটি এখন ৭১ টাকায় পরিণত হয়েছে। অতএব, একজননতুন বিকাশ একাউন্ট খুলা গ্রাহক একউন্ট খুলে লগ-উন করলেই ৭১ টাকা বিকাশ বোনাস।
- বিকাশে আরো কিছু বিশেষ পদ্ধতি রয়েছে, যেগুলোর মাধ্যমে সর্বোচ্চ ২৫১ টাকা পর্যন্ত বিকাশ বোনাস পেতে পারেন।
- নতুন বিকাশ গ্রাহক যদি অ্যাপস থেকে নতুন বিকাশ একাউন্ট খুলে তাহলে সে পাবে ৭১ টাকা পর্যন্ত বিকাশ বোনাস।
বিকাশ নতুন একাউন্ট ২০২১ -এর শর্তসমূহ
- আপনার বিকাশ একাউন্ট অবশ্যই অ্যাপস এর মাধ্যমে খুলতে হবে।
- এই বিকাশ বোনাস আপনাকে সাথে সাথে দেওয়া হবে না।
- উক্ত বিকাশ বোনাস কার্য সম্পাদনের পরের ২ কর্মদিবসে পাবেন।
- যদি আপনি বিকাশ ই-রেজিস্ট্রেশন পয়েন্টে বিকাশ একাউন্ট রেজিস্ট্রেশন করেন তাহলে উক্ত অফারসমূহ আপনি পাবেন না তবে অন্য অফার গুলো অবশ্যই আপনি পাবেন।