প্রিয় পাঠকবৃন্দ, আজ আপনাদের সাথে শেয়ার করবো মালয়েশিয়া ২৫ এজেন্সি নামের তালিকা। বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে হলে আপনাকে বেশ কিছু প্রক্রিয়া সম্পন্ন করে তারপর যেতে হবে। বৈধ ভাবে বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়া জন্য অন্যতম মাধ্যম হচ্ছে এজেন্সি। সরকারি অনুমোদিত এসেন্সি গুলো আপনাকে সহযোগিতা করবে বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে। বর্তমান মালয়েশিয়া দিকে লক্ষ করলে দেখা যায় কলিং ভিসায় মালয়েশিয়া যান কিন্তু গিয়ে বসে থাকতে হয়, কোন কাজ পান না। তাই অনেকেই কাজ না পেয়ে নিজ দেশে ফিরে আসতে বাধ্য হন। এই সকল সমস্যা থেকে সহজে সমাধান পেতে মালয়েশিয়া ২৫ এজেন্সি নামের তালিকা জানতে চান অনেকে। চলুন দেখে নেওয়া যাক, মালয়েশিয়া ২৫ এজেন্সি নামের তালিকা সমূহ।
মালয়েশিয়া রিক্রুটিং এজেন্সি নামের তালিকা
বাংলাদেশ সরকার BMET মাধ্যমে বৈধভাবে বাংলাদেশ থেকে মালয়েশিয়ার কর্মী পাঠিয়ে থাকে। কর্মী পাঠানোর সুবিধার জন্য দায়িত্ব দেয়া হয় বাংলাদেশ থেকে BMET এজেন্সিকে। ২০২৪ সালে মালয়েশিয়া রিক্রুটিং এজেন্সি নামের তালিকা নিচে দেওয়া হল আরএল নাম্বার সহকারে। এই আর এর নাম্বার গুলো বিএমইটি কর্তৃক প্রদান করা হয়ে থাকে।
- থানেক্স ইন্টারন্যাশনাল লিমিটেড- আরএল ১৭৭৯
- এমইএফ. গ্লোবাল বাংলাদেশ লি.- আরএল ১৯৬৩
- অনন্য অপূর্বরিক্রুটিং এজেন্সি- আরএল ২১০১
- আমিয়াল ইন্টারন্যাশনাল- আরএল ১৩২৬
- ৫এম ইন্টারন্যাশনাল লি.- আরএল ১৩২৭
- শাহীন ট্রাভেলস- আরএল ২১৪
- আর্ভিং এন্টারপ্রাইজ- আরএল ০২১৫
- ঐচি ইন্টারন্যাশনাল- আরএল ১১৪১
- আহমেদ ইন্টারন্যাশনাল- আরএল ১১৪৬
- বিএম ট্রাভেলস- আরএল ১৪২১
- এসওএস ইন্টারন্যাশনাল সার্ভিসেস লিমিটেড- আরএল ১৫৩০
- গ্রিন ল্যান্ড ওভারসিজ- আরএল ০০৪০
- অর্বিটাল এন্টারপ্রাইজ- আরএল ০১১৩
- ইউনাইটেড ম্যানপাওয়ার কনসালটেন্সি- আরএল ১২১৬
- নিউ এজ ইন্টারন্যাশনাল- আরএল ০৭০৩
- আদিব এয়ার ট্রাভেলস এন্ড ট্যুরস- আরএল ১০২৪
- পিএন এন্টারপ্রাইজ কোম্পানি ঢাকা লিমিটেড- আরএল ০৩৭৬
- মেসার্স ওকে কুইক এক্সপ্রেস লিমিটেড- আরএল ০৪৪১
- এমএস জিএমজি ট্রেডিং প্রাইভেট লিমিটেড- আরএল ৪৯০
- সাদিয়া ইন্টারন্যাশনাল- আরএল ০৪৯২
- দ্য সুপার ইস্টার্নলিমিটেড- আরএল ০৫০১
- পাথ ফাইন্ডার ইন্টারন্যাশনাল- আরএল ১২৯৮
- জাহরত অ্যাসোসিয়েট- আরএল ০২৮৫
- আল-বোখারি ইন্টারন্যাশনাল- আরএল ০৩০১
- বিনিময় ইন্টারন্যাশনাল- আরএল ০৩৫১
- আল রাবেতা ইন্টারন্যাশনাল- আরএল ০৩৫৪
- আকাশ ভ্রমন- আরএল ০৩৮৪
- ক্যাথারসিস ইন্টারন্যাশনাল- আরএল ৫৪৯
- সাউথ পয়েন্ট ওভারসিজ লি.- আরএল ০৬২২
- সেলিব্রেটি ইন্টারন্যাশনাল- আরএল ০৫০৩
- এমএস এলিগ্যান্টস ওভারসিজ লিমিটেড- আরএল ০৫৪৪
- মিডওয়ে ওভারসিজ লিমিটেড- আরএল ০৬৩১
- মদীনা ওভারসিজ- আরএল ০৬৩৯
- আল খামিস ইন্টারন্যাশনাল- আরএল ০৬৮০
- মোহাম্মদ নুরুজ্জামান অ্যান্ড সন্স লিমিটেড- আরএল ০৭০৫
- নাভিরা লিমিটেড- আরএল ০৭১২
- আমান এন্টারপ্রাইজ- আরএল ০৭২৪
- দাহমাশি কর্পোরেশন লিমিটেড- আরএল ০৭২৭
- গ্যালাক্সি কর্পোরেশন- আরএল ০৭৯৫
- গাজীপুর এয়ার ইন্টারন্যাশনাল- আরএল ০৮৯১
- ইফথি ওভারসিজ- আরএল ০৮৯৪
- সুলতান ওভারসিজ- আরএল ০৯০৬
- প্রোভাতি ইন্টারন্যাশনাল- আরএল ০৯৩২
- ফিউচার ইন্টারন্যাশনাল- আরএল ১১৯৬
- এমএস বিডি গ্লোবাল বিজনেস- আরএল ১২৩১
- দরবার গ্লোবাল ওভারসিজ- আরএল ১২৯৫
- আরআরসি হিউম্যান রিসোর্সেস সার্ভিসেস লিমিটেড- আরএল ১৩০৭
- এমএস কাশিপুর ওভারসিজ- আরএল ১৩১৭
- মেরিট ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড- আরএল ০৯৩৩
- উইনার ওভারসিজ লি.- আরএল ৬৬৪
- উইন ইন্টারন্যাশনাল- আরএল ৭২১
- অপরাজিতা ওভারসিজ- আরএল ১৩১৮
- রানওয়ে ইন্টারন্যাশনাল- আরএল ১৩৪১
- স্ট্যান্ডফোর্ড এমপ্লয়মেন্ট প্রাইভেট লিমিটেড- আরএল ১৩৫২
- মেসার্সজান্নাত ওভারসিজ- আরএল ১৪১৯
- দিশারি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড- আরএল ০৯৪৫
- অদিতি ইন্টারন্যাশনাল- আরএল ৯৮৩
- আমিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস- আরএল ০৯৮১
- মৃধা ইন্টারন্যাশনাল কর্পোরেশন- আরএল ১১০৮
- জিএমজি অ্যাসোসিয়েটস লিমিটেড- আরএল ১১৪৩
- আইএসএমটি হিউম্যান রিসোর্সডেভলপমেন্ট লিমিটেড- আরএল ১১৯৪
- প্রান্তিক ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম লিমিটেড- আরএল ০৩১০
- ইস্ট ওয়েস্ট প্যারাডাইজ- আরএল ০৬১৯
- বিএনএস ওভারসিজ লিমিটেড- আরএল ১৪৫০
- রুবেল বাংলাদেশ লিমিটেড- আরএল ১৪৫৬
- ট্রান্স এশিয়া ইন্টারগ্রেট সার্ভিসেস লিমিটেড- আরএল ১৪৭২
- ফোর সাইট ইন্টারন্যাশনাল লিমিটেড- আরএল ০৩৪৫
- মুবিন এয়ার ইন্টারন্যাশনাল লিমিটেড- আরএল ১৫৬৭
- এমএস আল হেরা ওভারসিজ- আরএল ১৫৬৮
- স্নিগ্ধা ওভারসিজ লি.- আরএল ১৫৫১
- ব্রাদার্স ইন্টারন্যাশনাল- আরএল ১৫৭১
- সরকার ইন্টারন্যাশনাল- আরএল ১৭১৫
- ইম্পেরিয়াল রিসোর্সেস লিমিটেড- আরএল ১৮৭৪
- ইউনিক ইস্টার্নপ্রাইভেট লিমিটেড- আরএল ০২১
- রাব্বি ইন্টারন্যাশনাল- আরএল ০২৫৮
- এএনজেড মাল্টিন্যাশনাল- আরএল ১৭৬৪
- হাইডরি ট্রেড ইন্টারন্যাশনাল- আরএল ০২৪০
- নিউ হ্যাভেন ইন্টারন্যাশনাল লি.- আরএল ৩৪৬
- আহাদ ইন্টারন্যাশনাল লিমিটেড- আরএল ১৭৭২
- জেজি আলফালাহ ম্যানেজমেন্ট- আরএল ১৮৬১
- আক্তার রিক্রুটিং এজেন্সি- আরএল ১৮৪৮
- পিআর ওভারসিজ লিমিটেড- আরএল ১৯২৮
- ত্রিবেণী ইন্টারন্যাশনাল- আরএল ০০২২
- জনতা ট্রাভেলস লি- আরএল ১৮৪
- নাতাশা ওভারসিজ- আরএল ১৩১৫
- বেসিক পাওয়ার এন্ড কেয়ার ওভারসিজ- আরএল ১৪১৮
- অরবিটাল ইন্টারন্যাশনাল- আরএল ১৪৫৭
- আল হেরা ওভারসিজ- আরএল ১৫৬৮
- এমএস এশা ইন্টারন্যাশনাল- আরএল ১৫৯৭
- মালয়েশিয়া বাংলাদেশ হোল্ডিংস প্রাইভেট লিমিটেড- আরএল ১৬৭৫
- নেক্সট ওভারসিজ লি- আরএল ১৬৯৬
- আল ফারাহ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড কনসালটেন্সি- আরএল ১৪৮৫
- ম্যানিসপাওয়ার কর্পোরেশন- আরএল ১৫৬৭
- এমএস শান ওভারসিজ- আরএল ০৭৫৯
- মনসুর আলী ওভারসিজ এন্ড ট্রাভেলস- আরএল ০৯৯১
- রমনা এয়ার ইন্টারন্যাশনাল- আরএল ১১৭২
- ইউনাইটেড এক্সপোর্টলি.- আরএল ৪৮৬
- মাস ট্রেড ইন্টারন্যাশনাল লি.- আরএল ৫০৪
- এজিএ ইন্টারন্যাশনাল- আরএল ০৫৩০
- কিসওয়া এন্টারপ্রাইজ লিমিটেড- আরএল ৫৭৩
বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে কত টাকা লাগে
মালয়েশিয়া ২৫ এজেন্সি নামের তালিকা এর পোস্টে বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে হলে যেকোনো এজেন্সির মাধ্যমে গেলে সেটি নিরাপদ হয়ে থাকে। এজেন্সির মাধ্যমে গেলে স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম খরচ হয়ে থাকে। এজন্য আজকের আর্টিকেলে মালয়েশিয়া ২৫ এজেন্সি নামের তালিকা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখন আসা যাক বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে কত টাকা লাগে। বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে সাধারণত এক লক্ষ ৬০ হাজার টাকার কম বা বেশি লাগতে পারে।
মালোশিয়া যেতে মেডিকেল সেন্টারের তালিকা
মালয়েশিয়া ২৫ এজেন্সি নামের তালিকা আপনাকে মালয়েশিয়া যেতে সহযোগিতা করবে। কিন্তু এরপরে প্রয়োজন হবে মেডিকেল পরিক্ষার বা স্বাস্থ্য পরীক্ষা করার। এজন্য জানতে হবে মালয়েশিয়া যেতে মেডিকেল সেন্টাররের তালিকার। বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে হলে বর্তমানে ৩৪টি মেডিকেল সেন্টার রয়েছে যারা সততা ও গ্রহণযোগ্যতা নিয়ে কাজ করছে। ৩৪ টি সেন্টারের প্রত্যেকে এই বিজ্ঞাপন দিয়ে বলেছেন তারা মালয়েশিয়া যেতে ফ্রী রেজিস্ট্রেশন এবং স্বাস্থ্য পরীক্ষা এর কাজ করে দেবেন। এই পরীক্ষার গ্রহণ যোগ্যতা বা কার্যকর কতটুকু সেটা নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রী জানিয়েছেন এই তালিকা এখনও সরকার গ্রহণ করেনি। এই তালিকা অনুযায়ী মালয়েশিয়া যেতে হলে যে স্বাস্থ্য পরীক্ষা বা মেডিকেল করতে হয় তা অবৈধ।
এজন্য কোন কোন মেডিকেলে গিয়ে আপনারা মেডিকেল চেকআপ করতে পারবেন এ সকল সেন্টারের নিশ্চয়তা দিতে কিছুটা সময় চেয়েছে মন্ত্রণালয়। মালয়েশিয়া যেতে হলে অবশ্যই স্বাস্থ্য পরীক্ষা বা মেডিকেল করতে হবে। আপনার মালয়েশিয়া যাওয়ার ভিসা প্রসেসিং এর আগেই মেডিকেল চেকআপ বা স্বাস্থ্য পরীক্ষা করে রাখতে হবে।
যেসব তালিকা নিচে দেওয়া হয়েছে এগুলো সবই মেডিকেল চেকআপের জন্য দেয়া হয়েছে। এর মধ্যে বেশ কিছু রয়েছে যেগুলো বিদেশে মেডিকেল করার ব্যাপারে অনুমোদিত আবার বেশ কিছু রয়েছে যেগুলো মেডিকেল সেন্টারগুলোতে বিদেশি মেডিকেল করার ব্যাপারে অনুমতি এখনো দেয়নি। চলুন তাহলে দেখে নেয়া যাক মালয়েশিয়া যেতে ৩৪টি মেডিকেল সেন্টারের তালিকা সমূহ ও তাদের ঠিকানা।
নাম্বার | মেডিকেল সেন্টার নাম | মেডিকেল সেন্টার ঠিকানা |
---|---|---|
১ | Fairways Medical Centre Ltd. | “TAJ MARRIOT” SW(I), 4/25 (1st Floor), Gulshan Avenue, Gulshan-1, Dhaka-1212, Bangladesh |
২ | Medinet Medical Services | Jomidar Place(2nd Floor), 291, Inner Circular Road,Motijheel, Dhaka-1000, Bangladesh Phone: +8802-7193308, +88027193309Cell: +8801681378522, +8801851758605 |
৩ | Al-Hamad Medical Center Limited | Diagnostics & Medical Center116/117, DIT Ext Raad, Fakirapool, DhakaPhone : 7191819, 7191689 |
৪ | Meem Medical Centre | 2185/A, Block-I (Extension), Bashundhara C/A, Madani Avenue, Dhaka-1229, BangladeshCall us: 01722372100, 01761725225, 09612008812 |
৫ | Silmun Diagnostic Centre | Address: 78, Shanjari Tower(1st Floor) Motijhil, DhakaPhone: 01711-549143 |
৬ | Al Humayra Health Centre Ltd | Address: H.No 6, 1st And 2nd Floor, Block J, 2/B Road Baridhara Batara, Dhaka 1212Phone: 01831-558110 |
৭ | AI-Ghofily Medical Center Ltd | House # 82, Road # 17/A, Block – E, Banani, Dhaka- 1213Tel : +88-02-9882390, 9857953 |
৮ | SKN Health services | Address: 80 Kakrail Footover Bridge, Dhaka 1205Mobile Number: 01974103747 |
৯ | Perfect Medicare Ltd | Address: 40 Bijoy Nagar, Ally’s Center (7th floor), Dhaka-1000Phone: 01708-528821 |
উপসংহার
মালয়েশিয়া ২৫ এজেন্সি নামের তালিকা সম্পর্কে আমাদের আজকের আর্টিকেলে পরিষ্কার করে বিস্তারিত আলোচনা করা হয়েছে। মালয়েশিয়া যেতে হলে মালয়েশিয়া ২৫ এজেন্সি নামের তালিকা আপনাকে অনেক দিক থেকে সহযোগিতা করবে। মালয়েশিয়া ২৫ এজেন্সি নামের তালিকা গুলোর মধ্যে বেশকিছু এজেন্সি রয়েছে যেগুলো সরকার কর্তৃক অনুমোদিত। এর ফলে আপনি স্বাভাবিকের তুলনায় কম খরচে এবং নিরাপদে মালয়েশিয়া যেতে পারবেন বাংলাদেশ থেকে। সম্পর্কে কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন আমরা দ্রুততার সাথে উত্তর দেয়ার চেষ্টা করব। এমন নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে বেশি বেশি আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।