ব্লগ সাইট খোলার নিয়ম | ফ্রী ব্লগ সাইট তৈরি করে লাখ টাকা ইনকাম করুন

ব্লগ সাইট খোলার নিয়ম

অনলাইনে টাকা ইনকামের কথাটা মোটামোটি আমরা সবাই শুনি। এখন যদি বলি আপনিও পারেন অনলাইনে টাকা ইনকাম করতে ব্লগ সাই খোলার বা তৈরি করার মাধ্যমে! বিশ্বাস হয় আপনার?

আপনি যদি লেখালেখি করতে পছন্দ করেন এবং এটা যদি খাতা থেকে ওয়েবসাইটে সংরক্ষণ করে জনগনের জন্য উম্মুক্ত করে দেন তাহলেই সম্ভব। এর জন্য দরকার ব্লগ সাইট খোলার নিয়ম সঠিকভাবে জানা। আমাদের মধ্যে অনেকে আছে, প্রতিনিয়ত খাতায় লেখালেখি করি অথবা আমাদের মাথায় নানান রকম আইডিয়া ঘুরপাক খায়, কিন্তু উপযোক্ত কারো কাছে সেই আইডিয়া বা লেখাগুলোকে পৌঁছাতে পারি না। আর এই সুযোগটি দিচ্ছে ফ্রী ব্লগ সাইটগুলো। এর মধ্যে রয়েছে গুগলের ফ্রী ব্লগ সাইট। একেই বলে এক ঢিলে দুই পাখি মারা।

প্রথমত আপনার লেখা বা আইডিয়াগুলো সঠিক মানুষের কাছে পৌঁছে দিলেন, দ্বিতীয়ত এর মাধ্যমে কিছু টাকা ইনকামও করে ফেললেন। পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য একজন ব্লগারের বেশ কয়েকটি জিনিস জানা দরকার। এর মধ্যে প্রথম হলো কীভাবে একটি গুগল ব্লগস্পট বা ব্লগ সাইট তৈরি করা যায়? গুগল ব্লগ সাইট খোলার নিয়ম কী?

আজকের আর্টিকেলে আমরা এই বিষয়টিই জানবো। প্রথমে জেনে নেই ব্লগ স্পট সাইট কীভাবে খুলবো তার সম্পর্কে।

প্রথমে জেনে নেই একটি গুগল ফ্রী ব্লগস্পট সাইট তৈরি করতে বা খোলার জন্য কী কী লাগে-

  • একটি অর্জিনাল গুগল জি-মেইল – Original Google gmail
  • সাইটের ডোমেইন নেইম সিলেক্ট – Domain Name Select
  • সাইট কাস্টমাইজেসন – Site Customization
  • সাইটের লগু – Site Logo
  • সাইটের ফেবিকন/আইকন – Site Favicon or Icon

ব্লগ সাইট খোলার সঠিক নিয়ম

ব্লগ সাইট খোলার সঠিক নিয়ম

ডিজিটাল মার্কেটিং সেক্টরে নতুন অবস্থায় বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। এর প্রথমটা হলো টাকার অভাব। সে লক্ষ্যেই আজকের আর্টিকেলটি। গুগলের ফ্রী একটি সার্ভিস হলো ব্লগস্পট সাইট। এখানে আপনি একটি সাইট খুব সহজেই তৈরি করতে পারেন। মূলত যদি বোঝেন তাহলে ব্লগ সাইট খোলার নিয়ম একেবারেই সোজা। এই ব্লগস্পট সাইটের মূল সুবিধা হলো এখানে আপনাকে কোনো ধরনের অতিরিক্ত টাকা খরচ করে হোস্টিং ক্রয় করতে হয় না। গুগল আপনাকে ফ্রীতেই হোস্টিং দিচ্ছে। পাশাপাশি ব্লগস্পট ফ্রী ডোমেইনটাও ফ্রীতে পেয়ে যাচ্ছেন। যদি আপনার টাকার ঘাটতি পূরণ হয়, তখন আপনি ডোমেইনটা প্রিমিয়াম করে নিতে পারেন।

Read More  নতুন জিমেইল একাউন্ট খোলার নিয়ম - গুগল একাউন্ট খোলার নিয়ম

তবে এখানে আপনাকে একটি ব্লগ ওয়েব সাইট তৈরি করতে হলে উপরের শর্তগুলো অবশ্যই ফিল-আপ করতে হবে। অন্যথায় এখানে ব্লগ সাইট খোলতে দেওয়ার অক্সেস দিবে না। উপরের শর্তগুলো যদি ইতিমধ্যে অর্জন করে থাকেন, তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্যই। আজকের এই আর্টিকেলে আমরা দেখিয়েছি একটি ফ্রী ব্লগস্পট সাইট খোলার সহজ নিয়ম এবং একই সাথে দেখিয়েছি ব্লগস্পট সাইট খোলে কিভাবে তা সঠিক পদ্ধতিতে কাস্টমাইজড করবেন। পুরো আর্টিকেলটি পড়লে আশা করি আপনি নিজেই একটি গুগল ব্লগস্পট সাইট খোলতে পারবেন। এবং ব্লগ সাইট খোলতে গিয়ে কোনো রকম সমস্যা ফেস করলে আমাদের কমেন্টে জানান। এখান চলুন জানা যাক ব্লগ সাইট খোলার নিয়ম সম্পর্কে।

ব্লগসাইট খোলার ধাপগুলো হলো-

  • প্রথমে আপনার পিসি বা কম্পিউটারের যেকোনো একটি ব্রাউজারে চলে যান। এক্ষেত্রে আমি সাজেস্ট করবো গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করুন – Open your Chrome browser
  • এবার গুগল ক্রোমে আপনার আসল জি-মেইলটি দিয়ে লগ-ইন করুন। – Log in gmail account
  • লগ-ইন সম্পন্ন করার পর ক্রোম ব্রাউজারের ডানদিকে উপরে দেখুন থ্রি-ডট মেনু আছে। এবার আপনি ঐ থ্রি-ডট মেনুতে ক্লিক করুন।
google blog site create
  • এখন দেখুন অনেকগুলো মেনু বা অ্যাপস সো করছে। একটু স্ক্রল করে নিচে নামুন। দেখুন সেখানে Blogger নামে একটি অ্যাপস এর মতো আইকন আছে। এটায় ক্লিক করুন।
blog site
  • ক্লিক করার পর একটি সাইট ওপেন হবে এবং সেখানে দেখুন লেখা আছে “Create Your Blog”. আপনি এই লেখার উপর ক্লিক করুন।
  • ক্লিক করার পর দেখুন আরেকটি নতুন ট্যাব ওপেন হয়েছে এবং আপনার ব্রাউজারে সাইন ইন বা লগ-ইন করা সকল জি-মেইল গুলোকে দেখাচ্ছে। এর থেকে আপনি লগ-ইন কৃত জি-মেইলটা সিলেক্ট করুণ।
  • সিলেক্ট করার পর কিছুক্ষণ লোড হয়ে আপনার পাসওয়ার্ড চাইবে। যদি আপনি লগইন অবস্থায় থাকেন, তাহলে অটোমেটিক পাসওয়ার্ডটি সেভ থাকবে। না হয় নতুন করে পাসওয়ার্ডটি এখানে দিতে হবে।
  • পাসওয়ার্ড দেওয়ার পর অথবা আগের থেকে পাসওয়ার্ড দেওয়া থাকলে Next লেখায় ক্লিক করুণ।
  • এবার দেখুন একটি নতুন ট্যাব ওপেন হয়েছে এবং এতে লেখা আছে “Choose a name for your blog” এখানে আপনার ব্লগের একটি টাইটেল দিয়ে ‍দিন। এবং next করুণ।
  • এখন আরেকটি নতুন ট্যাব ওপেন হয়েছে এবং এতে লেখা আছে “Choose a URL for your blog” এটি হলো আপনার ব্লগ সাইটের ডোমেইন নাম। এই নামটি ‍খুব ভেবে চিন্তে লিখবেন। লেখা শেষে next করুণ।
  • এবার আপনাকে আপনার ডিসপ্লে নেইমটি দিতে হবে। যা আপনার সাইটে দেখাবে। “Choose your display name” দেওয়ার পর এবার Finish করুন।
  • ব্যাস ব্লগ সাইট তৈরি করার বা খোলার প্রাথমিক কাজ শেষ।
  • এবার আপনাকে মেইন বা গুরুত্বপূর্ণ কাজগুলো করতে হবে।
Read More  ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায়

উপরের ধাপগুলো সঠিকভাবে অনুসরণ করলে আপনি নিজেই একটি ব্লগ সাইটের প্রাথমিক কাজগুলো ২-৫ মিনিটের মধ্যে সেরে ফেলতে পারেন। তবে এটি শুধুই মাত্র ব্লগ সাইটি ওপেন করা মাত্র। এবার  সাইটের কাস্টমাজেসন, সাইটের ডোমেইন নাম, টাইটেল, ডেসক্রিপসন, ডিজাইন এবং এসইও করতে হবে। এগুলো করার জন্য আমি পার্ট বাই পার্ট আর্টিকেল তৈরি করবো। আজকে শুধু ব্লগ সাইট তৈরি বা খোলার পদ্ধতি এবং সাইটের ডোমেইন সিলেক্ট, টাইটেল এবং ডেসক্রিপসন দেখাবো। পাশাপাশি আরো কিছু গুরুত্বপূর্ণ সেটিংস দেখানোর চেষ্টা করবো।

বিশেষ দ্রষ্টব্য:

ব্লগ সাইটের এই ধাপগুলোতে যদি Choose a name for your blog>Choose a URL for your blog>Choose your display name এ অপশানগুলো না আসে তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন।

গুগল ব্লগস্পট সাইটের কাস্টমাইজেসন করার ধাপগুলো- Steps for blog site customization

  • ব্লগ সাইটের বাকি কাজগুরো করার জন্য আপনাকে সাইটের সেটিংস অংশে চলে যেতে হবে। এর জন্য আপনাকে সাইটের ড্যামবোর্ডের বাম দিকে দেখুন অনেকগুলো অপশান আছে। একটু নিচে স্ক্রল করুন এবং সেটিংসে ক্লিক করুণ।
  • সেটিংস এ ক্লিক করার পর প্রথম অপশানটাই অর্থাৎ “Title” লেখাটা। এখানে আপনার সাইট কী সম্পর্কিত বা সাইটের নিশের উপর একটা ছোট স্লোগন বা এক বাক্যে এমন কিছু লিখুন যা সাইটের  মূল ভাব কে তুলে ধরবে।
  • টাইটেলের  পরের অপশানটাই হলো ”Description” এখানে আপনি আপনার সাইট সম্পর্কে ৫০০ ওয়ার্ডের মধ্যে কিছু লিখুন। এক্ষেত্রে আমি সাজেস্ট করবো পূর্ব থেকে প্লানমাফিক কিছু লিখে রাখুন। যাতে করে সাইট কাস্টমাইজড করতে এসে হিমশিম খেতে না হয়।
  • এবার একটু নিচে স্ক্রল করুন এবং দেখুন Favicon নামে একটি অপশান। এখানে ক্লিক করে সাইটের ফেবিকন বা আইকনটি দিয়ে দিন।
  • এবার আরেকটু নিচে স্ক্রল করুণ। দেখুন
  • Publishing নামে একটি অপশান আছে এবং এর নিচেই Blog address নামে একটি অপশান আছে। এখানে ক্লিক করুণ।
  • এখানে আপনার ব্লগসাইটের নামটি দিন।
  • এর নিচে দেখুন Customs domain নামে একটি লেখা আছে। এখানে ক্লিক করে আপনার মূল ডোমেইন নামটি দিন।
  • ব্যাস মোটামোটি সাইট এর নাম, টাইটেল বা কাস্টমাইজেসন এর প্রাথমিক কাজগুলো শেষ।
Read More  এডসেন্স থেকে টাকা তোলার পদ্ধতি

উপরের ধাপগুলো অনুসরণ করে যে কেউ ইচ্ছা করলে খুব সহজে কয়েক মিনিটের মধ্যে একটি গুগল ব্লগস্পট সাইট তৈরি করতে পারে। তবে এখানে শুধু সাইট তৈরি করা এবং প্রাথমিক কিছু কাস্টমাইজেশন দেখানো হয়েছে। একটি সুন্দর ও আকর্ষণীয় সাইটের জন্য এর জন্য আকর্ষণীয় একটি টেমপ্লেট লাগবে এবং তার প্রোপার কাস্টমাইজেশন লাগবে।

এই জিনিসগুলো আমরা ধাপে ধাপে শিখবো। আজকের ফ্রী ব্লগ সাইট free blog site তৈরি করার বা খোলার এই পর্বে এতটুকুই। যেহেতেু আজকে ব্লগ সাই খোলার নিয়ম শিখলাম, তাই ধারাবাহিক পদ্ধতিতে ব্লগ সাইটের বাকি পর্বগুলো নিয়ে আলোচনা করা হবে। ব্লগ সাইটে এসইও কিভাবে করতে হয়, ইমেইজ এসইও, আর্টিকেল এসইও,, ব্লগসাইটে ইন্টারলিংক এবং আউটবাউন্ড লিংক সহ ইত্যাদি বিষয় নিয়ে ডিটেইলস আলোচনা করা হয়েছে। আপনার সুবিধা অনুযায়ী ব্লগস্পট সাইট রিলেটেড পোস্টগুলো পড়ে নিন। আশা করি উপকৃত হবেন।

SEO সম্পর্কে জানতে এটি পড়ুন

Search Engine কীভাবে কাজ করে তা জানুন

ফ্রী ব্লগসাইট খোলার নিয়ম সম্পর্কে আরো জানতে দেখুন

Leave a Comment