ছেলেদের জন্য চুলের কাটিং | ছেলেদের Face Shape সহ হেয়ার স্টাইলের ছবি ২০২১

চুলের কাটিং

ফ্যাশান এবং স্টাইলের ক্ষেত্রে সাধারন একটা Hiar style পছন্দ করা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। এখন আপনার ফেইসের Overall Lookটা কেমন হবে তার ৮০-৯০% ডিপেন্ড করে আপনার মুখের হেয়ার স্টাইলের উপর। এখন আমাদের চুল কম থাক বা বেশি থাক সঠিক একটা Hair Style Choose করা এবং সেই Hair Style কে পরিপাটি করে আচড়িয়ে রাখা important একটা জিনিস। পাশাপাশি বিভিন্ন উপায়ে চুলের যত্ন নেওয়া উচিত আমাদের।

আর আপনি যদি এমন কেউ হয়ে থাকেন যে কোনো ছবি নির্মাণে  কোনো অভিনেতার ছবি নিয়ে একটা Hair expert এর কাছে যান এবং যেয়ে বলেন মামা মামা আমি এই হেয়ার স্টাইলটা দিব , তাহলে barber যা করবে কোনো রকমভাবে এই হেয়ার স্টাইলটা কেটে দেবে এবং বাসায় এসে যখন আপনি নিজের face আয়নায় দেখবেন তখন বলবেন হায়! হায়! এটা কী করলাম! আমার পুরো লোকটাই তো বরবাত হয়ে গেল!

So এমন যদি আপনি করে থাকেন, তাহলে আপনার হেয়ার স্টাইল কখনো ভালো হবে না।আজকের পর্বে আমরা সেরা ১২টি হেয়ার স্টাইল দেখবো আর এর থেকে আমরা আমাদের মুখমন্ডলের ‍উপর ভিত্তি করে সবচেয়ে বেস্ট স্টাইলটাকে নিতে পারবো।

Hair Style  পছন্দ করার আগে আপনাকে প্রথমে বুঝতে হবে Hair Style এবং Hair Cut এর ভিতর পার্থক্যটা বুঝতে হবে।

Hair Cut হচ্ছে যেটা আপনি barber এর কাছে গিয়ে কেটে-সেটে আসবেন আর Hair Style হলো যেটা আপনি বাসায় এসে জেল মেখে চিরুনী দিয়ে আয়নার সামনে স্টাইল করেন। আর এটাই হচ্ছে হেয়ার স্টাইল।

আর আপনি যদি সঠিকভাবে ব্লু হেয়ার ড্রাইয়ের টেকনিক জানেন তাহলে আপনি একটা হেয়ার কাট থেকে আরামে ৩-৪ টা হেয়ার স্টাইল করতে পারবেন। সুতরাং আপনার হেয়ার কাট-টা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। সুতরাং আপনি  barber কে সঠিক একটা হেয়ার কাটের জন্য সঠিক একটা হেয়ার স্টাইলের ছবি বা ভিডিও অবশ্যই দেখাতে হবে। আর এই হেয়ার স্টাইলের জন্যই আজকে আমাদের এই আর্টিকেলটা।

ভালো একটা হেয়ার কাটের জন্য আপনাকে ৩টা জিনিস অবশ্যই জানতে হবে:

  • Face Shape
  • Hair Type
  • Hair Length
Read More  ছারপোকা তাড়ানোর উপায় | দমন করুন মাত্র ২টি উপায়ে

আপনার  Face Shape জানার জন্য নিম্নের দুইটি অ্যাপস ব্যবহার করতে পারেন

ছেলেদের ১২ টি চুলের কাটিং

ছেলেদের ১২ টি চুলের কাটিং

এখানে উল্লেখিত ছেলেদের চুলের জন্য ১২টি কাটিং ছাড়াও আরোও অনেকগুলো চুলের কাটিং বর্তমানে ট্রেন্ডি অবস্থানে রয়েছে। এসব কাটিং গুলো বর্তমানে সবচেয়ে বেশি প্রচলন। তবে একটি আর্টিকেলে এতোগুলো চুলের কাটিং এক সাথে দেওয়া সম্ভব নয়। যে বিধায় আজকে আমরা জাস্ট ১২টি চুলের কাটিং নিয়ে কথা বা আলোচনা করবো, যেগুলো আমরাও আমাদের চুলে ব্যবহার করতে পারি। সুতরাং চলুন জানা যাক ছেলেদের সেই ১২টি চুলের কাটিং

  • ছোট চুল + ক্রপড ফ্রঞ্জ
  • ব্লন্ট কাট ফ্রঞ্জ
  • বাজকুট
  • পুরুষদের জন্য ছোট টেক্সচারযুক্ত চুল কাটা
  • উচ্চ বিবর্ণ + লুজ পম্পাডোর
  • উচ্চ বিবর্ণ + টেক্সচার্ড কুইফ চুলের কাটিং
  • ছেলেদের জন্য মাঝারি দৈর্ঘ্যের টেক্সচার্ড চুলের কাটিং
  • স্পিকি আধুনিক আন্ডারকুট
  • ঘন চুলের জন্য দুর্দান্ত স্পিকি পুরুষদের
  •  প্রাকৃতিক প্রবাহ সহ পুরুষদের জন্য মাঝারি দৈর্ঘ্যের চুল
  • মাঝারি টেক্সচারযুক্ত চুল কাটা + উচ্চ ত্বক বিবর্ণ
  • ক্লাসিক পোম্পাদুর
চুলের কাটিং

ছোট চুল + ক্রপড ফ্রঞ্জ

এটি ছিল ছেলেদের জন্য চুলের কাটিং এর ১ম ছবি। এটির নাম হলো ছোট চুল + ক্রপড ফ্রঞ্জ । ২০২১-২০২২ সালের সবচেয় ট্রেন্ডি একটি হেয়ার কাটিং। ছেলেরা বেশ ভালো উপভোগ করে এই চুলের কাটিং টি। তাই এখানে উল্লেখিত প্রতিটি ছবি এক নজর দেখতে পারেন এবং এখানে ছেলেদের জন্য চুলের কাটিং থেকে যেকোনো একটি চয়েজ করতে পারেন।

চুলের কাটিং

ব্লন্ট কাট ফ্রঞ্জ

চুলের কাটিং

বাজকুট

চুলের কাটিং

পুরুষদের জন্য ছোট টেক্সচারযুক্ত চুল কাটা

চুলের কাটিং

উচ্চ বিবর্ণ + টেক্সচার্ড কুইফ চুলের কাটিং

চুলের কাটিং

ছেলেদের জন্য মাঝারি দৈর্ঘ্যের টেক্সচার্ড চুলের কাটিং

চুলের কাটিং

স্পিকি আধুনিক আন্ডারকুট

চুলের কাটিং

ঘন চুলের জন্য দুর্দান্ত স্পিকি পুরুষদের

চুলের কাটিং

মাঝারি টেক্সচারযুক্ত চুল কাটা + উচ্চ ত্বক বিবর্ণ

চুলের কাটিং

প্রাকৃতিক প্রবাহ সহ পুরুষদের জন্য মাঝারি দৈর্ঘ্যের চুল

চুলের কাটিং

ক্লাসিক পোম্পাদুর

উপরের অনেকগুলো ছবির মধ্যে আপনি আপনার মতো করে বেছে নিতে পারেন যেকোনো একটি। আপনার Face Shape এর উপর সিদ্ধান্ত নিন। এতে করে আপনার মনের মতো করে একটা হেয়ার স্টাইল পাবেন।

Read More  লিচুর ১১টি স্বাস্থ্য উপকারিতা

এর জন্য আপনি উপরের দেওয়া দুইটা অ্যাপস ডাউনলোড করে নিতে পারেন এবং বের করে ফেলুন আপনার Face Shape. Face Shape বের করার পর আপনার পছন্দ অনুযায়ী বেছে নেন যেকোনো একটি হেয়ার স্টাইল এবং সেলুনে গিয়ে ‍দিয়ে ফেলুন সেই কাট-টা।

চুলের কার্টিং সম্পর্কে আরো জানতে:

Leave a Comment