হাসান নামের অর্থ কি ? হাসান নামের বাংলা অর্থ কি? এরকম অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মাথায়! আর সে প্রেক্ষিতেই আজকের ” হাসান নামের অর্থ কি ” এই আর্টিকেলটি। পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়লে আশা করি হাসান নাম বিষয়ক ঘুরপাক খাওয়া আপনার মনের সকল প্রশ্নের জবাব/উত্তর পেয়ে যাবেন।
হাসান নামটি মূলত একটি আরবি নাম। এর উৎপত্তি স্থল হচ্ছে আরবে। হাসান নামের অর্থ হচ্ছে সুদর্শন, সুশ্রী, ভালো, ধার্মিক, সুন্দর, ভদ্র, উত্তম, ভালো আচরণবিশিষ্ট, স্মার্ট । হাসান নামটি ছেলেদের ক্ষেত্রে বেশ একটি জনপ্রিয় নাম। আর হাসান নামটি শুধু মাত্র বাংলাদেশ কিংবা এশিয়া মহাদেশেই জনপ্রিয় নয়। বরং এটি এশিয়া মহাদেশ সহ প্রায় পৃথিবীর সব মহাদেশেই এটি জনপ্রিয় একটি নাম। আজকের আর্টিকেলে আমরা হাসান নামের রাশি, হাসান নামের শুভ দিন, শুভ সংখ্যা, শুভ রং সহ এরকম অনেক তথ্য জানার চেষ্টা করবো।
সাধারণত Hasan নামের ইংরেজী অর্থ হচ্ছে So nice, So Smart, Handsome, Righteous, Polite, Best, Well Manners etc. আজকের এই নির্দিষ্ট আর্টিকেলটি পড়ার কারণ ব্যক্তি ভেদে ভিন্ন। কেননা অনেকে শুধুই হাসান নামের অর্থ জানতে পড়ছেন। আবার কারো-বা নামই হলো হাসান। আবার কেউ-বা তার পরিবার কিংবা আত্মীয়দের মধ্যে কোনো ছেলের নাম হাসান রাখতে চায় এরকম অনেক পারপাসে আর্টিকেলটি পড়া হচ্ছে। সামগ্রিকভাবে বলতে গেলে সবার ইন্টেন্ট ফুল-ফিলাপ হবে উক্ত লেখার মাধ্যমে।
হাসান নামের অর্থ কি তা জানার পাশাপাশি ছেলে ও মেয়েদের আধুনিক ইসলামিক নাম জানতে পড়ুন। ল দিয়ে ছেলেদের ইসলামিক নাম সহ ব দিয়ে ছেলেদের ইসলামিক নাম, স দিয়ে ছেলেদের ইসলামিক নাম, ম দিয়ে ছেলেদের ইসলামিক নাম, জ দিয়ে ছেলেদের ইসলামিক নাম, শ দিয়ে ছেলেদের ইসলামিক নাম, হ দিয়ে ছেলেদের ইসলামিক নাম, ফ দিয়ে ছেলেদের ইসলামিক নাম সহ বাংলায় সকল ধরনের বর্ণ দিয়ে তৈরিকৃত ছেলে-মেয়েদের নামগুলো পড়ুন। মোহাম্মদ নামের অর্থ কি, জান্নাত নামের অর্থ কি, রাইসা নামের অর্থ কি সহ রাফি নামের অর্থ কি সমন্নিত আর্টিকেল তিনটি পড়তে পারেন। এছাড়াও পড়তে পারেন সাহাবীদের নামগুলো, বাংলা নাম, আনকমন নাম সহ ছেলে-মেয়েদের ডিজিটাল সুন্দর নাম।
যেহেতু হাসান নামের অর্থ কি সহ হাসান; নামের অন্য বিষয়গুলোকেও এ আর্টিকেলে কভার করা হয়েছে, সুতরাং আলোচন দীর্ঘায়িত না করে চলুন তাহলে হাসান নামে A-Z সকল তথ্য জানা যাক।
হাসান নামের অর্থ নিয়ে সংক্ষিপ্ত বিবরণী
সাধরণত সাধারণ মানুষের সার্বিক দিক বিবেচনা করে এবং তাদের জানার জ্ঞাতে হাসান নামের একটি সংক্ষিপ্ত বিবরণী পার্ট রাখলাম। এই পার্টে লোকজন খুব অল্প সময়ে এবং সহজেই হাসান নাম সম্পর্কে সম্মুখ একটি ধারণা পেয়ে যাবে।
- নাম – হাসান ( Hasan or Hassan ).
- হাসান নামের বাংলা অর্থ – সুদর্শন, সুশ্রী, ভালো, ধার্মিক, সুন্দর, ভদ্র, উত্তম, ভালো আচরণবিশিষ্ট, স্মার্ট।
- হাসান নামের ইংরেজী অর্থ – So nice, So Smart, Handsome, Righteous, Polite, Best, Well Manners .
- হাসান নামের আরবি অর্থ – সুদর্শন, ধার্মিক ,সুন্দর, সুশ্রী, ভদ্র, উত্তম মানুষ।
- হাসান নামের উৎস হলো – আরব থেকে।
- হাসান নামের লিঙ্গ – ছেলে/পুরুষ।
- এই নামের রাশি হলো – কর্কট রাশি।
- এর শুভ সংখ্যা হলো – ____
- এর শুভ রং হলো – সবুজ রং
- এই নামের জন্য শুভ দিন হলো – শুক্রবার বা সোমবার
- হাসান নামের সাফল্যের ক্ষেত্র হলো – হুজুর, আলেম, মাওলানা শিক্ষক, অফিসার, সেনা, রাজনীতি, ব্যবসা, লেখাপড়া, ডাক্তার, উকিল সহ, ইত্যাদি ক্ষেত্রে।
হাসান – Hasan or Hassan নামের অর্থ জানার জ্ঞাতে পাবলিক কিছু সার্চ টার্ম
যেহেতু হাসান নামটি শুধু বাংলাদেশ কিংবা এশিয়া মহাদেশেই সীমাব্ধ নয়, সেহেতু নামটি সারা বিশ্বে ব্যবহার হয়। আর বিশেষ করে নামটি প্রথম ব্যবহার হয়েছে আরবে এবং মুসলিমরাই ব্যবহার করেছিল। সেহেতু নামটি বিশেষ করে মুসলিম ছেলেদের জন্য বেশ আকর্ষণের একটি বিষয়। সে হিসেবে পৃথিবীর যেকোনো প্রান্ত হতে হাসান নাম দিয়ে সার্চ দিয়ে এর অর্থ জানতে চেষ্টা করবে। এর এটাই স্বাভাবিক। কেননা হাসান নামটি প্রত্যেকটি মুসলিম দেশের পাশাপাশি নন-মুসলিম দেশেও মুসলিমরা ব্যবহার করে। আর যে বিধায় প্রত্যেকেরই একটি আকাঙ্খা থাকবে হাসান নামের অর্থ জানার জন্য এটাই স্বাভাবিক। মানুষজন সবচেয়ে বেশি গুগলে সার্চ দেয় হাসান নাম সম্পর্কে জানতে। প্রত্যেকটা মানুষের সার্চকৃত টার্ম বা কিওয়ার্ড আলাদা আলাদা থাকে। এক একজন এক এক ভাবে সার্চ দেয়। কেউ হয়তো বা সার্চ দেয় – “ হাসান নামের উৎপত্তি স্থল কোথায়? “ আবার কেউ বা সেই প্রশ্নকেই সার্চ দেয় – “ হাসান নাম প্রথম কোথায় ব্যবহার করা হয়েছিল? “ উভয় প্রশ্নের উত্তর কিন্তু সেইম হবে। তারপরও প্রশ্ন কিছুটা হলেও আলাদা টাইপের। আর এ কারণেই কম কয়েকটি কিওয়ার্ড টার্ম এখানে উল্লেখ করা হলো, যেগুলো দিয়ে মানুষ গুগলে সার্চ করে হাসান নামের অর্থ কি – তা জানার জন্য। চলুন তাহলে পাবলিক কিছু সার্চ টার্ম জানা যাক-
- Hasan নামের অর্থ
- হাসান নামের অর্থ কি
- হাসান নামের অর্থ
- হাসান নামের ইসলামিক অর্থ কি
- হাসান নামের আরবি অর্থ কি
- হাসান নামের অর্থ কি বাংলা
- হাসান নামের বাংলা অর্থ কি
- হাসান নামের ইংরেজী অর্থ কি
- Hassan নামের অর্থ কি
- Hasan name meaning
- Hasan namer ortho ki
সাধারণত এখানে যে কিওয়ার্ডগুলো উল্লেখ করা হয়েছে, সেগুলো দিয়ে পাবলিক বেশ পরিমাণ গুগলে সার্চ করে শুধু মাত্র মোহাম্মদ নাম সম্পর্কে ডিটেইলস জানার জন্য। শুধু যে এই টার্মগুলোই ব্যবহার করে তা কিন্তু নয়, পাশাপাশি রয়েছে এরকম অনেক প্রকার কিওয়ার্ড মূলক টার্ম। এখানে সর্বোচ্ছ সার্চকৃত টার্মগুলো উল্লেখ করা হয়েছে।
হাসান নামের অর্থ
হাসান নামটি যেহেতু পৃথিবী ব্যাপী বেশ বিখ্যাত ও জনপ্রিয় একটি নাম, সে বিধায় হাসান নামটি প্রচুর পরিমাণে ইন্টারনেট জগতে সার্চ হয়। এটি হতে পারে বাংলাদেশ থেকে অথবা আরব কোনো একটি দেশ থেকে। এমনও হতে পারে পৃথিবীর কোনো একটি সিঙ্গেল এলাকা থেকে। এটা সম্পূর্ণ ডিফেন্ড করে প্রত্যেকের ইচ্ছার উপর। বর্তমানে পৃথিবীতে রয়েছে প্রায় ২৩৩ টি দেশ। যার প্রত্যেকটি থেকেই মোটামোটি হাসান নামের অর্থ জানতে চেয়ে ইন্টারনেটে সার্চ হয়। তবে কিছু কিছু দেশ আছে, যেগুলোতে খুব কম পরিমাণ সার্চ হয়। সেসব দেশগুলোর বেশিরভাগই হলো ইউরোপ কান্ট্রি সহ নন-ইসলামিক দেশগুলোতে। আবার বেশ কিছু দেশ আছে, যেদেশগুলো থেকে প্রচুর পরিমাণ সার্চ হয়। যেমন আরব দেশগুলো সহ মুসলিম সংখ্যা ঘরিষ্ঠ দেশগুলোতে।
- হাসান নামের বাংলা অর্থ
- হাসান নামের আরবি অর্থ
- হাসান নামের ইংরেজী অর্থ
এখানে সর্বমোট ৩টি ভাষায় হাসান নামের অর্থের ব্যাখ্যা করা হয়েছে। প্রথমটি হলো বাংলা ভাষায় হাসান নামের অর্থ, আরবি বা ইসলামিক ভাষায় আরবি নামের অর্থ ও শেষটি হলো ইংরেজীতে হাসান নামের অর্থ। এখানে বলে রাখা ভালো যে, যেহেতু এই আর্টিকেলটি অধিকাংশ বাংলাদেশের মানুষ অথবা বাংলা ভাষায় দিক্ষীত মানুষগণ পড়বে, তাদের সুবিধার্থেই ”বাংলা ভাষায় হাসান নামের অর্থ” এই পর্বটি রেখেছি। আবার অন্যদিকে যেহেতু বিশ্বের প্রায় সব দেশেই ইংরেজী চলমান, সেহেতু সবার সুবিধার্থে এখানে হাসান নামের ইংরেজী অর্থও দেওয়া আছে। পাশাপাশি আরবিটা দিয়েছি। কেননা হাসান নামের মূল উৎপত্তি হয়েছে আরব থেকে। সুতরাং সে প্রেক্ষিতেই এখানে হাসান নামের আরবি অর্থের পার্টটা যোগ করা। চলুন, তাহলে বিলম্ব না করে ৩টি ভাষায় হাসান নামের অর্থ কি তা জানা যাক।
হাসান নামের বাংলা অর্থ
হাসান নামের বাংলা অর্থটি বেশ আকর্ষণীয় এবং অর্থবহ। হাসান নামের বাংলা অর্থ হলো সুদর্শন, সুশ্রী, ভালো, ধার্মিক, সুন্দর, ভদ্র, উত্তম, ভালো আচরণবিশিষ্ট, স্মার্ট। নামটির দিকে লক্ষ্য করলেই এর অর্থগুলো বেশ ভালো ভাবেই অনুধাবন করা যায়।
যদি আমরা হাসান নামের বাংলা অর্থগুলোর দিকে নজর দিই , তাহলে সামগ্রিকভাবে হাসান নামের অর্থকে দাঁড় করাতে পারি। আর সেটা হলো এমন একজন, যে তাঁর কাজ-কর্মে অত্যন্ত কর্তব্যপরায়ন পাশপাশি তার সর্বক্ষেত্রে ব্যবহার হলো ভদ্র ও নম্র। দেখতে বেশ সুদর্শন। মূলত হাসান নামের বাংলা অর্থ এগুলোই। আশা করি, যারা যারা হাসান নামের বাংলা অর্থ জানার জ্ঞাতে প্রতিনিয়ত ইন্টারনেট করেন, তারা তাদের উত্তর পেয়েছেন।
হাসান নামের আরবি বা ইসলামিক অর্থ
প্রত্যেক ক্ষেত্রে যেমন নিজস্ব ভাষায় কোনো কিছুর একটি অর্থ থাকে, তেমনি নির্দিষ্ট নামের ক্ষেত্রেও তা ব্যতিক্রম নয়। যেমনটি আমরা বাংলায় হাসান নামের অর্থ পর্বে জেনেছি। এখন চলুন হাসান নামের আরবি বা ইসলামিক অর্থ সম্পর্কে জানা যাক।
হাসান নামের আরবি বা ইসলামিক অর্থ হচ্ছে সুদর্শন, ধার্মিক ,সুন্দর, সুশ্রী, ভদ্র, উত্তম মানুষ। হাসান নামের অর্থের দিকে তাকালেই বোঝা যায়, নামটি কী অর্থ বহন করছে। অবশ্য প্রায় বাংলা অর্থের ন্যায় সেইম অর্থ বহন করছে।
হাসান Hasan or Hassan নামের ইংরেজী অর্থ
Hasan or Hassan নামের ইংরেজী অর্থ হলো So nice, So Smart, Handsome, Righteous, Polite, Best, Well Manners etc. মূলত হাসান নামের এই ইংরেজী অর্থগুলো অর্থ সেইম বাংলা অর্থগুলোই বহন করে। সুতরাং এটা বোঝাই যাচ্ছে যে, Hasan নামের বাংলা, আরবি এবং ইংরেজী অর্থ প্রায় একই অর্থ। এই অর্থগুলো দ্ধারা এমন এক ব্যক্তি কে বোঝায়, যার কর্মে-কান্ডে তার চারিত্রিক সভ্যতা, ভদ্রতা, নম্রতা, স্মার্টনেস ইত্যাদি প্রকাশ পায়।
ভিন্ন ভাষায় হাসান নামের বানান
যদিও হাসান নামটি একটি ইসলামিক নাম এবং এর উৎপত্তির স্থান হচ্ছে আরবে। তবে যেহেতু এটি একটি ইসলামিক নাম, সেহেতু সেটি ইসলামিক নাম, তাই বিশ্বের প্রায় সব দেশ হতেই এই নামকে কেন্দ্র করে গুগল সার্চ দিয়ে থাকে। আর এ কারণেই ভিন্ন ভিন্ন ভাষায় হাসান নামের বানান করা হয়েছে। কেননা প্রায় সব দেশেরই রয়েছে নিজস্ব ভাষা। আর প্রত্যেক ভাষারই রয়েছে নিজস্ব অর্থ। আর এ কারণেই এখানে কয়েকটি ভাষায় হাসান নামের বানানকে তুরে ধরা হয়েছে। তারই ধারাবাহিকতায় হাসান নামের বানান দেশ ভিত্তিতে ভিন্ন ভিন্ন হয়। পৃথিবীর ৭টি মহাদেশের মধ্যে অবস্থিত মোট ২৩৩টি দেশের মধ্যেই হাসান নামের ব্যবহার রয়েছে। অর্থাৎ যেহেতু দেশ ভেদে ভাষাও ভিন্ন হয়, তাই সে প্রেক্ষিতে হাসান নামের বানানও মোট ২৩৩টি ভাষায় রয়েছে। কিন্তু এখানে আমরা ৪টি ভাষায় হাসান নামের বানান দেওয়া হলো-
- Urdu – حسن
- Hindi – हसन
- আরবি – حسن
- বাংলা – হাসান
এখানে শুধু আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী দেশসমূহের ভাষায় হাসান নামকে কনভার্ট করা হয়েছে। উর্দু, হিন্দু, আরবি এবং বাংলা ভাষায়। মোটামোটি এই ৪টি ভাষাই যথেষ্ট।
হাসান নামের অর্থ রিলেটেড কিছু নাম
খুব কম মানুষই আছে যারা তাদের নামের ক্ষেত্রে রুট নামটি অর্থাৎ হাসান নামটিই শুধুই ব্যবহার করে থাকে। যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে প্রায় যাদের নামটি হাসান নাম দিয়ে তাদের সবার নামের সাথে অতিরিক্ত কিছু না কিছু শব্দ যোগ করা থাকে। যেমন এর ন্যায় একটি নাম হলো ” মোহাম্মদ হাসান “ । এখানে নামের শুরুতে একটি প্রিপিক্স যোগ হয়েছে। সেটি হলো মোহাম্মদ । এভাবে আরো অনেক শব্দ বা প্রিপিক্স যোগ হয়ে হাসান নামের সাথে যু্ক্ত হয়ে একটি পরিপূর্ণ নাম গঠিত হয়। তবে এই ক্ষেত্রে যে শুধু নামের প্রথমে বাড়তি শব্দটি অ্যাড হয়, তা কিন্তু নয়। এটা হতে পারে নামের প্রথমে অথবা হতে পারে নামে পরে। এটা ডিপেন্ড করে নাম অনুযায়ী। এরকম ভাবে হাসান নামের আগে ও পরে অনেক শব্দ যুক্ত হয়ে সম্পূর্ণ একটি নতুন নাম তৈরি হয়। আর তারই ধারাবাহিকতায় আজকে নিয়ে এসেছি এরকম আরো অনেকগুলো নাম। কিন্তু এলোমেলো নাম তৈরি করলেই সব কিছু শেষ হয় না। তার একটি অর্থবহ নাম হতে হয়। তাই এখানে বেশ কিছু হাসান নাম রিলেটেড অর্থ্যৎ খুবই সিমিলার নামের তালিকা এখানে উল্লেখ করা হলো-
- হাসান সুলতান = Hasan Sultan
- হাসান আহমেদ = Hasan Ahmmed
- আতিকুল হাসান = Atikul Hasan
- মুহাম্মদ হাসান = Muhammod Hasan
- হাসান জুবায়ের = Hasan Jubayer
- হাসান সেখ = Hasan Sekh
- হাসান সরকার = Hasan Sarkar
- হাসান রহমান = Hasan Rahman
- হাসান চৌধুরী = Hasan Chowdory
- হাসান খান = Hasan Khan
- হাসান সুমন = Hasan Sumon
- হাসান সুমাইয়া = Hasan Sumaiya
- ইমাম হাসান = Imam Hasan
- হাসান ইমতিয়াজ =Hasan Imtiaj
- মোহাম্মদ হাসান = Mohammod Hasan
- কামরুল হাসান = Kamrul Hasan
- সৈয়দ হাসান = Soiwod Hasan
- হাসান রহমান = Hasan Rahman
- ইব্রাহিম হাসান = Ebrahim Hasan
- হাসান মাহবুব = Hasan Mahmud
- আমিনুল হক হাসান = Aminul Haq Hasan
- হাসান আলী = Hasan Ali
- হাসান নাওয়াব = Hasan Nawyab
- আহমেদ হাসান = Ahmmed Hasan
- শামীম হাসান = Shamim Hasan
- তানভীর হাসান = Tanvir Hasan
- তকির হাসান = Tokir Hasan
- ইকরাম হাসান = Ekram Hasan
- হৃদয় হাসান = Hridoy Hasan
- আরাফাত হাসান = Arafat Hasan
- হাসান মাহমুদ = Hasan Mahmud
- আক্তার হাসান = Akter Hasan
- মেহেদী হাসান = Mehadi Hasan
- মাজহারুল হাসান = Majharul Hasan
- ফারুক হাসান = Faruk Hasan
মূলত এখানে উল্লেখিত নামগুলো ছাড়াও আরো রয়েছে এরকম হাজারো নাম। যে নামগুলো সরাসরি হাসান নামের সিমিলার নাম।
হাসান নামের বিখ্যাত ব্যক্তি এবং বিষয়
হাসান নামের বিখ্যাত একজন ব্যক্তি রয়েছে। তিনি হলেন হোসেন আ: ভাই এবং নবী সা: এর প্রিয় নাতি হাসান আ:। তিনি মা ফাতেমার ছেলে ইমাম হাসান আ:।
আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.)-এর প্রিয় প্রথম নাতি তথা আমিরুল মুমিনীন হযরত আলী (আ.) ও হযরত ফাতেমা (সালামুল্লাহি আলাইহার.)-এর প্রথম সন্তান জন্ম নিয়েছিলেন তৃতীয় হিজরির পবিত্র রমজান মাসের ১৫ তারিখে।
প্রিয় নবী করীম (সা.) অভিনন্দন জানাতে হযরত আলীর ঘরে এসেছিলেন। তিনি ( প্রিয় নবী সা:) এ নবজাত শিশুর নাম আল্লাহর পক্ষ থেকে রাখেন হাসান যার আভিধানিক অর্থ সুন্দর বা উত্তম। হযরত ইমাম হাসান (আ) এতটা মহান ব্যক্তিত্বের অধিকারী ছিলেন এবং তাঁর রুহ এতটা নিষ্কলুষ ছিল যে রাসূল (সা.) তাঁকে শৈশবেই অনেক চুক্তি-পত্রের মধ্যে সাক্ষী হিসেবে মনোনীত করতেন। দয়াল নানা তাঁকে অত্যন্ত ভালবাসতেন। বহু বার তিনি নাতিকে কাঁধে নিয়ে বলেছেন : “হে প্রভু,আমি তাকে ভালবাসি। তুমিও তাকে ভালবাস।” তিনি আরো বলতেন : “যারা হাসান ও হুসাইনকে ভালবাসবে তারা আমাকেই ভালবাসলো। আর যারা এ দুজনের সাথে শত্রুতা করবে তারা আমাকেই তাদের শত্রু হিসাবে গণ্য করলো।” “হাসান ও হুসাইন বেহেশতের যুবকদের নেতা।”
সুতরাং বোঝাই যাচ্ছে যে আমাদের নবী সা: এর কতটা প্রিয় ছিল হাসান রা:। ইমাম হাসান আ: ছিলেন একাধারে ভদ্র, নম্র, সুশীল সহ যুবকদের জন্য এক ইউনিক আইকন। তাকে ফলো করে যেকোনো যুবক তার ইহকালিন জীবন যাবন করতে পারে।
হাসান নাম সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
মানুষের জানার আগ্রহের শেষ নেই। সেটা নাম হোক বা অন্য কিছু। তবে যদিও সেটা স্পেসিপিক একটি নাম, কিন্তু তারপরও সেটা নিয়ে অনেকের কাছে অজানা অনেক প্রশ্ন রয়েছে। হাসান নামটি নিয়ে জন সাধারণের নিকট রয়েছে এরকম হাজারো প্রশ্ন। সেখান থেকে হাসান নামের অর্থ কি আর্টিকেলের এই প্রশ্ন-উত্তর পার্টে বেশ কমন কিছু প্রশ্ন উঠানো হলো। চলুন তাহলে জানা যাক হাসান নাম নিয়ে কিছু প্রশ্ন ও তার উত্তরগুলো।
অবশ্যই। হাসান নামটি হলো একটি আরবি নাম। এর উৎপত্তি স্থল হলো আরবে এবং হাসান নামটি হলো ইসলামিক পারিভার্ষিক একটি নাম। হাসান – Hassa or Hasan নামের আরবি অর্থ হলো উত্তম, ভদ্র, সুন্দর ইত্যাদি।
হাসান নামটির উৎপত্তি স্থল যেহেতু আরবে সেহেতু এর আরবি অর্থ হলো সুদর্শন, ধার্মিক ,সুন্দর, সুশ্রী, ভদ্র, উত্তম মানুষ।
হাসান নামটি হলো পুরুষ লিঙ্গের। এটি সাধারণত পুরুষরা তাদের নামের ক্ষেত্রে ব্যবহার করে। তাই এটি হলো ছেলেদের বা পুরুষদের নাম।
হাসান নামের ইংরেজী বানান হলো Hassa or Hasan. এর ইংরেজী অর্থ হলো So nice, So Smart, Handsome, Righteous, Polite, Best, Well Manners .
Hasan namer ortho holo darmik, uttom, valo.
মূলত এগুলোই ছিল আজকের হাসান নামের অর্থ কি এই পর্বের মূল টপিক। আশা করি সম্পূর্ণ আর্টিকেলটি যদি পড়ে থাকেন, তাহলে হাসান নাম নিয়ে আর কোনো ধরনের প্রশ্ন আপনার মনে জাগ্রত হবে না। কেননা এখানে ফুল ডিটেইলস হাসান নামের ইনডেপ্ত তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে। সুতরাং যদি কোনো কারণে বোঝতে সমস্যা হয়, তাহলে দয়া করে পুনরায় আরেকবার মনোযোগ সহকারে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।