Bangla paragraph – সব ধরনের বাংলা রচনাগুলো পড়ে নিন

Bangla Paragraph
Bangla

Bangla paragraph অথবা বাংলা রচনা আমাদের শিক্ষার্থীদের ছাত্র-জীবনে এক অনন্য প্রবাহ ধারা তৈরি করেছিল ঠিক একইভাবে যারা এখন শিক্ষার্থী, তাঁরাও এই সেইম ফিলটি নিচ্ছে। এখন প্রশ্ন হতে পারে যে Paragraph-প্যারাগ্রাফ কাকে বলে? বিহ্যিকভাবে প্যারাগ্রাফ- paragraph হলো একটু সুনির্দিষ্ট কোনো একটি বিষয়কে কেন্দ্র করে এক বা একাধিক কতগুলো পরস্পর সম্পর্ক যুক্ত বাক্যের পরপর গুচ্ছকে প্যারাগ্রাফ- paragraph বলে। এখন প্রশ্ন হলো Bangla Paragraph – বাংলা প্যারাগ্রাফ কাকে বলে? মূলত Bangla Paragraph এর সংজ্ঞাও সেইম কিন্তু এখানে শুধু বাক্যগুলো অথবা ভাষাটা হবে বাংলায়। আর এটাকেই Bangla Paragraph বলে।

এখন আলাদা আলাদা ভাবে প্যারাগ্রাপ এবং বাংলা প্যারাগ্রাফ উল্লেখ করা বেশ একটি অসৌন্দর্যপূর্ণ দেখা যায়। যে বিধায়, প্যারাগ্রাফ নিয়ে সমস্ত আলোচনা হবে। শুধু ভাষাটাকে বাংলা ধরে নিলেই হবে। তাহলে চলুন বেশ কিছু তথ্য প্যারাগ্রাফ-Bangla paragraph সম্পর্কে জানা যাক।

প্যারাগ্রাফ – Paragraph লেখার নিয়ম গুলো কি?

সাধারণভাবে আমরা বই-পত্রে যেভাবে প্যারাগ্রাফ লিখতে দেখি, মূলত সেভাবেই প্যারাগ্রাফ লেখা হয়। তবে আপনি যদি আরো কয়েকটি বিষয়ের উপর তীক্ষ্ণ নজর দেন,তাহলে পূর্বের চেয়ে ব্যাটার প্যারাগ্রাফ লিখতে পারবেন। এখন প্রশ্ন আসতে পারে যে, কি কি বিষয়গুলোকে কেন্দ্র করে একটি ভালো ও সৌন্দর্যময় প্যারাগ্রায় লিখতে পারবো? হ্যাঁ, খুবই সিম্পল এটি। এখানে বেশ কয়েকটি দিককে চিহ্নিত করে দেওয়া হলো, যেগুলোর প্রতি নজর দেওয়ার মাধ্যমে আপনিও বেশ ভালো একটি প্যারাগ্রাফ লিখতে পারবেন। সেগুলো হলো-

  • কেবল মাত্র একটি মূলভাব অবলম্বনে একটি Paragraph লিখতে হবে
  • মূলভাব সম্বন্ধে ভালোভাবে চিন্তা করতে হবে
  • Paragraph টি অযথা দীর্ঘ করা যাবে না। এর মাঝে কোন বক্তব্যের পুনরাবৃত্তি থাকবে না
  • paragraph এর বাক্যগুলোকে ধারাবাহিকভাবে বিন্যস্ত করতে হবে। বিশেষ করে শুরু এবং শেষে ব্যবহৃত বাক্যকে একে অপরের অনুগামী হতে হবে।

মূলত আপনাকে এই বিষয়গুলোর প্রতি যত্নশীল হতে হবে হোক সেটা Bangla Paragraph অথবা ইংলিশ প্যারাগ্রাফ। মূলত সকল প্যারাগ্রায়ের গঠনমূলত অবস্থা একই। তাই যখন আপনি একটি প্যারাগ্রাফ লিখতে চাইবেন, ঠিক তখনই আপনাকে উক্ত জিনিসগুলোর উপর দৃঢ়ভাবে নজর রাখতে হবে।

কয়েকটি বাংলা প্যারাগ্রাফ – Some Bangla Paragraph

কয়েকটি বাংলা প্যারাগ্রাফ Some Bangla Paragraph

সত্যিকার অর্থে কয়েকটিকে প্যারাগ্রাফকে নির্দিষ্টভাবে কোনো ভাবেই সম্ভব নয় হাহইলাইট করা। যদিও আমাদের মধ্যে অনেকেই আছি, যে কি-না ভিন্ন ভিন্ন প্যারাগ্রাফ এর উপরে বেশ দক্ষ। তবে এই কথা বলে রাখা ভালো যে, খুব শীঘ্রই আমাদের সাইটে বেশ কিছু জনপ্রিয় এবং জ্ঞানগর্ভ প্যারাগ্রাফ বা রচনা নিয়ে আসবো, যেগুলো সম্পর্ণভাবে বাংলা ভাষায় হবে। এখান কয়েকটি দেওয়া হলো-

  • book fair paragraph in bengali
  • rainy season paragraph in bengali
  • cow paragraph in bengali
  • rabindranath tagore paragraph in bengali
  • winter morning paragraph in Bengali
Read More  কাঠালি কলার উপকারিতা: পুষ্টিতে ভরপুর

এখানে তো শুধু মাত্র কয়েকটি প্যারাগ্রাফ এর নাম উল্লেখ করালাম, যা বর্তমানে বেশ জনপ্রিয় প্যারাগ্রাপ এর মধ্যে রয়েছে। তবে আপনারা যদি আরো অনেকগুলো বেশ চমৎকার চমৎকার প্যারগ্রাফ সম্পর্কে জানতে চান, তাহলে আমাদের সাইটিকে ভিজিট করতে পারেন। আশা করি বাংলা প্যারাগ্রাফ তথা Bangla paragraph সম্পর্কে বেশ ভালো জ্ঞান লাভ করতে পারবেন।

Bangla paragraph নিয়ে শেষ কথা

বাংলা প্যারাগ্রাফ এর সাথে যেহেতু আমরা অনেক আগ থেকেই পরিচিত এবং ভবিষ্যৎও আমাদের সন্তাদেরকে বা ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষা দিতে হবে, সে সুবাধে আমাদের বড়-ছোট সবারই বাংলা প্যারাগ্রাফ সম্পর্কে অবগত থাকা উচিত। যদিও এটি হবে বাংলা ভাষায়। যে বিধায় অনেকে অগ্লামি অথবা অলসতা করে থাকে। কিন্তু নিয়ম অনুযায়ী যদি কোনো ছাত্র তার পরীক্ষার খাতায় খুব সুন্দর করে প্যারাগ্রাফ বা রচনা লিখে, তাহলে সে অন্যদের তুলনায় তুলনামূলকভাবে বেশ ভালো নাম্বার পরীক্ষায় পাবে। তাই ছাত্রবস্থায়, সকল ছাত্রছাত্রীদের এই বিষয়টি সম্পর্কে অবগত থাকা উচিত।

Bangla paragraph – বাংলা প্যারাগ্রাফ সম্পর্কে আরো জানতে

Leave a Comment