রবি নতুন সিম অফার গুলো দেখে নিন

রবি নতুন সিম অফার সমূহ

রবি নতুন সিম অফার – Robi New Sim Offer জানার জন্য অনেকের মাঝে রয়েছে নানা রকম আগ্রহ ও উত্তেজনা। বেশিরভাগ মানুষই বিশেষ করে অফার ( রবি ডাটা অফার, মিনিট অফার, এসএমএস অফার ) সম্পর্কিত কারণেই নতুন সিম নিয়ে থাকে। যে বিধায় বর্তমানে অধিকাংশ মানুষ পুরাতন সিমের থেকে নুতন সিমের প্রতি আগ্রহ প্রকাশ করছে বেশি। এখন রবির নতুন সিমের প্রতি আগ্রহের উক্ত কারণগুলো ছাড়াও আরো বেশ কিছু কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো রবির ভালো নেটওয়ার্ক সিস্টেম সহ আকর্ষণীয় সকল ধরনের অফার। যে বিধায় অনেক গ্রাহক রবি নতুন সিম অফার কে বেশি প্রাধান্য দিয়ে থাকে এবং নতুন সিম ক্রয় করে থাকে। (রবি ইমারজেন্সি ব্যালেন্স পেতে এটি পড়ুন)

২০২১ সালের জুলাইর সার্ভে অনুযায়ী রবির সর্বমোট গ্রাহক সংখ্যা হচ্ছে ৫ কোটি ১৮ লাখ এর উপর। আর এই সংখ্যাটি ধীরে ধীরে বাড়ছে। যে কারণে রবির গ্রাহকদেরকে সার্ভিস দেওয়ার সুবিধার্থে রবি কর্তৃপক্ষ ডে বাই ডে তাদের অফারগুলোকে আরো সমৃদ্ধশীল করছে।গ্রহাকদের সুবিধার দিকটিকে কেন্দ্র করে গ্রাম অঞ্চল থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলগুলোতেও রবি তাঁর সেবাকে প্রসারিত করছে। সার্ভিক ভাবে বিবেচনা করলে রবি তাঁর গ্রাহকদের সেবার দিকটিকে লক্ষ্য রেখেই বর্তমানে সকল ধরণের অফারগুলো প্রকাশিত করছে। ( সকল সিমের প্রয়োজনীয় কোডগুলো দেখুন এবং বাংলালিংক মিনিট অফার সম্পর্কে অবগত হোন)

শুধু রবি নতুন সিম অফার এর জন্যই মানুষগণ রবি সিমের উপর যে ঝুঁকছে, সেটা কিন্তু নয়। ভিন্ন ভিন্ন নানা রকম কারণ রয়েছে এর পেছনে। ইতিমধ্যে বেশ কিছু উল্লেখ করেছি এবং বাকি সব তথ্যগুলো মূল আলোচনায় আলোচিত হবে। আজকের আর্টিকেলে আমরা শিখবো রবি নতুন সিম ক্রয় করলে কি কি ধরনের অফার আমরা পেতে পারি, নতুন সিমের রিচার্জ অফার সহ আনুসাঙ্গিক সকল ধরনের রবি নতুন সিমের অফার। পাশাপাশি আরো জানবো কিভাবে এবং কত টাকার মাধ্যমে আমরা একটি নুতন সিম ক্রয় বা রেজিস্ট্রেশন করতে পারি। রবি নতুন অফিসিয়াল এবং আনঅফিশিয়াল সিমের পাথর্ক্যগুলো সম্পর্কেও জানতে চেষ্টা করবো। মূলত সকল ধরনের এরকম তথ্য নিয়েই আজকের আর্টিকেলটিকে সজ্জিত করা হয়েছে। তাহলে চলুন জানা যাক রবি নতুন সিম অফার সম্পর্কিত সকল ধরনের তথ্য সম্পর্কে।

রবি নতুন সিম অফার – Robi New Sim Offer

রবি নতুন সিম অফার

রবি নুতন সিম অফারগুলোকে আমরা কয়েকটি স্টেজে ভাগ করতে পারি। যদিও একজন রবি গ্রাহক এই সকল সমস্ত বিষয়গুলোকে লক্ষ্য রেখে নতুন একটি সিম ক্রয় করে না। কিন্তু অধিকাংশের সার্চ করা তথ্যের উপর ভিত্তি করে আজকের এই আর্টিকেলটিকে সাজানো হয়েছে। রবি কর্তৃপক্ষ তাদের ইউজারদের প্রতি বেশি সেন্সেটিভভ। যে বিধায় তাঁরা মাসিক ভাবে নানা রকমের নতুন নতুন অফার নিয়ে আসে। আজকের আর্টিকেলকে আমরা প্রধানত ৩টি ভাগে ভাগ করেছি। সেগুলো হলো-

  • রবি নতুন সিম ডাটা অফার
  • রবি নতুন সিম মিনিট বা টকটাইম অফার
  • রবি নতুন সিম এসএমএস অফার

মূলত এই ৩টি ক্যাটাগরির আয়ত্তে থাকা সমস্ত তথ্য নিয়েই আলোচনা করা হবে। যেহেতু মানুষগণ বেশিরভাগ সময়ে উপরোক্ত এই ৩টি ক্যাটাগরির মধ্যে থাকা নানা রকম তথ্য জানতে ভিন্ন ভিন্ন কিওয়ায়ার্ড দিয়ে সার্চ করে, সেহেতু সেই সকল তথ্যগুলোকে আজকে এই ৩টি ক্যাটাগরির মাধ্যমে আলোচনা করা হবে। চলুন তাহলে জানা যাক রবি নুতন সিম এর সকল ধরণের অফারগুলো সম্পর্কে।

রবি নতুন সিম ডাটা অফার – Robi New Sim Data Offer

এমনিতেই রবি কর্তৃপক্ষ তাদের গ্রাহকদের জন্য নিয়ে আসে নতুন নতুন নানা রকম ডাটা অফার Data Offer.। সেগুলো থেকেও একজন রবি ইউজার বেশ ভালোভাবে উপকৃত হতে পারে। আবার অন্যদিকে রবি – Robi কর্তৃপক্ষ চায় তাদের অপাটরে বা নেটওয়ার্কে নতুন নতুন গ্রাহক যোগ হোক। যে বিধায় তাঁরা নতুন সিমে রেখেছে নতুন অনেক ধরনের লোভনীয় অফার সমূহ। সেই প্রেক্ষিতেই আজকের আর্টিকেলে আমরা জানার চেষ্টা করবো রবির নতুন সিমে থাকা ডাটা অফারগুলো সম্পর্কে। রবি নতুন সিমে ডাটা অফারকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়। সেগুলো হলো-

  • রবি ১২ জিবি ইন্টারনেট অফার
  • রবি ৪২ টাকা রিচার্জ অফার
  • রবি ১২ জিবি ফ্রী ইন্টারনেট
  • রবি নতুন সিমের ২৪ জিবি ইন্টারনেট

এগুলো হলো মূলত রবির নতুন সিমে থাকা ডাটা অফারগুলো। উক্ত অফারগুলোকে সাধারণত এই পার্টে ডাটা অফার হিসেবে উল্লেখিত ও আলোচনা করা হয়েছে। চলুন উক্ত সমস্ত ডাটা অফারগুলোকে সম্পর্কে জানা যাক।

রবি ১২ জিবি ইন্টারনেট অফার – Robi 12GB internet offer

রবির ১২ জিবি ইন্টারনেট বা ডাটা অফারটি Robi Data Offer হলো মূলত মাসিক হিসেবে। আপনি যখন একটি নতুন সিম ক্রয় বা রেজিস্ট্রেশন করবেন, তখন আপনি সিম অ্যাক্টিবেশন এর কাজ শেষ হওয়ার পর পরই আপনার একাউন্টে ১ জিবি ইন্টারনেট চলে আসবে। কারো ক্ষেত্রে তা ৯ টাকা করে রিচার্জ করতে হয়। তবে যদি ডাটা না এসে থাকে, তাহলে আপনি নির্দিষ্ট পরিমাণ টাকা রিচার্জ করতে পারেন। প্রতি মাসে ১ জিবি করে বারো মাসে মোট ১২ জিবি ইন্টারনেট পেতে পারেন। উক্ত ডাটা পেতে পারেন যেভাবে-

  • প্রথমে প্রতি মাসে আপনাকে ৯টাকা রিচার্জ করতে হবে।
  • ৯ টাকা রিচার্জের ফলে কোনো রকম কোড ডায়াল করতে হবে না। অটোমেটিক আপনার একাউন্টে ১ জিবি ডাটা অ্যাড হয়ে যাবে।
  • এই অফারকৃত ১ জিবি ডাটার মেয়াদ থাকবে মোট ৭দিন।
Read More  গ্রামীণ ফোন ইমার্জেন্সি ব্যালেন্স কোড: Gp Loan Code

মূলত এভাবেই নতুন সিমে আপনি রবি ইন্টারনেট অফারটি পেতে পারেন প্রতি মাসে। তাই আপনি যদি রবি নতুন ব্যবহার কারী হয়ে থাকেন তাহলে প্রতিমাসে এরকমভাবে ১ জিবি ইন্টারনেট অফার উপভোগ করতে পারেন।

রবি ৪২ টাকা রিচার্জ অফার – Robi 42 taka Researge Offer

রবি তে নতুন সিমে আপনি ৪২ টাকা রিচার্জ করেও ইন্টারনেট বা ডাটা অফার ‍উপভোগ করতে পারেন। আপনি যদি সম্পূর্ণ নতুন একটি রবি সিম রেজিস্ট্রেশন করে সর্বপ্রথম ৪২ টাকা রিচার্জ করেন, তাহলে আপনি উক্ত অফারের আওতাভুক্ত হতে পারেন। তবে প্রথম বার ৪২ টাকা রিচার্জ করার পর নিম্নোক্ত অফার উপভোগ করার পর পুনরায় আর অফারটিকে ব্যবহার করতে পারবেন না। রবি নতুন সিমে ৪২ টাকা রিচার্জ অফারটি যেভাবে পেতে পারেন-

  • প্রথমে রবি সিম ক্রয়ের সাথে সাথেই আপনাকে ৪২ টাকা একাউন্টে রিচার্জ করতে হবে।
  • গ্রাহক যখন প্রথমবার ৪২ টাকা রিচার্জ করবে তখন সে তাঁর মূল একাউন্টে পাবে ব্যালেন্স পাবে ৩৪ টাকা।
  • সাথে সাথে পেয়ে যাবেন ২ জিবি ইন্টারনেট বা ডাটা প্যাকেজ।
  • উক্ত প্যাকেজের মেয়াদ কাল থাকবে মোট ৭দিন। এই দিনের মধ্যেই আপনাকে সম্পূর্ণ ডাটা খরচ করতে হবে।

এভাবেই আপনি রবির যেকোনো নতুন সিমে ৪২ টাকা রিচার্জ করে ২ জিবি ইন্টারনেট অফারটি দ্ধারা উপকৃত হতে পারেন। ডাটা অফারের মধ্যে এটিও হলো অন্যতম একটি রবি অফার।

রবি ১২ জিবি ফ্রী ইন্টারনেট – Robi 12 GB free Internet

উক্ত রবি অফারটি ২০২১ সালে শুরু হয়েছে । এই অফার দ্ধারা প্রতি মাসে আপনি কোনো রকম কস্ট ছাড়াই মাসে ১ জিবি করে ১২ মাসে ১২ জিবি ইন্টারনেট প্যাক পেতে পারেন। কিন্তু রবি নতুন সিম গ্রাহকরা এই অফারের নিয়ম-কানুন সম্পর্কে অজ্ঞ থাকার কারণে রবির এই অফারটি অনেকে পায় না। এই ডাটা অফারটি পেতে বেশ কিছু নিয়ম কানুন রয়েছে। এখানে সে নিয়ম কানুনগুলোসহ সব তথ্য ‍উপস্থাপন করা হলো-

  • প্রথমে যখন আপনি একটি নতুন সিম রেজিস্ট্রেশন করবেন, তখন থেকেই আপনি উক্ত অফারটি পেতে পারেন।
  • রবি সিম প্রথম অ্যাক্টিভেশনের পর ১২ মাস পর্যন্ত উপভোগ করুন ১ জিবি ডাটা সম্পূর্ণ বিনামূল্যেই।
  • নতুন সিম অ্যাক্টিভেশনের সাথে সাথেই আপনি পাবেন ১ জিবি ফ্রি ডাটা!
  • ৫০ টাকা ব্যবহারে পরবর্তী ১১ মাস প্রতি ৩০ দিনে আপনি পাবেন ১ জিবি ডাটা ফ্রি
  • সিম অ্যাক্টিভেশনের ৩১ তম দিন থেকে নতুন গ্রাহক পূর্ববর্তী/শেষ ৩০ দিনে সর্বনিম্ন ৫০ টাকা   (সরকারী শুল্ক অন্তর্ভুক্ত) ব্যবহারে পাবেন ১ জিবি ফ্রি ডাটা।

তবে এই অফারটি পেতে বেশ কিছু শর্ত রয়েছে। যেগুলোর সম্পর্কে না জানায় অনেকে রবির নতুন সিমের এই ফ্রী অফারটি মিস করে। তাহলে চলুন রবির অফারের শর্তগুলো জেনে নিই-

  • প্রথমে আপনাকে মেইক সিউর করতে হবে যে, আপনি উপরোক্ত সমস্ত তথ্যগুলো ফিল আপ করেছেন।
  • এরপর অবশ্যই আপনাকে নেক্সট ৩০ দিনের মধ্যে সর্বমোট ৫০ টাকা খরচ করতে হবে। অন্যথায় আপনি এই রবি নতুন সিমে ফ্রী অফারটি উপভোগ করতে পারবেন না।
  • যখন থেকে সিমটি রেজিস্ট্রেশন করবেন, তখন থেকে মোট এক বছর এই অফারটি আপনি উপভোগ করতে পারবেন।
  • উক্ত ইন্টারনেট বা ডাটা অফারের সর্বমোট মেয়াদ থাকবে ৭ দিন।

এগুলোই ছিল মূলত রবি নতুন সিমের ফ্রী ইন্টারনেট অফারটি। এই অফারটি খুব সহজেই মাসে ৫০ টাকা খরচের মাধ্যমে ১ জিবি করে পেতে পারে। তাই আপনি যদি নতুন রবি ইউজার হয়ে থাকেন, তাহলে উক্ত অফারটি উপভোগ করতে পারেন।

রবি নতুন সিমের ২৪ জিবি ইন্টারনেট

একজন নতুন রবি সিম ইউজার Robi new sim user এই অফারটি দ্ধারা অনেক ভালোভাবে উপকৃত হতে পারে। কেননা আপনি মাসে ২ বার ১ জিবি করে ইন্টারনেট অফার পেতে পারেন। যা হিসেব করলে বছরে সর্বমোট ২৪ জিবি ইন্টারনেট বা ডাটা অফার হয়। তাই যদি আপনি একটি রবি নতুন সিম রেজিস্ট্রেশন করে অ্যাক্টিবেশন করে থাকন, তাহলে নিম্নোক্ত নিয়ম অনুসরণ করে সর্বমোট ২৪ জিবি ইন্টারনেট অফার পেতে পারেন। এখন এট কিভাবে নিবেন অর্থাৎ এই ২৪ জিবি ইন্টারনেট বা ডাটা অফার পাওয়া উপায় কি? তাহলে চলুন জানা যাক রবি নতুন সিমে ২৪ জিবি ইন্টারনেট পাওয়ার উপায় সম্পর্কে জানা যাক-

  • এই অফারটি পেতে নতুন সিমটি রেজিস্ট্রেশন করার সাথে সাথে আপনাকে ২৩ টাকা রিচার্জ করতে হবে।
  • ২৩ টাকা রিচার্জের ফলে আপনি ১৫ দিন অন্তর অন্তর ১ জিবি করে ইন্টারনেট পাবেন।
  • তবে অবশ্যই উক্ত ১ জিবি ইন্টারনেট অফার থাকবে 4G ইন্টারনেট।
  • বছরে মোট ২৪ জিবি ইন্টারনেট এভাবেই পেতে পারেন। এই ইন্টারনেট অফারটির মেয়াদ থাকবে মোট ৭দিন।
Read More  স্কিটো সিম অফার - সেরা ইন্টারনেট অফার (Skitto Sim Offer) 2023

এভাবেই আপনি বছরে ২৪ জিবি ইন্টারনেট অফারটি পেতে পারেন। এখানে প্রত্যেক জিবি ইন্টারনেট আপনি ২৩ টাকা করে পাচ্ছেন। প্রতি জিবি ইন্টারনেটের মেয়াদ থাকবে মোট ৭দিন করে। সুতরাং এই অফারটিও আপনি উপভোগ করতে পারেন।

মূলত এগুলোই ছিল রবি নতুন সিমের ইন্টারনেট অফার। এই অফারগুলো উপরোক্ত নিয়ম অনুসরণ করে যে কেউ নুতন গ্রাহক পেতে পারে। আপনি যদি নতুন রবি সিম ক্রয় বা রেজিস্ট্রেশন করে থাকেন, তাহেল উপরোক্ত নিয়মগুলো অনুসরণ করতে পারেন ডাটা বা ইন্টারনেট অফারের জন্য।

রবি নতুন সিম মিনিট বা টকটাইম অফার – Robi Talktime Offer

রবি নতুন সিমে ডাটা অফারের পাশাপাশি রয়েছে নানা রকম মিনিট বা টকটাইম অফারের প্যাকেজ। তবে বরাবর রবি কর্তৃপক্ষ তাদের গ্রাহকদের কোনো ভাবেই অসন্তুষ্ট করতে চান নি। যে প্রেক্ষিতে তাঁরা ভিন্ন ভিন্ন প্যাকেজ নামে অনেকগুলো নতুন সিমের মিনিট অফার চালু করে রেখেছে। এখন আপনি কিভাবে এসব মিনিট অফার পাবেন? আপনি যদি নতুন একটি রবি সিম রেজিস্ট্রেশন করে অ্যাক্টিব করে থাকেন, তাহলে আপনিও খুব সহজেই এসব রবি অফারগুলো পেতে পারেন। এখন সামগ্রিকভাবে চিন্তা করে রবি নতুন সিমের মিনিট অফারগুলোকে আমরা ৪টি স্তরে বিভক্ত করেছি। সেগুলো হলো-

  • রবি নতুন সিমে ২৯ টাকা রিচার্জে মিনিট অফার
  • রবি নতুন সিমে ৪২ টাকা রিচার্জে মিনিট অফার
  • রবি নতুন সিমে ৫৯ টাকা রিচার্জে মিনিট অফার
  • রবি নতুন সিমে ৯৬ টাকা রিচার্জে মিনিট অফার

আজকের আর্টিকেলে আমরা উপরোক্ত এই ৪ ধরনের মিনিট অফার নিয়েই আলোচনা করবো। যেখানে আপনি উক্ত নতুন সিমের অফারগুলো সম্পর্কে সম্পূর্ণ ডিটেইলস জানতে পারবেন। তাই চলুন আলোচনা দীর্ঘায়িত না করে রবি নতুন সিমের অফারগুলো সম্পর্কে জানা যাক।

রবি নতুন সিমে ২৯ টাকা রিচার্জে মিনিট অফার

রবির এই অফারটি মূলত সবার জন্যই প্রযোজ্য তবে নতুন সিমের বেশি কার্যকর। যদি কোনো গ্রাহক একটি নতুন সিম ক্রয় করে তা রেজিস্ট্রেশন করে,তাহলে সে উক্ত মিনিট অফারটি পেতে পারে। রবির এই অফারটি পেতে খুবই সোজা। জাস্ট আপনাকে আপনার মোবাইলে ২৯ টাকা রিচার্জ করতে হবে। এর সম্পূর্ণ ডিটেইলস হলো-

  • প্রথমে আপনাকে আপনার রবি নাম্বারে ২৯ টাকা রিচার্জ করতে হবে।
  • রিচার্জ করার সাথে সাথেই আপনি উক্ত সুবিধা অর্থাৎ অফারটি পেয়ে যাবেন।
  • অফারটি হলো ২৯ টাকা মোবইলে রিচার্জ করলে আপনি প্রতি মিনিটে মোট ৫০ পয়সা করে কাটবে। আর এটি সব গ্রাহকরাই পেতে পারে।

মূলত এভাবেই আপনি রবির টকটাইম তথা মিনিট অফারটি পেতে পারেন। এখন যারা যারা নতুন সিম রেজিস্ট্রেশন করে তা অ্যাক্টিভ করেছেন, তাঁরা অবশ্যই এই অফারের আওতাভুক্ত এবং যারা যারা পুরাতন রবি ইউজার, তাঁরাও এই রবি মিনিট অফারটি উপভোগ করতে পারে।

রবি নতুন সিমে ৪২ টাকা রিচার্জে মিনিট অফার

রবির ৪২ টাকা রিচার্জের মিনিট অফারটি বেশ জনপ্রিয় একটি টকটাইম অফার। আপনি যদি একজন রবি গ্রাহক হয়ে থাকেন এবং রবি নতুন সিম ক্রয় করে তা রেজিস্ট্রেশন করে থাকেন,তাহেল আপনিও উক্ত মিনিট অফারটি উপভোগ করতে পারেন। কিভাবে রবি ৪২ টাকা রিচার্জের অফারটি উপভোগ করবেন তা নিম্নে দেওয়া হয়েছে-

  • প্রথমে আপনি আপনার রবি সিমে ৪২ টাকা রিচার্জ করুণ।
  • রিচার্জ করার সাথে সাথে আপনি পেয়ে যানে সেই অফারটি।
  • রবি মেইন একাউন্ট -এ ৩৪ টাকা
  • ২ জিবি ইন্টারনেট, মেয়াদ ৭ দিন
  • রবি থেকে যেকোনো নম্বরে ৮ মিনিট টকটাইম, মেয়াদ ৭ দিন
  • যেকোনো নম্বরে আপনি ৪৮ পয়সা/মিনিট কথা বলতে পারবেন, মেয়াদ ৩০ দিন

রবি ৪২ টাকা রিচার্জে যদি এখানে উল্লেখিত সুবিধাগুলো পেতে চান, তাহলে একজন নতুন সিম রেজিস্ট্রেশন কৃত ব্যবহারকারী খুব সহজেই এই মিনিট অফারটি উপভোগ করতে হবে। তবে এখানে এর বেশি টাকা রিচার্জ করলে অফারটি পাবে না। আর সিম ক্রয়ের পর শুধু একবার এই অফারটি ব্যবহার করতে পারবে।

Read More  Grameenphone International Call Rate

রবি নতুন সিমে ৫৯ টাকা রিচার্জে মিনিট অফার

রবি কর্তৃপক্ষ তাদের নতুন গ্রাহকদের জন্য আরেকটি অন্যতম মিনিট অফার রেখেছে। আর এটি হলো ৫৯ টাকায় রবি টকটাইম অফার। যদি কোনো গ্রাহক একটি রবি নতুন সিম ক্রয় করে এবং সেই সিম ব্যবহার করে তাহলে সে পেতে পারে উক্ত অফারটি। তবে কিভাবে সে এই অফারটি পাবে? নতুন রবি সিম ক্রয় করে যেভবে ৫৯ টাকা রিচার্জ করে রবি মিনিট অফারটি পেতে পারে তা দেওয়া হলো-

  • প্রথমে সে ৫৯ টাকা তার রবি সিমে রিচার্জ করতে হবে।
  • মোবাইলে ৫৯ টাকা রিচার্জের সাথে সাথেই সে ৯০ মিনিট পেয়ে যাবে।
  • উক্ত মিনিট অফারের মেয়াদ থাকবে মোট ১০ দিন। ১০ দিনের মধ্যে সবগুলো মিনিট শেষ করতে হবে।

এভাবেই আপনি রবি ৫৯ টাকা দ্ধারা ৯০ মিনিট এর টকটাইম বা রবি মিনিট অফারটি পেতে পারেন। মূলত অধিকাংশ রবি গ্রাহক এই মিনিট অফারটিকেই প্রেপার করে থাকে। তাই যদি আপনি নতুন সিম ক্রয় করে থাকেন, তাহলে এই রবি অফারটি নিতে পারেন।

রবি নতুন সিমে ৯৬ টাকা রিচার্জে মিনিট অফার

রবি নতুন সিমে ৯৬ টাকা রিচার্জ অফারটি সম্পর্কে প্রায় গ্রাহক অবগত নয়। কিন্তু যদি কোনো গ্রাহক রবির এই মিনিট অফারটি সম্পর্কে অবগত থাকতো, তাহলে অনেকে এই অফারটিকে ব্যবহার করতো। তাই এখন আমরা রবির নতুন সিমে কিভাবে উক্ত অফারটি পেতে পারি, সে সম্পর্কে জানার চেষ্টা করবো। রবি নুতন সিমে ৯৬ টাকা রিচার্জে মিনিট অফার পাওয়ার নিয়ম হলো-

  • আপনি যদি নতুন একটি রবি সিম ক্রয় করেন এবং এতে ৯৬ টাকা রিচার্জ করেন তাহলে আপনি ‍এই মিনিট অফারটি পেতে পারেন।
  • ৯৬টাকা রিচার্জের পর আপনাকে রবি কোম্পানী ৪৮ টাকা পয়সা মিনিটে অফারটি অ্যাক্টিব করে দিবে।
  • এই অফারটির মেয়াদ থাকবে মোট ৩০দিন।

এভাবেই আপনি রবির মিনিট অফারটি পেতে পারেন। রবি নতুন সিম ব্যবহারকারীরা খুব সহজেই উপরোক্ত মিনিট অফারগুলো নিয়ে উপভোগ করতে পারে। তাই আপনি যদি একজন রবি নতুর ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে আপনি উল্লেখিত সমস্ত অফারগুলো উপভোগ করতে পারেন।

রবি নতুন সিম এসএমএস অফার – Robi New Sim SMS Offer

যদিও বর্তমানে এসএমএস অফার বেশি মানুষ ব্যবহার করে না বা চায়ও না। তারপরও রবি কর্তৃপক্ষ তাদের সেবার মান উন্নত করতে এই সেক্টরটিতেও রেখেছে রবি ব্যবহারকারীদের জন্য এসএমএস অফার Robi SMS Offer.। এটি যে কেউ ব্যবহার বা উপভোগ করতে পারে তবে রবি নতুন ব্যবহারকারীদের জন্য স্পেশালভভাবে কোম্পানী কিছু অফার রেখেছে, যেগুলো দ্ধারা গ্রাহকরা বেশ ভালো ভাবে উপকৃত হতে পারে। তাহলে বিলম্ব না করে চলুন জানা যাক, রুব নুতন সিম এসএমএস অফারসমূহগুলো-

  • আপনি যদি রবি নতুন নাম্বারে ৪২ টাকা বা ৯৬ টাকা রিচার্জ করেন,তাহলে সাথে সাথেই আপনি ২০০০ এসএমএস পেয়ে যাবেন। এই এসএমএসগুলো আপনি যেকোনো নাম্বারে ব্যবহার করতে পারবেন অর্থাৎ পাঠাতে পারবেন।
  • এছাড়াও আরো রবি এসএমএস বোনাস জানতে আপনি *222*12# ডায়াল করতে পারেন। এতে করে আপনি রবি এসএমএস অফারগুলো সম্পর্কে সম্মুখ একটি জ্ঞান লাভ করতে পারবেন।

উপরোক্ত এগুলোই হলো রবি নতুন সিম ব্যবহারকারীদের জন্য রবি এসএমএস বোনাস বা অফার। এই অফারগুলোকে কাজে লাগিয়ে আপনারা রবির সমস্ত এসএমএসগুলো ব্যবহার করতে পারেন। তাই আজই নির্দিষ্ট পরিমাণ টাকা রিচার্জ করে এরকম এসএমএস অফারগুলো উপভোগ করুন।

রবি নতুন সিমের দাম বা মূল্য – Robi New Sim price

অফিসিয়াল দাম২০০ টাকা
আন-অফিসিয়াল৬০ থেলে ১০০ টাকা

রবি নতুন সিম অফার নিয়ে শেষ কথা

রবি নতুন সিম অফার নিয়ে শেষ কথা

আজকের আর্টিকেলের মূল বিষয়বস্তুই ছিল রবি নতুন সিম অফার Robi New Sim Offer সম্পর্কিত। কি কি অফার রয়েছে রবির নতুন সিমে। আর কিভাবে একজন গ্রাহক সেই ডাটা, মিনিট ও এসএমএস অফারগুলোকে পেতে পারে ও ব্যবহার করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যদি আপনি একজন রবির নতুন গ্রাহক হয়ে থাকেন, এবং উপরোক্ত সমস্ত অফারগুলো পেতে চান, তাহলে আর্টিকেলে দেখানো নিয়মে অ্যাপ্লাই করুন, আশা করি সমস্ত অফারগুলো পেয়ে যাবেন। আর যদি আর্টিকেলের কোনো অংশ অর্থাৎ রবির নতুন সিমের অফারগুলো কিভাবে পেতে হয়, তা সম্পর্কে এখনো দ্ধিধাগ্রস্ত হয়ে থাকেন,তাহলে দয়া করে পুনরায় পুরো পোস্টটি মনোযোগ সহকারে আবার পড়ুন। আশা করি সম্পূর্ণ ডিটেইলস জেনে যাবেন রবি নতুন সিম অফার সম্পর্কে।

রবি নতুন সিম অফার সম্পর্কে আরো জানতে

Leave a Comment