N – ন দিয়ে ছেলেদের ইসলামিক নাম বাংলা অর্থসহ 2021

ন দিয়ে  ছেলেদের ইসলামিক নাম

নামে বৈচিত্র্য এবং ভিন্নতা নিয়ে আসা সুবনীয় নয়। ইসলাম ধর্মে তা নিষিদ্ধ। মা-বাবাদের উচিত সন্তানের নাম সিলেক্টের ক্ষেত্রে মুসলিম ধর্মের নিয়ম অনুসরণ করা। তাই আজকে সম্ভাব্য ন দিয়ে ছেলেদের ইসলামিক নাম এর লিস্ট নিয়ে আসলাম। আমরা অনেকে আছি বর্তমানে মুসলিম নামগুলো পরিহার করে দুনিয়াবি বিভিন্ন নামে নাম রাখি। যার বাহ্যিক তেমন অর্থবোধক কোনো অর্থই নেই। আবার অনেকে সন্তানের নাম রাখে কোনো রকম চিন্তা করা ছাড়াই। এমন অনেক নাম রয়েছে যা অনেক ভয়াবহ নেতিবাচক অর্থ বহন করে বেড়ায়। এসব নামগুলোকে অবশ্যই অভয়েড করবো এবং ইতিবাচক অর্থ বহনকারী নামগুলোকে আঁকড়ে ধরার চেষ্টা করবো।

আমাদের অধিকাংশ মুসলিমরা তাদের সন্তানের নাম ইসলামিকভাবে রাখে। সবগুলো নামই হয় ইসলামিক। কিন্তু তাদের বড় একটি অংশ জানে না যে তাদের রাখা ইসলামিক নামের অর্থ কী বা কেন! যথাযথ জ্ঞান না থাকায় এরকম তুচ্ছ কাজগুলো অনেকের দ্ধারা হয়ে থাকে। তাই এরকম ঘটনা এড়াতে ছেলেদের জন্য মুসলিম যা ইসলামিক কিছুN – ন দিয়ে নাম নিয়ে এসেছি যার অর্থ খুবই ভালো এবং ইতিবাচক অর্থ বহন করে। ছেলেদের মুসলিম নাম খুবই চমৎকার চমৎকার থাকে। এতোগুলো ইসলামিক নাম এক পোস্টে প্রদর্শন করা খুবই কঠিন ব্যাপার। তাই পর্ব অনুযায়ী ছেলেদের নামগুলো বর্ণ অনুযায়ী পোস্ট করে যাচ্ছি। প্রথমে স দিয়ে ছেলেদের নাম তারপর ম দিয়ে ছেলেদের নাম এবং লাস্ট হয়েছে শ দিয়ে ছেলেদের ইসলামিক নাম। আর আজকের পোস্টটি ন দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ। একই ভাবে মেয়েদের নামের ক্ষেত্রেও সেই ব্যাপার ঘটতেছে। আপনার চাইলে আ দিয়ে মেয়েদের ইসলামিক নাম এবং স দিয়ে মেয়েদের নামের তালিকা দেখে আসতে পারেন। আপনাদের সুবিধার্থে ইসলামিক নামগুলোর বাংলা অর্থ সহ ইংরেজি বানান দেওয়া হয়েছে । আশা করি সবাই উপকৃত হবে।

বিশেষ দ্রষ্টব্য: পাঠকদের পড়ার সুবিধার্থে এবং শ্রুতিমধুর দেখতে  ২৫টা নামের পর-পর ন  দিয়ে ইসলামিক নামের একটা সংক্ষিপ্ত ব্রেক এবং এভাবে  ৫টি ব্রেকের মাধ্যমে  N – ন  দিয়ে ছেলেদের মোট ২০০+টি ইসলামিক নামের তালিকা উল্লেখ করা হলো।

N – ন দিয়ে ছেলেদের ইসলামিক নাম এর তালিকা অর্থসহ

  • নাজার = Nazar  = প্রকৃতি বা ন্যাচার
  • নবির =  Nabir  = উচ্চস্বর বা উচ্চ কিছু এমন
  • নাসিফ ইয়াকীন  = Nasif Yaqin =  একজন বিশ্বাসী সেবক
  • নাফী  = Nafi =  নাফী
  • নাভিম =  Navim =  নিদ্রাল
  • নায়ার =  Nayar  = ফাগুণ
  • নাহাত =  Nahat  = বেশ সুস্বাদু
  • নিজামী =  Nizami  = ব্যবস্থা করা
  • নিহান =  Nihan =  গোপন রাখা
  • নুবায়ের  = Nubair =  চতুর একজন
  • নোভিদ =  Novid = একটি  সুসংবাদ
  • নাবীল মুদীর  = Nabil Modeer  = অভিজাত প্রশাসক এমন কেউ
  • নূরুল ইসলাম  = Nurul Islam =  দ্বীন ইসলামের আলো
  • নাদীম মোস্তফা  = Nadeem Mustafa =সবার দ্ধারা  নির্বাচিত সঙ্গী
  • নাসের হোসাইন =  Nasir Hossain =  সাহায্য কারী
  • নোমান সিদ্দীক  = Noman Siddik = অতি  নেয়ামতের ঘর
  • নূরুল্লাহ  = Nurullah  = আল্লাহ তা’আলার জ্যোতি
  • নূরুদ্দীন =  Nududdin =  ইসলাম ধর্মের জ্যোতি
  • নাভেদ লতীফ =  Naved Lateef  = সূক্ষ্ম আনন্দ বার্তা
  • নিহালুদ্দীন  = Nihaluddin  = দ্বীন ইসলামের প্রতি সন্তুষ্ট
  • নাসরুল্লাহ =  Nasarullah  = আল্লাহ প্রদত্ত সাহায্য
  • নাছিরুল হক  = Nasirul Haq = দ্বীন ইসলামের জন্য উৎসর্গ
  • নিয়ামুল্লাহ  = Niyamatullah  = আল্লাহ তা’আলার কল্যান
  • নাসিরুদ্দিন  = Nasiruddin =  ইসলাম ধর্মের সাহায্যকারী
  • নাকীব মুনসিফ  = Nakib Munsif  = একটি দলের দলনেতা

মূলত ন দিয়ে ছেলেদের ইসলামিক নামের প্রথম ব্রেক এটি । ২৫টি ন দিয়ে তৈরি হওয়া ইসলামিক নাম ইতিমধ্যে পড়েছেন। আশা করি ধৈর্য সহকারে শীটের বাকি নামগুলোও পড়বেন। যে নামেই সিলেক্ট বা চয়েজ করবেন, তা ভালো এবং অর্থবহ একটি ইসলামিক নাম চয়েজ করার চেষ্টা করবেন। আশা করি পুরো লেখাটা পড়লে ভালো একটি নাম পেয়ে যাবেন।

  • নেহাল = Nehal = বিটপী
  • নুহাস = Nuhas = কোনো কিছুর সারাংশ
  • নুবাই = Nabuy = কোনো ব্যক্তি নাম
  • নীম = Nim = শুভকর কিছু
  • নিয়াবত = Niabat = প্রতিনিধিত্ব করা
  • নাহিদ = Nahid =  অংশ বা পার্ট
  • নাশী  = Nashi =  উদীয়মান হয়েছে এমন কিছু
  • নামির = Namir = একদম খাটি
  • নাবিদ = Nabid = কারো জন্য সুসংবাদ
  • নাদী = Nadi  = আহবায়ক
  • নাজ্জার = Najjar =  সুতার
  • নাফীজ হুসাইন  = Nafeez Hussain  = অপরিচিত কেউ
  • নাজীব হুসাইন  = Nazeer Hussain  = সচ্চরিত্র সুদর্শন অধিকারী
  • নাসিফ ইয়াকীন  = Nasif Yaqin  = একজন বিশ্বাসী সেবক
  • নাহিদ হাসান  = Nadid Hasan = অতি সুন্দর
  • নিবরাস  = Nibras =  প্রদীপ বা শিখা
  • নাজের  = Nazer =  তরতাজা কোনো কিছু
  • নাসেক  = Nasek =  উপাসনাকারী কেউ
  • নাজেম  = Nazem =  উদীয়মান এমন কিছু
  • নাজী  = Naji  = দ্রতগামী কোনো কিছু
  • বদরুদ্দীন  = Badruddin =  ধর্মের চাঁদ
  • নাহীদ  = Nahid = যেখানে বাঘের আবাস্থল
  • নজীব  = Najib =  উচ্চস্বরে কান্না করা
  • নাজীহ  = Najih =  দ্রুতগামী কোনো কিছু
  • নেছার = Nesar = উৎসর্গ, বিসর্জন করা
Read More  স্বামীর অনুমতি ছাড়া একজন নারী ৭টি আমল করতে পারবেনা

ক্রমান্বয়ে ন দিয়ে ছেলেদের ইসলামিক নামের ২য় ব্রেক্রে চলে আসলাম। উক্ত নামগুলো থেকে ভালো এবং ইসলামিক নাম একটি চয়েজ করেন। যদি এখনো কোনো রকম পছন্দমতো নাম না পেয়ে থাকেন, তাহলে দয়া করে বাকি অংশটুকু পড়ার চেষ্টা করুন। এখানেই ভালো এবং অর্থসহ একটি নাম পেয়ে যাবেন আশা করি।

  • নাজাত = Najat = মুক্তি বা রক্ষা
  • নবী = Nabi = আল্লাহর বাণী বাহক এমন
  • নাবীহ = Nabih = সম্ভ্রান্ত, বিখ্যাত একজন
  • সাজীর = Sajib = অভিজাত, ভদ্র, আরবী সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী
  • নাজীউ’ন = Najiown= পুষ্টিকর খাদ্য
  • নাহীফ =  Nahik = হালকা-পাতলা, ক্রশ
  • নাদমান = Nadman = অনুতপ্ত হওয়া বা তওবাকারী
  • নাশীত্ব = Nashitub =  অতি উৎসাহী
  • নাজওয়া = Najowa = গোপন আলোচনা হওয়া
  • নাজাবাত  = Najabat = সম্মান, আভিজাত্য
  • নাতেক্ব  = Natek = বক্তা বুদ্ধিমান অনেক
  • নাজের  = Najer = একজন পরিদর্শক
  • নাজেম  = Najem = সম্পাদনকারী কেউ
  • নাইম = Nayeem= ভালো ব্যবস্থাপক
  • নাবীল = Nabil = অভিজাত, ভদ্র, মহান
  • নায়েল  = Nayel = কোনো অর্জনকারী, লাভবান
  • নিহাল = Nihal = সন্তুষ্ট কেউ
  • নজম =  Nojom= নক্ষত্র
  • নাদীম = Nadim = কারো সঙ্গী, সাহায্যকারী
  • নযর =  Nojor = অনেক উপকার
  • নাযির = Najir = ভীতি প্রদর্শনকারী
  • নাজীহুন = Najihun = অনেক ধৈর্যধীল, দ্রুতগামী
  • নাদি = Nadi = অতি উদার, দানশীল
  • নাদীদ = Nadid = অনুরূপ, সমপর্যায়ের
  • নাদের  = Nader = বিরল বা দুর্লভ

ইতিমধ্যে ৭৫টা ন দিয়ে ইসলামিক নাম পড়েছেন। যদি এর মধ্যে কোনো একটি নাম আপনার চয়েজ হয়, তাহলে আপনার সন্তান কিংবা পরিবার অথবা আত্মীয় কারো জন্য সিলেক্ট করতে পারেন। ছেলে বাবুর জন্য উক্ত নামটি ইসলামিক এবং ইতিবাচক অর্থবহ হবে। আর যদি এখনো চয়েজ করতে না পারেন, তাহলে বাকি আর্টিকেলটি পড়ে যাওয়ার অনুরোধ রহিল।

  • নাদির = Nadir = একক, নতুনবস্তু, মুসাফির
  • নাদিম = Nadim = লজ্জিত, অনুতপ্ত
  • নায়েব = Nayeb =প্রতিনিধি, প্রতিভূ
  • নিবরাস = Nibrash = প্রদীপ জ্বালানো
  • নাসের (সাসির) = Naser = সাহায্যকারী
  • নাজের  = Najer = তরতাজা, ঔজ্জ্বল্যময়
  • নাসিম = Nashim = বিশুদ্ধ বায়ু, মৃদুমন্দ সমীরণ
  • নাসীব = Najib = সম্ভ্রান্ত বংশীয়, অভিজাত
  • নাদিম = Nadim =  বন্ধু বা সাথী
  • নবী  = Nabi = সংবাদ দাতা
  • নাবে = Nabe = উৎসারিত করা
  • নাজী =  Naji = একজন মুক্তিপ্রাপ্ত, দ্রুতগামী কিছু
  • নাবেল = Nabel = তীরন্দাজ, সাহাবীর নাম
  • নাজেম = Najem = উদীয়মান, আর্বিভূত হওয়া
  • নাশের  = Naser = একজন প্রকাশক
  • নাসেহ = Naseh = একজন পরামর্শদাতা
  • নাফে = Nape= উপকারী কেউ
  • নাসেখ = Nasekh = রহিতকারী, রচয়িত
  • নাসেক  = Nasek= উপাসনাকারী কেউ
  • নাফিস ফুয়াদ = Nafis Fuhad =  অতি উত্তম অন্তর
  • নাফিস  = Nafis =  উত্তম কোনো কিছু
  • নাদের নেহাল  = Nader Nehal = প্রিয় চারা গাছ
  • নাইফ = Naife = অতি উন্নত, মহান, সম্ভ্রান্ত
  • নাজীম = Najim = ছোট তারকা বিশিষ্ট
  • নায়েম = Nayem = নিদ্রিত কেউ

N বা ন দিয়ে প্রায় অর্ধেক ইসলামিক নাম পড়া শেষ। বাকি অর্ধেকে রয়েছে আরো চমৎকার চমৎকার ন দিয়ে ছেলেদের ইসলামিক নাম। পুরো আর্টিকেলটি পড়লে অবশ্যই ন দিয়ে ছেলেদের ইসলামিক নামের একটি ভালো ধারণা পেয়ে যাবেন। তাই অনুরোধ রহিল, মনোযোগ সহকারে পুরো পোস্টটি একবার পড়ুন এবং বাংলা অর্থগুলো বোঝার চেষ্টা করুন।

  • নাজেল  = Najel  = অবর্তীণ হওয়া
  • নিয়ামত  = Niyamat  = অনুগ্রহ করা
  • নোনেহাল  = Nanehal = নতুন  নবজাতক
  • নাদেদর  = Nader  = উজ্জল বা স্বচ্চ কিছু
  • নাজীর  = Najir  = পরিদর্শনকারী
  • নাবীহুন  = Nabihun  = খান্দানী
  • নাফীজ =  Nafij =  অজ্ঞাত কেউ বা কিছু
  • নাজীব =  Najib = সচ্চরিত্র একজন
  • নাতেক  = Nateq  = বাগ্মী
  • নাসের  = Naser  = একজন সাহায্যকারী
  • নাযির =  Nazeer  = ভীতি বা ভয়
  • নাশীত্ব =  Nashit  = অতি উৎসাহী
  • নুসরত  = Nusrat =  সাহায্য করা
  • নাদমান  = Nadman  = অনুতপ্ত হওয়া
  • নাজীর  = Najir  = দৃষ্টান্ত বা উদাহরণ
  • নাহীফ  = Nahif =  ক্ষীণ বা অল্প কিছু
  • নযর   = Nojar  = দৃষ্টি বা নজর
  • নজম =  Nojom  = কবির কবিতা
  • নাদির  = Nadir =  দুষ্প্র্রাপ্য বা অনিশ্চিত
  • নিয়ায  = Niaz =  উৎসর্গ করা
  • নাযের  = Nazer =  দর্শক বা অডিয়ান্স
  • নূহ  = Nuh = আল্লাহ তা’আলার  একজন বিখ্যাত নাবীর নাম
  • নাকী  = Naki = একদম খাটি
  • নাকীব  = Nakib = দল নেতা
  • নাদীর  =  Nadir =  সজীব এমন কেউ
Read More  শ দিয়ে ছেলেদের ইসলামিক নামের তালিকা 2021

নামের লিষ্টের বা তালিকার ক্রমান্বয়ে শেষ পর্যায়ে চলে যাচ্ছি। আশা করি যদি এই পর্যন্ত পোস্টটি পাড়ে থাকেন এবং নামের অর্থগুলো অুনধাবন করার চেষ্টা করে থাকেন, তাহলে ইতিমধ্যে ভালো এবং অর্থবহ ন দিয়ে ছেলেদের জন্য একটি ইসলামিক নাম চয়েজ করতে সক্ষম হয়েছেন। যদি না হোন, তাহলে পোস্টটি আবারও পড়ুন।

  • নাসীফ  = Naseef =  অংশ বা পার্ট
  • নাশীত্ব  = Nashit = অতি উৎসাহী
  • নাসীব  = Nasir = বেশ সম্ভ্রান্ত
  • নাদি  = Nadi = ভীষণ  উদার
  • নাজীম  = Nazeem =  ছোট তারকা বা নক্ষত্র
  • নাজওয়া  = Nazwa =  গোপন আলোচনা করা
  • সাজাত  = Nazat  = মুক্তি দেওয়া
  • নবী =  Nabi =  আল্লাহর বাণী বাহক এমন
  • নাহিন  = Nahin =  নিষেধকারী কেউ
  • নোমান  = Noman =  এক প্রকার রক্ত বা তরল পদার্থ
  • নাদিম =  Nadim =  সহচর এমন কিছু
  • নজর  = Nojr  = মান্নত
  • নাজেম =  Najem =  উদীয়মান কিছু
  • নাসীম =  Nasim  = ঠান্ডা বা শীতল হওয়া
  • নুওয়াইসীর =  Nuwaisir  = মদদদানকারী বা উৎসাহকারী
  • নজমুন  = Najmun  = নক্ষত্র বা উজ্জ্বল তারা
  • নাজমুল হক  = Nazmul Hoq  = সত্যের কবিতা
  • নাঈমুর রহমান  = Nayemur Rahman  = দয়াময় করুণাময়ের দান
  • নাহিন মুনকার =  Nahin munkar  = যেকোনো অন্যায়ের প্রতিবাদকারী
  • নাজমুল ইসলাম =  Nazmul Islam = দ্বীন ইসলামের নক্ষত্র
  • নিযামউদ্দীন =  Nizam Uddin  = ইসলাম ধর্মের নিয়ম নীতি
  • নাসির ওয়াসীত্ব  = Nasir Wasit  = একজন সাহায্যকারী
  • নসীফ =  Nasif  = একজন সেবক
  • নাফীর =  Nafis  = অমূল্য বা যার মূল্য অনেক
  • নেহার  = Nehar  = ভোরের খালি পেট বা সকালের

ন দিয়ে ছেলেদের মুসলিম অনেক গুলো নামের সাথে আজকে পরিচিত হলেন। এখন আপনার নামটি যদি ন দিয়ে হয়ে থাকে, তাহলে যাচাই বাচাই করতে পারেন নামের বাংলা অর্থের সাথে। অথবা পরিচিত ন দিয়ে শুরু হওয়া কারো নামের সাথে। অথবা এখান থেকে একটি ভালো নাম চয়েজ করতে পারেন পরিবারে কারো জন্য।

  • নায়েব  = Nayeb  = স্থলাভিষিক্ত
  • নায়েফ  = Nayef =  উচ্চ বা উপরের কোনো কিছু
  • নাদ্বরুন  = Nadrun = কিছু শান্তির উপকরণ
  • নাহিফ  = Nahif =  কৃশ
  • নাহার  = Nahar = বিশেষ  দিবস
  • নাম  = naam =  হ্যা সূচক কিছু
  • নজীব  = Najih = অতি দ্রুতগামী
  • নওয়ার =  Nawab  = উপাদি বিশেষ
  • নূর  = Nur or Noor  = আলো
  • নওয়াস =  Nawas =  আন্দোলিত হওয়া
  • নজরুল ইসলাম  = Nazrul Islam =  ইসলামের দৃষ্টিশক্তি বোঝায়
  • নাসীফ =  Naseef =  মাথায় দেয়ার রূমাল জাতীয় কিছু
  • নিযাম =  Nizam =  নীতি, ব্যবস্থা করা
  • নাওয়াল =  Nawal  = উপহার দেওয়া
  • নাজিল  = Najil  = অবতরণ করা
  • নাজিহ  = Najih  = সাফল্য লাভকারী কেউ একজন
  • নাদীমুল হাসান  = Nadimul Hasan  = সুন্দর সহচর
  • নিযামূল হক  = Nizamul Haq  = শৃঙ্খলা বজায় রাখা
  • নিয়াজ মুরশেদ =  Niyaz Murshed  = একজন সৎপথ প্রদর্শনকারী
  • নাযির আহম্মদ  = Nazir Ahmad  = ভয় প্রদর্শন করা
  • নাসিরুল ইসলাম =  Nasirul Islam = একজন  ইসলামের সাহায্যকারী
  • নাসিমুল হক =  Nasimul Hoq  = সত্য মৃদরায়ু
  • নিযামুল হক =  Nizamul Hoq  = সত্য শৃঙ্খলা
  • নূরুল হুদা =  Noorul Huda =  সত্যের আলো দ্বারা আলোকিত
  • নূরুজ্জামান =  Nuruzzaman =  যুগের বিশেষ আলো

ন দিয়ে ছেলেদের মুসলিম বা ইসলামিক নামের লাস্ট ব্রেক এটি। যদি আপনি নাম চয়েজ করার উদ্দেশ্যে পুরো আর্টিকেলটি পড়ে থাকেন,তাহের এতক্ষণে ভালো এবং সুন্দর একটি অর্থবহ নাম পেয়ে যাওয়ার কথা। আর যদি এখনোও কোনো নাম চয়েজ করতে না পেরে থাকেন, তাহলে লাস্ট পর্যন্ত পড়ে আবার আরেকবার পুনরায় আর্টিকেলটি পড়ার অনুরোধ রহিল। আশা করি ন দিয়ে ছেলেদের জন্য ভালো একটি নাম পেয়ে যাবেন।

  • নূর মুহাম্মদ =  Nur Muhammad = নবী  মুহাম্মদের নূর
  • নাফীস ইকবাল =  Nafis Iqbal = অতি মূল্যবান
  • নূর আলী  = Noor Ali  = উৎকৃষ্টি এমন আলো
  • নাজির হোসাইন =  Nazir Hossain  = একটি উপমা
  • নকীব মুফলেহ  = Naqib Muflih  = একজন কামিয়াব নেতা
  • নায়েব আলী  = Nyeb Ali = বেশ  উন্নত
  • নজব =  Najab  = বাকল হওয়া
  • নসর  = Nasr  = সাহায্য করা
  • নাঈম =  Nayeem =  ঘুমন্ত কেউ
  • নাবে =  Nabe  = উৎসারিত
  • নাবেল  = Nabel  = তীরন্দাজ করা
  • নাসেখ  = Nasekh = একজন  রহিতকারী
  • নাসেহ Naseh  = একজন পরামর্শদাতা
  • নাফে Nafe  = একজন উপকারী
  • নায়েল  = Nayel  = একজন অর্জনকারী
  • নেছার  = Nesar  = উৎসর্গ করা
  • নিহাল =  Nihal  = সন্তুষ্টি হওয়া
  • নাজাবাত =  Najabat =  সম্মান বা মান
  • নাজীউন  = Nazeeun  = পুষ্টিকর কোনো কিছু
  • নাইফ ওয়াসীত্ব  = Nayeef Wasit  = মহান বা মহৎ ব্যক্তি
  • নাজিহ  = Najih  = সমৃদ্ধশালী, যথেষ্ট
  • নাজিল  = Nazil =  অবতরণ করা
  • নাওয়াক =  Nawaq =  কোনো কিছুর বুদ্ধিমত্তা ব্যবস্থাপক
  • নাযিমুদ্দিন  = Nazimuddin =  দ্বীন ইসলামের শৃঙ্খলা বিধানকারী
  • নাদার  = Nadar  = নাদার
Read More  আরবি নামের তালিকা বাংলা অর্থসহ English বানান

ন বা N দিয়ে ছেলেদের নামের লিস্ট বা তালিকাটি এখানেই শেষ। তবে আশা করি এখান থেকে আপনার পরিবারের নতুন সদস্যদের জন্য ভালো একটি নাম চয়েজ করতে পেরেছেন। যদি না পেরে থাকেন, তাহলে পুনরায় ন দিয়ে ছেলেদের নামের তালিকাটি আবার পড়ুন। তবে মনোযোগ সহকারে পড়ুন। এভাবে নামের লিস্টটি পড়লে আশা করি আপনার  সন্তান কিংবা কোনো ‍মুসলিম পরিবারের ছেলে সন্তানের জন্য সম্ভাব্য একটি ভালো এবং যা ইতিবাচক অর্থ বহন করে, এরকম নাম পেয়ে যাবেন। আশা করি আজকের লিস্ট দ্ধারা উপকৃত হবেন।

ন দিয়ে ছেলে বাবুর ইসলামিক নামের অর্থ

ন দিয়ে ছেলে বাবুর  ইসলামিক নামের অর্থ

সাধারণত আমাদের সমাজের অনেক গার্ডিয়ান আছে, যারা তাদের সন্তানের মূল্যবান নামটি কোনো রকম চিন্তা ভাবনা না করেই নিজের ইচ্ছামত অথবা অন্যদের ফলো করে রেখে ফেলে। কিন্ত কয়েক সেকেন্ডও চিন্তা করে নাই যে তার রাখা নামের অর্থ কী অথবা এটা কী অর্থবহন করছে। তাদের সুবিধার্থ এবং যারা ইসলামিক নাম সম্পর্কে অজ্ঞ বা বেশি জ্ঞান রাখে না, তাদের জন্য আমাদের এই নামের পর্বগুলো। আজকে যেমন ন দিয়ে ছেলেদের ইসলামিক নাম এবং অর্থ সহ তালিকা নিয়ে হাজির হয়েছি। ছেলে বাবু জন্ম নেওয়ার পর থেকেই গার্ডিয়ানরা নাম রাখার বিষয়কেই বেশি প্রাধান্য দিয়ে থাকে। তাই ছেলে বাবুর যাতে কোনো রকম নেতিবাচক নাম না রাখে, সে উদ্দেশ্যেই আমাদের এই প্রতিনিয়ত চলা আর্টিকেল। আাশা করি যদি কেউ ন দিয়ে ছেলে বাবুর নাম রাখা নিয়ে সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহরে আজকের আমাদের এই  আর্টিকেলটি আপনাকে বিশেষ ভাবে সাহায্য করে থাকবে।

ন দিয়ে ছেলেদের নামের তালিকা

ন দিয়ে ছেলেদের নামের তালিকা

প্রতিনিয়তই আমাদের সাইটে আমরা ছেলেদের এবং মেয়েদের নামের তালিকাগুলো পোস্ট দিয়ে থাকি। তেমনি আজকেও ন দিয়ে ছেলেদের নামের তালিকা পোস্ট করলাম। মা-বাবাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে আমাদরে এই দৈনিকের প্রচেষ্টা। অনেক মা-বাবা তাদের সন্তানের নাম রাখার  ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা ফেস করে থাকেন। কেউ কী নাম রাখবে তা নিয়ে, আবার কেউ সন্তানের নাম ইসলামিক রাখবে নাকি নন-ইসলামিক। আবার কেউ তাদের সন্তানের নামের অর্থের দিকে নজর দেন। এমনি চারদিকের পরিবেশ লক্ষ্য করেই আমাদের এই পোস্টগুলো হচ্ছে। যেমন আজকে নিয়ে এসছি ছেলেদের ইসলামিক নামের অর্থের উপর জোর দিয়ে পোস্ট। যদি কোনো মা অথবা বাবা তাদের সন্তানের নাম ইসলামিক রাখতে চায় এবং তা ন বর্ণে। তাহলে আজকের না দিয়ে ছেলেদের নামের তালিকার পোস্টটি তাদের জন্য খুবই উপকারক হবে। আবার কেউ যদি ছেলে অথবা মেয়ের নামটি অন্য বর্ণ দিয়ে রাখতে চায়, তাহলে তার জন্য আমাদের পূর্বের এবং পরের পোস্টগুলো খুবই উপকারক হবে।

রাফি নামের ইংরেজী অর্থ জানুন।

N – ন দিয়ে ছেলেদের ইসলামিক নাম সম্পর্কে আরো জানতে

Leave a Comment