বিকাশ অ্যাপস-এ নতুন কাউকে ব্যবহারে উদ্বুদ্ধ করে লেনদেন নিশ্চিত করলেই উদ্বুদ্ধকারী বিকাশ গ্রাহকের ১০০ টাকা নিশ্চিত বিকাশ রেফার বোনাস!
বিকাশ কর্তৃপক্ষ অফিসীয়্যালী অ্যানাউন্স করেছে বিকাশ রেফার অফার ২০২১ এর বিস্তারিত। আজকের আমাদের এই আর্টিকেলে বিকাশ রেফার অফার ২০২১ এর সম্পূর্ণ ডিটেইলস নিয়ে আলোচনা করবো।
আপনার প্রিয়জন, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সবাইকে আপনার বিকাশ অ্যাপস-থেকে রেফার করে তাদের দ্ধারা প্রথম লেনদেন করাতে পারলেই পেয়ে যাবেন ১০০ টাকা বোনাস। এর জন্য আপনার প্রিয়জনকে আপনার রেফার লিংক সেন্ড করতে হবে। সেই লিংক-এ ক্লিক করে যদি কেউ অ্যাপস ডাউনলোড করে লগ-ইন করে এবং প্রথম লেনদেন সম্পূর্ণ করে, তাহলে আপনি সাথে সাথেই পেয়ে যেতে পারেন বিকাশ রেফার অফারটি।
আর রেফার লিংক পেয়ে পেয়ে যদি কেউ অ্যাপস ব্যবহার করা শুরে করে, তাহলে সে পাবে ৫০ টাকা বোনাস।
নোটঃ আগামী ৩১ মে পর্যন্ত চলবে বিকাশ রেফার অফার ২০২১
ক্যাম্পেইন চলাকালীন সময়ে একজন বিকাশ গ্রাহক যত-খুশি রেফার করতে পারবে এবং সেন্ড করা রেফার লিংক থেকে সফল লগ-ইন করলে মিলবে প্রতি ক্ষেত্রে ১০০ টাকা করে বোনাস।
বর্তামন যারা বিকাশ গ্রাহক কিন্তু বিকাশ অ্যাপস ব্যবহারকারী নয়, তাদের জন্যও রয়েছে অফার। নন-অ্যাপস ব্যবহারকরী যদি প্রথম বিকাশ অ্যাপস-এ লগ-ইন করে কোনো রকম লেনদেন করে, তাহলে সে ২৫ টাকা ক্যাশব্যাক অফারটি পেতে পারে। আর এটিও ৩১ মে পর্যন্ত বিবেচিত।
বিকাশ রেফার অফার ২০২১ বিস্তারিত
- আপনার সেন্ডকৃত রেফার লিংক থেকে অ্যাপস ডাউনলোড করতে হবে এবং লেনদেন সম্পূর্ণ করলেই ১০০ টাকা বোনাস পাবেন।
- Menu>Refer bKash Apps থেকে বিকাশ রেফার লিংক পাঠাতে পারবেন। বিকাশ অ্যাপস থেকে পেতে পারেন bKash Offer
- লিংক রেফারকারী যেকোনো মাধ্যম তথা এসএমএস, সোশ্যাল মিডিয়া, চ্যাট ইত্যাদির মাধ্যমে রেফার লিংক সেন্ড করতে পারবে।
- রেফারকারীর সেন্ডকৃত সফল লিংকে পাবে ১০০ টাকা করে বোনাস।
বিকাশ রেফার অফারের শর্তাবলি
- অফার চলাকালীন সময়ে এই বিকাশ অপারটি প্রযোজ্য। অর্থাৎ ৩১মে পর্যন্ত একজন রেফাকারী ১০০ টাকা বোনাস পাবে রেফারের মাধ্যমে।
- অফার চলাকালীন সময়ে রেফার করা লিংক থেকে অ্যাপস ডাউনলোড করে লেনদেন করতে হবে।
- যত খুশি রেফার করা যাবে।
- নন-বিকাশ গ্রাহকদের ক্ষেত্রে বিকাশ রেফার অফারটি প্রযোজ্য নয়।
এই ছিল বিকাশ রেফার অফার ২০২১ এর সমস্ত বিষয়বস্তু। আশা করি একজন বিকাশ গ্রাহক উপরোক্ত বিষয়গুলো মাথায় রেখে টার্গেটেড কর্ম চালিয়ে গেলে বিকাশ রেফার অফারটি পেতে পারে।
বিকাশ নতুন একউন্ট ২০২১ সম্পর্কে জানার জন্য ক্লিক করুণ