S – স দিয়ে মেয়েদের ইসলামিক নাম এর তালিকা 2021

স দিয়ে মেয়েদের ইসলামিক নাম

মেয়ে শিশু জন্মনোর পর থেকেই তাদের নামের ক্ষেত্রে একটি চিন্তা বা উৎসাহ থেকেই যায়। কারো আবার উৎসাহ থাকে বর্ণ নিয়ে। তাই স দিয়ে মেয়েদের ইসলামিক নাম এর একটি লিস্ট নিয়ে আসলাম। ইসলামিক নাম রাখা যে শুধু মেয়েদের বাহ্যিক নাম তা নয়, মুসলিম নামে রয়েছে বরকত। অনেক অপ্রাসঙ্গিক ইসলামিক নাম থাকে, যেগুলোকে আজ পর্যন্ত কোনো মুসলিম তার সন্তানদের ক্ষেত্রে ব্যবহার এবং নামও রাখে নি। তবে মেয়েদের ইসলামিক নাম রাখা মুসলিম মা-বাবাদের দায়িত্বের মধ্যেই পড়ে। সুতরাং পছন্দের বর্ণের নাম খুঁজে রেখে ফেলুন আপনার মেয়ে সন্তানের নাম। হতে পারে সেটা আ দিয়ে মেয়েদের নাম, ম দিয়ে মেয়েদের নাম, র দিয়ে অথবা শ দিয়ে মেয়েদের ইসলামিক সুন্দর নাম। যেমন আজকে আমরা প্রায় ১৫০+ স দিয়ে মেয়েদের ইসলামিক নামের তালিকা পড়ব। গত পর্বে পড়েছি ম দিয়ে ছেলেদের ইসলামিক নাম এবং স দিয়ে ছেলেদের নাম। এইভাবে আমাদের নামের পর্বের পোস্টগুলো চলতে থাকবে।

এখানে উল্লেখিত সকল নামগুলো বাঁচাই করা সুন্দরতম মেয়েদের নাম। এখানে এমন কোনো মেয়েদের নাম ব্যবহার করা হয় নি যা খারাপ দৃষ্টিভঙ্গি তৈরি করবে অথবা ইসলামিকভাবে উক্ত নামটির রয়েছে নেতিবাচক কোনো রকম দিক। তাই গার্ডিয়ান বা পিতা-মাতারা তাদের মেয়ে সন্তানের জন্য স দিয়ে যেকোনো একটি ইসলামিক নাম চয়েজ করতে পারে। চলুন আর্টিকেলটি পড়ি।

বিশেষ দ্রষ্টব্য: পাঠকদের পড়ার সুবিধার্থে এবং শ্রুতিমধুর দেখতে  ২৫টা নামের পর-পর স  দিয়ে ইসলামিক নামের একটা সংক্ষিপ্ত ব্রেক এবং এভাবে  ৫টি ব্রেকের মাধ্যমে  S – স দিয়ে মেয়েদের মোট ১৫০টি ইসলামিক নামের তালিকা উল্লেখ করা হলো।

স দিয়ে মেয়েদের ইসলামিক নাম এর তালিকা-

  • সাবিন = Sabin = উভয়কাল (ইহকাল ও পরকালকে বুঝানো হয়)।
  • সারয়া = Sarya = ধার্মিক নারী।
  • সার্ভিয়া = Sarbia = অর্থের দিক দিয়ে যে অনেক ধনী।
  • সারস = Saras = শুভ খবর দেওয়া নারী।
  • সারুর = Sarur = যে নারী সুখের অধিকারী হয়ে থাকে।
  • সাবের = Saber = ভোরবেলা বা সকালের শুরুর অংশ।
  • সতিলা = Satila = রাজকীয় বংশ অর্থাৎ এক কথায় রাজবংশ।
  • সওয়াবী =Sawyabi = পুরুষ্কার পাওয়াকে বুঝানো হয়েছে।
  • সাওদা = Sawda = অন্ধকার বা কালো কিছুকে বোঝানো হয়।
  • সামরা = Samra = একজন সাহয্যকারী।
  • সাহিরা = Sahira = এমন এক মহিলা যে অত্যন্ত প্রিয় এবং খ্যতিসম্পন্ন।
  • সোহানা =Sahana = কোমল হৃদয় সম্পন্ন নারী।
  • সারফিনা = Sarpina = পরিষ্কার পরিচন্ন পছন্দ করা নারী।
  • সুহেলা = Suhela = সাবলীল নারী বা প্রসিদ্ধ ভদ্র নারী।
  • সুমিরাহ = Sumira = রাজার কণ্যা বা রাজকুমারী।
  • সাফিখা = Shafia = অতি দয়ালু এবং বিবেক সম্পন্ন একজন মহৎ নারী।
  • সাহাদা = Shahada = মহিয়সী নারী।
  • সাগুফতা = Shagufota = সুখময় জীবন-যাপন করা নারী।
  • সাফিয়া = Safia = দয়া, মায়া এবং করুণাময় নারী।
  • সাফাত = Shafat = নিরাময় প্রদান করা মহিয়সী নারী।
  • সাফানা = Shafana = সু-চরিত্র বিশিষ্ট মহৎ নারী।
  • সায়মা = Sayma = রোজা থাকা বিশিষ্ট  ধার্মিক মহিলা।
  • সায়রা = Sayra = বিশেষ একটি পাখি।
  • সাদিকাহ = Sadikah = সত্যবাদী ও অত্যন্ত আন্তরিক নারী।
  • সারিকা = Sarika = প্রকৃতগতভাবে সৌন্দর্যময় নারী।
Read More  এ দিয়ে ছেলেদের ইসলামিক নাম বাংলা অর্থসহ

পাঠকদের সুবিধার্থে স দিয়ে মেয়েদের ইসলামিক নামের প্রথম ব্রেক এটি। উপরের পাঠ করা নামগুলো থেকে ইচ্ছা এবং পছন্দ অনুযায় যেকোনো একটি মেয়ের নাম পছন্দ করে আপনার সন্তানের নাম রাখতে পারেন।

  • সামিনা = Samina = সুখী নারী।
  • সাবিয়া = Sabia = প্রচন্ড ধৈর্যশীল।
  • সীমা = Sima = কপাল।
  • সানজীদাহ = Sanjida = বিবেচক ।
  • সাকেরা = Shakera = কৃতজ্ঞতা প্রকাশকারী নারী।
  • সাবিহা = Sabiha = অত্যন্ত রূপসী।
  • সায়ীদা = Sayida = পুণ্যবতী নারী।
  • সুবাহ = Subha = প্রভাত।
  • সুফিয়া  = Sofia= এমন এক নারী যে আধ্যাত্মিক সাধন করেছে।
  • সরাইয়া = Soryia = একই সাথে সুন্দর ও বিনয়ী।
  • সুমালিয়া = Sumalia = মুখমন্ডল সুন্দর বিশিষ্ট নারী।
  • সুজালা = Sujala = সাহসী এবং অত্যন্ত শক্তিশারী নারী।
  • সেজা = Seja = ধর্মের প্রতি অনুগত ভালো মনের অধিকারী বিশিষ্ট নারী।
  • সুলুফা = Solufa = অগ্রগামী হয়ে যাওয়া।
  • সাজনিন = Shajnin = সৌন্দর্যময় ‍ফুলের ন্যায় নারী।
  • সারমিন = Sarmin = বিনয়ী ও সংযম নারী।
  • সানজা = Sanja = অতিব মর্যাদা ও ভালো চরিত্রের নারী।
  • সামিমা = Samima = সুমিষ্ট গন্ধ।
  • সামিলা = Samila = বন্ধুসুলভ চরিত্রের নারী।
  • সামিসা = Samisa = আকাশের উজ্জ্বল নক্ষত্র।
  • সাকিরা = Sakira = কৃতজ্ঞতা জ্ঞাপন করা নারী।
  • সাহিস্তা = Sahista = বিনয়ী ও ভদ্র নারী।
  • সাহাজানা = Shahajana = রাজার সাথে বিবাহ হওয়া রাজকুমারী।
  • সাহিমা = Sahima = চটপটে ও চালাক নারী।
  • সেহেদ = Sahed = সুন্দর কণ্ঠে কথা বলা নারী।

 স দিয়ে মেয়েদের অনেকগুলো ইসলামিক নাম ইতিমধ্যে পড়েছেন। এখন একটি ছোট ব্রেক নিয়ে মেয়েদের নামের তালিকার পরের অংশ পড়ুন। তবে যেহেতেু ইতিমধ্যে প্রায় ৫০টির উপর মেয়েদের ইসলামিক নাম পড়েছেন,তাই যেকোনো নাম এখন চয়েজ করতে পারন। অন্যথায়, পড়া চালিয়ে যেতে পারেন।

  • সানিকা = Sanika = দৃঢ়ভাবে  সংকল্পকারী নারী অথবা নরম হৃদয়ের নারী।
  • সারসারিল = Sarsaril = রূপবতী।
  • সেহৃশা = Shehusha = নতুন বছরের/দিনের উদীয়মান সূর্য।
  • সালমা-ফাওজিয়া = Salma Faojia= সফল
  • সাকেরা = Sakera = কৃতজ্ঞতা প্রকাশকারী।
  • সুমাইয়া = Sumiya =উচ্চ উন্নত বিশিষ্ট নারী।
  • সেহের = Shera = উজ্জ্বল আলোক রশ্নি।
  • সিরাহ = Sirah = পবিত্র নারী।
  • সিরায়াহ = Shiraha = রাতের ভ্রমণ বা জার্নি।
  • সালমা মাহফুজা = Salma Mahfuja = প্রশান্ত তারা।
  • সাইদা = Saida = নদী।
  • সাইমা = Saima = উপবাস করা নারী।
  • সুলতানা = Sultana = মহারাণীর ন্যায় নারী।
  • সাইরা = Saira = সুন্দরী নারী।
  • সাবরা = Sabra = ধৈর্য ক্ষমতা বিশিষ্ট নারী।
  • সাবি = Sabi = যুবতী নারী।
  • সাবাত = Sabat = যেকোনো কিছু লেখা।
  • সিদরা = Sidra = তারার অংশ বিশিষ্ট নারী।
  • সালিমা = Salima = স্বাস্থ্যবান নারী।
  • সাববী = Sabbi = ভিষন আরামদায়ক।
  • সবরী = Sabri = সহ্য ক্ষমতা বিশিষ্ট নারী।
  • সংঘবী = Sangabi = কোনো নির্দিষ্ট স্থানে ভীড়  করা।
  • সানা = Sana = স্বপ্ন থেকে আসা নারী।
  • সারীণা = Sharina = সাহায্যকারী।
  • সোহিনী = Sohini = রাগী মহিলা বা নারী।

স দিয়ে মেয়েদের ইসলামিক নামের প্রতি আশা করি অনেকটাই এখন আপনার ধারণায় রয়েছে। যদি নাম পছন্দ করতে এখনো না পারেন, তাহলে বাকি অংশটুকু পড়ার প্রতি আহ্বান করছি। আশা করি এখান থেকে যেকোনো একটি নাম পিক করতে পারবেন।

  • সুহাসিনী = Shuhasini = সুন্দর হাসি সম্পন্ন নারী।
  • সেবন্তী = shebonti = সেবায় নিযুক্ত নারী।
  • সোনিয়া = Shonia = স্বর্ণময় সজ্জা বিশিষ্ট নারী।
  • স্বাগতম = Shagotom = আগমন শুভ হওয়া নারী।
  • সনেমী = Sonemi = স্বয়ং সম্পন্ন একজন নারী।
  • স্বাবীনী = Shabini = সোমা প্রস্তুত করা নারী।
  • সুনায়া = Sunaya = বিবেচনা সম্পন্ন নারী।
  • সুননী = Sunoni = সুন্দর চক্ষু বিশিষ্ট নারী।
  • সনোলী = Sunoli = আক্ষেপ নিয়ন্ত্রণে রাখা নারী।
  • সনোজা = Sonuja = অমরশীল বিশিষ্ট মহিলা।
  • সুতাপা = Sutapa = দীর্ঘদিন তাপস্য করা নারী।
  • সনোজা = Sunoja = অমরশীল বিশিষ্ট মহিলা।
  • সুজালা = Sujala = জলপূর্ণ মহিরা।
  • সুচারু = Sucaro = সুন্দর নারী।
  • সুনীতি = Suniti = ভালো দিকের অধিকারী।
  • সুধী = Sudi = অনেক সুন্দর ।
  • সুচিতা = Sucita = সন্তুষ্ট ছবি।
  • সুচিত্রা = Sucitra = সুন্দর করে ছবি বা চিত্র আঁকা।
  • সুচারিতা = Sucarita = স্বভাব সুন্দর বিশিষ্ট নারী।
  • সুনায়ালী = Subayali = সুন্দর চোখ।
  • সিঞ্চিতা = Shinjita = সিঞ্চণ।
  • সাচিকা  = Shacika = দয়ালু ও মার্জিত।
  • সঙ্গতি = Sangoti = মিল থাকা নারী।
  • সাম্প্রীতি = Shampriti = প্রণয়যুক্ত নারী।
  • সাংযুক্তা = Shagjukta = সবাইকে একত্রিত করা।
Read More  ম (M) দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ | ম দিয়ে ছেলেদের নাম

প্রায় লাস্ট দিকে চলে আসছি স দিয়ে মেয়েদের নামের তালিকার অংশের। ইসলামিক অনেকগুলো নতুন নামের সাথে পরিচিত হলেন আশা করি। তবে এখানের সবগুলো নামই কিন্তু সম্পূর্ণ ভাবে ইসলামিক এবং যেকোনো মুসলিম মেয়েদের নাম এইগুলো থেকে যেকোনো একটি রাখা যাবে।

  • সাঞ্জনা = Shanjana = সুরমা পরা নারী।
  • সাবরিয়াহ = Sabria = ভাগ্যবতী।
  • সামিয়া = Samia = রোজাদার নারী।
  • সহেলি = Sheli = বান্ধবী যুক্ত নারী।
  • সাগরিকা = Sahorika = তরঙ্গ।
  • সুরফা = Surfa = উন্নত চরিত্র।
  • সুবহানা = Subhana = পবিত্র বা বিশুদ্ধ নারী।
  • সিদ্দিকা = Sidikka = সত্যবাদী নারী।
  • সিদরা = Sidra = স্বর্গীয় পদ্মা ফুলের গাছ।
  • সিলাই = Silai = বাতাস বা বায়ু।
  • সীলমা = Silma = শান্তি।
  • সীমা = Sima = সীজদার চিহৃ বিশিষ্ট নারী।
  • সীমাদ = Simad = পারদ।
  • সিমিন = Simin = রুপো।
  • সিমরা = Simra = স্বর্গ।
  • সিরীণ = Sirin = আল্লাহর পুরুষ্কার।
  • সিতারা = Sitara = হার স্বীকার করা।
  • সোরিয়া = Soria = ভালো কাজের জন্য ‍পুরুষ্কৃত হওয়া।
  • সোফিয়া = Sofia = সৌন্দর্য।
  • সোমনা = Somna = উজ্জ্বল নারী।
  • সোহা = Shoha =তারা।
  • সোনিয়া = Sonia = বুদ্ধিমতী।
  • সার্যা = Sarja = ধার্মিক মহিলা।
  • সুবাহা = Subha = সুন্দর্য।
  • সুবায়তাহ = Subayatah = সাহসী নারী।

অবশেষে শেষ পর্যায়ে চলে এসছে S – স দিয়ে মেয়েদের নামের তালিকার। এখনোও যদি কোনো রকম নাম চয়েজ না করতে পারেন, তাহলে বাকি নামগুলো পড়তে পারেন এবং চেষ্টা করবেন আরেকবার পুরো নামগুলো রিভিশন দেওয়ার জন্য।

  • সুভাহ = Shubha = সকাল বেলা।
  • সুভানা = Subana = খাঁটি।
  • সুফিয়া = Sufia = রহস্যময় ‍জিনিস।
  • সুঘরা =Sugra = কোমল মহিলা।
  • সহা = Shaha = এক।
  • সুহাইরা = Suhaiba = নারীর সৌন্দর্য।
  • সুজাহ  = Sujaha = সভ্যতা।
  • সুকাইনা = Sukaina = নিস্তব্ধতা।
  • সুলাফা = Sulafa = মনোনীত।
  • সুলাইমা = Sulaima = স্নেহকারী।
  • সুমাইয়া = Sumiya = রাজার মেয়ে।
  • সামিয়া = Samia = রোজাদার নারী।
  • সহেলি = Shelli = বান্ধবী যুক্ত নারী।
  • সাগরিকা = Sagorika = তরঙ্গ।
  • সুরফা = Surfa = উন্নত চরিত্র।
  • সুলতানা = Sultana = মহারাণীর ন্যায় নারী।
  • সাইরা = Saira = সুন্দরী নারী।
  • সাবরা = Sabra = ধৈর্য ক্ষমতা বিশিষ্ট নারী।
  • সাবি = Shabi = যুবতী নারী।
  • সাবাত = Shabat = যেকোনো কিছু লেখা।
  • সিদরা = Sidra = তারার অংশ বিশিষ্ট নারী।
  • সালিমা = Salima = স্বাস্থ্যবান নারী।
  • সার্ভিয়া = Sarbia = অর্থের দিক দিয়ে যে অনেক ধনী।
  • সারস = Saras = শুভ খবর দেওয়া নারী।
  • সারুর = Sarur = যে নারী সুখের অধিকারী হয়ে থাকে।
  • সাবের = Saber = ভোরবেলা বা সকালের শুরুর অংশ।
  • সতিলা = Sutila = রাজকীয় বংশ অর্থাৎ এক কথায় রাজবংশ।
Read More  ছেলেদের আধুনিক নাম এর তালিকা অর্থসহ

উপরোক্ত নামগুলোই ছিল স দিয়ে মেয়েদের ইসলামিক নামের তালিকার অন্তর্গত নাম। আজকের আর্টিকেলে এই পরিমাণ নাম উল্লেখ করা হয়েছে। ক্রমান্বয়ে  এই সাইটে মেয়েদের অন্য বর্ণের নামগুলো প্রকাশ করবো।

নারীদের হাত খরচ দিন সংসারে বরকত ফিরিয়ে আনতে।

স দিয়ে মেয়ে বাবুর ইসলামিক নাম এর অর্থ

স দিয়ে মেয়ে বাবুর ইসলামিক নাম এর অর্থ

এই পার্ট দেওয়ার একমাত্র কারণ হচ্ছে নামের অর্থের গুরত্ব বোঝানোর জন্য। আমরা অনেকে সন্তান জন্ম নেওয়া পর হুট করে ঠিক করে ফেলি সন্তানের কী নাম রাখবো। আবার অনেকে অনেক রকম ইসলামিক নামও রাখার চিন্তা করে ফেলে। কিন্তু অনেকে আছে একবারও ভেবে চিন্তে দেখে না তাদের সন্তানের যে নাম রাখবে তার প্রকৃতগতভাবে অর্থ কী। আরবী বা ইসলামিক নাম হলেই সব কিছু হয় না, কিছু কিছু ইসলামিক মেয়ের নাম আছে, যেগুলো নেতিবাচক অর্থ বহন করে থাকে। তারই প্রেক্ষিতে আজকের আমাদের এই আর্টিকেল। যেন যখনই আমরা স দিয়ে মেয়ে বাবুর ইসলামিক নাম রাখতে যাবো তার অর্থ যাতে সাথে সাথেই পেয়ে যাই বা বোঝে যাই। আজকের আর্টিকেলে মাত্র ১৫০টি মেয়ের ইসলামিক নাম এবং তার সাথে এর অর্থ সহ দেওয়া হয়েছে। এভাবে প্রতিনিয়ত অন্য বর্ণেরও নামগুলো ধীরে ধীরে পোস্ট হবে। আশা করি সন্তানের/বাবুর নামের অর্থ জেনে এবার থেকে নাম রাখবেন।

ব্যর্থ না হওয়ার আমল সম্পর্কে জেনে নিন।

S – সদিয়ে মেয়েদের নামের তালিকা

S - স দিয়ে মেয়েদের নামের তালিকা

উপরে আশানুরূপ স দিয়ে থাকা মেয়েদের নামের তালিকা দিয়েছি। এখন পাঠকদের কাজ হচ্ছে তার পছন্দ অনুযায়ী সেখান থেকে যেকোনো একটি নাম তার সন্তান বা আত্মীয় কারো জন্য পছন্দ করা। ইন্টারনেটে এরকম অরোহ অরোহ নামের তালিকা রয়েছে। কিন্তু অনেকে তারপর সন্তুষ্টজনক মেয়েদের ইসলামিক নাম খুঁজে পায় না। তারই ধারাবাহিকতায় আজকের পোস্টে S স বর্ণ দিয়ে মেয়েদের নামের তালিকা টা দিয়ে দিয়েছি এবং তা ইসলামিক নাম। মনোযোগ সহকারে পাঠক উপরোক্ত নামগুলো পড়ে থাকলে আশা করি এখান থেকে তার পছন্দের নামটি খুঁজে পাবে। তাই যদি স দিয়ে মেয়েদের ইসলামিক নাম খুঁজেই থাকেন, এবং উপরোক্ত আর্টিকেলটি পড়ার পরও চয়েজ করতে পারেনটি, তাহলে আপনার প্রতি রিকোস্টে পোস্টটি আরো একবার মনোযোগ সহকারে পড়ুন অথবা সাইটে দেওয়া অন্য বর্ণের মেয়েদের নামের তালিকাগুলো পড়ুন। আশা করি আপনার আশানুরূপ মেয়েদের নাম পেয়ে যাবেন।

নারী দ্ধারা বিজ্ঞাপন দিয়ে ইমান কীভাবে ধ্বংস করছে জেনে নিন।

স দিয়ে মেয়েদের ইসলামিক নাম সম্পর্কে আরো জানতে-

Leave a Comment