Cow paragraph in Bengali language – গরু রচনা

Cow paragraph in Bengali

Cow paragraph in Bengali language – অথবা বাংলায় গরু রচনা লিখে বর্তমানে বিভিন্ন প্লাটফর্মে প্রচুর সার্চ হচ্ছে। তাই আজকের আর্টিকেলে আমরা গরুর রচনার নিয়ে এসেছি এবং এটি এমনভাবে সাজানো হয়েছে, যেন দ্ধিতীয় শ্রেণীর শিক্ষার্থী হতে হাই লেভেলের শিক্ষার্থীদেরও কাজে লাগে। সামগ্রিকভাবে গরুর সব ধরনের বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। Cow paragraph বা গরু রচনা সবচেয়ে বেশি ক্লাস পরীক্ষা সহ অন্যসকল পরীক্ষায় এসে থাকে বাংলাদেশ ও ভারতে। জানলে অবাক হবেন যে, এমনও রেকর্ড রয়েছে যে, পশ্চিমবঙ্গে গরুর রচনা লিখে সিভিল সার্ভিসে ডেপুটি কালেক্টরও হয়েছেন। যদিও বিশ্বাস হতে হিমশিম খাওয়ারই স্বাভাবিক। তাই দয়া করে একটু ইন্টারনেট সার্চ করুন উল্লেখকৃত টার্ম দিয়ে। আশা করি পেয়ে যাবেন যথাযথ উত্তর। ( বাংলা সকল ধরনের রচনাগুলো পড়ুন এবং রবীন্দ্রনাথ ঠাকুর রচনা )

একজন বাঙ্গালি জাতিয়াতাবাদী হিসেবে গরুর রচনা লিখা যদিও অনেকের নিকট বেশ সহজ একটি ব্যাপার কিন্তু ব্যাপারটি যে সবার নিকট, তা মোটেও ঠিক নয়। কেননা আমাদের মাঝে এমনও মানুষ আছে, যারা শুধু মাত্র গরু দেখেছে কিন্তু গরুর ডিটেইলস সম্পর্কে একেবারে সম্পূর্ণ অজ্ঞ। আর সেই সমস্ত শিক্ষার্থী বা মানুষদের জন্যই আজকের আমাদের এই Cow paragraph in Bengali language – অথবা বাংলায় গরু রচনা নামক আর্টিকেলটি। এখানে আজকের আপনি গরু সম্পর্কে সম্পূর্ণভাবে একটি ইউনিক ধারণা পাবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, যেসব শিক্ষার্থীরা আজকের এই আর্টিকেলটি পড়বে, তাঁরা তাদের পরীক্ষায় সম্ভাবনাময় আশা গরুর রচনাটি এখান থেকেও শিখতে পারে। কেননা ইন-ডেপ্ত ডিটেইলসসে সাজানো হয়েছে আজকের গরুর রচনা সম্বোলিত আর্টিকেলটি। তাহলে বিলম্ব না করে চলুন গরু রচনার মাধ্যমে সম্পূর্ণ তথ্য জানা যাক। ( বইমেলা রচনা পড়ুন )

Cow paragraph in Bengali language – বাংলায় গরু রচনা

Cow paragraph in Bengali language – বাংলায় গরু রচনা

আজকের আর্টিকেলটি যেহেতু বিশেষ করে শিক্ষার্থীদের কে কেন্দ্র করেই এবং তা প্রাথমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের জন্য বেশ কার্যকারী হবে। তাই যদি আপনিও গরু রচনা সম্পর্কে অবগত না থাকনে, তাহলে পুরো কন্টেন্টটি মনোযোগ সহকারে পড়তে পারেন। আশা করি গরু সম্পর্কে এবং গরু রচনা সম্পর্কে পজেটিভ একটি মেসেজ আপনি পাবেন। তাহলে যেহেতু রচনা আকৃতির উপর ভিত্তি করেই পুরো আর্টিকেলটি, তাহলে এর একটি চিত্র তুলে ধরি। মূলত আজকের আর্টিকেল গরু রচনা কভার করার ক্ষেত্রে যেসব বিষয়বস্তু বা হেডিং সাবহেডিং থাকবে, সেগুলো হলো-

  • ভূমিকা
  • আকার ও আকৃতি
  • খাদ্য
  • জীবন-ব্যবস্থা
  • উপকারিতা
  • অপকারিতা
  • উপসংহার

মূলত উপরের স্টেপ বা হেডিংগুলোর উপর ভিত্তি করেই আজকের পুরো কন্টেন্টটি। তাই যদি আপনি বা আপনার সন্তান প্রাথমিক বিদ্যালয় বা মাধ্যমিক বিদ্যালয়ে পড়ে থাকে, তাহলে তাকে এই আর্টিকেলে থাকা গরু রচনাটি সাজেস্ট করতে পারেন। আশা করি বেশ ভালোভাবে উপকৃত হবে। তাহলে চলুন আলোচনা দীর্ঘায়িত না করে Cow paragraph বা গরু রচনা সম্পর্কে জানা যাক।

Read More  ছেলেদের জন্য চুলের কাটিং | ছেলেদের Face Shape সহ হেয়ার স্টাইলের ছবি ২০২১

Cow paragraph – গরু রচনা

ভূমিকা: প্রাণী হিসেবে গরু হলো একটি নিরীহ এবং শান্তশিষ্ট প্রাণী। যদিও গরু গৃহপালিত একটি প্রাণীও বটে। তবে এর কাজ যে শুধু গোয়ালেই সীমাবদ্ধ তা-কিন্তু নয়। বরং কৃষকগণ এদের দ্ধারা অর্থাৎ গরুর মাধ্যমে হাল-চাষাবাদ সহ প্রায় অনেক ধরনের কৃষিকাজে গরুকে ব্যবহার করে থাকে। গরু আমাদের সহ প্রায় সকলেরই অনেক উপকারে আসে। বেশিরভাগে সময় কৃষকদের বাড়িতেই গরু পালন লক্ষ্য করা যায়। এর অনেকগুলো কারণ রয়েছে,কিন্তু কিছু উল্লেখযোগ্য কারণ হলো-

  • কৃষিকাজ তাকে সাহায্য করা।
  • গরুর দুধ পাওয়া ইত্যাদি

আলোচনার সুবিধার্থে এখানে মাত্র ২টি বিষয়কে উল্লেখ করলাম। গরুর উপকারিতা পর্বে আরো বেশ কিছু গরুর উপকারিতা ও গরু দ্ধারা কার্য সাধন সম্ভব এমন কিছু কাজও উল্লেখ করা হয়েছে। যদিও বর্তমানে বাংলাদেশে সহ ভারতে ব্যাপক হারে গরু পালন হচ্ছে। বেড়েছে কয়েকগুণ উদ্যোগক্তা এবং পালন হচ্ছে কয়েকগুণ বেশি গরু। মূলত এখন প্রায় প্রতিটি গ্রাম-মহল্লায় গরুর খামার লক্ষ্যণীয়। অর্থাৎ পূর্বের চেয়ে অনকেগুণে গরুর খামার ও উদ্যোগক্তা বৃদ্ধি পেয়েছে।

আকার ও আকৃতি

সামগ্রিকভাবে গরুর আকার বা আকৃতির দিকে লক্ষ্য করলে বেশ চমৎকার কয়েকটি বিষয়ের উৎঘাটন করা সম্ভব। মূলত বাহ্যিকভাবে গরুর আকৃতির দিক লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে, গরুর রয়েছে ৪টি পা। অর্থাৎ চা পা সমৃদ্ধ প্রাণী হলো গরু।

  এখন যদি আমরা গরুর উচ্চতার বিষয়টিকে সামনে আনি, তাহলে দেখতে পাই যে, উচ্চতার দিক দিয়ে গরু হলো ৩-৪,৫ হাত হয়ে থাকে আর দৈর্ঘ্য হলো ৪-৫,৬,৭ হাত অবধি হয়ে থাকে। গরুর জাত ভেদে এর আকার আকৃতির কিছুটা পরিবর্তনও হয়ে থাকে।  এছাড়াও গরুর ২টি কান, দুটি চোখ, দটি শিং, পিছন দিকে একটি লেজ, ও নাক থাকে। গরুর সারা শরীরে লোমে আবৃত থাকে। ছোট ছোট লোম দ্ধারা মাথা হতে লেজ পর্যন্ত সম্পূর্ণ শরীর বেশ ভালো ও সমানভাবে আবৃত থাকে। জাত ভেদে গরুর কালার ভিন্ন ভিন্ন হয়ে থাকে। লাল, কালো, ডেরা কাটা, সাদা সত ইত্যাদি ভিন্ন ভিন্ন রঙ্গের গরুর কালার বা রং দেখা যায়। প্রায় পৃথিবীর সমস্ত দেশেই গরু দেখা যায়।

খাদ্য

খাদ্যের দিক দিয়ে গরু প্রায় অনেক ধরনের খাদ্যই খায়। তবে এমনিতে গরু হলো একটি তৃণভোজী প্রাণী। তবে প্রায় সব ধরনের খাদ্যই খায়। বিশেষ করে ঘাস তাঁর প্রচুর প্রিয় খাবার। একই সাথে অন্য সকল খাবারগুলোও যেমন দানা জাতীয় খাদ্যগুলো সহ ভাতের ফেন, ভাত, ভূষি, পানি, খড়, গাছের পাতা সহ ইত্যাদি। সামগ্রিকভাবে চিন্তা করলে দেখা যায় যে, গরু প্রায় অধিকাংশ খাবারগুলোই খেয়ে থাকে। তাই গরুর খাবারের ক্ষেত্রে বেশ ভিন্নতা লক্ষ্য করা যায় না। গরু প্রথম অবস্থায় ভালোভাবে খাবার চিবিয়ে খায় না। যখন সে অবসর সময় শুয়ে থাকে বা দাড়িয়ে থাকে, ঠিক তখন সে জাবুর কাটে। তখন সে ভালোভাবে চিবিয়ে পূর্বে আহারকৃত খাদ্যগুলোকে জাবুর কাটে।

Read More  Mother Teresa essay in Bengali – মাদার টেরেসা রচনা

জীবন-ব্যবস্থা

মূলত গরু হলো স্থলভাগের প্রাণী। অন্যসকল উভরচর বা জলস্থর বিশিষ্ট প্রাণী নয়। যেহেতু গরু উষ্ম রক্তের প্রাণী, তাই স্বাভাবিকভাবেই গরু শুষ্ক ও ভালো একটি পরিবেশে থাকতে পছন্দ করে থাকে। তাই যদি কেউ গরু পালন করে বা খামার তৈরি করে গরু পালনের উদ্দেশ্যে,তাহলে তাকে প্রথমেই এই বিষয়গুলোকে মেইক সিউর করতে হবে। অন্যথায় এর জীবনব্যবস্থায় বিরাট পরিবর্তন আসবে যাতে গরু বিভিন্ন রকম রোগ-বালাই দ্ধারা আক্রান্ত হয়ে মরে যেতে পারে। তাই এর স্বাভাবিক জীবন ও শুষ্ক পরিবেশের দিকে নজর দিতে হবে

উপকারিতা

গরুর উপকারিতা হিউজ। ছোট করে বা সংক্ষেপে বলে শেষ করা বা ভালোভাবে বোঝানো সম্ভব নয়। তবুও চেষ্টা করবো ভালোভাবেই বোঝাতে। গরু যেমন কৃষক সমাজকে মাঠ হতে বাড়ি পর্যন্ত নানাভাবে কৃষককে সাহায্য করে থাকে, ঠিক একই ভাবে আমাদের খাদ্য ও দেহ সুস্থ্য রাখতে শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টিগুণ জোগাতেও সহায়তা করে থাকে। এখন চলুন তাহলে গরুর উপকারিতাগুলো চেক লিস্টের মাধ্যমে জানা যাক। গরুর উপকারিতাগুলো হলো-

  • গরু আমাদের দুধ দেয়।
  • দুধ আমাদের জন্য সুষম খাদ্য যা, শরীরের পুষ্টি জোগয় এবং আমাদের শরীর ভালো রাখ।
  • গরু থেকে আমরা ন্যাচারাল সার পাই।
  • গরু হাল – চাষে সাহায্য করে।
  • গরু দ্ধারা কৃষক ভারী জিনিস পত্র টানাতে পারে।
  • গরুর দুধ থেকে দই, মাখন পাই।
  • গরু দ্ধারা বিভিন্ন রকম পণ্য পরিবহন করা যায়।
  • গরুর চামড়া দ্ধারা দেশের শিল্প কারখানা সচল থাকে।
  • গরুর মাংস দ্ধারা টাকা আয় সহ দেহের প্রোটিন ও আমিষের চাহিদা মেটানো হয়।

উপরোক্ত বিষয়গুলো ছাড়াও আরো অনেক রকম গরুর উপকারিতা রয়েছে যা একজন কৃষক তাঁর দৈনন্দিন কাজের মাধ্যমে উপকৃত হয়। তাই উপরোক্ত বিষয়গুলোকে কেন্দ্র করে বলতে পারি যে, গরু হলো আমাদের কৃষক সমাজ সহ সকল স্তরের মানুষদের জন্য আশির্বাদ সরূপ আর এর উপকারিতার দিকও অনেক।

অপকারিতা

গরুর অপকারিতা বলতে নগন্য। অর্থাৎ এগুলোকে গরুর অপকারিতা বলা যদিও মোটেও ঠিক নয়, তবুও আলোচনার সুবিধার্থে এগুলোকে আমরা গরুর অপকারিতা বলতে পারি। সাধারণত যারা যারা গরু পালন করে, তাদেরকে প্রথমে অনেক টাকা দিয়ে গরু ক্রয় করতে হয়। যা গরুর অপকারিতার একটি দিক। এছাড়াও গরুর প্রচুর পরিমাণে খেয়ে থাকে এবং এর পরিবেশ শুষ্ক ও স্বাস্থ্যকর রাখতে বেশ কষ্টসাধ্য একটি ব্যাপার। গরুর অন্যতম আরেকটি অপকারিতা হলো বাৎরিক হিসেবে গরুর কয়েকটি রোগ হয়, যাতে অনেক টাকা খরচ হয়। মূলত এইগুলোই হলো গরুর কমন অপকারিতা।

Read More  হোমিওপ্যাথিক অশ্বগন্ধার উপকারিতা

উপসংহার

সাধারণত আমাদের জীবনে এবং কৃষকদের জীবনে গরুর উপকারিতা অসীম। গৃহপালিত গরুর দুধ অত্যন্ত সুস্বাদু, মিষ্টি এবং পুষ্টিকর। আর এই দুধ থেকে দই সহ ছানা মাখন কি ইত্যাদি নানা রকম দ্রব্য তৈরি করা হয় যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। আমরা আমাদের জমি চাষ করতে ষাঁড় বা বলদ ব্যবহার করে থাকি। পণ্য পরিবহনের জন্য মাঝে মধ্যে গরুর গাড়িও ব্যবহৃত হয়। তাছাড়াও কৃষি কাজের ক্ষেত্রে গরুর গোবর একটি উত্তম সার হিসাবে ব্যবহার করা হয়। এগুলো ছাড়াও আরো অনেকগুলো কারণ রয়েছে, যে কারণে আমাদের সবাইকে গরু পালনে অ্যাক্টিব হতে হবে।

মূলত এটিই হলো গরুর রচনা। আশা করি আজকের গরু রচনা নামক আর্টিকেলটি থেকে বেশ ভালোভাবে শিক্ষার্থীরা উপকৃত হতে পেরেছে। পাশাপাশি যারা যারা অন্যস্তরের মানুষ রয়েছে, তাঁরাও অনেক কিছু জানতে পেরেছে।

Cow paragraph in Bengali – গরু রচনা নিয়ে শেষ কথা

Cow paragraph in Bengali  গরু রচনা নিয়ে শেষ কথাCow paragraph in Bengali  গরু রচনা নিয়ে শেষ কথা

আজকের আর্টিকেলটি যদিও গরু বিষয়ক বিষয় নিয়ে আর বিশেষ করে শিক্ষার্থীদের জন্য, কিন্তু আশা করি ছাত্র-ছাত্রীদের পাশাপাশি প্রায় সকলেই উক্ত তথ্য দ্ধারা উপকৃত হয়েছেন। যেসব শিক্ষার্থীরা Cow paragraph  অর্থাৎ গরু রচনা নিয়ে নানা রকম ট্যানশন বা হেসিটেসন ফিল করেছে, তাঁরা উক্ত আর্টিকেলটি দেখতে পারে। এটাই স্বাভাবিক যে, বেশির ভাগ শহরে বসবাসকৃত শিশুরা গরু সম্পর্কে অনেকটাই অজ্ঞ। যে কারণে পাঠ্য বইয়েই তাদের জ্ঞানের সীমাবদ্ধতা। আর এই কারণেই তাঁরা গরুর রচনা লিখতে গিয়েও হিমশিম খায়। এমতোবস্থায় যাতে পড়তে না হয় এবং পারফেক্ট ভাবে একটি গরু সম্পর্কে অবগত হওয়া যায়,  সেজন্যই আজকের আর্টিকেলে বিস্তর আলোচনা।

সর্বশেষ বলা যায় যে, এখানে আজকের আর্টিকেলে আপনি গরু সম্পর্কে সম্পূর্ণভাবে একটি ইউনিক ধারণা পেয়েছেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, যেসব শিক্ষার্থীরা আজকের এই আর্টিকেলটি পড়েছে, তাঁরা তাদের পরীক্ষায় সম্ভাবনাময় আশা গরুর রচনাটি এখান থেকেও শিখতে পেরেছে। কেননা ইন-ডেপ্ত ডিটেইলসসে সাজানো হয়েছে আজকের গরুর রচনা সম্বোলিত আর্টিকেলটি। সুতরাং সর্বশেষ বলা যায় যে, Cow paragraph in Bengali language নামক গরু রচনা টি দ্ধারা আমরা সকলেই উপকৃত হয়েছি।

Cow paragraph in Bengali language – গরু রচনা সম্পর্কে আরে জানতে

Leave a Comment