সকল সিমের প্রয়োজনীয় কোড নাম্বার ২০২১ – BD All Sim Code 2021

সকল সিমের প্রয়োজনীয় কোড নাম্বার

বর্তমান প্রযুক্তি নির্ভর যুগে দেশীয় সকল সিমের প্রয়োজনীয় কোড ২০২১ জেনে রাখা মানি নিজেকে এই সেক্টরে আরেক ধাপ এগিয়ে রাখা। আমরা প্রায়ই সময় মোবাইলের প্রয়োজনীয় কাজে অথবা নানা ক্ষেত্রে সিমের কোডের প্রয়োজন হয়। অনেকে সকল সিমের ইন্টারনেট অফার কোড কিংবা আবার অনেকে সকল সিমের মিনিট অফার কোড জানতে চেয়ে ইন্টারনেটে সার্চ দেয়। কী হবে যদি আজকের আর্টিকেলের মাধ্যমে আপনি বাংলাদেশের মধ্যে থাকা সকল সিম অপারেটরের প্রয়োজনীয় কোডগুলো মূহর্তেই জেনে নিতে পারেন? অবশ্যই ব্যাপারটা বিষ্ময়কর হবে!

প্রথমে উল্লেখ করে রাখি বাংলাদেশে জনপ্রিয় সিম অপারেটর কোম্পানি আছে মোট ৫টি। এগুলো হলো- রবি ( Robi ), এয়ারটেল ( Airtel ), গ্রামীণফোন ( Grameenphone ), বাংলালিংক ( Banglalink ), টেলিটক ( TaleTalk ). মূলত এই ৫টি সিম কোম্পানী বর্তমানে বাংলাদেশে তাদের মোবাইল সেবা দিয়ে যাচ্ছে। আলোচনার সুবিধার্থে আজকে আমরা উল্লেখিত সিম অপারেটরগুলো প্রয়োজনীয় সকল প্রকার কোড উল্লেখ করা হবে। সুতরাং আলোচনা দীর্ঘায়িত না করে চলুন বাংলাদেশের সকল সিমের প্রয়োজনীয় আপডেট কোড (২০২১ এর) জানা যাক।

বাংলাদেশের সকল সিমের প্রয়োজনীয় কোড এর লিস্টিং

সকল সিমের ( রবি, এয়ারটেল, গ্রামীণফোন, বাংলালিংক, টেলিটক ) কোড এর তালিকায় আজকে আমরা যা যা শিখবো তার একটা সংক্ষিপ্ত লিস্ট দেওয়া হলো-

  • সকল সিমের নিজ নাম্বার দেখার/চেক দেওয়া কোড
  • সকল সিমের মিনিট অফার এবং মিনিট চেক দেওয়ার কোড
  • সকল সিমের ইন্টারনেট অফার এবং ডাটা চেক দেওয়ার কোড
  • সকল সিমের ব্যালেন্স দেখার কোড নাম্বার
  • সকল সিমের মিসডকল এলার্ট বন্ধ এবং চালূ করার কোড
  • সকল সিমের ইন্টারনেট সেটিংস কোড
  • রিকোয়েস্ট কল কোড
  • এড FNF এবং MMS দেখার কোড সহ আরো অনেক রকম প্রয়োজনীয় সিমের কোড এর তালিকা দেখানো হবে।

চলুন ক্রমান্বয়ে সবগুলো সিমের সব রকমের কোডগুলা জানা যাক। অবশ্যই বলে রাখি এখানে উল্লেখিত কোডগুলো সবগুলোই ভ্যালিড।

রবি সিমের সকল প্রকার প্রয়োজনীয় কোডের তালিকা – Robi Sim All code 2021

রবি সিমের প্রয়োজনীয় কোড নাম্বার

২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত রবি সিমের মোট গ্রাহক বা ব্যবহারকারীর সংখ্যা হচ্ছে ৫ কোটি ৯ লাখ এবং রবি হলো বাংলাদেশের ২য় বৃহত্তম সিম অপারেটর। তাহলে বোঝাই যাচ্ছে এই বিশাল জনসংখ্যার সবারই রবি সিমের প্রয়োজনীয় কোডগুলো জানা গুরুত্বপূর্ণ। আর সেই প্রেক্ষিতেই এখন আমরা জানবো রবি সিমের সকল প্রকার প্রয়োজনীয় কোডগুলো। রবি সিমের কোডগুলো হলো-

  • রবি সিমের নিজ নাম্বার দেখার নিয়ম বা কোড হচ্ছে *2#
  • রবি সিমের ব্যালেন্স দেখার কোড হচ্ছে *222#
  • রবি সিমের এমবি-MB অথবা ডাটা-Data বা ইন্টারনেট-Internet দেখার কোড হচ্ছে *8444*88#
  • রবি সিমে মিনিট দেখার উপায় বা কোড হলো *222*3#
  • ইন্টারনেট এবং মিনিট প্যাকেজ দেখার কোড *140*14#
  • এসএমএস – SMS দেখার কোড হলো *222*11#
  • এমএমএস – MMS দেখতে *222*13#
  • রবি সিমের ইন্টারনেট সেটিংস করতে *140*7#
  • এছাড়াও আছে রবি সিমে মিসডকল এলার্ট চালু করতে ON লিখে 8272 নাম্বারে সেন্ড করুন এবং মিসডকল এলার্ট বন্ধ করতে OFF লিখে পুনরায় 8272 নাম্বারে সেন্ড করুন।

মূলত এগুলোই ছিল রবি সিমের সকল প্রকার প্রয়োজনীয় কোড নাম্বার। এর বাহিরেও যদি আপনাদের কোনো রকম রবি সিমের কোড প্রয়োজন হয়, তাহলে বিনীতভাবে অনুরোধ করা হলো কমেন্টে আমাদের জানান এবং খুব তাড়াতাড়ি তালিকায় অ্যাড করে দেওয়া হবে।

Read More  এয়ারটেল রিচার্জ অফার - Airtel Recharge Offer 2021-22

এয়ারটেল সিমের সকল প্রকার প্রয়োজনীয় কোডের তালিকা – Airtel Sim All Code 2021

এয়ারটেল সিমের প্রয়োজনীয় কোড নাম্বার

এয়ারটেল এবং রবি যৌথভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ক্রমান্বয়ে তাদের গ্রাহকদের পরিমাণ দিন দিন ক্রমশ বাড়ছে। এই বিশাল সংখ্যার গ্রাহকদের সেবার ক্ষেত্রে তারা নির্দিষ্টভাবে একক সিম কোড ব্যবহার করে থাকে। আর সে কারণেই আজকের আমাদের এই আর্টিকেলটি লেখা। চলুন জানা যাক এয়ারটেল সিমের সকল প্রকার প্রয়োজনীয় কোডগুলো। এয়ারটেল সিমের প্রায়োজনীয় কোডগুলো হলো-

  • এয়ারটেল সিমের নিজ নাম্বার দেখার নিয়ম বা কোড হচ্ছে *2#
  • এয়ারটেল সিমের ব্যালেন্স দেখার কোড হচ্ছে *778#
  • এয়ারটেল সিমের এমবি-MB অথবা ডাটা-Data বা ইন্টারনেট-Internet দেখার কোড হচ্ছে *778*39# অথবা *778*4#
  • এয়ারটেল সিমে মিনিট দেখার উপায় বা কোড হলো *778*5# অথবা *778*8#
  • ইন্টারনেট এবং মিনিট প্যাকেজ দেখার কোড *121*8#
  • এসএমএস – SMS দেখার কোড হলো *778*2#
  • এমএমএস – MMS দেখতে *222*13#
  • এয়ারটেল সিমের ইন্টারনেট সেটিংস করতে *140*7#
  • এছাড়াও আছে এয়ারটেল সিমে মিসডকল এলার্ট চালু করতে *121*2*4# ডায়াল করুন এবং মিসডকল এলার্ট বন্ধ করতে পুনরায় *121*3*4# ডায়াল করুন।
  • এয়ারটেল কেয়ারে ফোন দেওয়ার কোড হচ্ছে 121
  • এয়ারেটেল সিমে রিকোয়েস্ট কল কোড হলো *121*5#

আপনি যদি একজন এয়ারটেল ব্যবহারকারী বা গ্রাহক হয়ে থাকেন তাহলে উপরোক্ত এই কোডগুলোর মাধ্যমে আপনি বেশ উপকৃত হবেন। এখানে উল্লেখিত কোডগুলো এয়ারেটেল সিমের জন্য বেশ প্রয়োজনীয় কোড এবং ক্ষেত্র বিশেষে প্রয়োজন অনুযায়ী কোডগুলো ২০২১ সালেও ব্যবহার করা যায়।

গ্রামীণফোন সিমের সকল প্রকার প্রয়োজনীয় কোডের তালিকা – Grameenphone Sim All Code 2021 – GP Sim code

গ্রামীণফোন সিমের প্রয়োজনীয় কোড নাম্বার

অবাক করার তথ্য হলো বাংলাদেশে বর্তমানে গ্রামীণফোন ব্যবহারকারীর সংখ্যা হলো ৭ কোটি ৬৪ লাখ ৬২ হাজারের উপর। এবং এই সংখ্যাটা দিন দিন বেড়ে চলছে। বিশাল একটা সংখ্যার অংশ কিন্তু বর্তমানে গ্রামীণফোন ইউজার। তাদের প্রয়োজনের ভিত্তিতেই গ্রামীণফোন সিমের অথবা জিপি সিমের সকল প্রকার প্রয়োজনীয় কোডগুলো নিয়ে উপস্থিত হলাম। চলুন, ক্রমান্বয়ে গ্রামীণফোনের সকল প্রকার গুরুত্বপূর্ণ কোডগুলো জানা যাক। গ্রামীণফোনের প্রয়োজনীয় কোডগুলো হলো-

  • গ্রামীণফোন সিমের নিজ নাম্বার দেখার নিয়ম বা কোড হচ্ছে *2#
  • গ্রামীণফোন সিমের ব্যালেন্স দেখার কোড হচ্ছে *566#
  • গ্রামীণফোন সিমের এমবি-MB অথবা ডাটা-Data বা ইন্টারনেট-Internet দেখার কোড হচ্ছে *121*4#
  • গ্রামীণফোন সিমে মিনিট দেখার উপায় বা কোড হলো *121*1*2#
  • ইন্টারনেট এবং মিনিট প্যাকেজ দেখার কোড *121*1*6#
  • এসএমএস – SMS দেখার কোড হলো *121*1*2#
  • এমএমএস – MMS দেখতে *121*1*2#
  • গ্রামীণফোন সিমের ইন্টারনেট সেটিংস করতে *121*1#
  • এছাড়াও আছে গ্রামীণফোন সিমে মিসডকল এলার্ট চালু করতে START MCA লিখে 6222 নাম্বারে সেন্ড করুন এবং মিসডকল এলার্ট বন্ধ করতে STOP MCA লিখে পুনরায় 6222 নাম্বারে সেন্ড করুন।
  • মিনিটি কিনতে ডায়াল করুন *121*4#
  • এমবি – MB কিনার কোড হচ্ছে *121*3#
  • ডিলিট FNF এর কোড হলো *121*1*5*3#
  • এড FNF এর কোড হলো *121*1*5*1#
  • গ্রামীণ ফোনের রিকোয়েস্ট কলের কোড হচ্ছে *123*নাম্বার#
  • পরিবর্তন FNF কোড হলো *121*1*5*5#
  • ডিলিট Supper FNF কোড হলো *121*1*5*3#
  • জিপি বা গ্রামীণফোণ কাস্টমার কেয়ার নাম্বার হলো 121
Read More  টেলিটক ব্যালেন্স চেক কোড সহ সকল তথ্য

এগুলোই হলো মূলত জিপি বা গ্রামীণফোনের অত্যাবশ্যকীয় কিছু কোড নাম্বার। যা একজন গ্রামীণফোন সিম ব্যবহারকারীর প্রতি ক্ষেত্রে দরকার লাগতে পারে। তবে আশাবাদী এই যে, এখানে উল্লেখিত গ্রামীণফোনের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কোডগুলো ছাড়া অন্য কোডগুলো বেশি দরকার হয় না ব্যবহারকারীদের। তাই, এরপরও যদি আনাদের দরকারী কোড এখানে না এড করা থাকে তাহলে অনুগ্রহ পূর্বক আমাদের কমেন্ট অথবা মেসেজ করতে পারেন। পাশাপাশি ফেজবুকেও আমাদের ফলো করতে পারেন।

বাংলালিংক সিমের সকল প্রকার প্রয়োজনীয় কোডের তালিকা – Banglalink Sim All Code 2021

বাংলালিংক সিমের প্রয়োজনীয় কোড নাম্বার

২০০৬ সালের ডিসেম্বর পর্যন্ত বাংলালিংকের ব্যবহারকারী সংখ্যা হচ্ছে প্রায় ৩.৬৪ মিলিয়ন এবং তা বর্তমান ২০২১ এ এসে বাংলালিংকের মোট ব্যবহারকারীর সংখ্যা হয়েছে ৩ কোটি ৬৩ লক্ষ ৩০ হাজার + পাশাপাশি দৈনিক এর সংখ্যা ক্রমশ বাড়ছে। তবে সব বাংলালিংক সিম ব্যবহারকারী সবাই কিন্তু বাংলালিংক সিমের সকল প্রকার প্রয়োজনীয় কোডগুলো সম্পর্কে আইডিয়া বা ধারণা রাখে না। তবে প্রায় সময় ঐ কোডগুলো আমাদের দরকার পড়ে। তাদের বিষয়টা মাথায় রেখেই উক্ত পোস্টটি। চলুন জানা যাক বাংলালিংক সিমের সকল প্রকার প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কোডগুলো। বাংলালিংক সিমের প্রায়োজনীয় কোডগুলো হলো-

  • বাংলালিংক সিমের নিজ নাম্বার দেখার নিয়ম বা কোড হচ্ছে *511#
  • বাংলালিংক সিমের ব্যালেন্স দেখার কোড হচ্ছে *124#
  • বাংলালিংক সিমের এমবি-MB অথবা ডাটা-Data বা ইন্টারনেট-Internet দেখার কোড হচ্ছে *124#5#
  • বাংলালিংক সিমে মিনিট দেখার উপায় বা কোড হলো *124#2#
  • ইন্টারনেট এবং মিনিট প্যাকেজ দেখার কোড *125#
  • এসএমএস – SMS দেখার কোড হলো *124#3#
  • এমএমএস – MMS দেখতে *124#2#
  • বাংলালিংক সিমের ইন্টারনেট সেটিংস করতে All লিখে 3343 ডায়াল করুন।
  • এছাড়াও আছে বাংলালিংক সিমে মিসডকল এলার্ট চালু করতে START লিখে 622 নাম্বারে সেন্ড করুন এবং মিসডকল এলার্ট বন্ধ করতে STOP লিখে পুনরায় 622 নাম্বারে সেন্ড করুন।

উপরোক্ত প্রয়োজনীয় কোডগুলোই একজন বাংলালিংক ব্যবহারকরীর বেশি দরকার পড়ে। তাই অযথা লিস্ট বড় না করে বাচাই করে বাংলালিংক সিমের সকল প্রকার প্রয়োজনীয় কোডগুলো এখানে উল্লেখ করা হয়েছে। আশা করি এই বিশাল জনগোষ্ঠীর একটা অংশ আজকের এ পোস্টেটি দ্ধারা বেশ উপকৃত হবে। তাই পোস্টটি পড়ে উপকৃত হলে অন্তত একটি কমেন্ট করে দিন এবং জানিয়ে দিন বাংলালিংক সিমের দরকারী কোন কোড বাকি রয়েছে কি-না যা এই লিস্টে অনুপস্থিত।

টেলিটক সিমের সকল প্রকার প্রয়োজনীয় কোডের তালিকা – TaleTalk Sim All Code 2021

টেলিটক সিমের প্রয়োজনীয় কোড নাম্বার

বাংলাদেশে মোট টেলিটক সিম ব্যবহারকারীর সংখ্যা হচ্ছে ৫৮ লক্ষ ২০ হাজার+ এবং তা ডেইলি বৃদ্ধি পাচ্ছে। ২০২১ সালে বাংলাদেশের ডাক টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ঘোষণা দেন যে খুব দ্রুত টেলিটক সিমে ৫ জি নেটওয়ার্ক – 5G Network চালু করবে এবং এরই ধারাবাহিকতায় দিন দিন টেলিটকের ব্যবহারকারীর সংখ্যা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। সংখ্যায় এতো বিশাল একটি জনগোষ্ঠীর সুবিধার্থে আজকের আমরা আলোচনা করবো টেলিটকের প্রয়োজনীয় সকল প্রকার কোড নিয়ে। যা একজন টেলিটক ব্যবহারকারী হিসেবে সবারই জানা উচিত। চলুন জানা যাক টেলিটকের প্রয়োজনীয় সকল প্রকার কোডগুলো। টেলিটকের প্রয়োজনীয় কোডগুলো হলো-

  • টেলিটক সিমের নিজ নাম্বার দেখার নিয়ম বা কোড হচ্ছে Tar লিখে 222 সেন্ড করুন।
  • টেলিটক সিমের ব্যালেন্স দেখার কোড হচ্ছে *152#
  • টেলিটক সিমের এমবি-MB অথবা ডাটা-Data বা ইন্টারনেট-Internet দেখার কোড হচ্ছে *152#
  • টেলিটক সিমে মিনিট দেখার উপায় বা কোড হলো *778*5# অথবা *778*8#
  • ইন্টারনেট এবং মিনিট প্যাকেজ দেখার কোড *121*8#
  • এসএমএস – SMS দেখার কোড হলো *152#
  • এমএমএস – MMS দেখতে *152#
  • টেলিটক সিমের ইন্টারনেট সেটিংস করতে SET লিখে 738 নাম্বারেসেন্ড করুন।
  • এছাড়াও আছে টেলিটক সিমে মিসডকল এলার্ট চালু করতে REG লিখে 2455 নাম্বারে সেন্ড করুন এবং মিসডকল এলার্ট বন্ধ করতে CAN লিখে পুনরায় 2455 নাম্বারে সেন্ড করুন।
  • টেলিটকে ফ্রী এমবি ব্যালেন্স – Free MB Balance দেখতে *152# ডায়াল করুন।
  • টেলিটক কেয়ার কোড  – TaleTalk care code হচ্ছে 121 ডায়াল করুন।
Read More  গ্রামীণফোন জরুরি ব্যালেন্স: Grameenphone Emergency Balance

এগুলোই ছিল টেলিটকের সকল ধরনের প্রয়োজনীয় কোড নাম্বার। এখান থেকে আপনার যেগুলো প্রয়োজন সে মোতাবেক ডায়াল করুন এবং সেবা গ্রহণ করুন। উপরোক্ত টেলিটকের কোড ছাড়াও যদি আপনাদের নিকট আরো গুরুত্বপূর্ণ অথবা প্রয়োনীয় অন্য আরো কোড জানা থাকে, যা একজন টেলিটক ব্যবহারকারীর জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাহলে দয়া করে তা কমেন্ট করুন। অতি দ্রুত আমরা তা লিস্টে অ্যাড করে দিবো।

আজকের পোস্টটি মূলত বাংলাদেশে সেবা দানকারী সকল সিমের প্রয়োজনীয় কোড এর তালিকাগুলো নিয়েই। আশা করি ‍উক্ত পোস্টটি আপনাদের বেশ ভালো লেগেছে এবং একই সাথে আপনারা বেশ উপকৃত হয়েছেন। এখানে উল্লেখিত সিমের কোডগুলোর মধ্যে যদি গুরুত্বপূর্ণ কোনো কোড বাকি থাকে যা আপনি সিউর জানেন, তাহলে দয়া করে কমেন্ট করে জানিয়ে দিন। আমরা খুব দ্রুত তা আমাদের সাইটে অ্যাড করে দিবো।

সকল সিমের প্রয়োজনীয় কোড জানার প্রয়োজনীয়তা কী?

সকল সিমের প্রয়োজনীয় কোড জানার প্রয়োজনীয়তা

একজন নির্দিষ্ট সিমের ব্যবহারকারীকে বাংলাদেশে সেবা দানকারী সকল সিমের প্রয়োজনীয় কোডগুলো মনে রাখার দরকার নেই। তবে সে তো কোনো না কোনো একটি বা একাধিক সিম কার্ড ব্যবহার করছে। মূলত ঐ নির্দিষ্ট সিম কার্ডের অতীব প্রয়োজনীয় কোডগুলো মনে রাখলে অথবা  এই আর্টিকেলে উল্লেখিত কোডগুলো নোট করে রাখলে প্রায়ই সময় বেশ উপকৃত হবেন আশা করি। তবে সিমের কোড মনে রাখলে অথবা জেনে রাখলে অনেক উপকার হয়। যেমন প্রায়ই সময় আমদের অন্যরা জিজ্ঞেস করতে পারে নির্দিষ্ট একটি কোড। হতে পারে তা রিচার্জের কোড, কীভাবে এমবি বা ডাটা চেক করে তার কোড, অথবা মোবাইল দিয়ে কীভাবে মিনিট চেক দেওয়া যায় তার কোড নাম্বার বা এরকম টাইপের প্রয়োজনীয় অনেক কারনগুলোর কোড। আর শুধু অন্যদের দরকার পড়বে তা নয়, ক্ষেত্র বিশেষে আপনার নিজেরও দরকার হবে। এমতোবস্থায় যদি আপনি সিমের প্রয়োজনীয় কোডগুলো জানেন অথবা জানা থাকে তাহলে ব্যাপারটা কেমন হবে? অবশ্যই মূর্হর্তেই আপনি সমস্যার সলিউশন করে ফেলবেন। মূলত এসব কারণেই একজন সিম ব্যবহারকারী হিসেবে ঐ নির্দিষ্ট সিমের সকল কোড জানা অথবা মনে রাখা অনেক গুরুত্বপূর্ণ।

বর্তমানে সকল সিম গ্রাহকই কম-বেশি মোবাইল ব্যাংকিং ব্যবহার করে থাকে। কেউ হয়তো বিকাশ মোবাইল ব্যাংকিং, কেউ রকেট মোবাইল ব্যাংকিং আবার কেউ-বা নগদ মোবাইল ব্যাংকিং ব্যবহার করে থাকেন। আপনাদের চাহিদা অনুযায়ী সমস্তু ডিটেইলস, অফার, প্রয়োজনীয় কোড সহ অনেক আপডেট তথ্য পড়ে আসতে পারেন।

সকল সিমের প্রয়োজনীয় কোড সম্পর্কে আরো জানতে

Leave a Comment