নবীদের স্ত্রীদের নামের তালিকা

আসসালামু আলাইকুম, সুপ্রিয় পাঠকমন্ডলী, আজ আমরা আলোচনা করব নবীদের স্ত্রীদের নামের তালিকা সম্পর্কে। কেননা অনেকেই বিভিন্ন নবীদের স্ত্রীদের নামের তালিকা সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করে থাকেন। আর তারই ধারাবাহিকতায় আপনাদের জানার সুবিধার্থে আজ আমরা তুলে ধরব নবীদের স্ত্রীদের নামের তালিকা সমূহ। এমনকি এই বিষয় সম্পর্কে আমাদের জানার প্রয়োজনীয়তাও রয়েছে। চলুন তাহলে কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক কোন নবীর স্ত্রীরদের নাম কি। 

সকল নবীদের স্ত্রীদের নামের তালিকা

আমাদের ইসলাম ধর্মের সর্বপ্রথম নবী হচ্ছেন হযরত আদম আলাইহি ওয়া সাল্লাম এবং সর্বশেষ নবী হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মাঝে অসংখ্য নবী ও রাসূল আল্লাহ তায়ালা পৃথিবীতে পাঠিয়েছেন এবং তারা চলে গেছেন না ফেরার দেশে। দুনিয়াতে আল্লাহতালার প্রেরিত নবীগণদের সংখ্যা লক্ষাধিক যেটা আমাদের অনেকের জানা।

তাই আমাদের আজকের আলোচনায় সেরা কয়েকজন নবীদের স্ত্রীদের সাথে পরিচয় করিয়ে দেবো অর্থাৎ নবীদের স্ত্রীদের নামের তালিকা তুলে ধরবো। যে ৯ জন নবী হলেন:

  1. হযরত আদম আলাইহি ওয়া সাল্লাম
  2. হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
  3. হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম
  4. হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম
  5. হযরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম
  6. হযরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম
  7. হযরত ইশক আলাইহি ওয়াসাল্লাম
  8. হযরত হারুন আলাইহি ওয়াসাল্লাম
  9. হযরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম

চলুন এবার জেনে নেই নবীদের স্ত্রীদের নামের তালিকা পোষ্টের ধারাবাহিকভাবে এই সকল নবীগণদের স্ত্রীদের নাম কি কি। 

নবী হযরত আদম আলাইহি ওয়া সাল্লাম এর স্ত্রীদের নাম

আমাদের প্রথম নবী আদম আলাইহি ওয়া সাল্লাম এর স্ত্রী ছিলেন প্রথম সৃষ্ট মানবী “ হবা” হাওয়া আলাইহি ওয়াসাল্লাম।

হযরত মুহাম্মদ (সাঃ) এর স্ত্রীদের নাম

আমাদের শেষ নবী ও প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের অধিক বিবাহ করেছেন। নবীজির ছিলেন মোট ১৩ জন স্ত্রী এবং উপপত্নী। যাদের মধ্য থেকে সন্তান জন্ম দিয়েছিলেন নবীর দুইজন স্ত্রী। তারা হচ্ছেন খাদিজা ও মারিয়া আল কিবতিয়া। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীদের নামের তালিকা সমূহ। 

  • খাদিজা বিনতে খুওয়াইলিদ (রাঃ)
  • সারদা বিনতে জমি (রাঃ)
  • আয়েশা বিনতে আবু বক্কর (রাঃ)
  • হাফসা বিনতে ওমর (রাঃ)
  • জয়নাব বিনতে খালিদ (রাঃ)
  • সাফিয়া বিনতে হুয়াই (রাঃ)
  • রামলাহ বিনতে আবু সুফিয়ান (রাঃ)
  • জুয়াইরিয়া বিনতে হারুন আল রশিদ (রাঃ)
  • উম্মে সালমা বিনতে আমর (রাঃ)
Read More  নারীদের আবেদনময়ী বিজ্ঞাপন সম্মান নাকি ফাঁদ?

সকল নবীদের সরদার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ এর উপর নাযিলকৃত সর্বশেষ গ্রন্থ হচ্ছে পবিত্র আল কুরআনুল কারীম। পবিত্র কুরআনে আল্লাহ রাব্বুল আলামীন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীদের বিশেষ মর্যাদা ও সম্মান দান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীদেরকে মুমিনদের মা বলে সম্বোধন করা হয়েছে। মহাগ্রন্থ পবিত্র আল কুরআনে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, 

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীগণ সাধারণ নারী ছিলেন না। এজন্য মহান আল্লাহ তায়ালা তাদেরকে উদ্দেশ্য করে বলেন,

বর্তমান সময়ে অনেক মুসলিম নারীগণ বিবাহের পরে নিজের নামের পাশে স্বামীর নাম যোগ করে পরিচয় দেন। পক্ষান্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র সহধর্মিনীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী হওয়ার সৌভাগ্য লাভ করেন। কিন্তু তারা নিজেদের নামের পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম যোগ করেনি বরং নবীজির স্ত্রীগণ তাদের নামের শেষে পিতার নাম যোগ করে পরিচয় দিতেন। আর নামের শেষে পিতার নাম যোগ করে পরিচয় দেওয়া হচ্ছে পবিত্র আল কুরআনের প্রকৃত শিক্ষা। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেন, 

এ সম্পর্কে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন, 

হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীদের নামের অর্থ সমূহ

আপনার নবজাতক শিশু কন্যার নাম যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীদের নাম অনুকরণে একটি নাম নির্বাচন করতে পারেন এজন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণদের নামের তালিকা অর্থসহ নিচে বাংলা দেয়া হলো। এছাড়া যদি সকল নবীদের স্ত্রীদের নামের তালিকা অর্থসহ জানতে চান তাহলে আমাদের কমেন্টে জানাতে পারেন। আমরা সেই বিষয়ে আর্টিকেল প্রকাশ করব। নিচে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী হওয়ার সৌভাগ্য লাভ করেছেন সে সকল সৌভাগ্য ও মর্যাদাবান নারীদের নাম সংক্ষিপ্ত পরিচয় এর নিচে তুলে ধরা হলো। 

  • খাদিজা – অসম্পূর্ণ
  • সাওদাহ – খেজুর গাছের পূর্ণভূমি
  • আয়েশা – জীবন্ত
  • হাফসাহ – একত্রিত
  • জয়নব – সুগন্ধি
  • জুওয়াইরিয়া – প্রবাহিত ধারা
  • মাইমুনাহ – বারকাত প্রাপ্তা
  • সাফিয়া – ছাটাইকৃত 
  • মারিয়া – বাছুরওয়ালী গাভী
  • রায়হানা – ফুলের তোড়া
  • উম্মে সালামা – নরম হাত-পা ওয়ালী মা
  • উম্মে হাবিবা – প্রিয় পাত্রীর মা 
Read More  শ দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ 2021

হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীদের নাম

হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী ছিলেন ওয়াহিলা। এছাড়াও বলা হয়ে থাকে নয়মা নামেও একজন স্ত্রী ছিলেন হযরত নূহ আলাইহিস সালামের। তবে এটা কতটা সত্য এ সম্পর্কে জানা যায়নি।

হযরত আদম আলাইহি ওয়া সাল্লাম এর স্ত্রীদের নাম

হযরত আদম আলাইহি ওয়া সাল্লাম এর দুইজন পত্নী ছিলেন তারা হচ্ছেন-

হাজেরা ও সারাহ।

হযরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীদের নাম

হযরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী ছিলেন দুইজন। তারা হচ্ছেন-

আদরা (আঃ) ও সাফিয়া (আঃ)।

হযরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীদের নাম

হযরত দাউদ আলাইহি ওয়া সাল্লাম’এর ৯৯ এর অধিক বিবাহ করেছিলেন। জানা গিয়েছে হযরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম ৯৯ টি বিয়ে করার পরবর্তীতে সেনাপতি উরিয়ার স্ত্রীকে নিজের পত্নী বানিয়ে নেন এবং তাদেরই ঘর আলো করে জন্ম হয় নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম এর। সেনাপতির স্ত্রীকে নিজের পত্নী বানিয়ে নেওয়ার ব্যাপারে সুক্ষভাবে জানতে হাদিস বিশ্লেষণ করুন অথবা যে কোন আলেমের সংস্পর্শ নেই।

হযরত ইশক আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীদের নাম

হযরত ইশক আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী ছিলেন দুইজন। তারা হচ্ছেন- সারা (আঃ) এবং রেবেকা (আঃ)। সারা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তার প্রথম স্ত্রী এবং রেবেকা আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় স্ত্রী ছিলেন।

হযরত হারুন আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীদের নাম

হযরত হারুন আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের নাম সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য উপলব্ধ নয়। তার আত্মীয়ের মধ্যে ভাই ছিলেন হযরত মুসা (আঃ) এবং বোন ছিলেন হযরত মরিয়ম (আঃ)।

হযরত ইয়াকুব আঃ এর স্ত্রীদের নাম

হযরত ইয়াকুব আলাইহিস সাল্লাম এর স্ত্রী ছিলেন চারজন। তারা হচ্ছেন- লেয়া (আঃ), রাহেল (আঃ), বিলহা (আঃ) এবং জেহেলা (আঃ) 

উপসংহার

আমাদের আজকের আলোচনার বিষয় ছিল নবীদের স্ত্রীদের নামের তালিকা সম্পর্কে। দুনিয়াতে আল্লাহ তায়ালা অসংখ্য নবী-রাসূল প্রেরণ করেছেন। মোট নবীগণের সংখ্যা প্রায় লক্ষাধিক, সম্পর্কে আমাদের অনেকেরই জানা। তবে আজকের আর্টিকেলে আমরা ৯জন নবীদের স্ত্রীদের নামের তালিকা সম্পর্কে আলোচনা করেছি। অনেকেই নবীদের স্ত্রীদের নামের তালিকা সমূহ জানতে আগ্রহী হয়ে থাকেন, এমনকি এটাই জানা আমাদের জন্য গুরুত্বপূর্ণও বটে। তাই আপনাদের সকলের জানার সুবিধার্থে আমাদের আজকের এই পোস্টটি। ইসলামিক আরো বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে বেশি বেশি আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। নবীগণদের স্ত্রীদের নামের তালিকা জানার পাশাপাশি অন্যান্য কোন বিষয় সম্পর্কে জানতে আগ্রহী থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। 

Read More  নবীদের নামের তালিকা | আদম আ: থেকে মুহাম্মদ সা: পর্যন্ত নবীদের নাম

Leave a Comment