বাংলাদেশের সেরা সরকারি মেডিকেল কলেজের তালিকা

আসসালামু আলাইকুম, প্রিয় পাঠকবৃন্দ, আজ আমরা আলোচনা করব বাংলাদেশের সেরা সরকারি মেডিকেল কলেজের তালিকা সম্পর্কে। অনেক শিক্ষার্থী স্বপ্ন দেখে মেডিকেল নিয়ে পড়াশোনা করবে এবং ভবিষ্যতে একজন প্রফেশনাল চিকিৎসক হয়ে মানুষের সেবা করবে। মূলত তাদের জন্য আমাদের বাংলাদেশের সেরা সরকারি মেডিকেল কলেজের তালিকা প্রকাশ করা। দেশের ভালো ভালো মেডিকেল কলেজ কোনগুলো এবং সেখানে ভর্তির যোগ্যতা এসএসসি এবং এইচএসসি পাশ করার পর কোন কোন পদক্ষেপ গুলো নিতে হবে সকল বিষয়ে এই আর্টিকেলে দেওয়া থাকবে। 

যারা এসেছি এবং এইচএসসি পাশ করার পরবর্তী সময়গুলোতে এই সকল বিষয়গুলো নিয়ে খুব বেশি চিন্তিত হয়ে পড়েন, তাদের জন্য আজকের আর্টিকেলটি উপকারে আসবে। 

বাংলাদেশের সেরা সরকারি মেডিকেল কলেজের তালিকা

বাংলাদেশ অসংখ্য সরকারি হাসপাতাল রয়েছে যারা চিকিৎসা প্রদান করে থাকে। আবার অনেক হাসপাতাল রয়েছে যারা এমবিবিএস ডিগ্রী সহ বেশ কিছু চিকিৎসা বিষয়ক ডিগ্রী প্রদান করে থাকে। সরকারের হাসপাতালগুলোতে সরকারিভাবে এমবিবিএস পড়ানো হয়ে থাকে। যদি আপনিও বাংলাদেশ সরকারি হাসপাতালগুলোতে পড়াশোনা করতে ইচ্ছুক থাকেন তাহলে আপনাকে বাংলাদেশের অনুষ্ঠিত এমবিবিএস ভর্তি পরীক্ষা তে অংশগ্রহণ করে পাস করতে হবে এবং তখনই আপনি বাংলাদেশ সরকারি হাসপাতালে ভর্তি হতে পারবেন। সরকারিভাবে পাশ করে তারপরে আপনাকে এই কলেজগুলোতে ভর্তি হতে হবে এবং সরকারিভাবে উত্তীর্ণ হওয়ার পর আপনার পড়াশোনার খরচ অনেকটাই কমে যাবে। তাহলে দেখে নেয়া যাক বাংলাদেশের সরকারি হাসপাতাল গুলোর তালিকা। 

ক্রমিক নংমেডিকেল কলেজসংক্ষিপ্ত নামআসন সংখ্যাপ্রতিষ্ঠিতঅধিভুক্তিপ্রশাসনিক বিভাগঅবস্থানওয়েবসাইট
ঢাকা মেডিকেল কলেজডিএমসি২৩০১৯৪৬ঢাবি,বশেমুমেবিঢাকাঢাকাwww.dmc.gov.bd
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজএসএসএমসি২৩০১ জুলাই ১৮৭৫(পূর্ণাঙ্গ মেডিক্যাল কলেজে রূপান্তর: ১৯৭২)ঢাবি,বশেমুমেবিঢাকাঢাকাwww.ssmcbd.net
শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজএসএইচএসএমসি২০০২০০৬ঢাবি,বশেমুমেবিঢাকাঢাকাwww.shsmc.gov.bd
ময়মনসিংহ মেডিকেল কলেজএমএমসি২৩০১৯৬২ঢাবি,বশেমুমেবিময়মনসিংহময়মনসিংহwww.mmc.gov.bd
চট্টগ্রাম মেডিকেল কলেজসিএমসি২৩০১৯৫৭চবি,চমেবি,বশেমুমেবিচট্টগ্রামচট্টগ্রামwww.cmc.gov.bd
রাজশাহী মেডিকেল কলেজআরএমসি২৩০১৯৫৮রাবি,রামেবি,বশেমুমেবিরাজশাহীরাজশাহীrmc.gov.bd
সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজএসওএমসি২৩০১৯৬২শাবিপ্রবি,বশেমুমেবিসিলেটসিলেটmagosmanimedical.com
শের-ই-বাংলা মেডিকেল কলেজএসবিএমসি২৩০১৯৬৮ঢাবি,বশেমুমেবিবরিশালবরিশালওয়েবসাইট
রংপুর মেডিকেল কলেজআরপিএমসি২৩০১৯৭০রাবি,রামেবি,বশেমুমেবিরংপুররংপুরওয়েবসাইট
১০কুমিল্লা মেডিকেল কলেজ১৮০১৯৯২চবি,চমেবি,বশেমুমেবিচট্টগ্রামকুমিল্লাওয়েবসাইট
১১খুলনা মেডিকেল কলেজকেএমসি১৮০১৯৯২রাবি,রামেবি,বশেমুমেবিখুলনাখুলনাওয়েবসাইট
১২শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজএসজেডএমসি১৮০১৯৯২রাবি,রামেবি,বশেমুমেবিরাজশাহীবগুড়াszmc.gov.bd
১৩বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজবিএসএমএমসি১৮০১৯৯২ঢাবি,বশেমুমেবিঢাকাফরিদপুরfmcgov.edu.bd
১৪এম আব্দুর রহিম মেডিকেল কলেজএমএআরএমসি১৮০১৯৯২রাবি,রামেবি,বশেমুমেবিরংপুরদিনাজপুরwww.marmcd.edu.bd
১৫পাবনা মেডিকেল কলেজপিএমসি৭০২০০৮রাবি,রামেবিরাজশাহীপাবনাওয়েবসাইট
১৬আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালী৭০২০০৮চবি,চমেবিচট্টগ্রামনোয়াখালী
১৭কক্সবাজার মেডিকেল কলেজ৭০২০০৮চবি,চমেবিচট্টগ্রামকক্সবাজারwww.coxmc.edu.bd
১৮যশোর মেডিকেল কলেজ৭০২০১০রাবি,রামেবিখুলনাযশোর
১৯সাতক্ষীরা মেডিকেল কলেজ৬৫২০১১রাবি,রামেবিখুলনাসাতক্ষীরা
২০শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজএসএসএনআইএমসি৬৫২০১১ঢাবিঢাকাকিশোরগঞ্জwww.ssnimc.gov.bd
২১কুষ্টিয়া মেডিকেল কলেজকুষমেক৬৫২০১১রাবি,রামেবিখুলনাকুষ্টিয়া
২২শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ৬৫২০১১ঢাবিঢাকাগোপালগঞ্জ
২৩শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজএসটিএএমসি৭২২০১৩ঢাবিঢাকাগাজীপুরstamc.edu.bd
২৪শেখ হাসিনা মেডিকেল কলেজ, টাঙ্গাইল৬৫২০১৪ঢাবিঢাকাটাঙ্গাইল
২৫শেখ হাসিনা মেডিকেল কলেজ, জামালপুর৬৫২০১৪ঢাবিময়মনসিংহজামালপুর
২৬কর্নেল মালেক মেডিকেল কলেজসিএমএমসি৭৫২০১৪ঢাবিঢাকামানিকগঞ্জwww.cmmc.gov.bd
২৭শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ, সিরাজগঞ্জএসএমএমএএমসি৬৫২০১৪রাবি,রামেবিরাজশাহীসিরাজগঞ্জwww.smmamc.gov.bd
২৮পটুয়াখালী মেডিকেল কলেজপিকেএমসি৫১২০১৪ঢাবিবরিশালপটুয়াখালীwww.pkmc.gov.bd
২৯রাঙ্গামাটি মেডিকেল কলেজ৫১২০১৪চবি,চমেবিচট্টগ্রামরাঙ্গামাটিrangamatimc.edu.bd
৩০মুগদা মেডিকেল কলেজ, মুগদা, ঢাকা৭৫২০১৫ঢাবিঢাকাঢাকাwww.mumc.gov.bd
৩১শেখ হাসিনা মেডিকেল কলেজ, হবিগঞ্জ৫১২০১৭সিলেটহবিগঞ্জ
৩২নেত্রকোণা মেডিকেল কলেজ৫০২০১৮ঢাবিময়মনসিংহনেত্রকোণা
৩৩নীলফামারী মেডিকেল কলেজ৫০২০১৮রামেবিরংপুরনীলফামারী
৩৪নওগাঁ মেডিকেল কলেজ৫০২০১৮রামেবিরাজশাহীনওগাঁ
৩৫মাগুরা মেডিকেল কলেজ৫০২০১৮রামেবিখুলনামাগুরাmaguramc.edu.bd
৩৬চাঁদপুর মেডিকেল কলেজ৫০২০১৮চমেবিচট্টগ্রামচাঁদপুর
৩৭বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, সুনামগঞ্জ৫০২০২১সিলেটসুনামগঞ্জbbmcs.edu.bd

বাংলাদেশ বেসরকারি হাসপাতালের তালিকা

অনেক ক্ষেত্রে দেখা যায় বাংলাদেশের বেসরকারি হাসপাতালগুলোতে সরকারি হাসপাতালগুলোর তুলনায় বেশি সুযোগ সুবিধা প্রদান করে থাকে। বাংলাদেশ বেসরকারি হাসপাতালে পড়াশোনা করলে কি পরিমান খরচ হতে হবে সেই বিষয়ে একটি ধারণা দেয়ার চেষ্টা করব। অনেকের দেখা যায় সরকারি হাসপাতাল থেকে বেসরকারি হাসপাতালে পড়তে আগ্রহী প্রকাশ করে থাকেন এজন্য বেসরকারি এই হাসপাতালের তালিকা ও আপনাদের সুবিধার্থে দেওয়া হলো।

Read More  আদার উপকারিতা | স্বাস্থ্যগতভাবে আদা খাওয়ার ১৫টি উপকারিতা
ক্রমিক নংবেসরকারি মেডিকেল কলেজের নামঅবস্থিত
১.আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজধানমন্ডি, ঢাকা
২.বাংলাদেশ মেডিকেল কলেজধানমন্ডি, ঢাকা
৩.জহুরুল ইসলাম মেডিকেল কলেজবাজিতপুর, কিশোরগঞ্জ
৪.জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজসিলেট
৫.জেড.এইচ শিকদার মহিলা মেডিকেল কলেজরায়েরবাজার, ঢাকা
৬.ইন্সটিটিউট অব এপ্লায়েড হেলথ সায়েন্সেস (USTC)চট্টগ্রাম
৭.কম্যুউনিটি বেসড মেডিকেল কলেজময়মনসিংহ
৮.মেডিকেল কলেজ ফর উইমেনউত্তরা, ঢাকা
৯.এনাম মেডিকেল কলেজসাভার, ঢাকা
১০.হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজমগবাজার, ঢাকা
১১.ইব্রাহিম মেডিকেল কলেজশাহবাগ, ঢাকা
১২.ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজঢাকা
১৩.ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজটঙ্গি, ঢাকা
১৪.ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজরাজশাহী
১৫.মাওলানা ভাসানী মেডিকেল কলেজউত্তরা, ঢাকা
১৬.ইবনে সিনা মেডিকেল কলেজকল্যানপুর, ঢাকা
১৭.কুমুদিনী মহিলা মেডিকেল কলেজমির্জাপুর, টাঙ্গাইল
১৮.খাজা ইউনুস আলী মেডিকেল কলেজসিরাজগঞ্জ
১৯.নর্থ ইস্ট মেডিকেল কলেজসিলেট
২০.গ্রীন লাইফ মেডিকেল কলেজগ্রীন রোড, ঢাকা
২১.আদ-দ্বীন মহিলা মেডিকেল কলেজমগবাজার, ঢাকা
২২.ঢাকা কম্যুনিটি মেডিকেল কলেজমগবাজার, ঢাকা
২৩.সেন্ট্রাল মেডিকেল কলেজকুমিল্লা
২৪.ডেল্টা মেডিকেল কলেজমিরপুর, ঢাকা
২৫.নর্দান প্রাইভেট মেডিকেল কলেজরংপুর
২৬.নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজধানমন্ডি, ঢাকা
২৭.সিলেট মহিলা মেডিকেল কলেজসিলেট
২৮.উত্তরা আধুনিক মেডিকেল কলেজঢাকা
২৯.নর্থ বেঙ্গল মেডিকেল কলেজসিরাজগঞ্জ
৩০.শাহবুদ্দিন মেডিকেল কলেজগুলশান, ঢাকা
৩১.তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজটঙ্গি, ঢাকা
৩২.পপুলার মেডিকেল কলেজধানমন্ডি, ঢাকা
৩৩.কম্যুনিটি বেসড মেডিকেল কলেজরংপুর
৩৪.এম.এইচ শমরিতা মেডিকেল কলেজপান্থপথ, ঢাকা
৩৫.মেডিকেল কলেজ ফর উইমেন্সউত্তরা, ঢাকা
৩৬.গণবিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজসাভার, ঢাকা

বেসরকারি মেডিকেলে পড়তে কত টাকা খরচ হয়?

বাংলাদেশের প্রায় ৭০ টির ও বেশি বেসরকারি অনুমোদিত হাসপাতাল বা মেডিকেল কলেজ আছে। আর এই সকল বেসরকারি মেডিকেল কলেজগুলোতে পড়াশোনা করার জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করে থাকেন। কিন্তু প্রশ্ন হচ্ছে বেসরকারি মেডিকেলে পড়তে কত টাকা খরচ হয়ে থাকে? বাংলাদেশ বেসরকারি মেডিকেল কলেজের সংখ্যা প্রায় ৭০ টির বেশি। ৭০ টি মেডিকেল কলেজ হাসপাতাল মিলিয়ে প্রায় ৪০৬৪ টি আসল রয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনার জন্য প্রায় 40 থেকে 59 লক্ষ টাকার মতো খরচ হয়ে থাকে বেসরকারি কলেজে পড়াশোনা করলে। এই টাকার পরিমাণ বেসরকারি হাসপাতাল অনুযায়ী কমবেশি হতে পারে। 

ঢাকার সরকারি মেডিকেল কলেজের তালিকা – বাংলাদেশের সেরা সরকারি মেডিকেল কলেজের তালিকা

বাংলাদেশের সেরা সরকারি মেডিকেল কলেজের তালিকার সাথে এটাও জেনে নেওয়া যাক,  ঢাকার সরকারি মেডিকেল কলেজের তালিকা কি কি। বাংলাদেশে সরকারি বেসরকারি সব মেডিকেল কলেজের নাম আমরা ইতিমধ্যে তুলে ধরেছি। যেগুলো ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরের জেলাগুলোতে অবস্থিত রয়েছে। অনেকেই রয়েছেন এমন ঢাকা সরকারি মেডিকেল কলেজের তালিকা জানতে চান। ঢাকায় মূলত সেরা মেডিকেল কলেজ হিসেবে অবস্থান করছে ঢাকা সরকারি মেডিকেল কলেজ ইউনিভার্সিটি। যেটার অফিসার লিঙ্ক এবং বিস্তারিত সকল বিষয়ে আলোচনা করব এই অংশে। তবে এর পাশাপাশি ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত আরো বেশ কিছু মেডিকেল কলেজের নাম সম্পর্কে জেনে নেওয়া যাক। 

  • মুগদা মেডিকেল কলেজ, মুগদা, ঢাকা
  • শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ
  • স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ
Read More  Transportation Or Logistics Jobs In BD

ঢাকা মেডিকেল কলেজের সিট কয়টি?

ঢাকার মধ্যে সেরা মেডিকেল কলেজটির নাম হচ্ছে ঢাকা সরকারি মেডিকেল ইউনিভার্সিটি। ঢাকা মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সের জন্য সাধারণ আসন সংখ্যা ২২৬ টি এবং মুক্তিযোদ্ধা কোটার জন্য চারটি আসন বরাদ্দ হয়েছে। অর্থাৎ ঢাকা মেডিকেল কলেজে সর্বমোট ২৩০ টি আসন রয়েছে। যেগুলোর মধ্যে আপনি নিজেকে অবস্থান করাতে পারবেন আপনার যোগ্যতা ও দক্ষতা প্রকাশ করার মাধ্যমে। 

বাংলাদেশের সেরা ১০ টি মেডিকেল কলেজ

বাংলাদেশের সেরা দশটি মেডিকেল কলেজের মধ্যে যেই কলেজগুলোর নাম রয়েছে সেগুলোর নিচে দেওয়া হল;

  1. ঢাকা মেডিকেল কলেজ
  2. বাংলাদেশ মেডিকেল কলেজ
  3. স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ
  4. রাজশাহী মেডিকেল কলেজ
  5. গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ
  6. ময়মনসিংহ মেডিকেল কলেজ
  7.  রংপুর মেডিকেল কলেজ
  8. কুমিল্লা মেডিকেল কলেজ 
  9. ইনস্টিটিউট অফ অ্যাপ্লাইড হেলথ সায়েন্সেস 
  10. ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ

উপসংহার

আজকের আর্টিকেল বাংলাদেশের সেরা সরকারি মেডিকেল কলেজের তালিকা সম্পর্কে আমরা আলোচনা করেছি। যে সকল শিক্ষার্থী পড়াশুনা করে ডক্টর হতে চায় তাদের জন্য বাংলাদেশের সেরা সরকারি মেডিকেল কলেজের তালিকা জানা প্রয়োজন। বাংলাদেশের সরকারি ও বেসরকারি কলেজের মধ্যে অনেক সুযোগ-সুবিধা ও খরচের পার্থক্য থাকে। সবকিছু মিলিয়ে সকল শিক্ষার্থী চায় বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে। তাই আপনার জন্য বাংলাদেশের সেরা সরকারি মেডিকেল কলেজের তালিকা উপস্থাপন করা হল। এই সম্পর্কে কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন আমরা দ্রুততার সাথে উত্তর দেয়ার চেষ্টা করব। 

Leave a Comment